নগদ একাউন্টের মালিকানা কার নামে ও কোন আইডি দিয়ে খোলা বের করুন
প্রতিটি নগদ একাউন্টের একজন নির্দিষ্ট মালিক রয়েছে। অনেক সময় আমাদেরকে নির্দিষ্ট নাম্বারের নগদ একাউন্টের মালিকের নাম ও পরিচয় জানতে হয়। তবে এই কাজটির প্রক্রিয়া স্বাভাবিক না হওয়ায় অনেকেই এটি করতে পারেনা।
তাই আপনাদের জন্য আমি এই আর্টিকেলে "নগদ একাউন্টের মালিকানা বের করার উপায়" দেখাবো। নগদ একাউন্ট কোন আইডি দিয়ে খোলা সেটি বের করার নিয়ম জেনে আপনারা যেকোনো নগদ একাউন্টের মালিকের নাম জানতে পারবেন-
নগদ একাউন্ট কার নামে খোলা কেন জানতে হয়?
সাধারণত একটি নাম্বারের নগদ একাউন্ট কার নামে খোলা সেটি যেসব কারণে জানতে হয় তা হচ্ছে-
- নিজের নগদ একাউন্টের মালিকানা জানাঃ আপনি যে নগদ একাউন্ট ব্যবহার করতেছেন সেই নগদ একাউন্টের মালিক কে সেটা জানার জন্য নগদ একাউন্টের মালিকানা চেক করা জরুরী। কারণ, হতে পারে আপনার নাম্বার দিয়ে খোলা নগদ একাউন্ট অন্য কারো এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা।
- পার্সোনাল নগদ একাউন্টের সমস্যার সমাধানঃ আপনার ব্যবহার করা নগদ একাউন্টের যদি কোনো সমস্যা হয় তাহলে কাস্টমার কেয়ার থেকে সমাধানের জন্য সাহায্য চাওয়া হয়। এখন নগদ কাস্টমার কেয়ার চেক করে দেখবে আপনি সেই নগদ একাউন্টের আসল মালিক কিনা। এক্ষেত্রে উক্ত নগদ একাউন্ট যদি আপনার এনআইডি দিয়ে ভেরিফিকেশন করা না থাকে তাহলে আপনাকে তারা সাহায্য করবে না। তাই আগে চেক করে দেখবেন উক্ত নগদ একাউন্টের মালিক আপনি কিনা।
- লেনদেনের নিরাপত্তা ও প্রতারণা এড়ানোঃ আপনার নগদ একাউন্ট থেকে কাউকে টাকা পাঠানোর পূর্বে অবশ্যই সেই একাউন্টের মালিকানা চেক করা ভালো। এতে লেনদেনের নিরাপত্তা থাকে এবং টাকা ঠিক জায়গায় যায়।
- প্রতারক ধরাঃ যদি আপনি কাউকে ভুলে টাকা পাঠিয়ে থাকেন এবং সে আপনার সাথে প্রতারণা করে তাহলে সেই নগদ একাউন্ট কোন এনআইডি দিয়ে খোলা সেটি জেনে প্রতারকের পরিচয় জানতে পারবেন। এভাবে প্রতারক ধরতে পারবেন।
নগদ একাউন্ট কার নামে আছে জানার উপায়ঃ
যদি আমরা কারো নাম্বারের নগদ একাউন্টের নাম কাস্টমার কেয়ারে জানতে চাই তাহলে তারা ব্যক্তিগত নিরাপত্তার জন্য নাম বলে না। তবে আমরা চাইলে কিছু পদ্ধতি অবলম্বন করে নগদ একাউন্ট কোন আইডি দিয়ে খোলা জানতে পারবো। সাধারণত দুইটি পদ্ধতিতে নগদ একাউন্টের মালিকের নাম জানা যায়। সেগুলো হচ্ছে-
- ইসলামী ব্যাংকের সেলফিন ওয়ালেটের মাধ্যমে।
- নগদ অ্যাপের মাধ্যমে।
আপনারা সেলফিন অ্যাপ এবং নগদ অ্যাপের মাধ্যমে মাধ্যমে খুব সহজেই নগদ একাউন্টের মালিকের নাম বের করতে পারবেন। তবে নগদ অ্যাপের মাধ্যমে শুধুমাত্র আপনার নগদ একাউন্টের এনআইডি কার্ডের তথ্য বের করতে পারবেন। আর ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের মাধ্যমে যেকোনো নগদ অ্যাকাউন্ট কার নামে রয়েছে জানতে পারবেন।
নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট কার নামে দেখার নিয়মঃ
নগদ অ্যাপ দিয়ে আপনি যে নগদ একাউন্ট ব্যবহার করেন সেই নগদ একাউন্টের আইডির নাম ও সকল তথ্য বের করতে পারবেন। তবে আপনি চাইলে নগদ অ্যাপ দিয়ে অন্যের নগদ একাউন্টের এনআইডি নাম বের করতে পারবে না। নগদ অ্যাপ দিয়ে নিজের নগদ একাউন্টের জাতীয় পরিচয়পত্রের তথ্য বের করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: নিজের নগদ একাউন্ট কার নামে খোলা জানার জন্য প্রথমে নগদ অ্যাপে প্রবেশ করবেন। নগদ অ্যাপে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশট দেখানো My Nagad অপশনে প্রবেশ করবেন-
ধাপ ২: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো Re-submit KYC নামে একটি অপশন দেখতে পারবেন। নিজের নগদ একাউন্টের তথ্য বের করতে এই Re-submit KYC অপশনে প্রবেশ করতে হবে-
ধাপ ৩: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার নগদ একাউন্ট যে এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছিল সেই এনআইডি কার্ডের সামনের ও পেছনের ছবি দেখতে পারবেন। আপনি চাইলে Next অপশনে ক্লিক করে বিস্তারিত তথ্য দেখতে পারবেন-
ধাপ ৪: পরবর্তী পেজে প্রবেশ করলে নিচের স্ক্রিনশটের মতো আপনার নগদ একাউন্ট যে জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা হয়েছিল সেই জাতীয় পরিচয়পত্রের নাম, নাম্বার, ঠিকানা সহো সকল তথ্য দেখতে পারবেন-
এই ছিলো নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট কোন আইডি দিয়ে খোলা জানার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই আপনার নগদ একাউন্ট কার নামে খোলা জানতে পারবেন।
সেলফিন অ্যাপের মাধ্যমে নগদ কোন আইডি দিয়ে খোলা বের করার নিয়মঃ
ইসলামী ব্যাংকের সেলফিন ওয়ালেটের মাধ্যমে সহজেই যেকোনো নগদ একাউন্ট কোন আইডি দিয়ে খোলা জানা যায়। যদি আপনার মোবাইলে সেলফিন ওয়ালেট অ্যাপ না থাকে তাহলে CellFin App এই লিংক থেকে অথবা প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো অ্যাপ ইন্সটল করে নিবেন। অতঃপর আপনারা সেলফিন অ্যাপ ওপেন করবেন-
এবার আপনাকে সেলফিন অ্যাপে লগইন করতে হবে। যদি আপনার সেলফিন একাউন্ট না থাকে তাহলে Registration অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ড দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন। অতঃপর নিচের স্ক্রিনশট দেখানো মোবাইল নাম্বারের জায়গায় আপনার সেলফিন অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের যায়গায় আপনার সেলফিন অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে Login অপশনে ক্লিক করে সেলফিন ওয়ালেটে প্রবেশ করবেন-
সেলফিন ওয়ালেটে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মতো Found transfer নামে একটি অপশন দেখতে পারবেন। আপনাদেরকে এই Found Transfer অপশনে প্রবেশ করতে হবে-
এবার নিচের স্ক্রিনশটের মতো Nagad নামে একটি অপশন দেখতে পারবেন। নগদ একাউন্টের মালিকের নাম বের করতে আমাদেরকে এই Nagad অপশনে প্রবেশ করতে হবে-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো Nagad নাম্বার দেয়ার বক্স দেখতে পারবেন। আপনি যে নগদ একাউন্ট কার নামে খোলা জানতে চাচ্ছেন সেই নগদ একাউন্টের নাম্বার এখানে দিবেন। অতঃপর Next অপশনে ক্লিক করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো নগদ একাউন্টের মালিকের নাম দেখতে পারবেন। অর্থাৎ আপনি যে নগদ একাউন্টের নাম্বার দিয়েছিলেন সেই নগদ একাউন্ট যার আইডি দিয়ে খোলা এখানে তার নাম দেখাচ্ছে-
এই ছিলো নগদ একাউন্ট কার নামে আছে জানার উপায়। আপনারা উপরে দেখানো নিয়মে ইসলামী ব্যাংকের সেলফিন ওয়ালেটের মাধ্যমে যেকোনো নগদ একাউন্ট কার এনআইডি দিয়ে খোলা সেটি সহজেই জানতে পারবেন।
নগদ অ্যাপ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য না পেলে করণীয়ঃ
যদি আপনি উপরে দেখানো নিয়মে নগদ অ্যাপ থেকে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের তথ্যাবলী দেখতে না পান তাহলে বুঝে নিবেন আপনি এনআইডি দিয়ে নগদ একাউন্ট খুলেননি। কোড ডায়াল করে নগদ একাউন্ট খুলেছিলেন যার কারণে নগদ অ্যাপে এনআইডি ইনফরমেশন নেই।
এখন আপনি সেই নগদ একাউন্টে যার এনআইডি কার্ড সাবমিট করবেন মূলত তার নামে উক্ত নগদ একাউন্ট রেজিস্ট্রেশন হবে। আপনার নগদ একাউন্ট যদি আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে নগদ অ্যাপের মাধ্যমে দ্রুত আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিবেন। এতে পরবর্তীতে ঝামেলা হবেনা।
নগদ একাউন্ট কার নামে আছে জানতে না পারলে করণীয়ঃ
যদি আপনার সেলফিন একাউন্ট না থাকে অথবা উপরে দেখানো নিয়মে নগদ একাউন্ট কার নামে রয়েছে জানতে না পারেন তাহলে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে www.facebook.com/janteparo/ এসএমএস করে নগদ একাউন্ট কার নামে আছে জানতে পারবেন। আমাদের ফেসবুক পেজে নগদ একাউন্টের নাম্বার দিলে আমরা বলে দিব সেই নগদ একাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে খোলা।
আরো পড়ুনঃ বিকাশ একাউন্ট কার নামে আছে জানার উপায়.
শেষ কথাঃ
এই ছিলো নগদ একাউন্ট কার নামে আছে জানার সকল উপায়। ইতিমধ্যে আপনারা নগদ অ্যাপ এবং সেলফিন অ্যাপের মাধ্যমে সকল নগদ একাউন্ট কোন আইডি দিয়ে খোলা বের করার নিয়ম জানতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা এই সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। এছাড়াও এই পোস্ট আপনার ভালো লাগলে বন্ধুদেরকেও শেয়ার করে জানাতে পারেন। মোবাইল ব্যাংকিং সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।