মোবাইলে যেকোনো ছবি কপি করে পেস্ট করার উপায় ও সুবিধা
আমরা মোবাইলে খুব সহজেই যেকোনো লেখা কপি করতে পারি। তবে কখনো কি ভেবে দেখেছেন যে "লেখা কপি করার মতন ছবি কপি করা যায়"? হ্যাঁ আমরা মোবাইলে ইমেজ কপি-পেস্ট করতে পারবো। তবে অনেকেই রয়েছেন যারা মোবাইলে ছবি কপি পেস্ট করার উপায় জানেন না।
যদি আপনি মোবাইলে ছবি কপি করার নিয়ম না জানেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। এই পোস্টে আমি আপনাদেরকে "কিভাবে ছবি কপি করে পেস্ট করতে হয়" তার উপায় দেখাবো। আপনারা সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যেকোনো ছবি কপি করে যেকোনো জায়গায় পেস্ট করে ব্যবহার করতে পারবেন-
মোবাইলে ইমেজ কপি পেস্ট করার সুবিধাঃ
লেখা যেমন কপি করে পেস্ট করলে অনেক সুবিধা পাওয়া যায় তেমনি মোবাইলে ইমেজ কপি করে পেস্ট করে ব্যবহার করলে অনেক সুবিধা রয়েছে। সুবিধাগুলো হচ্ছে-
- সময় বাঁচানোঃ আপনি যদি কোন ছবি কপি করে রাখেন তাহলে সেই ছবি দ্রুত ব্যবহার করতে পারবেন। আপনাকে গ্যালারিতে গিয়ে ছবি আপলোড করতে হবেনা।
- দ্রুত ছবি ব্যবহারঃ মোবাইলের ক্লিপবোর্ডে অনেক ছবি একত্রে কপি করে রাখা যায়। এর ফলে ক্লিপবোর্ড থেকে যখন যেটা ছবির প্রয়োজন তখন সেই ছবি পেস্ট করে ব্যবহার করা যায়।
- মেসেজ পাঠানোঃ সাধারণত যেসব মেসেজিং প্লাটফর্ম রয়েছে সেখানে ছবি কপি পেস্ট করে দ্রুত পাঠানো যায়।
- সোশ্যাল মিডিয়ায় ব্যবহারঃ সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করার ক্ষেত্রে যদি আপনার ছবি কপি করে থাকে তাহলে সেটি দ্রুত ব্যবহার করতে পারবেন।
- স্টোরেজ বাচানোঃ আপনি যদি ছবি কপি করে ব্যবহার করেন সেক্ষেত্রে উক্ত ছবিটি গ্যালারিতে রাখতে হয় না। এর ফলে আপনার মোবাইলের স্টোরেজ বাঁচবে।
মোবাইলে ছবি কপি করে পেস্ট করার উপায়ঃ
আপনারা খুব সহজেই মোবাইলে ছবি কপি করে পেস্ট করতে পারবেন। এই কাজের জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
ধাপ ১: ইমেজ কপি পেস্ট করার জন্য আপনাদেরকে একটি অ্যাপে প্রয়োজন হবে। আপনারা প্লে স্টোর থেকে Copy to Clipboard লিখে সার্চ করে নিচের স্ক্রিনশট দেখানো অ্যাপ আপনার মোবাইলে ইন্সটল করবেন-
ধাপ ২: আশা করছি আপনারা উপরের দেখানো অ্যাপ্লিকেশন মোবাইলে ইন্সটল করে নিয়েছেন। তবে একটি কথা মনে রাখবেন আপনার মোবাইলে গুগল কীবোর্ড থাকতে হবে। সাধারণত সকল মোবাইলে G board অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে। তবে যদি আপনার মোবাইলে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইন্সটল করে নিবেন-
ধাপ ৩: আপনি যে ইমেজ কপি-পেস্ট করতে চাচ্ছেন সেই ইমেজ মোবাইলের গ্যালারিতে থাকতে হবে। আপনার মোবাইলের গ্যালারিতে থাকা ইমেজ কপি-পেস্ট করতে পারবেন। যদি ইন্টারনেটে থাকা ইমেজ কপি-পেস্ট করতে চান তাহলে প্রথমে সেটি ডাউনলোড করে নিবেন। অতঃপর গ্যালারিতে গিয়ে যে ইমেজ কপি-পেস্ট করতে চাচ্ছেন সেই ইমেজ এর Share অপশনে ক্লিক করবেন-
ধাপ ৪: একটু পর আপনার নিচের স্ক্রীনশটের মতো Copy নামে একটি অপশন দেখতে পারবেন। আমরা গুগল থেকে যে Copy to Clipboard অ্যাপ ইন্সটল করেছিলাম এটা সেই Copy অপশন। আমাদেরকে এই কপি অপশনে ক্লিক করতে হবে-
ধাপ ৫: ইমেজটি কপি করার পর নিচের স্ক্রীনশটের মতো আপনার গুগোল কিবোর্ডে কপি করা ইমেজ দেখতে পারবেন। ইমেজটি পেস্ট করার জন্য নিচের স্ক্রীনশট দেখানো আইকনে ক্লিক করবেন-
ধাপ ৬: দেখুন আমার কপি করা ইমেজ পেস্ট করতে পেরেছি। ইমেজ আপলোড না করে সরাসরি কপি পেস্ট করে দিয়েছি-
কপি করা ইমেজ কোথায় থাকবে?
এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ছবি কপি করার পর সেই ছবিগুলো কোথায় থাকবে? যখন আপনি উপরের নিয়ম অনুযায়ী ছবি কপি করবেন তখন সেই ছবিগুলো আপনার মোবাইলের জিবোর্ড অ্যাপে থাকবে।
কপি করা ছবিগুলো দেখার জন্য নিচের স্ক্রিনশট দেখানো ক্লিপবোর্ড আইকনে আপনাকে ক্লিক করতে হবে। সাধারণত এই অপশনে আপনার কপি করা সব কিছুই সেভ থাকে-
নিচের Screenshot দেখুন আমার কপি করা ইমেজ দেখাচ্ছে। আমি এই ছবিটি কিছুক্ষণ আগেই আপনাদেরকে কপি পেস্ট করে দেখিয়েছিলাম। যদি আপনারা একাধিক ছবি কপি করে রাখেন তাহলে সবগুলো ছবির লিস্ট এখানে দেখতে পারবেন। এখান থেকে আবার সবগুলো ছবি পেস্ট করতে পারবেন-
এই ছিলো মোবাইলে ছবি কপি পেস্ট করার সকল পদ্ধতি। আমি এই পোস্টে আপনাদেরকে কিভাবে মোবাইলে ইমেজ কপি-পেস্ট করতে হয় তার উপায় দেখিয়েছি। আশা করছি আপনারা উপরের নিয়ম অনুযায়ী খুব সহজেই ছবি কপি করে পেস্ট করতে পারবেন। তবে মনে রাখবেন অবশ্যই আপনার মোবাইলে গুগলের "জিবোর্ড" কিবোর্ড থাকতে হবে।
শেষ কথাঃ
মোবাইলে ইমেজ কপি পেস্ট করা অনেক প্রয়োজনীয় একটি কাজ যেটি আপনারা খুব সহজেই করতে পারেন। ইতিমধ্যে আপনারা মোবাইলে কিভাবে ছবি কপি করে পেস্ট করতে হয় জানতে পেরেছেন। এই আর্টিকেল আপনাদের ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও জানাতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা মোবাইলে ছবি কপি পেস্ট সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।