আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সময়সূচী, দল, ভেন্যু পিকচার সহো
আইসিসি তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের সময়সূচি প্রকাশ করেছে। শীর্ষ আটটি দল নিয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সকল ম্যাচ সঠিক সময় দেখার জন্য আপনাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি জানতে হবে।
এই আর্টিকেলে আমি আপনাদেরকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি ও দল জানাবো। এখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সূচি, তারিখ, ভেন্যু ও সকল দলের তালিকা দেয়া হবে। আপনারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর সময়সূচী জানার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির সকল দলের নাম, খেলার তারিখ, এবং মাঠের নাম ও স্থান সম্পর্কে জানতে পারবেন-
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর সকল দলের নাম ও গ্রুপঃ
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ৮ টি দল অংশগ্রহণ করবে। মূলত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করা সেরা ৮টি দল চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ খেলার সুযোগ পেয়েছে। এই আটটি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল রয়েছে। গ্রুপ এবং দলগুলোর নাম হচ্ছে-
গ্রুপ "এ"
- ভারত,
- পাকিস্তান,
- বাংলাদেশ,
- নিউজিল্যান্ড।
গ্রুপ "বি"
- অস্ট্রেলিয়া,
- দক্ষিণ আফ্রিকা,
- ইংল্যান্ড,
- আফগানিস্তান।
উপরিউক্ত দলগুলো এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছে। প্রতিটি গ্রুপের দলগুলো একে অপরের সাথে একটি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুইটি দল সেমিফাইনালে উঠবে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যুঃ
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ১৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো পাকিস্তানের তিনটি মাঠে এবং নিরপেক্ষ হিসেবে দুবাইতে অনুষ্ঠিত হবে। যেসব মাঠে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা হবে সেগুলো হচ্ছে-
- ন্যাশনাল স্টেডিয়াম, করাচি পাকিস্তান।
- গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর পাকিস্তান।
- রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, পাকিস্তান।
- দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।
এবারের আয়োজক দেশ পাকিস্তান হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির খেলা গুলো পাকিস্তানের করাচি, লাহোর এবং রাউল পিন্ডি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে। তবে ভারত পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানায় তাদের ম্যাচগুলো দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে। ভারত ছাড়া সকল দলের খেলা পাকিস্তানে হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর সময়সূচীঃ
ইতিমধ্যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচী এবং কোন দল কার বিপক্ষে খেলবে সেটি নির্ধারণ করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের খেলার মাধ্যমে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। ৯ মার্চ ফাইনাল খেলার মাধ্যমে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা শেষ হবে। নিম্নে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সময়সূচি, তারিখ, দল, ভেন্যু ইত্যাদি তথ্যাবলী দেয়া হলো-
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ গ্রুপ পর্বের সময়সূচিঃ
১৯ ফেব্রুয়ারি,
- পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, গ্রুপ এ, দুপুর ৩টা, (করাচি, পাকিস্তান)
২০ ফেব্রুয়ারি,
- বাংলাদেশ বনাম ভারত, গ্রুপ এ, দুপুর ৩টা, (দুবাই, সংযুক্ত আরব আমিরাত)
২১ ফেব্রুয়ারি,
- আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, গ্রুপ বি, দুপুর ৩টা, (করাচি, পাকিস্তান)
২২ ফেব্রুয়ারি,
- অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, গ্রুপ বি, দুপুর ৩টা, (লাহোর, পাকিস্তান)
২৩ ফেব্রুয়ারি,
- পাকিস্তান বনাম ভারত, গ্রুপ এ, দুপুর ৩টা, (দুবাই, সংযুক্ত আরব আমিরাত)
২৪ ফেব্রুয়ারি,
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, গ্রুপ এ, দুপুর ৩টা, (রাওয়ালপিন্ডি, পাকিস্তান)
২৫ ফেব্রুয়ারি,
- অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, গ্রুপ বি, দুপুর ৩টা, (রাওয়ালপিন্ডি, পাকিস্তান)
২৬ ফেব্রুয়ারি,
- আফগানিস্তান বনাম ইংল্যান্ড, গ্রুপ বি, দুপুর ৩টা, (লাহোর, পাকিস্তান)
২৭ ফেব্রুয়ারি,
- পাকিস্তান বনাম বাংলাদেশ, গ্রুপ এ, দুপুর ৩টা, (রাওয়ালপিন্ডি, পাকিস্তান)
২৮ ফেব্রুয়ারি,
- আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, গ্রুপ বি, দুপুর ৩টা, (লাহোর, পাকিস্তান)
১ মার্চ,
- দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, গ্রুপ বি, দুপুর ৩টা, (করাচি, পাকিস্তান)
২ মার্চ,
- নিউজিল্যান্ড বনাম ভারত, গ্রুপ বি, দুপুর ৩টা, (দুবাই, সংযুক্ত আরব আমিরাত)
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর সেমিফাইনালের সময়সূচিঃ
৪ মার্চ,
- ভারত বনাম অস্ট্রেলিয়া, দুপুর ৩টা, (দুবাই, সংযুক্ত আরব আমিরাত)
৫ মার্চ,
- নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা, দুপুর ৩টা, (লাহোর, পাকিস্তান)
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলার সময়সূচীঃ
৯ মার্চ,
- সেমিফাইনাল বিজয়ী দুই দল, দুপুর ৩টা, (ভারত ফাইনাল খেললে দুবাই, সংযুক্ত আরব আমিরাতে খেলা হবে, ভারত ফাইনালে না থাকলে পাকিস্তানের লাহোরে খেলা হবে।
এই ছিলো আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সম্পূর্ণ সময়সূচি ও ভেন্যু। উপরে দেয়া সময়সূচী অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির লাইভ সকল ম্যাচ দেখতে পারবেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর সময়সূচী পিকচারঃ
আপনারা যারা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর সময়সূচী পিকচার খুজেছিলেন তাদের জন্য নিম্নে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সময়সূচির ছবি নিম্নে দেয়া হলো। এক নজরে একটি ছবিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি দেখুন-
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক কে?
- ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?
- ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়াও নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
শেষ কথাঃ
উপরে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সকল ম্যাচের সময়সূচি, তারিখ, ভেন্যু ইত্যাদি সকল তথ্য দেয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর সকল ম্যাচের তারিখ, সময় ও কোন মাঠে খেলা হবে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা Champions trophy match schedule সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পারেন। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফি সহো সকল ধরনের খেলাধুলার আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।