Bkash Ekyc App Download । বিকাশ ই কেওয়াইসি অ্যাপস আপডেট

বাংলাদেশের মোবাইল ব্যাংকিং গুলোর মধ্যে বিকাশ অন্যতম। এই বিকাশ একাউন্ট সহজেই খোলা এবং ভেরিফিকেশন করার জন্য Bkash ekyc app রয়েছে। যারা নিয়মিত বিকাশ একাউন্ট খোলেন তাদের এই অ্যাপের প্রয়োজন হয়। 


এই আর্টিকেলে আমি আপনাদেরকে বিকাশ ই-কেওয়াইসি অ্যাপ দিবো যেটা আপনি সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এছাড়াও Bkash ekyc app download, এই অ্যাপের সুবিধা, ব্যবহার ও বিস্তারিত তথ্য জানতে পারবেন- 


Bkash ekyc app


বিকাশ ekyc অ্যাপ কি? 

বিকাশ ই-কেওয়াইসি হচ্ছে এমন একটি সিস্টেম যার মাধ্যমে বিকাশ একাউন্ট ভেরিফাইড করা হয়। বিকাশ ekyc কে Electronic Know Your Customer বলা হয়। এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র এবং ছবি দিয়ে নতুন বিকাশ একাউন্ট খোলা হয়। 


বিকাশ ই-কেওয়াইসি অ্যাপ কাদের জন্য? 

শুধুমাত্র বিকাশ এজেন্টরা বিকাশের ই কেওয়াইসি অ্যাপ ব্যবহার করতে পারবে। বিকাশের সাধারণ ব্যবহারকারীরা ekyc app ব্যবহার করতে পারবেনা। অর্থাৎ এই অ্যাপের সুবিধা শুধুমাত্র বিকাশ এজেন্টরা নিতে পারবে এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য এই অ্যাপ নয়। 


Bkash ekyc app এর সুবিধাঃ 

আপনি যদি বিকাশ ই-কেওয়াইসি অ্যাপ ব্যবহার করেন তাহলে যেসব সুবিধা পাবেন তা হচ্ছে- 


  • নতুন অ্যাকাউন্ট খোলাঃ বিকাশ ই-কেওয়াইসি অ্যাপের মাধ্যমে খুব সহজেই নতুন বিকাশ একাউন্ট খুলতে পারবেন। 

  • বিকাশ একাউন্ট ভেরিফিকেশন করাঃ সাধারণত নতুন বিকাশ একাউন্ট খোলার জন্য ভেরিফিকেশন করতে হয়। এই কাজটি Bkash ekyc app এর মাধ্যমে খুব সহজেই করা যায়। 

  • আনলিমিটেড বিকাশ একাউন্ট খোলাঃ সাধারণত বিকাশ অ্যাপ দিয়ে একাধিক বিকাশ একাউন্ট খোলা যায় না। কিন্তু বিকাশ ekyc অ্যাপের মাধ্যমে আনলিমিটেড নতুন বিকাশ একাউন্ট খোলা যায়। 

  • বিকাশ একাউন্ট ব্যবহার করাঃ বিকাশ ই কেওয়াইসি অ্যাপের মাধ্যমে নতুন বিকাশ একাউন্ট ভেরিফাইড করে খোলার পর সেই বিকাশ একাউন্ট দিয়ে বিকাশের সকল কাজ করতে পারবেন। 


Bkash ekyc app download - বিকাশ ই-কেওয়াইসি অ্যাপ ডাউনলোডঃ 

বিকাশের ই কেওয়াইসি অ্যাপ আপনারা প্লে স্টোরে খুঁজলেও পাবেন না। নিম্নে আপনাদের জন্য Bkash ekyc app download link দেয়া হলো। আপনারা নিম্নে দেয়া লিংক থেকে বিকাশ ই-কেওয়াইসি অ্যাপ ডাউনলোড করুন- 



বিঃদ্রঃ উপরে দেয়া Bkash ekyc app ডাউনলোড করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা তৎক্ষণাৎ সমস্যার সমাধান দিতে প্রস্তুত। 


বিকাশ ই-কেওয়াইসি ভেরিফিকেশন করতে কি কি লাগে? 

সাধারণত বিকাশ ই-কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য যেসব জিনিস লাগে তা হচ্ছে- 


  • জাতীয় পরিচয়পত্রঃ বিকাশ ই কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য অবশ্যই জাতীয় পরিচয় পত্র অর্থাৎ এনআইডি কার্ডের প্রয়োজন হবে। 

  • স্পষ্ট ছবিঃ লাইভ ক্যামেরা থেকে স্পষ্ট ছবি তুলতে হবে। 

  • মোবাইল নাম্বারঃ একটি সচল মোবাইল নাম্বার লাগবে এবং সেই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নতুন বিকাশ একাউন্ট খোলা হবে। 


বিকাশ ই কেওয়াইসি অ্যাপ ব্যবহার করতে সমস্যা হলে করণীয়ঃ 

যদি আপনি Bkash ekyc app ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করে খুব সহজেই সেই সমস্যার সমাধান পাবেন। কাস্টমার কেয়ারের যোগাযোগ করার মাধ্যমগুলো হচ্ছে- 


  • হটলাইন: ১৬২৪৭ (২৪/৭ সাপোর্ট)

  • ওয়েবসাইট: www.bkash.com

  • ইমেইল: support@bkash.com 


শেষ কথাঃ 

বিকাশ একাউন্ট আপগ্রেড করার জন্য বিকাশ ekyc অ্যাপ অনেক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা বিকাশ ই-কেওয়াইসি অ্যাপ ডাউনলোড, সুবিধা, ব্যবহার ও এই অ্যাপের বিস্তারিত তথ্যাবলী জানতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা Bkash Ekyc app সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও মোবাইল ব্যাংকিং সম্পর্কিত সকল টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url