আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সহজেই দেখুন
বর্তমান সময়ে মোবাইল সিম কার্ড অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মাধ্যমে প্রতিদিন মোবাইলে কথা বলা, ইন্টারনেট ব্যবহার করা সহো বিভিন্ন কাজ করা হয়। আমাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে অনেক সময় আমরা জানিনা। তবে নিরাপত্তার জন্য অবশ্যই জানতে হবে।
এই আর্টিকেল আমি আপনাদেরকে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটি চেক করার উপায় জানাবো। জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার নিয়ম ও সুবিধা জেনে খুব সহজেই আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করেছেন জানতে পারবেন-
এনআইডি দিয়ে কেনো সিম রেজিস্ট্রেশন করতে হয়?
সাধারণত নিরাপত্তার জন্য এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যেনো সিম কিনে সেই সিমের অপব্যবহার না করতে পারে সেই কারণে এই উদ্যোগ নেয়া হয়েছে। ২০১৫ সালের ১৬ই ডিসেম্বর প্রথম বাংলাদেশে বায়োমেট্রিক্স পদ্ধতিতে এনআইডির মাধ্যমে সিম রেজিস্ট্রেশন চালু হয়েছিল। এর পূর্বে সিম নেয়ার জন্য কোনো রেজিস্ট্রেশন করার প্রয়োজন ছিলো না। এখন নিরাপত্তার কথা ভেবে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ 15 টি সিম রেজিস্ট্রেশন করা যায়।
আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন কেন জানবেন?
যেহেতু একটি সিম দিয়ে ভালো, খারাপ সকল ধরনের কাজ করা যায় তাই আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন সেটি অবশ্যই জানতে হবে। সাধারণত যেসব কারণে জাতীয় পরিচয়পত্র দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন হয়েছে জানতে হয় তা হচ্ছে-
- নিরাপত্তা নিশ্চিত করাঃ আপনার এনআইডি দিয়ে যদি কেউ সিম রেজিস্ট্রেশন করে ব্যবহার করে তাহলে আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে। আপনি নিরাপত্তা জনিত বিভিন্ন সমস্যায় ভুগবেন।
- সিমের সংখ্যা নিয়ন্ত্রণঃ আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন সেটি চেক করে আপনার সিম রাখতে অথবা বাতিল করতে পারেন। এভাবে সিমের সংখ্যা নিয়ন্ত্রণ করতে পারেন।
- আইনগত সমস্যা এড়ানোঃ আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিম যদি কেউ খারাপ কাজে ব্যবহার করে তাহলে আপনি আইনগত সমস্যায় পরবেন।
- অবৈধ কার্যক্রম বন্ধঃ আপনার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করলে সে অবৈধ কার্যক্রম করতে পারে। এই অবৈধ কার্যক্রম বন্ধ করার জন্য সিম রেজিস্ট্রেশন চেক করে যেসব সিম ব্যবহার করেন না সেগুলো বন্ধ করতে হবে।
- অপারেটর চেকঃ আপনি কোন মোবাইল অপারেটরের কয়টি সিম ব্যবহার করেন সেটি সিম রেজিস্ট্রেশন চেক করার মাধ্যমে জানতে পারবেন।
নিজের এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে চেক করার নিয়মঃ
আপনার এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটি খুব সহজেই চেক করতে পারবেন। তবে এর জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
ধাপ ১: প্রথমে আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *16001# কোড লিখে ডায়াল করবেন-
ধাপ ২: এবার আপনার এনআইডি কার্ডের শেষ চারটি সংখ্যা দিতে হবে। অর্থাৎ আপনি যে এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানতে চাচ্ছেন সেই এনআইডি কার্ডের শেষ চারটি সংখ্যা এখানে দিয়ে Send করবেন-
ধাপ ৩: অতঃপর আপনাকে বলবে আপনার সিমে একটি এসএমএস পাঠিয়ে দিবে সেই এসএমএসে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা সকল সিমের তালিকা দেখাবে-
ধাপ ৪: অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সকল সিমের তালিকা দেখতে পারবেন। এখানে মূলত আপনি কোন অপারেটরের কয়টি সিম ব্যবহার করেন এবং সিম নাম্বারের শেষের তিনটি সংখ্যা দেখাবে-
এই ছিলো নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন হয়েছে সেটি খুব সহজেই জানতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করার শর্তঃ
আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কতগুলো সিম নিবন্ধন হয়েছে সেটি জানার আগে আপনাকে কিছু শর্ত মানতে হবে। শর্তগুলো হচ্ছে-
- নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমে *16001# কোড ডায়াল করতে হবে। অন্যের নিবন্ধন করা সিমে কোড ডায়াল করে নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমের তালিকা জানতে পারবেন না।
- অবশ্যই এনআইডি কার্ডের শেষ চারটি সংখ্যা দিতে হবে। এটি ভুল হলে কাজ হবে না।
- শুধুমাত্র আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা নাম্বারের শেষের চারটি সংখ্যা দেখতে পারবেন। পুরো নাম্বার দেখতে পারবেন না।
শেষ কথাঃ
ইতিমধ্যে আপনারা নিজের এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো জানার পদ্ধতি জানতে পেরেছেন। এই কাজ নিয়মিত করে আপনি নিশ্চিত থাকতে পারবেন আপনার নিবন্ধন করা সিম অন্য কেউ ব্যবহার করছে কিনা। এই আর্টিকেল আপনার ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও জানাতে পারেন। এছাড়াও সিম নিবন্ধন চেক সম্পর্কে আরো কিছু জানতে চাইলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।