জিমেইল কোথায় লগইন রয়েছে? অন্যের ডিভাইস থেকে জিমেইল রিমুভ করুন
আমরা অনেক সময় অন্যের মোবাইলে বা কম্পিউটারে নিজের জিমেইল লগইন করে থাকি। পরবর্তীতে আমাদের জিমেইল লগ আউট করার কথা ভুলে যাই। তবে আমরা চাইলে আমাদের জিমেইল কোন কোন মোবাইলে বা ডিভাইসে লগ ইন করা হয়েছে খুব সহজেই জানতে পারি। অতঃপর আমাদের জিমেইল সকল ডিভাইস বা মোবাইল থেকে লগ আউট করতে পারি।
যদি আপনি নিজের জিমেইল কার ডিভাইসে লগইন রয়েছে এবং সকল ডিভাইস থেকে জিমেইল লগ আউট করার নিয়ম জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। কারণ, এই আর্টিকেল থেকে আপনারা নিজের জিমেইল কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে এবং সকল ডিভাইস থেকে নিজের জিমেইল লগ আউট করার উপায় জানতে পারবেন-
জিমেইল একাউন্ট কোথায় লগইন রয়েছে কেন জানতে হবে?
আপনার জিমেইল কোথায় লগইন রয়েছে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। জিমেইল একাউন্ট কোথায় লগইন রয়েছে সেটি জানার কারণ হচ্ছে-
- নিরাপত্তাঃ জিমেইল একাউন্টের নিরাপত্তার জন্য অবশ্যই জিমেইল অ্যাকউন্ট কোথায় লগইন রয়েছে জানতে হবে। যদি দেখেন এমন কোন ডিভাইসে আপনার জিমেইল লগইন রয়েছে যার কারণে আপনার নিরাপত্তার ক্ষতি হতে পারে তাহলে সেইসব ডিভাইস থেকে জিমেইল লগ আউট করতে হবে।
- গোপনীয়তাঃ সাধারণত জিমেইল একাউন্টে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য থাকতে পারে। এইসব তথ্যের গোপনীয়তার জন্য অবশ্যই অন্যের ডিভাইসে নিজের জিমেইল লগইন থাকা যাবে না। আপনার জিমেইল কোথায় কোথায় লগইন রয়েছে সেটি জেনে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে পারবেন।
- হ্যাকিং প্রতিরোধঃ সাধারণত নিজের জিমেইল একাউন্ট অন নেট ডিভাইসে লগইন থাকলে সে চাইলে যখন তখন উক্ত জিমেইল একাউন্টে প্রবেশ করতে পারে। এভাবে অনুমতি ছাড়াই জিমেইল একাউন্টে প্রবেশ করে বিভিন্ন ক্ষতি করতে পারে। এরকম হ্যাকিং প্রতিরোধ করার জন্য অন্যের ডিভাইস থেকে নিজের জিমেইল একাউন্ট রিমুভ করতে হয়।
জিমেইল একাউন্ট কোন ডিভাইসে লগইন রয়েছে জানার নিয়মঃ
আপনার জিমেইল একাউন্ট কোন কোন ডিভাইসে লগইন রয়েছে সেটি খুব সহজেই জানতে পারবেন। যদি আপনার জিমেইল কোথায় ব্যবহার হচ্ছে জানতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
ধাপ ১: প্রথমে আপনার জিমেইল একাউন্টের সিকিউরিটি অপশনে প্রবেশ করতে হবে। আপনারা Security এই লিংকে প্রবেশ করে সরাসরি জিমেইলের সিকিউরিটি অপশনে প্রবেশ করতে পারেন-
ধাপ ২: এবার আপনারা সিকিউরিটি পেজের একটু নিচে গেলেই নিচের স্ক্রিনশটের মতো Where you're signed in নামে একটি অপশন দেখতে পারবেন। এখানেই আপনার জিমেইল অ্যাকউন্ট কোন কোন ডিভাইসে লগইন রয়েছে সেইসব ডিভাইসের তালিকা দেখাবে-
এই ছিলো নিজের জিমেইল কার কার মোবাইলে বা ডিভাইসে লগইন করা রয়েছে তার তালিকা দেখার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই আপনাদের জিমেইল কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে সেইসব ডিভাইসের নাম ও তালিকা জানতে পারবেন।
অন্যের ডিভাইস থেকে নিজের জিমেইল একাউন্ট লগ আউট করার উপায়ঃ
যদি আপনি জানতে পারেন আপনার জিমেইল একাউন্ট অন্যের ডিভাইসে লগইন রয়েছে তাহলে আপনাকে সেই ডিভাইস থেকে আপনার জিমেইল একাউন্ট রিমুভ করতে হবে। অন্যের ডিভাইস থেকে নিজের জিমেইল একাউন্ট লগআউট করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে আপনারা উপরে দেখানো পদ্ধতিতে জিমেইল একাউন্টের সিকিউরিটি পেজে প্রবেশ করে Where you're signed in অপশনে প্রবেশ করতে হবে। এখানে আপনার জিমেইল যেসব ডিভাইসে লগইন রয়েছে সেইসব ডিভাইসের তালিকা রয়েছে। আপনি যে ডিভাইস থেকে আপনার জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করতে চাচ্ছেন সেই ডিভাইসের নামের উপর ক্লিক করে প্রবেশ করবেন-
ধাপ ২: এবার Sign out নামে একটি অপশন দেখতে পারবেন। অন্যের ডিভাইস থেকে নিজের জিমেইল লগ আউট করার জন্য এই Sign out অপশনে ক্লিক করতে হবে-
ধাপ ৩: এবার আপনি আবার Sign out লেখা দেখতে পারবেন। মূলত এটি কনফার্মেশন পেজ। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আপনি উক্ত ডিভাইস থেকে আপনার জিমেইল লগ আউট করতে চান তাহলে এই Sign out অপশনে ক্লিক করলেই উক্ত ডিভাইস থেকে আপনার জিমেইল রিমুভ হবে। তখন সেই ডিভাইসের মালিক আপনার জিমেইল ব্যবহার করতে পারবেনা-
এই ছিলো অন্যের মোবাইল বা ডিভাইস থেকে নিজের জিমেইল লগ আউট করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে নিজের মোবাইল থেকেই অন্যের ডিভাইসে লগ ইন থাকা আপনার জিমেইল রিমুভ করতে পারবেন।
শেষ কথাঃ
জিমেইল একাউন্টের নিরাপত্তার জন্য জিমেইল কোথায় কোথায় লগইন রয়েছে জানা এবং অন্যের ডিভাইস থেকে নিজের জিমেইল রিমুভ করা অনেক গুরুত্বপূর্ণ একটি গাছ। ইতিমধ্যে আপনারা কিভাবে নিজের জিমেইল কোথায় লগইন রয়েছে জানা যায় এবং জিমেইল অন্যের ডিভাইস থেকে কিভাবে রিমুভ করতে হয় জানতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা এই আর্টিকেল সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।