মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে 500 এমবি ফ্রী ইন্টারনেট নিন

যদি আপনি বাংলালিংক সিম ব্যবহারকারী হন এবং ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। কারণ বাংলালিংক তাদের গ্রাহকদের মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করলেই ৫০০ এমবি ফ্রি ইন্টারনেট বোনাস দিচ্ছে। 


এই আর্টিকেল আমি আপনাদেরকে কিভাবে মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রি ইন্টারনেট নিতে হয় সেটি জানাবো। এছাড়াও এই অফারের সকল শর্ত এবং বিস্তারিত তথ্যাবলী জানতে পারবেন- 


মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রি ইন্টারনেট নেয়ার উপায়


মাই বাংলালিংক অ্যাপ কি? 

বাংলালিংক সিম গ্রাহকদের জন্য অফিসিয়াল মোবাইল অ্যাপস হচ্ছে মাই বাংলালিংক অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ব্যালেন্স দেখা, ইন্টারনেট, মিনিট সহো বিভিন্ন অফার দেখা ও নেয়া যায়। অর্থাৎ বাংলালিংক সিমের সকল কার্যক্রম মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে সহজেই করা যায়। 


মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রি ইন্টারনেট কারা পাবে? 

যারা প্রথমবার মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করবে শুধুমাত্র তারাই ফ্রি ইন্টারনেট অফার পাবে। অর্থাৎ আপনার বাংলালিংক সিম যদি প্রথমবার মাই বাংলালিংক অ্যাপে লগইন অর্থাৎ সাইন আপ করেন তাহলে আপনি ৫০০ এমবি ফ্রি ইন্টারনেট পাবেন। আর যদি সেই সিম আগে কখনো মাই বাংলালিংক অ্যাপে লগইন করে থাকেন তাহলে ফ্রি ইন্টারনেট পাবেন না।


মাই বাংলালিংক অ্যাপে সাইনআপ করে ফ্রি ইন্টারনেট নেয়ার উপায়ঃ 

মাই বাংলালিংক অ্যাপে সাইন-আপ করে ফ্রি ইন্টারনেট নেয়ার জন্য শুধুমাত্র উক্ত অ্যাপে বাংলালিংক সিম লগইন করলেই হয়। এরপর অটোমেটিক ফ্রি ৫০০ এমবি ইন্টারনেট সিমে যোগ হয়। আপনারা মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


ধাপ ১: প্রথমে আপনার মোবাইলে মাই বাংলালিংক অ্যাপ থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো My Banglalink App লিখে সার্চ করে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। অথবা My Banglalink App এই লিংকে প্রবেশ করে সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করবেন। অতঃপর এই মাই বাংলালিংক অ্যাপ ওপেন করবেন-- 


My Banglalink App



ধাপ ২: এবার মাই বাংলালিংক অ্যাপে প্রবেশ করতে হবে। এই অ্যাপে প্রবেশ করার সময় নিচের স্ক্রিনশটের মতো Banglalink User এবং Guest User নামে দুইটি অপশন দেখতে পারবেন। আপনি Banglalink User অপশনে প্রবেশ করবেন- 


মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রি ইন্টারনেট নেয়ার নিয়ম


ধাপ ৩: এবার নাম্বার দেওয়ার বক্স দেখতে পারবেন। আপনার যে বাংলালিংক নাম্বার মাই বাংলালিংক অ্যাপে সাইনআপ করে ফ্রি ইন্টারনেট নিতে চাচ্ছেন এখানে সেই নাম্বার দিয়ে GET OTP অপশনে ক্লিক করবেন- 


মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রি ইন্টারনেট নেয়ার নিয়ম


ধাপ ৪: অতঃপর আপনার বাংলালিংক নাম্বারে একটি OTP কোড যাবে। উক্ত কোড দিয়ে Verify অপশনে ক্লিক করতে হবে- 


মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রি ইন্টারনেট নেয়ার নিয়ম


ধাপ ৫: অতঃপর আপনি নিচের স্ক্রীনশটের মতো সঠিকভাবে মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করতে পারবেন। যখন ফ্রি ইন্টারনেট পাবেন তখন MB অপশনে আপনার এমবি কত আছে সেটি দেখাবে- 


মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রি ইন্টারনেট নেয়ার নিয়ম


ধাপ ৬: দেখুন আমি 500 এমবি ফ্রি পেয়েছি যেটি এসএমএসের মাধ্যমে তারা আমাকে জানিয়ে দিয়েছে। আপনি যদি উপরের নিয়মে মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করেন তাহলে নিচের স্ক্রীনশটের মতো একটি মেসেজ আসবে যেখানে আপনাকে জানিয়ে দিবে যে আপনি ফ্রি 500mb ইন্টারনেট পেয়েছেন- 


মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রি ইন্টারনেট নেয়ার নিয়ম


এই ছিলো মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রি ইন্টারনেট নেয়ার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই মাই বাংলালিংক অ্যাপে লগইন করে ফ্রি ৫০০ এমবি ইন্টারনেট নিতে পারবেন। 


মাই বাংলালিংক অ্যাপ সাইনআপ ফ্রি ইন্টারনেটের মেয়াদ কতদিন? 

আপনি মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করার পর যে ফ্রি ইন্টারনেট বোনাস পাবেন সেই ইন্টারনেটের মেয়াদ ৭ দিন। আপনি এই ইন্টারনেট ৭ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 


এই অফার কতবার নেয়া যাবে? 

একটি বাংলালিংক সিম থেকে শুধুমাত্র একবার মাই বাংলালিংক অ্যাপে লগইন করে ফ্রি ৫০০ এমবি ইন্টারনেট পাওয়া যাবে। 


মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রি ইন্টারনেটের শর্তাবলীঃ 

আপনি যদি মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রি ইন্টারনেট বোনাস নিতে চান তাহলে আপনাকে নিচের শর্তগুলো মানতে হবে- 


  • প্রথমবারঃ আপনার বাংলালিংক সিম যদি আগে কখনো মাই বাংলালিংক অ্যাপে ব্যবহার করেন তাহলে সেই সিম দিয়ে সাইন আপ ফ্রি ইন্টারনেট বোনাস পাবেন না। 

  • মেয়াদঃ এই ফ্রি ইন্টারনেটের মেয়াদ থাকবে সাত দিন। 

  • কতবারঃ একটি বাংলালিংক সিম দিয়ে শুধুমাত্র একবার মাই বাংলালিংক অ্যাপের সাইন আপ করে ফ্রি ইন্টারনেট বোনাস নেওয়া যাবে। 


শেষ কথাঃ 

যারা বাংলালিংক সিম ব্যবহার করেন তাদের জন্য মাই বাংলালিংক অ্যাপে সাইনআপ করে ফ্রি ইন্টারনেট বোনাস নেওয়া অনেক উপকারী হবে। ইতিমধ্যে আপনারা মাই বাংলালিংক অ্যাপে লগইন করে কিভাবে ফ্রি ইন্টারনেট নিতে হয় এবং এর শর্তাবলী জানতে পেরেছেন। যদি আপনারা এই বিষয়ে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও মোবাইল অপারেটর সম্পর্কিত সকল টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url