বাংলালিংক এসএমএস হিস্টোরি দেখার উপায় ও সুবিধা
বাংলালিংক নাম্বার দিয়ে এসএমএস করলে সকল এসএমএস হিস্টরি জমা থাকে। এসএমএস লিস্ট দেখার মাধ্যমে আমাদের বাংলালিংক নাম্বার দিয়ে করা এসএমএস হিস্টোরি দেখতে পারি। এর মাধ্যমে প্রেরিত এবং প্রাপ্ত সকল এসএমএস ইতিহাস জানা যায়।
এই আর্টিকেলে আমি আপনাদেরকে বাংলালিংক এসএমএস হিস্টরি চেক করার নিয়ম ও সুবিধা জানাবো। কিভাবে বাংলালিংক এসএমএস লিস্ট দেখতে হয় জেনে আপনার বাংলালিংক সিম দিয়ে করা সকল এসএমএস হিস্টরি জানতে পারবেন।
বাংলালিংক এসএমএস লিস্ট দেখার সুবিধাঃ
বাংলালিংক এসএমএস লিস্ট দেখলে অনেক সুবিধা পাওয়া যায়। সাধারণত যেসব কারণে banglalink sms history দেখতে হয় তা হচ্ছে-
- এসএমএস তথ্য জানাঃ আপনার বাংলালিংক নাম্বার থেকে কার সাথে কখন এসএমএস করছেন সকল তথ্য বাংলালিংক এসএমএস হিস্টোরি চেক করার মাধ্যমে জানতে পারবেন।
- ব্যক্তিগত নিরাপত্তাঃ আপনাকে যদি কেউ স্পাম অথবা হুমকি দিয়ে এসএমএস পাঠায় তাহলে সেটি এসএমএস লিস্ট দেখার মাধ্যমে জানতে পারবেন। সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নিতে পারবেন।
- এসএমএস হিসাব রাখাঃ আপনার বাংলালিংক সিমে কতগুলো এসএমএস ছিল এবং আপনি কতগুলো এসএমএস ব্যবহার করেছেন সকল তথ্য বাংলালিংক এসএমএস তালিকা দেখে জানতে পারবেন।
- তথ্য সংরক্ষণঃ কিছু বাংলালিংক এসএমএসের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য যেমন, ব্যাংকিং তথ্য, ওটিপি ইত্যাদি থাকতে পারে। বাংলালিংক এসএমএস হিস্টরি দেখার মাধ্যমে এইসব তথ্য খুঁজে পাওয়া যায়।
বাংলালিংক এসএমএস হিস্টোরি দেখার নিয়মঃ
আপনার বাংলালিংক সিম দিয়ে কাকে এসএমএস করেছিলেন এবং আপনার সিমে কে এসএমএস করেছিল সকল তথ্য সহজেই জানতে পারবেন। বাংলালিংক এসএমএস হিস্টোরি চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
ধাপ ১: আপনার মোবাইলে মাই বাংলালিংক অ্যাপ থাকতে হবে। যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো My Banglalink App লিখে সার্চ করে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। অথবা My Bl App এই লিংকে প্রবেশ করে সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করবেন। অতঃপর এই মাই বাংলালিংক অ্যাপ ওপেন করবেন-
ধাপ ২: এরপর আপনি যে বাংলালিংক সিমের এসএমএস হিস্টরি দেখতে চাচ্ছেন সেই বাংলালিংক সিমের নাম্বার মাই বাংলালিংক অ্যাপে লগইন করবেন। এরপর মাই বাংলালিংক অ্যাপের হোম পেজের থ্রি ডট আইকনে ক্লিক করবেন-
ধাপ ৩: এবার আপনারা Usage History নামে একটি অপশন দেখতে পারবেন। বাংলালিংক এসএমএস লিস্ট দেখার জন্য এই Usage History অপশনে প্রবেশ করতে হবে-
ধাপ ৪: এবার আপনারা SMS অপশনে প্রবেশ করবেন-
ধাপ ৫: অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার বাংলালিংক নাম্বার দিয়ে করা সকল এসএমএস হিস্টোরি দেখতে পারবেন-
এই ছিলো মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে বাংলালিংক এসএমএস হিস্টরি বের করার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে সহজেই আপনাদের বাংলালিংক সিমের সকল প্রেরিত এবং প্রাপ্ত এসএমএস তালিকা দেখতে পারবেন।
শেষ কথাঃ
বাংলালিংক এসএমএস হিস্টরি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হওয়ায় এই সম্পর্কে আমাদের সকলের জেনে রাখা উচিত। ইতিমধ্যে আপনারা বাংলালিংক এসএমএস লিস্ট বের করার পদ্ধতি ও সুবিধা জানতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা বাংলালিংক এসএমএস ইতিহাস জানার উপায় সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।