সহজেই এয়ারটেল সিমের রিচার্জ হিস্টোরি চেক করার নিয়ম জানুন
এয়ারটেল সিমের সকল সার্ভিস ব্যবহারের জন্য রিচার্জ করতে হয়। এয়ারটেল গ্রাহকরা তাদের এয়ারটেল সিমে কখন কত টাকা রিচার্জ করেছে খুব সহজেই জানতে পারে। এর জন্য এয়ারটেল রিচার্জ হিস্টোরি চেক করার উপায় জানতে হয়।
এই আর্টিকেলে আমি আপনাদেরকে এয়ারটেল রিচার্জ হিস্টরি দেখার নিয়ম জানাবো। কিভাবে এয়ারটেল রিচার্জ ইতিহাস ইতিহাস দেখতে হয় সেটি জানে আপনার এয়ারটেল সিমের রিচার্জ তালিকা জানতে পারবেন-
এয়ারটেল রিচার্জ হিস্টরি চেক করার কারণও গুরুত্বঃ
এয়ারটেল সিমের রিচার্জ হিস্টোরি দেখা প্রতিটি গ্রাহকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সাধারণত যেসব কারণে এয়ারটেল সিমের রিচার্জ ইতিহাস ইতিহাস দেখতে হয় তা হচ্ছে-
- রিচার্জের তথ্য জানাঃ আপনার এয়ারটেল সিমে কখন কত টাকা রিচার্জ করেছেন এইসব তথ্য জানার জন্য এয়ারটেল রিচার্জ হিস্টোরি চেক করতে হবে।
- রিচার্জ হয়েছে কিনা নিশ্চিত হওয়াঃ আপনার এয়ারটেল নাম্বারে রিচার্জ করার পর সেই রিচার্জ হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য রিচার্জ হিস্টরি চেক করতে পারেন।
- খরচ হিসাব করাঃ আপনি এয়ারটেল সিমে রিচার্জ হিস্টরি চেক করে জানতে পারবেন আপনার খরচ কি রকম হয়েছে। এভাবে আপনার ব্যয় কমাতে পারবেন।
এয়ারটেল রিচার্জ লিস্ট কিভাবে চেক করে?
সাধারণত দুইটি মাধ্যমে এয়ারটেল রিচার্জ তালিকা বের করা যায়। মাধ্যমগুলো হচ্ছে-
- মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে।
- কাস্টমার কেয়ারে কথা বলে।
তাহলে চলুন মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে এবং কাস্টমার কেয়ারে কথা বলে কিভাবে এয়ারটেল রিচার্জ লিস্ট চেক করতে হয় জানা যাক-
মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে এয়ারটেল রিচার্জ হিস্টরি চেক করার উপায়ঃ
এয়ারটেল রিচার্জ হিস্ট্রি চেক করার জন্য সবথেকে সহজ মাধ্যম হচ্ছে মাই এয়ারটেল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে এয়ারটেল সিমের রিচার্জ ইতিহাস দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: আপনার মোবাইলে মাই এয়ারটেল অ্যাপ থাকতে হবে। যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো My Airtel Bangladesh লিখে সার্চ করে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। অথবা My Airtel App এই লিংকে প্রবেশ করে সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করবেন। অতঃপর এই অ্যাপ ওপেন করবেন-
ধাপ ২: এরপর আপনি যে এয়ারটেল নাম্বারের রিচার্জ হিস্টোরি দেখতে চাচ্ছেন সেই এয়ারটেল নাম্বার মাই এয়ারটেল অ্যাপে লগইন করবেন। এরপর নিচের স্ক্রিনশটে দেখানো মাই এয়ারটেল অ্যাপের হোম পেজের থ্রি ডট আইকনে ক্লিক করবেন-
ধাপ ৩: এবার আপনারা Recharge History নামে একটি অপশন দেখতে পারবেন। এয়ারটেল রিচার্জ লিস্ট দেখার জন্য এই Recharge History অপশনে প্রবেশ করতে হবে-
ধাপ ৪: অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার এয়ারটেল নাম্বারের রিচার্জ হিস্টোরি দেখতে পারবেন-
এই ছিলো মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে এয়ারটেল রিচার্জ হিস্টোরি বের করার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে সহজেই আপনাদের এয়ারটেল নাম্বারে করা রিচার্জ তালিকা দেখতে পারবেন।
কাস্টমার কেয়ারে কথা বলে এয়ারটেল রিচার্জ লিস্ট জানার উপায়ঃ
কাস্টমার কেয়ারে কথা বলে আপনার এয়ারটেল রিচার্জ হিস্টরি জানতে পারবেন। এর জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
- প্রথমে আপনি যে এয়ারটেল সিমের রিচার্জ হিস্ট্রি জানতে চাচ্ছেন সেই সিম দিয়ে কাস্টমার কেয়ারে কল করতে হবে।
- 121 নাম্বারে কল দিয়ে কাস্টমার কেয়ারে কথা বলার ধাপ পর্যন্ত যেতে হবে।
- কাস্টমার কেয়ারে কল ধরলে "এয়ারটেল রিচার্জ হিস্ট্রি জানতে চাই" বলতে হবে।
- অতঃপর কাস্টমার কেয়ার থেকে আপনাকে যাচাই-বাছাই করে আপনার এয়ারটেল সিমের রিচার্জ হিস্টরি আপনাকে জানাবে।
এই ছিলো কাস্টমার কেয়ারে কথা বলে এয়ারটেল রিচার্জ হিস্টরি চেক করার নিয়ম। আপনার উপরে দেখানো পদ্ধতিতে সহজেই কাস্টমার কেয়ারে কল করে আপনার এয়ারটেল সিমের রিচার্জ ইতিহাস জানতে পারবেন।
শেষ কথাঃ
ইতিমধ্যে আপনারা এয়ারটেল রিচার্জ ইতিহাস দেখার দুইটি উপায় ও সুবিধা জানতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা Airtel recharge history সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও মোবাইল অপারেটর সম্পর্কিত সকল টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।