০১৩ কোন সিমের নাম্বার । 013 which operator in bangladesh
বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোর নম্বর কোড সম্পর্কে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন থাকে। তার মধ্যে একটি অন্যতম প্রশ্ন হচ্ছে "013 কোন সিমের নাম্বার"।
মোবাইল নাম্বারের শুরুতে 013 দেখে অনেকেই ০১৩ কোন সিম সেটি জানতে চান। তাদের জন্য এই আর্টিকেলে আমি ০১৩ কি সিম সেটি জানাবো। এছাড়াও 013 which operator in bangladesh এবং এই সিমের সুবিধা ও অসুবিধা জানতে পারবেন-
013 কোন সিমের নাম্বার । 013 কি নাম্বার । 013 ki sim
০১৩ হচ্ছে গ্রামীণফোন সিমের সিরিয়াল নাম্বার। অনেকেই জানি যে 017 গ্রামীণফোন সিমের সিরিয়াল নাম্বার। অনেকেই আবার 013 সিরিয়াল নাম্বার দেখে ভাবতেছেন 013 কোন সিমের নাম্বার। গ্রামীণফোন 017 নাম্বারের সিরিয়ালের পাশাপাশি 013 সিরিয়ালের নাম্বার বের করেছে। বর্তমানে গ্রাহকরা 013 সিরিয়ালের নাম্বার ব্যবহার করতে পারবে।
013 এবং 017 সিরিয়াল নাম্বার আলাদা হলেও সকল অফার এবং ইন্টারনেট প্যাকেজ একই থাকবে। ০১৩ নাম্বার সিরিজের নতুন সিম ০১৭ নম্বর সিরিজের মতোই গ্রামীণফোনের সকল সিম বিক্রয় কেন্দ্রে পাওয়া যায়। 013 নতুন সিম কিটের প্যাকেজিং ও মূল্য অন্য সিম কিটের মতো একই রয়েছে।
013 Which operator in bangladesh
The 013 number series in Bangladesh belongs to Grameenphone (GP), the largest mobile network operator in the country. If you see a phone number starting with 013, it is registered under Grameenphone.
০১৩ (গ্রামীণফোন) সিম সম্পর্কিত তথ্যাবলীঃ
বাংলাদেশের সবথেকে পুরাতন এবং বেশি ব্যবহার করা সিম হচ্ছে গ্রামীণফোন। বাংলাদেশের প্রায় অনেক জায়গায় গ্রামীণফোনের নেটওয়ার্ক বিস্তৃত। বিশাল সংখ্যক ব্যবহারকারী রয়েছে গ্রামীণফোনের।
- ০১৩ অপারেটরঃ গ্রামীণফোন লিমিটেড।
- 013 Sim Name: Grameen phone
- সেবা শুরুঃ ১৯৯৭ সালে।
- সিম কোডঃ 013
- ০১৩ সিমের পরিসেবাঃ গ্রামীণফোন ২জি, ৩জি, এবং ৪জি সেবা প্রদান করে।
- কভারেজঃ দেশের প্রায় সকল জায়গায় নেটওয়ার্ক রয়েছে। অন্যান্য অপারেটর থেকে এর নেটওয়ার্ক কভারেজ বেশি।
গ্রামীণফোনের ০১৩ সিম ব্যবহারের সুবিধাঃ
আপনি যদি গ্রামীণফোনের 013 সিম ব্যবহার করেন তাহলে যেসব সুবিধা পাবেন তা হচ্ছে-
- বিভিন্ন অফারঃ গ্রামীণফোন সিমে অনেক সময় বিভিন্ন অফার পাওয়া যায়। এই অফারগুলো অনেক কাজে লাগে।
- নেটওয়ার্কঃ বাংলাদেশের প্রায় সকল জায়গায় গ্রামীণফোনের নেটওয়ার্ক বিস্তৃত। এর ফলে কম বেশি অনেক জায়গায় গ্রামীণফোন সিমের নেটওয়ার্ক পাওয়া যায়।
- সেবাঃ বাংলাদেশের প্রতিটি জেলায় গ্রামীণফোনের সেবা কেন্দ্র রয়েছে। তাই গ্রামীণফোন সিমের যেকোনো সমস্যার সমাধান খুব সহজেই পাওয়া যায়।
- সিম সংগ্রহঃ বাংলাদেশের সকল জায়গায় গ্রামীণফোন সিম পাওয়া যায়। আপনার নিকটস্থ দোকান থেকে গ্রামীণফোন সিম কিনতে পারবেন।
013 গ্রামীণফোন সিমের অসুবিধাঃ
গ্রামীণফোন 013 সিমের সুবিধা থাকার পাশাপাশি অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলো হচ্ছে-
- উচ্চ মুল্যঃ গ্রামীণফোন সিমের সকল প্যাকেজের মূল্য অনেক বেশি। আপনাকে অনেক টাকা খরচ করে ইন্টারনেট, এসএমএস, কথা বলা ইত্যাদি কাজ করতে হবে।
- সিমের দামঃ গ্রামীণফোন নতুন সিমের দাম অনেক বেশি। তবে আপনি যদি মেলা থেকে কিনতে পারেন তাহলে কম দামে নিতে পারবেন।
শেষ কথাঃ
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত সিম হচ্ছে গ্রামীণফোন। ইতিমধ্যে আপনারা 013 kon sim জানতে পেরেছেন। যদি ০১৩ অর্থাৎ গ্রামীণফোন সিম সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকম মোবাইল অপারেটর সম্পর্কিত সকল টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।