ইউটিউবে অটোমেটিক ভিডিও চালু হওয়া বন্ধ করার উপায়
ইউটিউবে অটোমেটিক ভিডিও চালু হওয়ার সিস্টেম অনেকের কাছে বিরক্তিকর। ইউটিউব একটা ভিডিও শেষ হওয়ার পর অটোমেটিক আরেকটা ভিডিও চালু হওয়া এবং ইউটিউব এর হোমপেজে অটোমেটিক ভিডিও প্লে হওয়া অনেকেই চান না। তাদের জন্য এই আর্টিকেলে আমি ইউটিউবে অটোমেটিক ভিডিও চালু হওয়া বন্ধ করার উপায় জানাবো।
আপনি ইউটিউবে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হওয়া বন্ধ করে ডাটা সেভ করার পাশাপাশি যে ভিডিও দেখতে চাচ্ছেন না সেই ভিডিও আপনার অনুমতি ছাড়া চালু হবে না। তাহলে চলুন, ইউটিউবে অটো ভিডিও প্লে বন্ধ করার সুবিধা এবং কিভাবে ইউটিউবে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হওয়া বন্ধ করতে হয় সেটি জেনে নেয়া যাক-
ইউটিউব ভিডিও অটো প্লে বন্ধ করার সুবিধাঃ
আপনি যদি ইউটিউব ভিডিও অটো পেলে বন্ধ করেন তাহলে যেসব সুবিধা পাবেন তা হচ্ছে-
- ইন্টারনেট ডাটা সাশ্রয়ঃ সাধারণত ইউটিউবে অটো প্লে চালু থাকলে একটি ভিডিও শেষ হওয়ার পর আরেকটি ভিডিও অটোমেটিক চালু হয়। এতে ইন্টারনেট ডাটা অপ্রয়োজনে খরচ হয়। আপনি অটো প্লে সিস্টেম বন্ধ করার মাধ্যমে ইন্টারনেট ডাটা সাশ্রয় করতে পারবেন।
- ব্যাটারি লাইফ সাশ্রয়ঃ সাধারণত ইন্টারনেটে ভিডিও দেখলে মোবাইলের ব্যাটারির চার্জ অনেক দ্রুত শেষ হয়। তাই ইউটিউবে অটো ভিডিও চালু হওয়া বন্ধ করতে হয় যাতে প্রয়োজনীয় ভিডিও শেষে অপ্রয়োজনীয় ভিডিও চালু হয়ে ব্যাটারির লাইফ না কমে যায়।
- ইচ্ছামত ভিডিও বাছাই করাঃ যদি ইউটিউবে অটো প্লে চালু থাকে তাহলে আপনার অপছন্দের ভিডিও চালু হতে পারে। এতে ইউটিউবের অ্যালগরিদম পরবর্তীতে সেরকম ভিডিও দেখাবে। এটি বন্ধ করার জন্য অটো প্লে বন্ধ করতে হবে। এতে আপনি ইউটিউবে নিজের পছন্দমত ভিডিও বাছাই করে দেখতে পারবেন।
- সময়ের সাশ্রয়ঃ ইউটিউবে অটো প্লে চালু থাকলে আপনি নিজের অজান্তেই একটির পর আরেকটি ভিডিও দেখতে পারেন। এতে আপনার অনেক সময়ের অপচয় হবে। এটি বন্ধ করলে আপনি শুধুমাত্র প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে সময়ের সাশ্রয় করতে পারবেন।
- বিজ্ঞাপন এড়ানোঃ সাধারণত যদি ইউটিউবে একটি ভিডিও শেষ হওয়ার পর আরেকটি ভিডিও অটোমেটিক চালু হয় তাহলে দ্বিতীয় ভিডিও চালু হওয়ার আগে অ্যাড দেখায়। আপনি যদি অটো ভিডিও চালু হওয়ার সিস্টেম বন্ধ করেন তাহলে একটির পর আরেকটি ভিডিও অটোমেটিক চালু হবেনা, এতে আপনি বিজ্ঞাপন এড়াতে পারবেন।
আরও জানুনঃ ইউটিউবে বেশি ডাটা খরচ হওয়ার সমাধান.
ইউটিউবে অটোমেটিক ভিডিও চালু হওয়া বন্ধ করার নিয়মঃ
সাধারণত আমরা ইউটিউবে দুইটি জায়গায় অটোমেটিক ভিডিও চালু হতে দেখি। সেগুলো হচ্ছে-
- ভিডিও শেষ হবার পর।
- ইউটিউবের হোমপেজে।
সাধারণত, একটি ইউটিউব ভিডিও শেষ হলে আরেকটি ভিডিও অটোমেটিক চালু হয়। এছাড়াও ইউটিউবের হোম পেজে অনুমতি ছাড়াই অটোমেটিক ভিডিও চালু হয়। এগুলো আপনারা কিভাবে বন্ধ করবেন নিম্নে সেটি বিস্তারিত দেয়া হলো-
ইউটিউবের ভিডিও শেষ হলে অটোমেটিক আরেকটি ভিডিও চালু হওয়া বন্ধ করার উপায়ঃ
আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যখন একটা ইউটিউব ভিডিও দেখা শেষ হবে তখন অটোমেটিক আরেকটি ভিডিও চালু হয়। আপনি চাইলে এটি খুব সহজেই বন্ধ করতে পারবেন। ইউটিউব ভিডিও শেষ হওয়ার পর অটোমেটিক আরেকটি ভিডিও প্লে হওয়া বন্ধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে আপনারা ইউটিউব অ্যাপে প্রবেশ করবেন। এরপর নিচের স্ক্রিনশট দেখানো আপনার ইউটিউবের প্রোফাইল আইকনে ক্লিক করবেন-
ধাপ ২: এবার সেটিং আইকনে ক্লিক করে সেটিং অপশনে প্রবেশ করবেন-
ধাপ ৩: এবার আপনারা সেটিং পেজে Playback নামে একটি অপশন দেখতে পারবেন। আপনাকে এই Playback অপশনে প্রবেশ করতে হবে-
ধাপ ৪: এবার আপনারা Autoplay next video অপশন দেখতে পারবেন। সাধারণত এই অপশনটি চালু করা থাকে। এটি চালু থাকার কারণে ইউটিউবে একটি ভিডিও দেখা শেষ হলে আরেকটি ভিডিও অটোমেটিক চালু হয়। এটি বন্ধ করার জন্য আপনারা Autoplay next video অপশন বন্ধ করে দিবেন-
এই ছিলো ইউটিউবে একটির পর আরেকটি ভিডিও অটোমেটিক চালু হওয়া বন্ধ করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে কাজ করলে ইউটিউবে একটি ভিডিও শেষ হলে আইটি ভিডিও অটোমেটিক চালু হবেনা।
আরও জানুনঃ ইউটিউব সার্চ ও ওয়াচ হিস্ট্রি ডিলিট করার উপায়.
ইউটিউবের হোমপেজে অটো ভিডিও প্লে বন্ধ করার নিয়মঃ
ইউটিউবে প্রবেশ করার পর দেখবেন ভিডিওগুলো অটোমেটিক চালু হচ্ছে। আপনি কোনো ভিডিও চালু না করলেও ইউটিউবের হোমপেজে থাকা ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে প্লে হবে। আপনি চাইলে এটি বন্ধ করতে পারবেন। যদি ইউটিউবের হোম পেজের ভিডিও অটোমেটিক চালু হওয়া বন্ধ করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
ধাপ ১: প্রথমে আপনারা ইউটিউব অ্যাপে প্রবেশ করবেন। এরপর নিচের স্ক্রিনশট দেখানো আপনার ইউটিউবের প্রোফাইল আইকনে ক্লিক করবেন-
ধাপ ২: এবার সেটিং আইকনে ক্লিক করে সেটিং অপশনে প্রবেশ করবেন-
ধাপ ৩: এবার আপনারা সেটিং পেজ থেকে General অপশনে প্রবেশ করবেন-
ধাপ ৪: এবার আপনারা Playback in feeds নামে একটি অপশন দেখতে পারেন। ইউটিউবের হোমপেজের ভিডিও অটো প্লে হওয়া বন্ধ করার জন্য এই Playback in feeds অপশনে প্রবেশ করতে হবে-
ধাপ ৫: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আরও তিনটি অপশন দেখতে পারবেন। এখানে অপশন গুলোর কাজ হচ্ছে-
- Always on - যদি এটি চালু রাখেন তাহলে ইউটিউবের হোমপেজের ভিডিও আপনার অনুমতি ছাড়াই অটোমেটিক চালু হবে।
- Wi-Fi only - এটি চালু রাখলে যখন আপনি ওয়াইফাই ব্যবহার করে ইউটিউব চালাবেন তখন ইউটিউবের হোম পেজের ভিডিও অটো প্লে হবে।
- Off - এটি চালু রাখলে আপনার ইউটিউবের হোম পেজের ভিডিও কখনো স্বয়ংক্রিয়ভাবে চালু হবেনা।
যেহেতু আমরা ইউটিউব এর হোমপেজের ভিডিও অটোমেটিক চালু হওয়া বন্ধ করব তাই আমাদেরকে Off অপশন সিলেক্ট করতে হবে। এতে আপনার ইউটিউবের হোমপেজের ভিডিও কখনো অটোমেটিক চালু হবেনা-
এই ছিলো ইউটিউবের হোমপেজে ভিডিও অটোমেটিক চালু হওয়া বন্ধ করার উপায়। আপনারা উপরে দেখানো নিয়মে কাজ করলে আপনার ইউটিউবের হোম পেজে থাকা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হবেনা।
আরও জানুনঃ নিজের ইউটিউব চ্যানেলের লিংক বের করার উপায়.
শেষ কথাঃ
ডাটা সাশ্রয়, সময় বাঁচানো সহো বিভিন্ন সুবিধার জন্য ইউটিউবে অটো ভিডিও চালু হওয়া বন্ধ করতে হয়। ইতিমধ্যে আপনারা ইউটিউবে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হওয়া বন্ধ করার নিয়ম ও সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এরপরেও যদি এই সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ইউটিউব সম্পর্কিত সকল টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।