ইউটিউব থেকে টাকা তোলার উপায়: জানুন সহজ ও কার্যকর পদ্ধতি
বর্তমানে অনলাইনে আয় করার অন্যতম সহজ মাধ্যম হচ্ছে ইউটিউব। কিন্তু ইউটিউব থেকে টাকা তোলার পদ্ধতি অনেকেই না জানায় ইউটিউব থেকে টাকা তুলতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তাদের জন্য এই আর্টিকেলে আমি ইউটিউব থেকে টাকা তোলার উপায় জানাবো।
অর্থাৎ, কিভাবে ইউটিউব থেকে টাকা তুলতে হয় সেটি আপনারা জানতে পারবেন। এছাড়াও ইউটিউব থেকে আয় করা টাকা তোলার প্রক্রিয়া, ইউটিউব থেকে টাকা তোলার শর্তাবলী ও টাকা তুলতে কি কি লাগবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন-
ইউটিউব আমাদেরকে কেন টাকা দেয়?
অনেকের মনে প্রশ্ন আসে ইউটিউব আমাদেরকে টাকা দেয় কেনো? ইউটিউব আমাদেরকে ফ্রিতেই টাকা দেয় না। তারা তাদের অ্যাড আমাদের ইউটিউব ভিডিওতে দেখিয়ে টাকা দিয়ে থাকে। যেমন মনে করুন আপনার একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চালু অবস্থায় রয়েছে। এই অবস্থায় আপনার ইউটিউব ভিডিওতে এডসেন্স এর এড দেখাবে। যখন মানুষ সেই অ্যাডগুলো দেখবে এবং ক্লিক করবে তখন আপনি ইউটিউব থেকে টাকা পাবেন।
এই অ্যাডগুলো গুগলের নিজের তৈরি নয়। বিভিন্ন কোম্পানি গুগলের সাথে চুক্তি করে। কোম্পানিগুলো গুগলকে বলে দেয় তাদের অ্যাড যেনো ইউটিউবে দেখানো হয়। অতঃপর গুগল ইউটিউব ভিডিওতে সেই অ্যাড দেখায় এবং মানুষ এ্যাডগুলোতে ক্লিক করলে ইউটিউব সেই চ্যানেলের মালিককে টাকা দিয়ে থাকে। কোম্পানি যে টাকা দেয় গুগল তার কিছু অংশ ইউটিউব চ্যানেলের মালিককে দেয় এবং কিছু অংশ নিজেরা নিয়ে থাকে। এভাবে গুগল অন্যের এড ইউটিউব ভিডিওতে দেখানোর মাধ্যমে ইউটিউব চ্যানেলের মালিককে টাকা দিয়ে থাকে।
আরো পড়ুনঃ ফেসবুক থেকে আয় করার সকল পদ্ধতি.
ইউটিউব থেকে টাকা আয় করার শর্তঃ
ইউটিউব থেকে টাকা আয় করার কিছু শর্তাবলী রয়েছে। ইউটিউবারকে শর্তগুলো মানলে ইউটিউব থেকে টাকা আয় করতে পারবে। শর্তগুলো হচ্ছে-
- মনিটাইজেশন চালুঃ ইউটিউব থেকে টাকা আয় করার শর্ত হচ্ছে প্রথমে আপনার ইউটিউব চ্যানেল অবশ্যই মনিটাইজেশন চালু থাকতে হবে। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে এডসেন্স এপ্রুভ থাকতে হবে।
- সাবস্ক্রাইবঃ ইউটিউব চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইব থাকতে হবে।
- ওয়াচ টাইমঃ ইউটিউব চ্যানেলে গত ১২ মাসে ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে।
- নিয়ম মানতে হবেঃ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং মনিটাইজেশনের সকল নিয়ম-নীতি মানতে হবে।
- স্ট্রাইক না থাকাঃ আপনার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক থাকা যাবে না।
- এডসেন্স একাউন্টঃ ইউটিউব চ্যানেল থেকে আয় করার জন্য এডসেন্স একাউন্ট থাকতে হবে। ইউটিউবের সকল আর্নিং এডসেন্স একাউন্টে যুক্ত হবে।
ইউটিউব থেকে টাকা তোলার উপায়ঃ
আপনি যদি এডসেন্স থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইউটিউবে আয় করেন তাহলে আপনাদের আয় করা টাকা ইউটিউব থেকে খুব সহজেই তুলতে পারবেন। সাধারণত ইউটিউব থেকে মনিটাইজেশনের মাধ্যমে আয় করা টাকা তোলার জন্য দুইটি কাজ করতে হয়। কাজগুলো হচ্ছে-
- এডসেন্স একাউন্টে এড্রেস ভেরিফিকেশন করা।
- এডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্টে যুক্ত করা।
আপনার যে অ্যাডসেন্স একাউন্ট ইউটিউব চ্যানেলে যুক্ত করেছিলেন সেই অ্যাডসেন্স একাউন্টে এড্রেস ভেরিফিকেশন করতে হবে। এরপর আপনার এডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্টে যুক্ত করতে হবে। উক্ত ব্যাংক একাউন্টে ইউটিউব থেকে আয় করা টাকা চলে আসবে।
এডসেন্স একাউন্টে এড্রেস ভেরিফিকেশন করাঃ
ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন চালু হওয়ার পর আর্নিং শুরু হয়। অতঃপর যখন ১০ ডলার আর্নিং হয় তখন আমাদের দেওয়া ঠিকানায় গুগল থেকে একটি চিঠি পাঠিয়ে থাকে। এই চিঠিতে ছয় সংখ্যার একটি কোড থাকে।
এই কোড ব্যবহার করে আমরা এডসেন্স একাউন্টের অ্যাড্রেস ভেরিফিকেশন করে থাকি। যদি আমরা এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফিকেশন না করি তাহলে আমাদের অ্যাডসেন্স একাউন্টে হাজার ডলার পরে থাকলেও সেই ডলার তুলতে পারবো না।
অর্থাৎ ইউটিউব থেকে টাকা তোলার জন্য অবশ্যই এডসেন্স একাউন্টের এড্রেস ভেরিফিকেশন করতে হবে। এড্রেস ভেরিফিকেশন করার পর এডসেন্স একাউন্টে থাকা ডলার আমরা টাকায় তুলতে পারবো।
আরো পড়ুনঃ এডসেন্স পিন লেটার ছাড়াই এড্রেস ভেরিফিকেশন করার উপায়.
এডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট যুক্ত করাঃ
ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পর অ্যাড্রেস ভেরিফিকেশন করলেন। অতঃপর আপনাকে ব্যাংক একাউন্ট এড করতে হবে। আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন সেই ব্যাংক একাউন্টে আপনার এডসেন্স একাউন্টে থাকা ডলার টাকার পাঠিয়ে দিবে।
অর্থাৎ ইউটিউবের এডসেন্স একাউন্টে থাকা ডলার টাকায় রূপান্তর করে তুলতে হলে অবশ্যই ব্যাংক একাউন্ট এড করতে হবে। ব্যাংক একাউন্ট এড করার পর ইউটিউব থেকে আমাদের অ্যাড করা ব্যাংক একাউন্টে টাকা চলে আসবে। এরপর আমরা উক্ত ঢাকা তুলতে পারব।
আরও জানুনঃ গুগল অ্যাডসেন্সে ব্যাংক একাউন্ট যোগ করার নিয়ম.
ইউটিউব থেকে কোন ব্যাংক একাউন্টে টাকা তোলা যায়?
আপনারা প্রায় সকল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব থেকে টাকা তুলতে পারবেন। তবে যেসকল ব্যাংক অ্যাকাউন্ট রেমিটেন্স পেমেন্ট সাপোর্ট করে সেই সকল ব্যাংক একাউন্টে আপনার ইউটিউবে থাকা টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক একাউন্ট।
কারণ ইসলামী ব্যাংক একাউন্টে দ্রুত টাকা পাওয়া যায়। এছাড়াও ইসলামী ব্যাংক একাউন্টে ডলার রেট অনেক বেশি দেয় যার কারণে অন্যান্য ব্যাংক থেকে একটু বেশি টাকা পাওয়া যায়। তবে আপনারা চাইলে ডান্স বাংলা একাউন্ট, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক সহ অন্যান্য ব্যাংক একাউন্টে ইউটিউব থেকে টাকা আনতে পারবেন।
ইউটিউব থেকে সর্বনিম্ন কত ডলার তোলা যায়?
ইউটিউব থেকে সর্বনিম্ন ১০০ ডলার হলেই তোলা যায়। অর্থাৎ যখন আপনার ইউটিউবের এডসেন্স একাউন্টে ১০০ ডলার হবে তখন আপনি আপনার ব্যাংক একাউন্টে টাকা তুলতে পারবেন। এডসেন্স একাউন্টে ১০০ ডলার না হওয়া পর্যন্ত আপনি চাইলেও সেই ডলার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তুলতে পারবেন না।
ইউটিউব থেকে কত তারিখ টাকা পাঠায়?
ইউটিউব থেকে ২১ তারিখ আমাদেরকে টাকা পাঠিয়ে দিয়ে থাকে। অর্থাৎ প্রতি মাসের ২১ তারিখে এডসেন্স একাউন্টে যে ব্যাংক একাউন্ট এড করা থাকবে সেই ব্যাংকে গুগল অটোমেটিক টাকা পাঠিয়ে দিবে। তবে অবশ্যই এডসেন্স একাউন্টে ১০০ ডলার অথবা তার বেশি থাকতে হবে।
মনে করুন আপনার এডসেন্স একাউন্টে ৯৯ ডলার রয়েছে। এই অবস্থায় ২১ তারিখ আপনি পেমেন্ট পাবেন না। পরের মাসের ২১ তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। পরের মাসের ২১ তারিখে পূর্বের ৯৯ ডলার সহ যত ডলার হবে পুরোটাই যদি ১০০ ডলারের বেশি হয় তাহলে সবগুলো একসাথে ব্যাংক একাউন্টে পাবেন।
ইউটিউব থেকে ব্যাংকে টাকা আসতে কতদিন লাগে?
সাধারণত ইউটিউব থেকে প্রতি মাসের 21 তারিখ ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দিয়ে থাকে। তবে ব্যাংক একাউন্টে টাকা আসতে তিন থেকে চার দিন সময় লাগে। অনেক ক্ষেত্রে এর বেশি সময় লাগতে পারে। সাধারণত এটি নির্ভর করে আপনি যে ব্যাংক একাউন্ট এড করছেন সেই ব্যাংক একাউন্টের উপর।
যদি ইসলামিক ব্যাংক একাউন্ট এড করেন তাহলে তিন থেকে চার দিনের মধ্যেই আপনার ব্যাংকে টাকা ঢুকবে। আবার কিছু ব্যাংক একাউন্ট রয়েছে যেখানে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত লাগতে পারে। তবে ইসলামিক ব্যাংক একাউন্টে দ্রুত টাকা আসে।
আরও জানুনঃ ইউটিউব চ্যানেল চিরতরে ডিলিট করার উপায়.
শেষ কথাঃ
ইউটিউব থেকে টাকা তোলার প্রক্রিয়া প্রথমে আপনার কঠিন মনে হতে পারে। কিন্তু যদি আপনি উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করেন তাহলে খুব সহজেই ইউটিউব থেকে টাকা তুলতে পারবেন। ইতিমধ্যে আপনারা ইউটিউব থেকে টাকা তোলার নিয়ম এবং এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এরপরেও যদি ইউটিউবের টাকা তোলার প্রক্রিয়া সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও অনলাইন আর্নিং টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।