টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড, ডিজেবল অথবা নষ্ট হলে ঠিক করার উপায়

বিভিন্ন কারণে অনেক সময় আমাদের পার্সোনাল টুইটার একাউন্ট সাসপেন্ড হয়ে যায়। প্রয়োজনীয় টুইটার একাউন্ট নষ্ট হলে আমাদের কাজে ব্যাঘাত ঘটে। আমরা তখন আমাদের ডিজেবল হওয়া টুইটার একাউন্ট ঠিক করতে চাই। তবে এর জন্য আপনাকে সাসপেন্ড হওয়া টুইটার একাউন্ট ঠিক করার উপায় জানতে হবে।


এই আর্টিকেলে আমি আপনাদেরকে নষ্ট হওয়া টুইটার একাউন্ট ঠিক করার নিয়ম জানাবো। ডিজেবল হওয়া টুইটার একাউন্ট ঠিক করার নিয়ম জেনে খুব সহজেই আপনার নষ্ট হওয়া টুইটার একাউন্ট ঠিক করতে পারবেন। তাহলে চলুন টুইটার একাউন্ট নষ্ট হওয়ার কারণ ও ঠিক করার উপায় জানা যাক-


টুইটার একাউন্টটা নষ্ট হলে ঠিক করার উপায়


টুইটার একাউন্ট ডিজেবল হলে করণীয়ঃ 

ফেসবুকের মত টুইটার হচ্ছে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। বিভিন্ন নামিদামি ব্যক্তিরা টুইটার ব্যবহার করে থাকে। আমরাও বিভিন্ন কারণে টুইটার ব্যবহার করে থাকি। কেউ পার্সোনাল টুইটার একাউন্ট এর মাধ্যমে টুইটার ব্যবহার করে থাকে। আবার কেউ বিভিন্ন কাজের জন্য টুইটার একাউন্ট ব্যবহার করে থাকে। যদি আপনি অনলাইনে কাজ করে থাকেন তাহলে আপনার টুইটার একাউন্ট লাগবে। 


এছাড়াও যারা এয়ার্ড্রপের কাজ করেন তাদের তো টুইটার একাউন্ট অবশ্যই লাগে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের টুইটার একাউন্ট ডিজেবল হয়ে যায়। পার্সোনাল অথবা অনলাইনের জন্য আমরা যে টুইটার একাউন্ট ব্যবহার করি সেই টুইটার একাউন্ট ডিজেবল হয়ে গেলে আমাদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হয় এবং আমাদের সকল কাজ আটকে যায়। 


কারণ যখন টুইটার একাউন্ট ডিজেবল হয় তখন আমরা টুইটারের সকল সেবা থেকে বঞ্চিত হই। আমাদেরকে তখন নতুন আরেকটি টুইটার একাউন্ট খুলতে হয়। কিন্তু আগের টুইটার একাউন্টে থাকা সকল ফলোয়ার চলে যায়। নতুন টুইটার একাউন্ট খোলা অতঃপর সেখানে ফলোয়ার বাড়ানো অনেক ঝামেলার কাজ। 


এই কারণে কেউ কখনোই চাইবেনা তার সাসপেন্ড হওয়া টুইটার একাউন্ট ফেলে দিয়ে নতুন আরেকটি টুইটার একাউন্ট খুলতে। নষ্ট হওয়ার টুইটার একাউন্ট ঠিক করার নিয়ম যদি আপনার জানা থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার নষ্ট হওয়া টুইটার একাউন্ট ঠিক করতে পারবেন। অর্থাৎ টুইটার একাউন্ট ডিজেবল হলে আমাদের উচিত সেই ডিজেবল হওয়া টুইটার একাউন্ট ঠিক করা।  

আরো পড়ুনঃ টুইটার আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম.

টুইটার একাউন্ট সাসপেন্ডেড, নষ্ট বা ডিজেবল হওয়ার কারনঃ 

আপনি যদি  টুইটারের ভুল ব্যবহার করেন তাহলে টুইটারের ভুল ব্যবহারের ফলে আপনার টুইটার একাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। টুইটার একাউন্ট সাসপেন্ড হওয়ার কারণগুলো হচ্ছে- 


  • টুইটারের নিয়ম ভঙ্গ করাঃ সাধারণত সবথেকে বেশি যে কারণে টুইটার একাউন্ট সাসপেন্ড হয় তার মধ্যে অন্যতম হচ্ছে টুইটারের নিয়ম ভঙ্গ করা। আপনি যদি টুইটারের নিয়মগুলো ভঙ্গ করে টুইটার একাউন্ট চালান তাহলে আপনার টুইটার একাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। 

  • টুইটার একাউন্ট ব্যবহার না করাঃ আপনার টুইটার একাউন্ট যদি নিয়মিত ব্যবহার না করে ফেলে রাখেন তাহলে সেই টুইটার একাউন্ট নষ্ট হতে পারে। তাই দীর্ঘদিন টুইটার একাউন্ট ব্যবহার ফেলে না রেখে মাঝেমধ্যে হলেও ব্যবহার করা উচিত। 

  • বট ব্যবহার করাঃ আপনি যদি আপনার টুইটার একাউন্ট অনুমোদন হীন অ্যাপ অথবা স্ক্রিপ্ট দিয়ে ব্যবহার করেন তাহলে আপনার টুইটার একাউন্ট সাসপেন্ড হবে। 
  • শুধুমাত্র লাইক ও রিটুইট করাঃ আপনি যদি টুইটারে শুধুমাত্র লাইক ও রিটুইট করেন তাহলে আপনার টুইটার একাউন্ট সাসপেন্ড হতে পারে। কেননা টুইটার কর্তৃপক্ষ বোঝা যাবে আপনি শুধুমাত্র পার্সোনাল কাজের জন্য টুইটার ব্যবহার করেন। 
  • নিরাপত্তার জন্যঃ যদি আপনি টুইটারে লগইন করার সময় বারবার ভুল পাসওয়ার্ড দেন তাহলে আপনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। এছাড়াও কেউ যদি আপনার টুইটার একাউন্ট হ্যাক করার চেষ্টা করে সেক্ষেত্রেও আপনার টুইটার একাউন্ট বন্ধ হতে পারে। 
  • ফেক অ্যাকাউন্ট ব্যবহারঃ আপনার টুইটার একাউন্ট যদি ফেক হয় অর্থাৎ নিজের নাম এবং ছবি দিয়ে যদি টুইটার একাউন্ট না চালান তাহলে আপনার টুইটার একাউন্ট যেকোনো সময় ডিজেবল হয়ে যেতে পারে। 

  • কপিরাইট লঙ্ঘনঃ আপনি যদি অন্যের কনটেন্ট ব্যবহার করেন, সেটা হতে পারে লেখা ছবি ভিডিও ইত্যাদি তাহলে কপিরাইটের জন্য আপনার টুইটার একাউন্ট সাসপেন্ড হতে পারে। 

আরও জানুনঃ টুইটার একাউন্ট খোলার নিয়ম

টুইটার একাউন্ট সাসপেন্ড হলে বোঝার উপায়ঃ 

অনেক সময় আমাদের টুইটার একাউন্ট সাসপেন্ড হলেও আমরা বুঝতে পারিনা। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হলে কিন্তু আমরা সেই ফেসবুক একাউন্টে প্রবেশ করতে পারিনা। কিন্তু টুইটারের ক্ষেত্রে সেটি ভিন্ন। যদি আপনার টুইটার একাউন্ট সাসপেন্ড হয় তারপরেও আপনি টুইটার একাউন্টে প্রবেশ করতে পারবেন। কিন্তু আপনার সকল ফলোয়ার চলে যাবে। 


আপনি সেই টুইটার একাউন্ট দিয়ে টুইটারের যাবতীয় সেবা পাবেন না। যখন আপনি টুইটার একাউন্টে প্রবেশ করবেন তখন যদি নিচের স্ক্রিনশটের মতো আপনার টুইটার একাউন্টের হোম পেজে Your account is permanently suspended লেখা দেখায় তাহলে বুঝে নিবেন আপনার টুইটার একাউন্ট সাসপেন্ড করেছে-  


টুইটার একাউন্ট নষ্ট হলে বোঝার উপায়


এছাড়াও যখন আপনি আপনার টুইটার একাউন্টের প্রোফাইলে প্রবেশ করবেন তখন নিচের স্ক্রিনশটের মতো দেখতে পারবেন যে আপনার টুইটার একাউন্টের একটিও ফলোয়ার নেই। এছাড়াও আপনি যাকে যাকে ফলো করেছিলেন সবগুলো আনফলো হবে- 


টুইটার একাউন্ট নষ্ট হলে বোঝার উপায়


এই হচ্ছে টুইটার একাউন্ট সাসপেন্ড হওয়ার আলামত। এভাবে আপনারা জানতে পারবেন আপনার টুইটার একাউন্ট সাসপেন্ড করেছে কিনা। 

আরও জানুনঃ ফেসবুক আইডি নিরাপদ রাখার সকল উপায়

পার্মানেন্ট সাসপেন্ডেড হওয়া টুইটার একাউন্ট ঠিক করার নিয়মঃ 

যদি আপনার টুইটার একাউন্ট পার্মানেন্ট সাসপেন্ডেড হয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই। কারণ টুইটার তাদের ব্যবহারকারীকে নষ্ট হওয়া টুইটার একাউন্ট ঠিক করার উপায় রেখেছে। আপনার টুইটার একাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনি একটি ফর্ম পূরণ করার মাধ্যমে টুইটারের কাছে আপিল করতে পারেন। অতঃপর যদি টুইটার কর্তৃপক্ষের মনে হয় তারা আপনার টুইটার একাউন্টে ভুল করে সাসপেন্ড করেছে তাহলে আপনার সাসপেন্ড করা টুইটার একাউন্ট আবার ফিরিয়ে দিবে। এই কাজের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


ধাপ ১: প্রথমে আপনার সাসপেন্ড হওয়া টুইটার একাউন্টে প্রবেশ করবেন। অতঃপর নিচের স্ক্রিনশটের মতো Suspended লেখা দেখালে প্রথমে Dismiss লেখায় ক্লিক করবেন- 


টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হলে ঠিক করার উপায়


ধাপ ২: অতঃপর আপনার টুইটার একাউন্টের প্রোফাইল আইকনে ক্লিক করবেন- 


টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হলে ঠিক করার উপায়


ধাপ ৩: এবার আপনারা Setting & Support অপশনে ক্লিক করবেন। অতঃপর Help Center নামে আরেকটি অপশন দেখতে পারবেন। আমাদেরকে এই Help Center অপশনে প্রবেশ করতে হবে- 


টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হলে ঠিক করার উপায়


ধাপ ৪: অতঃপর আপনারা About suspended accounts নামে একটি অপশন দেখতে পারবেন। আমাদেরকে এই About suspended accounts অপশনে প্রবেশ করতে হবে- 


টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হলে ঠিক করার উপায়


ধাপ ৫: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো দেখতে পারবেন যেখানে লেখা রয়েছে File an appeal and we may be able to unsuspend your account. এই লেখার একটু নিচেই File an appeal নামে একটি লিংক করা অপশন দেখতে পারবেন। আমাদেরকে উক্ত লিংকে ক্লিক করতে হবে- 


টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হলে ঠিক করার উপায়


ধাপ ৬: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো একটি ফর্ম দেখতে পারবেন। এটি হচ্ছে টুইটার একাউন্ট সাসপেন্ড হলে ঠিক করার ফর্ম। এখন আমাদেরকে এই ফর্ম পূরণ করতে হবে। টুইটার একাউন্ট সাসপেন্ড ফরম পূরণ করার সঠিক নিয়ম হচ্ছে- 


  • Your Twitter username - এই বক্সে আপনার সাসপেন্ড হওয়া টুইটার একাউন্টের ইউজারনেম দিবেন। 

  • Your email address - এই বক্সে আপনার সাসপেন্ড হওয়া টুইটার একাউন্টের ইমেইল দিতে হবে। আপনার টুইটার একাউন্ট ঠিক হবে কিনা সেটি এই ইমেইলে আপনাকে জানাবে। 

  • Description of the problem - এই বক্সে আপনার সাসপেন্ড হওয়া টুইটার একাউন্ট ঠিক করে দিতে বলবেন। এখানে আপনাকে বলতে হবে আপনি টুইটারের নিয়মের বাইরে কোনো কাজ করেননি এবং আপনার টুইটার একাউন্ট ফিরিয়ে দিতে বলবেন। 


আপনারা চাইলে নিম্নে দেয়া এই ডিসক্রিপশন দিতে পারেন- 

My Twitter account (এখানে আপনার টুইটার একাউন্টের ইউজারনেম দিবেন) is now suspended. There have a small reason for suspensions my profile. I means my wrong work. I promise in future I don't do this work. So now please re-back me my twitter account. Thanks. 


অতঃপর সবকিছু দেয়া হলে Submit অপশনে ক্লিক করে সকল তথ্য সাবমিট করবেন- 


টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হলে ঠিক করার উপায়


অতঃপর আপনার সকল কাজ শেষ। এখন আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। টুইটার কর্তৃপক্ষ আপনার টুইটার একাউন্ট ঠিক হবে কিনা আপনার দেয়া ইমেইলে  জানিয়ে দিবে। 


সাসপেন্ড হওয়া টুইটার একাউন্ট ঠিক হলে বোঝার উপায়ঃ 

অতঃপর যখন আপনার টুইটার একাউন্ট ঠিক হবে তখন নিচের স্ক্রিনশটের মতো একটি ইমেইল পাবেন। এখানে বলে দিয়েছে তারা আমার টুইটার একাউন্ট আনলক করে দিয়েছে। আমার টুইটার একাউন্ট সাসপেন্ড হলে মূলত আমি এই নিয়মে আমার টুইটার একাউন্ট ঠিক করেছি-  


Twitter suspended accounts back


এই ছিলো ডিজেবল হওয়া টুইটার একাউন্ট ঠিক করার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই মোবাইল অথবা যেকোনো ডিভাইস দিয়ে সাসপেন্ড হওয়া টুইটার একাউন্ট ঠিক করতে পারবেন। 

আরও জানুনঃ নিজের ফেসবুক আইডি নিজেই নষ্ট করার উপায়

শেষ কথাঃ 

ইতিমধ্যে আপনারা কিভাবে সাসপেন্ড হওয়া টুইটার একাউন্ট ঠিক করতে হয় সেটি জানতে পেরেছেন। আশা করছি আপনার টুইটার একাউন্টে যদি নষ্ট হয় তাহলে এখন থেকে খুব সহজেই সেটি ঠিক করতে পারবেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা সাসপেন্ড হওয়া টুইটার একাউন্ট ঠিক করা সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url