ওয়েবসাইট বিং ওয়েব মাস্টার টুলে সাবমিট করার উপায় ও সুবিধা
গুগলের পর অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে বিং। বিং সার্চ ইঞ্জিনে ব্লগ ওয়েবসাইট সাবমিট করার মাধ্যমে ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর পাওয়া যায়। এই আর্টিকেলে আমি আপনাদেরকে ব্লগ ওয়েবসাইট বিং ওয়েব মাস্টার টুলে সাবমিট করার উপায় দেখাবো।
বিং সার্চ ইঞ্জিনে কিভাবে ওয়েবসাইট সাবমিট করতে হয় সেটি জেনে আপনার যে কোন ওয়েবসাইট বিং সার্চ ইঞ্জিনে দেখাতে পারবেন। তাহলে চলুন যেকোনো ওয়েবসাইট বিং সার্চ ইঞ্জিনে সাবমিট করার নিয়ম ও সুবিধা জেনে নেয়া যাক-
বিং সার্চ ইঞ্জিন কি?
বিং সার্চ ইঞ্জিন হচ্ছে গুগলের মতো একটি সার্চ ইঞ্জিন যেখানে মানুষ তথ্য পেতে সার্চ করে থাকে। এটি মাইক্রোসফট এর নিজস্ব সার্চ ইঞ্জিন। গুগলে যেমন আমরা সার্চ করে তথ্য পাই ঠিক তেমনি বিং সার্চ ইঞ্জিনে সার্চ করে তথ্য পেয়ে থাকি।
আরো পড়ুনঃ ব্লগ পোস্ট দ্রুত গুগলে ইন্ডেক্স করার নিয়ম.
ব্লগ সাইট বিং সার্চ ইঞ্জিনে অ্যাড করার সুবিধাঃ
আপনার ওয়েবসাইট যদি বিং ওয়েবমাস্টার টুলে সাবমিট করেন তাহলে অনেক সুবিধা পাবেন। বিং সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটে যুক্ত করলে যেসব সুবিধা পাওয়া যায় তা হচ্ছে-
- সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বৃদ্ধিঃ বিং সার্চ ইঞ্জিনিয়ার যদি আপনার ওয়েবসাইট যুক্ত করেন তাহলে আপনার ওয়েবসাইট সেই সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয়। এর ফলে বিং সার্চ ইঞ্জিন ব্যবহারকারীরা সহজেই আপনার ওয়েবসাইট খুঁজে পাবে।
- অতিরিক্ত ট্রাফিক পাওয়াঃ গুগলের পর সব থেকে বেশি যে সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয় সেটি হচ্ছে বিং। এই কারণে যদি আপনার ওয়েবসাইট বিং সার্চ ইঞ্জিনের যুক্ত থাকে তাহলে অতিরিক্ত ট্রাফিক পাবেন।
- এসইও পারফরম্যান্স দেখাঃ বিং ওয়েবমাস্টার টুল ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স, কীওয়ার্ড র্যাংকিং, এবং এসইও এর সকল পারফরমেন্স পর্যবেক্ষণ করতে পারবেন।
- এসইও সমস্যার সমাধানঃ যদি আপনার ওয়েবসাইটে এসিও সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে বিং ওয়েবমাস্টার টুল সেটা আপনাকে জানিয়ে দিবে।
- বিকল্প সার্চ ইঞ্জিনঃ অনেকেই গুগল ছাড়াও বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। আপনার ওয়েবসাইটে বিং ওয়েব মাস্টার টুলে সাবমিট করার মাধ্যমে সেইসব ব্যবহারকারীদের কাছে ওয়েবসাইট পৌঁছে দিতে পারবেন। এতে আপনার ওয়েবসাইটের ভিজিটর অনেক বেশি হবে।
আরও জানুনঃ গুগল সার্চ কনসোল থেকে ইউজার যুক্ত ও রিমুভ করার নিয়ম.
ওয়েবসাইট বিং ওয়েব মাস্টার টুলে সাবমিট করার নিয়মঃ
আপনারা খুব সহজেই আপনাদের ব্লগ ওয়েবসাইট বিং ওয়েব মাস্টার টুলে সাবমিট করার মাধ্যমে বিং সার্চ ইঞ্জিনে দেখাতে পারবেন। যেকোনো ওয়েবসাইট বিং সার্চ ইঞ্জিনে অ্যাড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন -
ধাপ ১: প্রথমে আপনারা গুগলে গিয়ে Bing Webmaster Tool লিখে সার্চ করবেন। অথবা আপনারা চাইলে সরাসরি Bing Webmaster Tool এই লিংকে প্রবেশ করতে পারেন -
ধাপ ২: এবার আপনাদেরকে Get Started অপশনে ক্লিক করতে হবে-
ধাপ ৩: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো বিং ওয়েব মাস্টার টুলে লগইন করার জন্য তিনটি অপশন দেখতে পারবেন। তবে আমরা আমাদের জিমেইলের মাধ্যমে গুগল থেকে লগইন করব। তাই নিচের স্ক্রিনশট দেখানো Google আইকনে ক্লিক করতে হবে -
ধাপ ৪: এবার নিচের স্ক্রিনশটের মতো আপনার মোবাইলে লগইন থাকা সকল জিমেইল অ্যাকাউন্ট দেখতে পারবেন। আপনি যে জিমেইলের মাধ্যমে বিং ওয়েব মাস্টার টুলে লগইন করতে যাচ্ছেন সেই জিমেইল সিলেক্ট করে দিবেন -
ধাপ ৫: অতঃপর আপনার সামনে দুইটা অপশন আসবে। অর্থাৎ আপনি দুইটি উপায়ে বিং ওয়েব মাস্টার টুলে আপনার ওয়েবসাইট সাবমিট করতে পারবেন। নিচের স্ক্রিনশট দেখানো পদ্ধতি হচ্ছে সরাসরি গুগল সার্চ কনসোলে থাকা অ্যাকাউন্টে লিংকিং করার মাধ্যমে -
ধাপ ৬: নিচের স্ক্রিনশট হচ্ছে দ্বিতীয় মাধ্যম। যদি আপনারা সরাসরি আপনাদের ওয়েবসাইটের লিংক দিয়ে বিং ওয়েবস্টার টুলে এড করতে চান তাহলে নিচের স্ক্রিনশট দেখানো ম্যানুয়াল ভাবে ওয়েবসাইট এড করতে পারেন-
এর জন্য নিচের স্ক্রিনশট দেখানো বক্সে আপনার ওয়েবসাইটের লিংক দিবেন। অতঃপর আপনি একটি এইচটিএমএল কোড পাবেন। সেই কোড আপনার ওয়েবসাইটের হেডারের <header> নিচে বসিয়ে দিয়ে এখানে ভেরিফাই করলেই কাজ হয়ে যাবে-
ধাপ ৭: তবে আমি আপনাদেরকে গুগল সার্চ কনসোল থেকে ইমপোর্ট করার মাধ্যমে বিং ওয়েবমাস্টার টুলে ব্লগার ওয়েবসাইট এড করার পদ্ধতি দেখাবো। এখানে সুবিধা হচ্ছে আপনাকে ওয়েবসাইটের লিংক দিয়ে এইচটিএমএল কোড বসিয়ে ভেরিফাই করতে হবেনা।
আপনি সরাসরি গুগল সার্চ কনসোলে থাকা ওয়েবসাইট এখানে ইমপোর্ট করে অ্যাড করতে পারবেন। তবে এর জন্য আপনি যে জিমেইল দিয়ে এখানে লগইন করবেন সেই জিমেইল দিয়ে আপনার ওয়েবসাইট যেনো গুগল সার্চ কনসোলে অ্যাড করা থাকে। এবার আপনারা Import লেখায় ক্লিক করবেন-
ধাপ ৮: ইমপোর্ট লেখায় ক্লিক করার পর Continue অপশনে ক্লিক করতে হবে-
ধাপ ৯: এবার আপনার গুগল একাউন্টের অ্যাক্সেস চাইবে। আপনারা Allow অপশনে ক্লিক করে আপনার গুগল একাউন্টের অ্যাক্সেস দিতে পারবেন। যেহেতু এটা মাইক্রোসফট কোম্পানির তাই আমরা নির্দ্বিধায় এক্সেস দিতে পারি-
ধাপ ১০: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার গুগল সার্চ কনসোলে এড করা সকল ওয়েবসাইটের লিংক দেখতে পারবেন। আপনি যদি চান তাহলে একসাথে সকল ওয়েবসাইট বিং ওয়েব মাস্টার টুলে অ্যাড করতে পারবেন।
তবে আমি শুধুমাত্র একটি ওয়েবসাইট বিং সার্চ ইঞ্জিনে অ্যাড করে দেখাচ্ছি। এটি করার জন্য আপনি যে ওয়েবসাইট বিং ওয়েবমাস্টার টুলে অ্যাড করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের পাশে টিক চিহ্ন দিয়ে Import লেখায় ক্লিক করবেন-
ধাপ ১১: এবার আপনারা Congratulations মেসেজ দেখতে পারবেন। নিচের স্ক্রিনশটের মতো পেজ দেখলেই বুঝতে পারবেন আপনি সঠিকভাবে গুগল সার্চ কনসোল থেকে ইমপোর্ট করে আপনার ওয়েবসাইট বিং ওয়েবমাস্টার টুলে অ্যাড করতে পারছেন-
ধাপ ১২: এবার নিচের স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবেন এখানে ৪৮ ঘন্টা সময় চাচ্ছে। অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে আমার ওয়েবসাইট বিং ওয়েবমাস্টার টুলে অ্যাড হয়ে যাবে। আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে-
এই ছিলো ব্লগ ওয়েবসাইট বিং ওয়েবমাস্টার টুলে সাবমিট করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই আপনাদের যেকোনো ওয়েবসাইট বিং সার্চ ইঞ্জিনে অ্যাড করতে পারবেন।
আরও জানুনঃ ব্লগে লেখা কন্টেন্ট ইউনিক কিনা জানার উপায়.
শেষ কথাঃ
অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করার পাশাপাশি বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করা উচিত। ইতিমধ্যে আপনারা যেকোনো ওয়েবসাইট বিং সার্চ ইঞ্জিনে যুক্ত করার নিয়ম জানতে পেরেছেন। যদি ওয়েবসাইট বিং ওয়েবমাস্টার টুলে সাবমিট করতে কোনো সমস্যা হয় অথবা এই বিষয়ে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এসইও সম্পর্কিত সকল টিপস পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।