শেষের কবিতা উপন্যাস PDF রবীন্দ্রনাথ ঠাকুর । Shesher Kabita Book

শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনপ্রিয় একটি রোমান্টিক উপন্যাস। এটি রবীন্দ্রনাথের দ্বিতীয় উপন্যাস। এই উপন্যাসে লেখক প্রেমের গল্প লেখার পাশাপাশি প্রেমের জটিলতা, জীবনের বাস্তবতা এবং সামাজিকতার বিভিন্ন রূপ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন।


এই আর্টিকেলে আপনাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা উপন্যাস pdf ও বিস্তারিত তথ্য দেয়া হবে। আপনারা Shesher Kabita PDF DOWNLOAD করে মোবাইল, কম্পিউটার সহো যেকোনো ডিভাইসে অনলাইনে অথবা অফলাইনে পড়তে পারবেন-


শেষের কবিতা pdf


রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের বিবরণঃ

রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় একটি রোমান্টিক উপন্যাস হচ্ছে শেষের কবিতা। এটি তার লেখা দ্বিতীয় এবং জনপ্রিয় একটি উপন্যাস। ১৯২৭ সাল থেকে ১৯২৮ সাল পর্যন্ত প্রবাসীতে ধারাবাহিকভাবে শেষের কবিতা উপন্যাস প্রকাশিত হয়। বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবন কথা হচ্ছে এই শেষের কবিতা। 


ব্যক্তি মানুষের মূল্যচেতনার উপাদান যদি অন্তর থেকে শুধুই বার হয়ে আসতে থাকে - যার সমুন্নতি ও দীপ্তি বিদ্যার বৃহৎ পরিমার্জনায়, তারও একটা চরিত্র আছে। বাস্তব চেনাশোনার চলা বাহ্যিক অভিজ্ঞতার জগৎ থেকে তা একেবারে অন্তর অভিমুখী। এই নবতর চেতনার অদ্ভুত আবিষ্কার এই উপন্যাস রচনার কাছাকাছি সময়ে। রবীন্দ্রনাথের অঙ্কিত এই পর্বের দু-একটি মুখাবয়বে কল্পনার প্রাধান্য লক্ষণীয়। 


শেষের কবিতা উপন্যাস লেখা ও প্রকাশের দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের দশম উপন্যাস। ১৯২৮ সালে ব্যাঙ্গালোরে, স্বাস্থ্য উদ্ধারের প্রয়াসে সেখানে থাকবার সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই শেষের কবিতা উপন্যাস লেখেন। শেষের কবিতা উপন্যাসটি প্রবাসী’তে, প্রথম প্রকাশিত হয়। অনেকেই শেষের কবিতাকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বই ভেবে ভুল করে থাকে। কিন্তু শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় রোমান্টিক উপন্যাস। 

আরও পড়ুনঃ লালসালু উপন্যাস PDF সৈয়দ ওয়ালীউল্লাহ

Shesher Kabita PDF File Details 

আপনারা এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা pdf ফাইল পাবেন সেই পিডিএফ ফাইল সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নে দেয়া হলো- 


  • PDF নামঃ শেষের কবিতা। 

  • লেখকঃ রবীন্দ্রনাথ ঠাকুর। 

  • প্রকাশনাঃ প্রান্ত প্রকাশন। 

  • প্রকাশ সালঃ ১৯২৮. 

  • ভাষাঃ বাংলা (Bangla/Bengali) 

  • বইয়ের ধরণঃ রোমান্টিক উপন্যাস। 

  • সাইজঃ ১ এমবি। 

  • পাতার সংখ্যাঃ ৮৮ টি। 

  • ফরম্যাটঃ পিডিএফ (PDF) 


শেষের কবিতা উপন্যাস PDF Download 

আপনারা নিচের লিংক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা উপন্যাস PDF Download বই ডাউনলোড করতে পারবেন- 



বিঃদ্রঃ যদি উপরে দেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের পিডিএফ ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও উক্ত পিডিএফ সম্পর্কে কোনো অভিযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। 

আরও জানুনঃ ইন্দুবালা ভাতের হোটেল PDF বই

শেষ কথাঃ 

একটি অনন্য প্রেমের গল্পের উপন্যাস হচ্ছে শেষের কবিতা। প্রেমের গল্প, জটিলতা ও বাস্তবতা সম্পর্কে পাঠকরা এই বই পড়ে জানতে পারবে। ইতিমধ্যে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের পিডিএফ ডাউনলোড করতে পেরেছেন। যদি আপনারা আরো কোনো পিডিএফ চান অথবা এই আর্টিকেল সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url