বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে সেন্ড মানি করার উপায় ও শর্ত

বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারেও টাকা পাঠানো যায়। অর্থাৎ বিকাশ একাউন্ট নেই এমন ব্যক্তিকেও আপনার বিকাশ একাউন্ট থেকে সেন্ড মানি করতে পারবেন। এই আর্টিকেলে আমি আপনাদেরকে কিভাবে বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে টাকা পাঠাতে হয় তার উপায় দেখাবো। 


আপনারা বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে সেন্ড মানি করার নিয়ম জেনে খুব সহজেই টাকা পাঠাতে পারবেন। তাহলে চলুন নন বিকাশ নাম্বারে টাকা পাঠানোর উপায়, শর্তাবলী ও টাকা তোলার পদ্ধতি জানা যাক- 


বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে টাকা পাঠানোর উপায়


নন বিকাশ নাম্বারে কি টাকা পাঠানো যায়? 

হ্যা, আপনারা বিকাশ একাউন্ট খোলা নেই এমন নাম্বারেও টাকা পাঠাতে পারবেন। বিকাশ একাউন্টের নাম্বারে টাকা পাঠালে যেমন টাকা চলে যায় ঠিক তেমনি বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে টাকা পাঠালেও টাকা চলে যাবে। তবে সেই টাকা তোলার জন্য বিকাশ একাউন্ট খুলে তুলতে হয়। এর জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে যেগুলো এই পোস্ট থেকে জানতে পারবেন। 

আরও জানুনঃ নগদ একাউন্ট নেই এমন নাম্বারে টাকা গেলে করণীয়

বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে সেন্ড মানি করার উপায়ঃ 

সাধারণত একটি বিকাশ নাম্বারে যেভাবে সেন্ড মানি করতে হয় ঠিক একই পদ্ধতিতে বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারেও সেন্ড মানি করা যায়। আপনারা দুইটি মাধ্যমে নন বিকাশ নাম্বারে টাকা পাঠাতে পারবেন। মাধ্যমগুলো হচ্ছে- 


  • বিকাশ অ্যাপের মাধ্যমে। 

  • বিকাশে মেনু কোড ডায়াল করে। 


আপনারা বিকাশ অ্যাপ এবং বিকাশ মেনু কোড ডায়াল করে বিকাশ একাউন্টে নাই এমন নাম্বারেও টাকা পাঠাতে পারবেন। তাহলে চলুন বিকাশ অ্যাপ ও কোড ডায়াল করে কিভাবে নন বিকাশ নাম্বারে টাকা পাঠাতে হয় জেনে নেয়া যাক- 


বিকাশ অ্যাপের মাধ্যমে নন বিকাশ নাম্বারে টাকা পাঠানোর নিয়মঃ 

নন বিকাশ নাম্বারে টাকা পাঠানোর সবথেকে সহজ মাধ্যম হচ্ছে বিকাশ অ্যাপ ব্যবহার করা। বিকাশ অ্যাপের মাধ্যমে বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে টাকা পাঠানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


ধাপ ১: প্রথমে আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করুন। এরপর সেন্ড মানি অপশনে ক্লিক করুন- 


ধাপ ২: এবার আপনারা প্রাপক নামে একটি বক্স দেখতে পারবেন। বিকাশ একাউন্ট নেই এমন যে নাম্বারে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন এখানে সেই নাম্বার দিবেন- 


ধাপ ৩: এবার আপনি যত টাকা পাঠাতে চাচ্ছেন তার পরিমাণ লিখতে হবে। পরিমাণ লিখে পরের পেজে চলে যাবেন- 


ধাপ ৪: এবার আপনারা রেফারেন্স নামে একটি বক্স দেখতে পারবেন। আপনি চাইলে এখানে কিছু লিখে পাঠাতে পারেন। তবে এই অপশনটি ফাঁকা রাখলেও কোনো সমস্যা নেই। এছাড়াও চার্জ অপশনে আপনার বিকাশে টাকা পাঠানোর খরচ দেখাবে। অর্থাৎ আপনি যতো টাকা বিকাশে পাঠাবেন সেই টাকা অনুযায়ী কত টাকা খরচ কাটবে সেটা চার্জ অপশনে দেখাবে। অতঃপর পাসওয়ার্ড বক্সে আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড দিয়ে পরের পেজে চলে যাবেন- 


ধাপ ৫: এবার আপনারা কনফার্মেশন পেজ দেখতে পারবেন। এখানে আপনি কার নন বিকাশ নাম্বারে টাকা পাঠাচ্ছেন, কত টাকা পাঠাচ্ছেন এবং টাকা পাঠানোর খরচ কতো সকল তথ্য দেখতে পারবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে "সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন" অপশনে কিছুক্ষণ চেপে ধরে থাকবেন- 


ধাপ ৬: অতঃপর আপনারা সাকসেসফুল পেজ দেখতে পারবেন যেখানে বলা হবে আপনি সঠিকভাবে বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারেও সেন্ড মানি করতে পেরেছেন- 


এই ছিলো বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে টাকা পাঠানোর পদ্ধতি। আপনারা উপর দেখানো পদ্ধতিতে বিকাশ অ্যাপের মাধ্যমে নন বিকাশ নাম্বারে সেন্ড মানি করতে পারবেন। 

আরও জানুনঃ বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে ফিরে পাওয়ার উপায়

কোড ডায়াল করে বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে টাকা পাঠানোর উপায়ঃ 

আপনার মোবাইলে যদি বিকাশ অ্যাপ না থাকে অথবা আপনি বাটন মোবাইল ব্যবহারকারী হন তাহলে আপনার জন্য সহজ হচ্ছে কোড ডায়াল করে নন বিকাশ নাম্বারে টাকা পাঠানো। কেননা বিকাশ অ্যাপের মতো কোড ডায়াল করে বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে টাকা পাঠানো যায়। এই কাজের জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে- 


ধাপ ১: প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *247# ডায়াল করবেন- 


ধাপ ২: এবার আপনারা Send Money অপশনে প্রবেশ করবেন- 


ধাপ ৩: এবার আপনাকে নাম্বার দিতে হবে। আপনি যে নন বিকাশ নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন এখানে সেই নাম্বারটি দিবেন- 


ধাপ ৪: এবার আপনারা Amount নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি নন বিকাশ নাম্বারে যত টাকা পাঠাতে চাচ্ছেন এখানে সেই টাকার পরিমাণ লিখে Send করবেন- 


ধাপ ৫: এখন আপনারা রেফারেন্স নামের একটি বক্স দেখতে পারবেন। এখানে যেকোনো কিছু লিখতে হবে। আমি এখানে 1 লিখলাম। আপনারা রেফারেন্স হিসেবে যেকোনো কিছু লিখে Send করবেন-


ধাপ ৬: এবার আপনারা পাসওয়ার্ড দেয়ার বক্স দেখতে পারবেন। আপনার বিকাশ একাউন্টে পাসওয়ার্ড দিয়ে Send করবেন-


ধাপ ৭: এবার আপনারা সাকসেসফুল লেখা দেখতে পারবেন। এটি দেখলে বুঝতে পারবেন বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে টাকা পাঠাতে পেরেছেন- 


ধাপ ৮: অতঃপর আপনার মোবাইলে একটি কনফারমেশন মেসেজ আসবে যেটাতে উল্লেখ থাকবে আপনি সঠিকভাবে নন বিকাশ নাম্বারে টাকা পাঠাতে পেরেছেন। 


এই ছিলো কোড ডায়াল করে নন বিকাশ নাম্বারে টাকা পাঠানোর নিয়ম। আপনারা উপরে দেখানো নির্দেশিকা অনুসরণ করে বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে কোড ডায়াল করে টাকা সেন্ড মানি করতে পারবেন। 


বিকাশ একাউন্টে নেই এমন নাম্বারে থাকা টাকা তোলার উপায়ঃ 

বিকাশ একাউন্টে নেই এমন নাম্বারে টাকা পাঠানোর পর আপনি হয়তো ভাবতেছেন সেই ব্যক্তি টাকা তুলবে কিভাবে? চিন্তার কোনো কারণ নেই, কেননা আপনার যদি এমন কোনো নাম্বারে কেউ বিকাশ থেকে টাকা পাঠায় যে নাম্বারে আপনি বিকাশ একাউন্ট খুলেন নাই সেই নাম্বার থেকেও টাকা তুলতে অথবা ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য আপনাকে নিচের কাজগুলো করতে হবে- 


  • যখন কেউ নন বিকাশ নাম্বারে টাকা পাঠায় তখন সেই বিকাশ নাম্বারে টাকা দেওয়ার পাশাপাশি একটি এসএমএস যায়। সেই এসএমএসে টাকার পরিমাণ এবং বিকাশ অ্যাপ্লিকেশন ডাউনলোড করার লিংক দেয়া থাকে। 

  • প্রাপক এসএমএস থেকে লিংকে প্রবেশ করে তার মোবাইলে বিকাশ অ্যাপ ইন্সটল করে নিবেন।

  • বিকাশ অ্যাপ ইন্সটল করার পর 72 ঘণ্টার মধ্যে বিকাশ অ্যাপ থেকে অথবা বিকাশ রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে একাউন্ট খুলতে হবে। 

  • বিকাশ একাউন্ট খোলার পর নন বিকাশ একাউন্টের মালিক সেই টাকা যেকোনো কাজে ব্যবহার করার পাশাপাশি খুব সহজেই তুলতে পারবে।

আরও জানুনঃ বিকাশে টাকা পাঠানোর/ সেন্ড মানি করার নিয়ম

বিকাশ একাউন্টে নাই এমন নাম্বারে টাকা পাঠানোর শর্তঃ 

বিকাশ একাউন্ট খোলা নেই এমন নাম্বারে যদি টাকা পাঠাতে চান তাহলে আপনাকে নিম্নে উল্লেখিত শর্তগুলো মানতে হবে- 


  • প্রাপক অর্থাৎ যার বিকাশ একাউন্ট খোলা নেই তাকে অবশ্যই টাকা উত্তোলন করার জন্য বিকাশ অ্যাপ থেকে অথবা বিকাশ ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে বিকাশ একাউন্ট খুলতে হবে।

  • প্রাপক বিকাশ একাউন্ট খোলার পূর্বে যদি প্রেরক সেই টাকা ক্যানসেল করতে চায় তাহলে বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজেই সেটি করতে পারবে।

  • প্রাপক যদি 72 ঘণ্টার মধ্যে বিকাশ একাউন্ট খুলে টাকা গ্রহণ করতে না পারে তাহলে সেই টাকা প্রাপক তিন কার্যদিবসের মধ্যে ফেরত পাবে।

  • নন বিকাশ নাম্বার থেকে শুধুমাত্র একটি মাত্র সেন্ড মানি গ্রহণ করা যায়।

  • প্রাপক এবং প্রেরক তাদের লেনদেন তথ্য এসএমএসের মাধ্যমে জানতে পারবে। 

আরও জানুনঃ বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম ও সুবিধা

শেষ কথাঃ 

বিকাশ একাউন্ট খোলা না থাকলেও সেই বিকাশ নাম্বারে টাকা পাঠানো বিকাশের একটি ভালো উদ্যোগ। ইতিমধ্যে আপনারা নান বিকাশ নাম্বারে কিভাবে টাকা পাঠাতে হয় এবং এর শর্তগুলো জানতে পেরেছেন। যদি আপনারা বিকাশ একাউন্টে নেই এমন নাম্বারে টাকা সেন্ড মানি সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও মোবাইল ব্যাংকিং সম্পর্কে সকল টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url