প্লে স্টোরের অ্যাপ সরাসরি মোবাইলে ডাউনলোড ও ব্যাকআপ করার উপায়

প্লে স্টোর থেকে অ্যাপ ইন্সটল করলে সেটি মোবাইলে ডাউনলোড না হয়ে সরাসরি ইন্সটল হয়। তবে আমরা চাইলে প্লে স্টোর থেকে অ্যাপ ও গেম মোবাইলে সরাসরি ডাউনলোড করে রাখতে পারি। এছাড়াও ইনস্টল করা মোবাইল অ্যাপ্লিকেশন মেমোরিতে ব্যাকআপ রাখতে পারি। যদি আপনি প্লে স্টোরে থেকে অ্যাপ ও গেম মোবাইলে ডাউনলোড করার উপায় না জানেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। 


কারণ এই আর্টিকেলে আমি আপনাদেরকে প্লে স্টোরের অ্যাপ বা গেম মেমোরিতে ব্যাকআপ করার উপায় জানাবো। আপনারা প্লে স্টোরের অ্যাপ মোবাইলে সরাসরি ডাউনলোড করার পাশাপাশি মোবাইলে থাকা অ্যাপ মেমোরিতে ব্যাকআপ রাখতে পারবেন- 

 

প্লে স্টোরের অ্যাপ মেমোরিতে ব্যাকআপ

প্লে স্টোরের অ্যাপ মোবাইলের মেমোরিতে ব্যাকআপ রাখার সুবিধাঃ

আপনি যদি প্লে স্টোর থেকে অ্যাপ মোবাইলে ইন্সটল না করে সেটি ডাউনলোড করে রাখেন তাহলে বিশেষ কিছু সুবিধা পাবেন। সুবিধাগুলো হচ্ছে- 


  • স্টোরেজ বাড়ানোঃ সাধারণত মোবাইলে অ্যাপ ইন্সটল করা হলে সেই অ্যাপের সাইজ অনুযায়ী মোবাইলের স্টোরেজ কমে যায়। অপ্রয়োজনীয় এবং নিয়মিত ব্যবহার করা হয় না এরকম অ্যাপ মোবাইলে ইন্সটল না রেখে মেমোরিতে ব্যাকআপ রাখলে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ইনস্টল করা যায়। এতে মোবাইলের স্টোরেজ অনেক বেশি থাকে। 

  • অফলাইনে ইন্সটল করা যায়ঃ আপনার মোবাইলে যদি অ্যাপ ডাউনলোড করা থাকে তাহলে সেটি ইন্টারনেট সংযোগ ছাড়াই ইন্সটল করতে পারবেন। আপনাকে প্লে স্টোরে গিয়ে ইন্টারনেট সংযোগ চালু করে অ্যাপ ইন্সটল করতে হবে না। 

  • বারবার ডাউনলোড করতে হয়নাঃ একবার যদি আপনি কোনো অ্যাপ মোবাইলে ডাউনলোড করে রেখে দেন তাহলে সেটি পুনরায় ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করতে হবে না। আপনি ডাউনলোড করা অ্যাপটি প্রতিবার যেকোনো সময় ইন্সটল করতে পারবেন। 

  • একাধিক ডিভাইসে ব্যবহারঃ যদি আপনি একই বিভিন্ন ডিভাইসে ব্যবহার করতে চান তাহলে সেই অ্যাপ একবার ডাউনলোড করে রাখলেই হবে। পরবর্তীতে অ্যাপটি আপনি যেসব ডিভাইসে ব্যবহার করতে চাচ্ছেন সেসব ডিভাইসে শেয়ার করে ইন্সটল করলেই হবে। 

  • ইন্টারনেট সাশ্রয়ঃ মোবাইলে অ্যাপ ডাউনলোড থাকলে প্লে স্টোর থেকে অ্যাপ ইন্সটল করতে হয় না। এতে আমাদের মোবাইলের ইন্টারনেট সাশ্রয় হয়। 

  • ভবিষ্যতে ব্যবহার করাঃ অনেক সময় দেখা যায় প্লে স্টোর থেকে অ্যাপ ডিলিট করা হয়। আপনি যদি সেই আগে থেকেই ডাউনলোড করে রাখেন তাহলে ভবিষ্যতে এটি ব্যবহার করতে পারবেন। প্লে স্টোর থেকে অ্যাপ ডিলিট হলেও আপনার মোবাইলে থাকায় আপনি পরবর্তীতে উক্ত অ্যাপ ব্যবহার করতে পারবেন। 

  • ডেটা ব্যাকআপ করাঃ ডাউনলোড করা অ্যাপ এর ফাইলগুলো আপনি ব্যাকআপ হিসেবে রাখতে পারেন। যদি আপনার ইন্সটল করা অ্যাপ কোন কারনে ডিলিট হয় তাহলে ডাউনলোড করা অ্যাপ ইন্সটল করে আগের ডেটা আবার ফেরত নেবেন। 

আরও জানুনঃ মোবাইলের হোম, মেনু, ব্যাক বাটন হাইড ও আন-হাইড করার উপায়

প্লে স্টোরের অ্যাপ বা গেম মোবাইলে ব্যাকআপ করার উপায়ঃ

প্লে স্টোরের সকল অ্যাপ বা গেম আপনারা খুব সহজেই মোবাইলে ব্যাকআপ রাখতে পারবেন। অর্থাৎ আপনারা চাইলে প্লে স্টোরে কোন অ্যাপ বা গেম মোবাইলে ডাউনলোড করে রাখতে পারবেন। সাধারণত এই কাজটি দুইটি মাধ্যমে করা যায়। মাধ্যমগুলো হচ্ছে- 


  • প্লে স্টোর থেকে অ্যাপ বা গেম সরাসরি  মোবাইলে ডাউনলোড 
  • ইন্সটল থাকা মোবাইল অ্যাপ মেমোরিতে ব্যাকআপ

অর্থাৎ আপনি প্লে স্টোর থেকে অ্যাপ সরাসরি মোবাইলে ডাউনলোড করে এবং ইন্সটল থাকা মোবাইল অ্যাপ মেমোরিতে ব্যাকআপ করে অ্যাপ মোবাইলে রাখতে পারবেন। চলুন তাহলে উক্ত দুইটি মাধ্যমে কিভাবে মোবাইলে অ্যাপ ব্যাকআপ রাখতে হয় জানা যাক- 


ইন্সটল থাকা মোবাইল অ্যাপ মেমোরিতে ব্যাকআপ করার নিয়মঃ

আমাদের মোবাইলে থাকা ইন্সটল করা অ্যাপ ও গেম গুলো আমরা মেমোরিতে ব্যাকআপ রাখতে পারি। এতে আমাদের মোবাইলে থাকা সকল অ্যাপ বা গেম মেমোরিতে ডাউনলোড হয়ে থাকবে। পরবর্তীতে যদি আমাদের মোবাইলে ইন্সটল থাকা অ্যাপ আনইন্সটল করি তারপরেও ব্যাকআপ রাখার কারণে মেমোরি থেকে আবার ইন্সটল করতে পারব। এই কাজের জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে- 


ধাপ ১: প্রথমে আপনারা প্লে স্টোর থেকে Assistant for android অ্যাপ আপনার মোবাইলে ইন্সটল করবেন। ইন্সটল করা হলে উক্ত অ্যাপ ওপেন করবেন- 


প্লে স্টোর থেকে সকল অ্যাপ বা গেম সরাসরি মোবাইলে ডাউনলোড করার উপায়


ধাপ ২: উক্ত অ্যাপ ওপেন করার পর নিচের স্ক্রিনশট দেখানো Tools অপশনে প্রবেশ করবেন- 


মোবাইলে ইন্সটল করা অ্যাপস মেমোরিতে সেভ করার নিয়ম


ধাপ ৩: এবার আপনাকে Backup and Restore অপশনে প্রবেশ করতে হবে- 


প্লে স্টোরের অ্যাপ মেমোরিতে ব্যাকআপ


ধাপ ৪: পারমিশন চাইলে Allow করে দিবেন- 


মোবাইলে ইন্সটল করা অ্যাপস মেমোরিতে সেভ করার নিয়ম


ধাপ ৫: এবার আপনারা আপনাদের মোবাইলে থাকা সকল অ্যাপ, গেম দেখতে পারবেন। এখানে দেখানো সকল অ্যাপ আপনারা খুব সহজেই মেমোরিতে ব্যাকআপ রাখতে পারবেন। যে সকল অ্যাপ মোবাইলে ব্যাকআপ রাখতে চাচ্ছেন সেই সকল অ্যাপের পাশে টিক চিহ্ন দিয়ে নিচের বাম দিকের স্ক্রিনশট দেখানো Backup অপশনে ক্লিক করতে হবে- 


প্লে স্টোরের অ্যাপ মেমোরিতে ব্যাকআপ


ধাপ ৬: অতঃপর আপনি যে সকল অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে চাইছিলেন সবগুলো অ্যাপ মোবাইলের ফোন মেমোরিতে ব্যাকআপ হবে। ব্যাকআপ করা অ্যাপগুলো দেখার জন্য আপনার মোবাইলের ফোন মেমোরিতে প্রবেশ করবেন- 


প্লে স্টোর থেকে সকল অ্যাপ বা গেম সরাসরি মোবাইলে ডাউনলোড করার উপায়


ধাপ ৭: অতঃপর আপনারা নিচের স্ক্রিনশট দেখানো Android assistant app backup নামে একটি ফোল্ডার দেখতে পারবেন। উক্ত ফোল্ডারে আপনার ব্যাকআপ করা সকল অ্যাপ থাকবে। আমি যে Mx Player অ্যাপ ব্যাকআপ করলাম সেই অ্যাপ দেখার জন্য এই ফোল্ডারে প্রবেশ করছি- 


প্লে স্টোরের অ্যাপ মেমোরিতে ব্যাকআপ


ধাপ ৮: দেখুন আমার ব্যাকআপ করা Mx Player অ্যাপ দেখাচ্ছে। আমরা চাইলে পরবর্তীতে এখান থেকে অ্যাপ ইন্সটল করতে পারবো- 


প্লে স্টোরের অ্যাপ মেমোরিতে ব্যাকআপ


এই ছিলো ইন্সটল করা অ্যাপ মোবাইলে ব্যাকআপ করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই আপনার মোবাইলে ইন্সটল করা অ্যাপগুলো ব্যাকআপ রাখতে পারবেন। 

আরও জানুনঃ এক ক্লিকে মোবাইলের সকল অ্যাপের Cache clear করার উপায়

প্লে স্টোর থেকে অ্যাপ বা গেম সরাসরি মোবাইলে ডাউনলোড করার নিয়মঃ

আমরা চাইলে প্লে স্টোর থেকে অ্যাপ, গেম সরাসরি মোবাইলে ডাউনলোড করতে পারি। প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপ বা গেম মোবাইলে ডাউনলোড করার উপায় হচ্ছে Developer Mode.. আমরা Developer Mode অপশন থেকে প্লে স্টোরের অ্যাপ সরাসরি মোবাইলে ডাউনলোড করতে পারি। 


Developer Mode অপশনটি আপনার মোবাইলে খুঁজে পাবেন না। সাধারণত এই অপশন হাইড করা থাকে। এই অপশনে মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে যা একটু এদিক-সেদিক হলেই অনেক বড় বিপদে পড়তে পারেন। এই সকল কারণে Developer Mode অপশন হাইড করা থাকে। 


আমি আপনাদেরকে ডেভেলপার মুড অপশনে প্রবেশ করতে বলবো না। কারণ যদি আপনি এই অপশন সম্পর্কে আগে থেকেই ভালো না চেনেন তাহলে একটু সেটিং সমস্যা হলেই অনেক বড় বিপদে পড়তে পারেন। তাই আপনারা উপরের দেখানো নিয়ম অনুযায়ী মোবাইলে ইন্সটল করা অ্যাপ্লিকেশন মেমোরিতে ব্যাকআপ রাখবেন।

আরও জানুনঃ এন্ড্রয়েড মোবাইলের অ্যাপস লক ও আনলক করার উপায়

শেষ কথাঃ 

play store এর app মোবাইলে ইন্সটল করার পাশাপাশি ডাউনলোড করে রাখলে অনেক সুবিধা পাওয়া যায়। ইতিমধ্যে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ সরাসরি ডাউনলোড করার উপায় এবং ইন্সটল করা অ্যাপ মোবাইলে ব্যাকআপ রাখার নিয়ম জানতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা প্লে স্টোর থেকে অ্যাপ সরাসরি ডাউনলোড সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url