পদ্মা সেতুর টোল তালিকা ২০২৫ । কোন গাড়ির কত টাকা টোল ভাড়া

পদ্মা সেতু হওয়ার ফলে দক্ষিণাঞ্চলের মানুষের অনেক উপকার হয়েছে। তারা এখন অল্প সময়ের মধ্যেই রাজধানীসহ দেশের সকল জায়গায় পৌঁছাতে পারে। তবে এই পদ্মা সেতু পার হতে সকল যানবাহনকে টোল দিতে হয়। যানবাহনের আকার আকৃতি হিসেব করে পদ্মা সেতু টোল রেট নির্ধারণ করা হয়েছে। 


আপনি যদি পদ্মা সেতুর টোল কত না জানেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা, এই আর্টিকেলে আমি ২০২৫ সালের পদ্মা সেতুর টোল তালিকা দিবো। আপনারা পদ্মা সেতুর টোল ভাড়া তালিকা ২০২৫ জানার মাধ্যমে সকল যানবাহনের পদ্মা সেতু পার হওয়া টোল রেট জানতে পারবেন- 


পদ্মা সেতুর টোল তালিকা
পদ্মা সেতুর টোল তালিকা


পদ্মা সেতু টোল রেট - পদ্মা সেতুর টোল ভাড়া কতঃ 

বাংলাদেশের অন্যান্য সেতুর তুলনায় পদ্মা সেতুর টোল রেট অনেক বেশি। বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে বিভিন্ন রেট এর টোল নির্ধারণ করা হয়েছে। পদ্মা সেতুর টোল রেট অনেক বেশি হলেও যেকোনো সময় চালকরা তাদের যানবাহন নিয়ে পদ্মা সেতু পার হতে পারি। এতে চালকদেরকে যেমন লঞ্চে নদী পার হতে সারাদিন লাগছেনা ঠিক তেমনি অল্প সময়ের মধ্যে পদ্মা সেতু দিয়ে তাদের গন্তব্যে যেতে পারছে। 


যানবাহন ভেদে পদ্মা সেতুতে ১০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত টোল দিতে হয়। অর্থাৎ যদি আপনি মোটরসাইকেলে পদ্মা সেতু পার হতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন ১০০ টাকা টোল দিতে হবে। আর যদি আপনি ট্রেইলার (ফোর এক্সেল) এর অধিক নিয়ে পদ্মা সেতু অতিক্রম করতে চান তাহলে আপনাকে সর্বোচ্চ ৬০০০ টাকার বেশি টোল দিতে হবে। নিম্নে সকল যানবাহনের পদ্মা সেতু টোল রেট দেয়া হলো। তাহলে এবার পদ্মা সেতুর টোল তালিকা দেখে নিন- 

আরো পড়ুনঃ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ও সকল প্রশ্ন উত্তর

পদ্মা সেতুর টোল তালিকাঃ 

আপনি যদি চালক হয়ে থাকেন এবং আপনার যানবাহন নিয়ে পদ্মা সেতু পার হতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই যানবাহনের জন্য টোল দিতে হবে। প্রতিটি যানবাহনের জন্য আলাদা আলাদা টোল নির্ধারণ করা হয়েছে। পদ্মা সেতুর সকল যানবাহনের টোল তালিকা হচ্ছে- 


  • মোটরসাইকেলে পদ্মা সেতু অতিক্রম করতে ১০০ টাকা টোল দিতে হবে। 

  • কার এবং জিপের জন্য ৭৫০ টাকা টোল দিতে হবে। 

  • পিকআপ এর জন্য ১২০০ টাকা টোল দিতে হবে। 

  • মাইক্রোবাস এর জন্য ১৩০০ টাকা টোল দিতে হবে। 

  • ছোট বাস তবে ৩১ আসন বা তার কম হলে সেই বাসের টোল ১৪০০ টাকা দিতে হবে। 

  • মাঝারি বাস তবে ৩২ আসন বা তার বেশি হলে ২০০০ টাকা টোল দিতে হবে। 

  • বড় বাস তবে (৩ এক্সেল) হলে ২৪০০ টাকা টোল দিতে হবে। 

  • ছোট ট্রাক তবে পাঁচ টন পর্যন্ত হলে ১৬০০ টাকা টোল দিতে হবে। 

  • মাঝারি ট্রাক তবে পাঁচ টনের অধিক এবং আট টন পর্যন্ত হলে ২১০০ টাকা টোল দিতে হবে। 

  • মাঝারি ট্রাক তবে ৮ টনের অধিক হতে ১১ টন পর্যন্ত হলে ২৮০০ টাকা টোল দিতে হবে। 

  • ট্রাক তবে (৩ এক্সেল) হলে ৫৫০০ টাকা টোল দিতে হবে। 

  • ট্রেইলার তবে (৪ এক্সেল) পর্যন্ত হলে ৬০০০ টাকা টোল দিতে হবে। 

  • ট্রেইলার তবে (৪ এক্সেল এর অধিক) হলে ৬০০০ টাকা এবং প্রতি এক্সেল এর জন্য আরো ১৫০০ টাকা দিতে হবে। 


এই হচ্ছে পদ্মা সেতুর টোল তালিকা। উপরে পদ্মা সেতু অতিক্রম করতে কোন যানবাহনের কত টাকা টোল দিতে হবে তার সকল তালিকা রয়েছে। 

আরো পড়ুনঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু টোল রেট ছবিঃ 

এক নজরে পদ্মা সেতু টোল রেট ছবি দেখে নিন- 

পদ্মা সেতু টোল কত


একনজরে পদ্মা সেতুর টোল লিস্ট । padma bridge toll rate 

আপনাদের বোঝার সুবিধার্থে নিম্নে পদ্মা সেতুর টোল লিস্ট টেবিল আকারে দিলাম-  


যানবাহনের ধরন পদ্মা সেতুর টোল
মোটরসাইকেল  ১০০ টাকা।
 কার ও জীপ  ৭৫০ টাকা।
 পিকআপ   ১২০০ টাকা।
 মাইক্রোবাস   ১৩০০ টাকা।
 ছোট বাস (৩১ আসন বা তার কম)  ১৪০০ টাকা।
 মাঝারি বাস (৩২ আসন বা তার বেশি)  ২০০০ টাকা।
 বড় বাস (৩ এক্সেল)   ২৪০০ টাকা।
 ছোট ট্রাক (পাঁচ টন পর্যন্ত)  ১৬০০ টাকা। 
 মাঝারি ট্রাক (পাঁচ টনের অধিক এবং আট টন পর্যন্ত)  ২১০০ টাকা।
 মাঝারি ট্রাক (৮ টনের অধিক হতে ১১ টন পর্যন্ত)  ২৮০০ টাকা।
 ট্রাক (৩ এক্সেল)  ৫৫০০ টাকা। 
 ট্রেইলার (৪ এক্সেল) পর্যন্ত   ৬০০০ টাকা।
 ট্রেইলার (৪ এক্সেল এর অধিক)  ৬০০০ টাকা এবং প্রতি এক্সেল এর জন্য আরো ১৫০০ টাকা।


এই হচ্ছে ছক আকারে পদ্মা সেতুর টোল লিস্ট।

আরো পড়ুনঃ মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)

০১. পদ্মা সেতুতে টোল নেয় কেনো? 

উঃ পদ্মা সেতু নির্মাণে ৩০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। সম্পূর্ণ টাকা বাংলাদেশের নিজেদের অর্থায়নে ব্যয় করা হয়েছে। এতগুলো টাকা তোলার জন্য এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য পদ্মা সেতুতে টোল নেয়া হয়। 

০২. পদ্মা সেতুর সর্বনিম্ন টোল কত টাকা? 

উঃ পদ্মা সেতুর সর্বনিম্ন টোল ১০০ টাকা। এই টোল শুধুমাত্র মোটরসাইকেলের জন্য প্রযোজ্য। 

০৩. পদ্মা সেতুর সর্বোচ্চ টোল কত টাকা? 

উঃ পদ্মা সেতুর সর্বোচ্চ টোল হচ্ছে ৬০০০ টাকারও বেশি। ট্রেইলার ৪ এক্সেল এর হলে ৬০০০ টাকা। কিন্তু যদি ৪ এক্সেল এর বেশি হয় তাহলে প্রতি এক্সেল এর জন্য আরো ১৫০০ টাকা দিতে হবে। 

০৪. পদ্মা সেতু কি হেঁটে পার হওয়া যায়? 

উঃ পদ্মা সেতু হেঁটে পার হওয়া যায়না। কারণ পদ্মা সেতুতে হেঁটে পার হওয়ার নিয়ম নেই। 

০৫. পদ্মা সেতু কি সাইকেলে পার হওয়া যায়? 

উঃ আপনি চাইলেও পদ্মা সেতু সাইকেলে পার হতে পারবেন না। কারণ পদ্মা সেতুতে হেঁটে যাওয়ার পাশাপাশি সাইকেলে পার হওয়ার নিয়ম নেই। 

০৬. পদ্মা সেতুতে কি অটোরিকশা বা সিএনজি চলাচল করে? 

উঃ পদ্মা সেতুতে অটোরিকশা বা সিএনজি চলাচল করতে পারবেনা। তবে শুধুমাত্র অটোরিকশা বা সিএনজি নয় বরং তিন চাকার সকল যানবাহন পদ্মা সেতুতে চলাচল নিষেধ। 

০৭. পদ্মা সেতুর টোল আদায় করবে কে? 

উঃ কোরিয়া ও চীনের দুই কোম্পানিকে ৫ বছরের জন্য পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কার্যক্রম পরিচালনার নিয়োগ দিয়েছে সরকার। এতে ৬৯২ কোটি ৯ লাখ টাকা ব‍্যয় হবে। 

০৮. পদ্মা সেতুর খরচ উঠবে কত বছরে? 

উঃ পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে আদায় করা টোল দিয়ে ৩৫ বছরে ১৪০ কিস্তিতে সরকারের দেওয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। তিন মাস পরপর প্রতিটি কিস্তি দেওয়া হবে। সে হিসাবে ২০৫৭ সাল নাগাদ টোল আদায়ের মধ্য দিয়ে পদ্মা সেতুর জন্য ব্যয় করা অর্থ উঠে আসবে।

০৯. পদ্মা সেতুর মোট টোল আদায় কত টাকা? 

উঃ পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম ১০ মাসে ৬৭৪ কোটি টাকার বেশি টোল পদ্মা সেতু থেকে আদায় করা হয়েছে। সেই হিসাবে প্রতিদিন গড়ে পদ্মা সেতু থেকে প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা টোল আদায় করা হচ্ছে।

১০. পদ্মা সেতুর টোল কত বছর নেওয়া হবে? 

উঃ ৩৫ বছর টোল তুললে সেই টোলের টাকা দিয়ে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় উঠে আসবে। অর্থাৎ ২০৫৭ সাল পর্যন্ত পদ্মা সেতুর টোল তোলা হবে এটা নিশ্চিত। এর পরে কি হবে নিশ্চিত নয়। 

আরো পড়ুনঃ স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য

শেষ কথাঃ 

পদ্মা সেতুতে যানবাহন নিয়ে যাওয়ার পূর্বে সেই যানবাহন পদ্মা সেতু দিয়ে যাওয়া যাবে কিনা এবং গেলে কত টাকা টোল দিতে হবে সেটি জেনে রাখতে হবে। আশা করছি আপনারা ইতিমধ্যে পদ্মা সেতুতে চলিত সকল যানবাহনের টোল ভাড়া জানতে পেরেছেন। এরপরও যদি আপনাদের Padma Bridge toll rate সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url