মোবাইলের কভার ব্যবহার করা ঠিক কিনা? সুবিধা ও অসুবিধা জানুন

আমরা অনেকেই আমাদের স্মার্টফোনে কভার ব্যবহার করে থাকি। মোবাইলে কভার ব্যবহার করা ঠিক কিনা এটা আমরা অনেকেই জানিনা। আমাদেরকে অবশ্যই মোবাইলে ব্যাক কভার ব্যবহার করার সুবিধা এবং অসুবিধা জেনে ব্যবহার করা উচিত। ‌ 


এই পোস্টে আমি মোবাইলের কভার ব্যবহার করা ঠিক কিনা আপনাদের জানাবো। আপনারা মোবাইলের ব্যাক কভার ব্যবহার করার সুবিধা ও অসুবিধা জানতে পারবেন। তাহলে আপনি আপনার মোবাইলে কভার ব্যবহার করবেন কিনা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন- 


মোবাইলের কভার এর সুবিধা ও অসুবিধা


মোবাইলের কভার ব্যবহার করার ক্ষতিকর দিকঃ 

প্রায় মানুষ তাদের মোবাইল সুরক্ষার জন্য মোবাইলে ব্যাক কভার ব্যবহার করা থাকে। কিন্তু অনেক সময় এই ব্যাক কভার আমাদের মোবাইলের জন্য ক্ষতিকর দিক হয়ে দাঁড়ায়। কারণ যখন আমরা মোবাইলে কভার ব্যবহার করি তখন মোবাইলে কিছু সমস্যা হয় যেগুলো আমরা সাথে সাথে বুঝতে পারি না। যতক্ষণে আমরা বুঝতে পারি ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাহলে এবার মোবাইলে কভার ব্যবহার করার অসুবিধাগুলো জেনে নিন - 

আরও জানুনঃ মোবাইল চার্জ দিলে গরম হওয়ার কারন ও সমাধান

মোবাইলে ব্যাক কভার ব্যবহার করার অসুবিধাঃ 

মোবাইলে ব্যাক কভার ব্যবহার করার অনেক অসুবিধা রয়েছে। সেগুলো হচ্ছে- 


  • মোবাইল অতিরিক্ত গরম হওয়া।

  • মোবাইলের ক্ষতি হওয়া।

  • মোবাইলে দাগ পড়া।

  • মোবাইলের সৌন্দর্য নষ্ট হওয়া।


নিম্নে মোবাইলে কভার ব্যবহার করার অসুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো- 


মোবাইল অতিরিক্ত গরম হওয়াঃ 

যদি আপনি মোবাইল অতিরিক্ত ব্যবহার করেন এবং আপনার মোবাইল প্রচুর পরিমাণে গরম হয় তাহলে বুঝে নেবেন আপনার মোবাইলের ব্যাক কভার এর জন্য কিছুটা হলেও দায়ী। কারণ যখন আপনি মোবাইলের উপর চাপ দেন অর্থাৎ অতিরিক্ত মোবাইল ব্যবহার করেন তখন মোবাইল ধীরে ধীরে গরম হয়। 


আর যদি আপনার মোবাইলে ব্যাক কভার লাগানো থাকে তাহলে এই গরম বেরিয়ে যেতে পারে না। এই কারণে আপনার মোবাইল ঠান্ডা হতে পারেনা এবং একসময় মোবাইল প্রচন্ড গরম হয়ে যায়। তাই মোবাইল অতিরিক্ত ব্যবহার করলে অর্থাৎ চাপে রাখলে মোবাইলে ব্যাক কভার খুলে রাখা উচিৎ। এতে আপনার মোবাইল ঠান্ডা হওয়ার সুযোগ পাবে। 


মোবাইলের ক্ষতি হওয়াঃ 

তাছাড়া আরেকটি বড় সমস্যা হচ্ছে মোবাইলে ব্যাক কভার লাগানো থাকলে আমাদের মোবাইল গরম হলেও আমরা সহজে বুঝতে পারিনা। কারন আমাদের মোবাইলে ব্যাক কভার লাগানো থাকে তাই আমরা সহজে বুঝতে পারিনা আমাদের মোবাইল গরম হয়ে গেছে। 


যখন মোবাইল অতিরিক্ত গরম হয় তখন মনে হয় মোবাইল অল্প গরম হয়েছে। এই কারণে আমরা সেই গরমটাকে বেশি গুরুত্ব দেইনা তাই আমাদের মোবাইলের অনেক ক্ষতি হয়ে থাকে। অতঃপর অতিরিক্ত গরম হওয়ার কারণে আমাদের মোবাইলের পার্টসের ক্ষতি হয়।

আরও জানুনঃ মোবাইল হ্যাক থেকে বাঁচানোর সকল উপায়

মোবাইলে দাগ পড়াঃ 

আমরা সাধারণত মোবাইলে দাগ না পড়ার জন্য ব্যাক কভার ব্যবহার করে থাকি। কিন্তু জেনে অবাক হবেন যে মোবাইলের কভার ব্যবহার করলে মোবাইলে বেশি পরিমাণে দাগ পড়ে থাকে। যদি আপনি মোবাইল দীর্ঘ সময় ধরে ব্যবহার করেন এবং আপনার মোবাইল ধুলাবালি যুক্ত জায়গায় ব্যবহার করেন তাহলে আপনার মোবাইলের কভারের ভিতরে অবশ্যই ধুলবালি জমা হবে। পরবর্তীতে এই ধুলোবালি আপনার মোবাইলের পেছনের কালার নষ্ট করে দেবে। 


তাছাড়া আপনি দীর্ঘদিন পর মোবাইলের ব্যাক কভার খোলার সময় দেখবেন আপনার মোবাইলের চার কোনায় দাগ পড়েছে। সাধারণত এটা ব্যাক কভারের কারণেই হয়ে থাকে। এই কারণে মোবাইলে ব্যাক কভার ব্যবহার করলে কিছুদিন পরপর ব্যাক কভার খুলে মোবাইল পরিষ্কার করতে হয়। তাছাড়া মোবাইলে ব্যাক কভার বেশি খোলা হলে এবং আপনার মোবাইলের ব্যাক কভার শক্ত হলে দেখবেন আপনার মোবাইলের কোনায় দাগ পড়বে। 


মোবাইলের সৌন্দর্য নষ্ট হওয়াঃ 

আমরা মোবাইলে কেনার সময় সৌন্দর্য দেখে থাকি। দেখতে সুন্দর মোবাইলগুলো আমাদের পছন্দ। কিন্তু যদি আমরা সুন্দর মোবাইলগুলো বেশি টাকা কিনে থাকি এবং সেই মোবাইলে ব্যাক কভার ব্যবহার করি তাহলে আমাদের মোবাইলের সৌন্দর্য মানুষ জানবে কিভাবে? 


অর্থাৎ আপনার মোবাইল সম্পর্কে মানুষের ধারণাই থাকবে না। আর যদি আপনি মোবাইলে ব্যাক কভার ব্যবহার না করেন তাহলে আপনার মোবাইলের সৌন্দর্য সম্পর্কে মানুষ জানতে পারবে। আপনার আলাদা একটি ভাব থাকবে। এই কারণে মোবাইলের সৌন্দর্য দেখানোর জন্য মোবাইলে ব্যাক কভার পরিহার করতে পারেন। 

আরও জানুনঃ নতুন মোবাইল কেনার পর করণীয়

মোবাইলে ব্যাক কভার ব্যবহার করার সুবিধাঃ 

মোবাইলে ব্যাক কভার ব্যবহার করার অসুবিধা থাকার পাশাপাশি কিছু সুবিধাও রয়েছে। সুবিধাগুলো হচ্ছে-  

 

মোবাইল কন্ট্রোল করাঃ 

মোবাইলের ব্যাক কভার ব্যবহার করার বড় সুবিধা হচ্ছে আপনার মোবাইল আপনি সহজে কন্ট্রোল করতে পারবেন। কারণ অনেক সময় মোবাইল পকেট থেকে বের করার সময় হাত থেকে পিছলে যায়। যদি আপনার মোবাইলে কভার থাকে তাহলে কিন্তু আপনি মোবাইল পকেট থেকে বের করার সময় সহজেই মোবাইল ধরে বের করতে পারবেন। 


এছাড়া অনেক সময় আমরা মোবাইল টেবিল থেকে বা অন্যান্য জায়গা থেকে তোলার সময় যদি মোবাইলে ব্যাক কভার লাগানো না থাকে তাহলে মোবাইল পিছলে যায়। যদি আপনার মোবাইল পিছলে যাওয়ার ভয় থাকে অর্থাৎ নিয়ন্ত্রণ না থাকে তাহলে ব্যাক কভার ব্যবহার করতে পারেন। মোবাইলে ব্যাক কভার ব্যবহার করার মাধ্যমে আপনার মোবাইল সহজেই হাতের মুঠোয় নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

মোবাইল ঘষা খাওয়ায় দাগ থেকে রক্ষা করাঃ 

আপনার মোবাইল যদি অতিরিক্ত পরিমাণে ঘষা খাওয়া সম্ভাবনা থাকে তাহলে ব্যাক কভার ব্যবহার করতে পারেন। এতে আপনার মোবাইল ঘষা গেলেও ক্ষতি হবে আপনার মোবাইলের ব্যাক কভারের। এভাবে আপনারা মোবাইলে দাগ পড়া থেকে রোধ করতে পারবেন।

আরও জানুনঃ মোবাইল হ্যাক হলে বোঝার উপায় ও হ্যাক হওয়ার সকল লক্ষণ

মোবাইলের ব্যাক কভার কাদের জন্য? 

এখন আপনারা হয়তো ভাবতে পারেন মোবাইলের ব্যাক কভার কাদের জন্য? এবং কারা মোবাইলের কভার ব্যবহার করতে পারবে না? এর উত্তর হচ্ছে যদি আপনি মোবাইল প্রচুর পরিমাণে ব্যবহার করেন এবং মোবাইলে অতিরিক্ত গেম খেলা বা অন্য কারণে মোবাইল প্রচুর হিট হয় তাহলে আপনার জন্য ব্যাক কভার নয়। 


আপনাকে তখন ব্যাক কভার এড়িয়ে চলতে হবে। আর যদি আপনি একজন সাধারন মোবাইল ব্যবহারকারী হন তাহলে মোবাইলে কভার ব্যবহার করতে পারেন। তবে মোবাইলে কভার ব্যবহার করলে অবশ্যই কিছুদিন পরপর ব্যাক কভার খুলে মোবাইল পরিষ্কার করতে হবে। আশা করছি মোবাইলের কভার কাদের জন্য বুঝতে পেরেছেন। 


মোবাইলে কভার ব্যবহার না করেই মোবাইল সুরক্ষিত রাখার উপায়ঃ 

আপনি চাইলে মোবাইলে ব্যাক কভার ব্যবহার না করেও আপনার মোবাইল সুরক্ষিত এবং সুন্দর রাখতে পারবেন। এই কাজের জন্য আপনারা মোবাইলে ব্যাক কভার ব্যবহার না করে বাজারে গ্লাস প্রটেক্টর পাওয়া যায় যেটা আপনার মোবাইলের ব্যাক পার্টে লাগাতে পারেন। এতে আপনার মোবাইলের সৌন্দর্য ঠিক হয়ে থাকবে এবং আপনার মোবাইলের সৌন্দর্য সকলেই দেখতে পারবে। 


এছাড়াও আপনারা মোবাইলের স্ক্রিনে বাজার থেকে স্ক্রিন প্রোটেক্টর কিনে লাগিয়ে নিতে পারেন। এতে আপনার মোবাইলের স্ক্রিন ভালো থাকবে এবং মোবাইল হাত থেকে পড়ে গেলেও মোবাইলের স্ক্রিন ভেঙ্গে যাওয়া সম্ভাবনা কম থাকবে। 

আরও জানুনঃ মোবাইল হঠাৎ বন্ধ হওয়ার কারন ও সমাধান

শেষ কথাঃ 

এই ছিলো মোবাইলে কভার ব্যবহার করার সুবিধা-অসুবিধা এবং মোবাইলের কভার ব্যবহার না করে মোবাইল সুরক্ষিত রাখার পদ্ধতি। এই পোস্টে আমি মোবাইলে ব্যাক কভার ব্যবহার করবেন কিনা বিস্তারিত জানিয়েছি। আশা করছি আপনারা মোবাইলের কভার ব্যবহার করা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিবেন যে আপনার মোবাইলে ব্যাক কভার ব্যবহার করবেন কিনা। আরো কিছু জানতে চাইলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url