ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ লক করার উপায় ও সুবিধা

ফেসবুকে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হচ্ছে মেসেঞ্জার অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আমরা পরিচিত অপরিচিত সকলের সাথে যোগাযোগ করে থাকি। মেসেঞ্জারে থাকা আমাদের পার্সোনাল তথ্য অন্যকে দেখাতে না চাইলে মেসেঞ্জার অ্যাপ লক করতে হয়। কিন্তু অনেকেই ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ লক করার নিয়ম না জানায় তাদের মেসেঞ্জার অ্যাপ লক করতে পারে না। 


যদি আপনি মেসেঞ্জার অ্যাপ লক করার উপায় না জানেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। কারণ এই আর্টিকেলে আমি আপনাদেরকে কিভাবে ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ লক করতে হয় সেটি জানাবো।আপনারা ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ লক করার পদ্ধতি ও সুবিধা জানার মাধ্যমে খুব সহজেই আপনাদের মেসেঞ্জার অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট ও প্যাটার্ন লক দিতে পারবেন- 


মেসেঞ্জার অ্যাপ লক করার নিয়ম

ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ লক করার কারণ ও সুবিধাঃ 

যদি আপনার মেসেঞ্জার অ্যাপ লক করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারণ মেসেঞ্জার অ্যাপ লক করার অনেক সুবিধা রয়েছে। সুবিধাগুলো হচ্ছে- 


  • গোপনীয়তাঃ মেসেঞ্জারের ভিতর অনেক গোপনীয় তথ্য থাকে। আপনার যদি মেসেঞ্জারে অ্যাপ লক করা থাকে তাহলে কেউ আপনার মেসেজ দেখতে পারবে না, এভাবে সকল গোপনীয়তা রক্ষা পাবে। 

  • ব্যক্তিগত তথ্য সুরক্ষিতঃ মেসেঞ্জারে অনেকেই ব্যক্তিগত তথ্য অন্যকে মেসেজ করে পাঠান। যদি আপনার মেসেঞ্জারে অন্য কেউ প্রবেশ করে তাহলে আপনার এইসব ব্যক্তিগত তথ্য সে দেখতে পারবে। তাই ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য মেসেঞ্জার অ্যাপ লক রাখা উচিত। 

  • উন্নত নিরাপত্তাঃ থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করে সরাসরি মেসেঞ্জার অ্যাপ লক করলে উন্নত নিরাপত্তা পাওয়া যায়। এতে আপনার অ্যাকাউন্ট থাকবে অনেক সুরক্ষিত। 

  • মোবাইল হারানোর ক্ষেত্রে সুবিধাঃ যদি কোনো কারনে আপনার মোবাইল হারিয়ে যায় অথবা চুরি হয় তাহলে চোর আপনার মোবাইলের মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না। 

  • অন্যকে মোবাইল দেয়ার ক্ষেত্রে সুবিধাঃ যদি আপনার মেসেঞ্জার অ্যাপ লক থাকে এবং আপনি মোবাইল অন্য কাউকে দেন তাহলে সেই ব্যক্তি চাইলেও আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না। এভাবে আপনার নিরাপত্তা সুরক্ষিত থাকবে। 

  • মানসিক শান্তিঃ মেসেঞ্জারে যদি ব্যক্তিগত তথ্য থাকে এবং সেই মেসেঞ্জার অ্যাপ লক থাকে তাহলে আপনি মানসিক শান্তিতে থাকতে পারেন। কেননা আপনার ব্যক্তিগত তথ্য অন্য কেউ আর জানতে পারবে না এবং আপনি হবেন চিন্তা মুক্ত। 

আরো দেখুনঃ ফেসবুক আইডি হ্যাক হলে বোঝার উপায়

মেসেঞ্জার অ্যাপ লক করার নিয়মঃ 

অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ লকার ছাড়াই সরাসরি মেসেঞ্জার অ্যাপ লক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


ধাপ ১: প্রথমে প্লে স্টোর থেকে ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ আপডেট করে নিবেন। যদি আগে থেকেই আপডেট থাকে তাহলে ভালো। এরপর মেসেঞ্জারে প্রবেশ করে নিচের স্ক্রিনশট দেখানো মেনু আইকনে ক্লিক করবেন- 


মেসেঞ্জার অ্যাপ লক করার নিয়ম


ধাপ ২: এরপর নিচের স্ক্রিনশট দেখানো মেসেঞ্জারের সেটিং আইকনে ক্লিক করবেন- 


মেসেঞ্জার অ্যাপ লক করার নিয়ম


ধাপ ৩: এবার আপনারা Privacy & safety নামে একটি অপশন দেখতে পারবেন। মেসেঞ্জার অ্যাপ লক করতে এই Privacy & safety অপশনে প্রবেশ করতে হবে- 


মেসেঞ্জার অ্যাপ লক করার নিয়ম


ধাপ ৪: Privacy & safety পেজে প্রবেশ করার পর App lock নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে দেয়া App lock অপশনে প্রবেশ করবেন- 


মেসেঞ্জার অ্যাপ লক করার নিয়ম


ধাপ ৫: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার মেসেঞ্জার অ্যাপ লক অফ করা দেখতে পারবেন। মেসেঞ্জার অ্যাপ লক চালু করার জন্য এখানে দেয়া অপশনটি চালু করে দিবেন- 


মেসেঞ্জার অ্যাপ লক করার নিয়ম


ধাপ ৬: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো সময় দেয়ার অপশন দেখতে পারবেন। আপনি যতক্ষণ পর আপনার মেসেঞ্জার অ্যাপ লক করতে চাচ্ছেন এখানে সেই সময় সিলেক্ট করবেন। 


যদি আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার এক মিনিট পরে মেসেঞ্জার অ্যাপ অটোমেটিক লক করতে চান তাহলে 1 Minute অপশন সিলেক্ট করবেন। আর যদি আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথেই অটোমেটিক মেসেঞ্জার অ্যাপ লক করতে চান তাহলে নিচের স্ক্রিনশট দেখানো After I leave Messenger অপশন সিলেক্ট করবেন- 


মেসেঞ্জার অ্যাপ লক করার নিয়ম


অতঃপর আপনার মেসেঞ্জার অ্যাপ লক করার কাজ শেষ। এখন যদি আপনি মেসেঞ্জার থেকে বের হয়ে পুনরায় মেসেঞ্জারে প্রবেশ করতে চান তাহলে মেসেঞ্জার অ্যাপ লক দেখতে পারবেন। আপনাকে আনলক করে মেসেঞ্জারে প্রবেশ করতে হবে। 


নিচের স্ক্রিনশটের মতো যখন আপনি মেসেঞ্জারে প্রবেশ করবেন তখন ফিঙ্গারপ্রিন্ট লক চাইবে। আপনি ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে অথবা Unlock Another Way অপশনে ক্লিক করে প্যাটার্ন লক এর মাধ্যমে মেসেঞ্জারে প্রবেশ করতে পারবেন- 


মেসেঞ্জার অ্যাপ লক করার নিয়ম


এই ছিলো ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ লক করার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই মেসেঞ্জার অ্যাপ লক করতে পারবেন। উপরের নিয়মে মেসেঞ্জার অ্যাপ লক করলে আপনাকে অন্য কোন অ্যাপ লক ব্যবহার করে মেসেঞ্জার অ্যাপ লক করতে হবে না। এতে আপনার মেসেঞ্জার থাকবে সুরক্ষিত ও নিরাপদ। 

আরো পড়ুনঃ ফেসবুক আইডি নিরাপদ রাখার সকল উপায়

মেসেঞ্জার অ্যাপ লক নিয়ে কিছু কথাঃ 

মেসেঞ্জার অ্যাপ লক করলেও আপনাকে কেউ ফেসবুকে মেসেজ করলে সেটি মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন। এছাড়াও মেসেঞ্জার অ্যাপ লক থাকা অবস্থায় মোবাইলের নোটিফিকেশন থেকে মেসেজের রিপ্লাই ও কল রিসিভ করতে পারবেন। মেসেঞ্জার অ্যাপ আনলক করার জন্য আপনার মোবাইলে দেয়া ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন লক দিয়ে আনলক করতে হবে।  

আরো দেখুনঃ ফেসবুক ফেক আইডি চেনার উপায়

শেষ কথাঃ 

আপনার মেসেঞ্জারে যদি পার্সোনাল গুরুত্বপূর্ণ তথ্য থাকে যেটা অন্যকে জানাতে না চান তাহলে অবশ্যই মেসেঞ্জার অ্যাপ লক করে রাখবেন। নয়তো আপনার মোবাইল যার হাতে থাকবে সে চাইলে আপনার মেসেঞ্জারে থাকা সকল মেসেজ দেখতে পারবে। ইতিমধ্যে আপনারা মেসেঞ্জার অ্যাপ লক করার উপায়, সুবিধা ও শর্তাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। যদি এই সম্পর্কে আরো জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url