শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা PDF Book Download
কারাগারের রোজনামচা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তার জেল জীবনের স্মৃতি নিয়ে জনপ্রিয় একটি বই। এই বইয়ে শেখ মুজিবুর রহমান তার জেল জীবনের সকল স্মৃতি এবং জেলের ভিতরের ঘটনা তুলে ধরেছেন। জনপ্রিয় এই বইটি আপনারা কারাগারের রোজনামচা pdf পড়ার মাধ্যমে জানতে পারবেন।
এই আর্টিকেলে আপনাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কারাগারের রোজনামচা পিডিএফ বই ও বিস্তারিত তথ্য দেয়া হবে। আপনারা karagarer rojnamcha pdf download করে মোবাইল, কম্পিউটার সহো যেকোনো ডিভাইসে অনলাইনে অথবা অফলাইনে পড়তে পারবেন-
কারাগারের রোজনামচা বইয়ের তথ্যঃ
১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের ঘটনাবহুল জেল-জীবনচিত্র কারাগারের রোজনামচা গ্রন্থে উল্লেখ রয়েছে। বঙ্গবন্ধু নিজেই একটি রোজনামায় তাঁর এই জেল স্মৃতির কথা লিখে রেখেছিলেন এবং এর নাম দিয়েছিলেন 'থালাবাটি কম্বল, জেলখানার সম্বল'।
বঙ্গবন্ধুর জেল-জীবন, জেল-যন্ত্রণা, কয়েদীদের অজানা কথা, অপরাধীদের কথা, কেন তারা এই অপরাধ জগতে পা দিয়েছিলো, তখনকার রাজনৈতিক পরিস্থিতি, কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা, গণমাধ্যমের অবস্থা, শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন, ৬ দফার আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, ষড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতা, প্রকৃতি প্রেম, পিতৃ-মাতৃ ভক্তি, কারাগারে পাগলদের সুখ-দুঃখ, হাসি-কান্না এই গ্রন্থে তুলে ধরা হয়েছে।
কারাগারের রোজনামচা গ্রন্থটি পড়লে বঙ্গবন্ধুর দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তার কথা জানতে পারবেন। এছাড়াও এই গ্রন্থটি পড়লে পাকিস্তানের অত্যাচার এবং অফিসারের কথা জেনে আপনার শরীর শিউরে উঠবে। বইটির একটি অংশে বঙ্গবন্ধু লিখেছেন, “আমার অবস্থা হয়েছে, পর্দানসিন জানানার মত কেউ আমাকে দেখতেও পারবে না। আমিও কাউকে দেখতে পারবো না। কেউ কথাও বলতে পারবে না, আমিও পারবো না।”
বঙ্গবন্ধুর মা খুলনা থেকে তাকে ফোন করে বলেছিলেন যে তিনি অসুস্থ, বেশিদিন হয়তো বাঁচবে না এবং তার সাথে দেখা করতে। কিন্তু বঙ্গবন্ধু ও তার মায়ের সাথে দেখা করতে পারেনি। এরকম অনেক হৃদয়বিদারক ঘটনা কারাগারের রোজনামচা গ্রন্থ পড়লে জানতে পারবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবনের স্মৃতি, জেলে ঘটে যাওয়া ঘটনা, পাকিস্তানের অত্যাচার ও বাংলাদেশের ইতিহাস জানতে কারাগারের রোজনামচা গ্রন্থটি সকল বয়সের ও পেশার মানুষ পড়তে পারেন।
আরো দেখুনঃ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী pdf বই.
karagarer Rojnamcha PDF File Details
আপনারা এখানে যে কারাগারের রোজনামচা pdf ফাইল পাবেন সেই পিডিএফ ফাইলের সকল বিবরণ নিম্নে দেয়া হলো-
- PDF নামঃ কারাগারের রোজনামচা।
- লেখকঃ শেখ মুজিবুর রহমান।
- নামকরণঃ শেখ রেহানা।
- প্রকাশনাঃ বাংলা একাডেমি।
- প্রকাশ সালঃ ১৭ মার্চ ২০১৭
- ভাষাঃ বাংলা (Bangla/Bengali)
- বইয়ের ধরণঃ আত্মজীবনী, ইতিহাস, রাজনীতি
- সাইজঃ ১৬ এমবি।
- পাতার সংখ্যাঃ ৩৩৩ টি।
- ফরম্যাটঃ পিডিএফ (PDF)
কারাগারের রোজনামচা pdf download
আপনারা নিচের লিংক থেকে শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা বইয়ের পিডিএফ ডাউনলোড করুন-
বিঃদ্রঃ যদি উপরে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা বইয়ের pdf download করতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও উক্ত কারাগারের রোজনামচা পিডিএফ সম্পর্কে কোনো অভিযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন।
আরও জানুনঃ আমার ফাঁসি চাই PDF মতিউর রহমান রেন্টু.
কারাগারের রোজনামচা গ্রন্থ লেখার ইতিহাস কি?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা জনপ্রিয় একটি গ্রন্থ হচ্ছে কারাগারের রোজনামচা। ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭ তম জন্মবার্ষিকীতে এই গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা এই বইটির নামকরণ করেছেন। এই বইয়ের ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা।
কারাগারের রোজনামচা কয়টি ভাষায় অনূদিত?
উঃ কারাগারের রোজনামচা ৩টি ভাষায় অনূদিত।
কারাগারের রোজনামচা বইটি কাদের জন্য?
উঃ যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবনের কাহিনী জানতে চাচ্ছেন তাদের জন্য এই কারাগারের রোজনামচা বই। এছাড়াও এই বই পড়ার মাধ্যমে কারাগারে ঘাটে যাওয়া সমস্ত কাহিনী জানতে পারবেন।
আরও পড়ুনঃ সিক্রেটস অব জায়োনিজম PDF বই.
শেষ কথাঃ
শেখ মুজিবুর রহমান জীবনের অনেকটা সময় জেলের মধ্যে অতিবাহিত করেছেন। যারা কারো জীবনের কাহিনী জানতে চাচ্ছেন তাদের জন্য কারাগারের রোজনামচা বইটি উপকারে আসবে। ইতিমধ্যে আপনারা কারাগারের রোজনামচা বইয়ের পিডিএফ ডাউনলোড করতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা karagarer rojnamcha pdf book সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।