মুখতাসার যাদুল মাআদ বাংলা PDF Download । Jadul Ma'Ad Book

যাদুল মাআদ হচ্ছে আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ এর লেখা সিরাত অর্থাৎ রাসুল (সাঃ) এর জীবনী ও তার সুন্দর আদর্শবান চরিত্র নিয়ে গ্রন্থ। এই বইয়ে লেখক রাসূল (সঃ) এর চলা, বলা, সীরাত, সুরত, খাসায়েল ও শামায়েল, আখলাক, সিফাত বিষয়ে সঠিক তথ্য তুলে ধরেছেন। অনেকেই জনপ্রিয় এই যাদুল মাআদ বাংলা  বইটি পড়ার জন্য যাদুল মাআদ pdf বই খুঁজে থাকেন।


তাহলে এই আর্টিকেল আপনার জন্য অনেক উপকারী হবে। কারণ এই আর্টিকেলে আমি আপনাদেরকে Jadul Ma'Ad pdf বাংলা বই দিবো যেটা আপনি সহজেই ডাউনলোড করে মোবাইল, কম্পিউটার সহো অন্যান্য ডিভাইসে অনলাইনে অথবা অফলাইনে পড়তে পারবেন। তাহলে চলুন বিস্তারিত তথ্য জানা যাক- 


যাদুল মাআদ pdf


যাদুল মাআদ বইয়ের বিস্তারিত তথ্যাবলীঃ 

আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ (রহঃ) এর লেখা সিরাত অর্থাৎ রাসুল (সাঃ) এর জীবনী ও তার সুন্দর আদর্শবান চরিত্র নিয়ে জনপ্রিয় একটি গ্রন্থ হচ্ছে যাদুল মাআদ। রাসূল (সঃ) এর চলা, বলা, সীরাত, সুরত, খাসায়েল ও শামায়েল, আখলাক, সিফাত বিষয়ে সকল তথ্য সঠিকভাবে লেখক এই বইয়ে তুলে ধরেছেন। এছাড়াও এই গ্রন্থে লেখক মানব জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সাঃ) এর কর্মপদ্ধতি এবং নীতি নির্দেশনার বিস্তারিত বর্ণনা করেছেন। 


একজন মুসলিম হিসেবে আমাদের কর্তব্য কি এবং কিভাবে চলতে হবে সবকিছু যাদুল মাআদ গ্রন্থে রয়েছে। লেখক কুরআন ও হাদিস থেকে সিরাত তুলে ধরেছেন। এই গ্রন্থটি পড়ার মাধ্যমে রাসুল সাঃ এর সম্পূর্ণ জীবনী এবং তার আদর্শবান চরিত্র সম্পর্কে সকল তথ্য জানা যাবে। এছাড়াও লেখক ফিকহি আলোচনায় হাম্বলি মাযহাবের সমাধান দিয়েছেন এই গ্রন্থে। আপনারা ফিকহ এবং মাযহাব সম্পর্কে জানতে পারবেন। 


Jadul Ma'Ad  PDF File Details 

আপনারা এখানে যে আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ (রহঃ) এর যাদুল মাআদ বইয়ের pdf ফাইল পাবেন সেই পিডিএফ ফাইলের বিস্তারিত তথ্য হচ্ছে - 


  • PDF নামঃ যাদুল মাআদ। 

  • লেখকঃ আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ (রহঃ)

  • বাংলায় অনুবাদকঃ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী। 

  • প্রকাশনাঃ তাওহীদ পাবলিকেশন্স।

  • প্রকাশ সালঃ 

  • ভাষাঃ বাংলা (Bangla/Bengali) 

  • বইয়ের ধরণঃ রাসূল (সা.) এর জীবনী, সীরাত গ্রন্থ,  

  • সাইজঃ ৩ এমবি। 

  • পাতার সংখ্যাঃ ৩৪০ টি। 

  • ফরম্যাটঃ পিডিএফ (PDF)


যাদুল মাআদ pdf download 

যাদুল মাআদ বাংলা বই পড়ার সহজ মাধ্যম হচ্ছে পিডিএফ। নিম্নের লিংক থেকে আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ (রহঃ) এর যাদুল মাআদ বইয়ের পিডিএফ ফাইল ডাউনলোড করুন- 



বিঃদ্রঃ যদি উপরে দেয়া যাদুল মাআদ pdf download করতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও উক্ত পিডিএফ সম্পর্কে কোনো অভিযোগ থাকলে সেটাও জানাতে পারেন। 


যাদুল মাআদ গ্রন্থ সম্পর্কে সাইয়েদ রইস আহমাদ জাফরী নদভী কথাঃ 

উপমহাদেশের বিখ্যাত আলেম সাইয়েদ রইস আহমাদ জাফরী নদভী যাদুল মাআদ গ্রন্থ সম্পর্কে বলেন- 


“যে গ্রন্থ এমন যত্নের সাথে লেখা হয়েছে তা সংক্ষিপ্ত হতে পারে না। তা দীর্ঘ এবং ভারী হতেই হয়। আর এমন দীর্ঘ ও ভারী গ্রন্থে ভুল বের করার চিন্তা ভাবনাও সম্পূর্ণ প্রকৃতি এবং কুদরতী ব্যাপার। কিন্তু সার্বিকভাবে এই গ্রন্থ একক ও অতুলনীয়। এমন মর্যাদার গ্রন্থ আরবী ভাষায় না এর পূর্বে লেখা হয়েছে। না পরে, সম্ভবতঃ ভবিষ্যতেও লেখা হবে না।” 


তিনি আরো বলেন- 


“এই গ্রন্থে কুরআনের তাফসীরও আছে আবার হাদীসের ব্যাখ্যাও আছে। হাদীসের রাবীদের উপর সমালোচনাও আছে এবং ফেকাহের মাসআলাও আছে। নবীজীর যুদ্ধ বিগ্রহের ইতিহাসও আছে এবং মক্কা ও মাদানী জীবনের সঠিক বিবরণও আছে। সাথে সাথে আরও অনেক বিষয়ের সাথে সম্পৃক্ত অথবা সম্পৃক্ত নয় এমন কিছু আলোচনা করা হয়েছে।


যাদুল মাআদ গ্রন্থের সূচিপত্রঃ 

নিম্নে যাদুল মাআদ গ্রন্থের সূচিপত্র দেয়া হলো- 


  • আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম -এর সংক্ষিপ্ত জীবনী গ্রন্থকারের সংক্ষিপ্ত ভূমিকা

  • আল্লাহ্ তা’আলা নিজের জন্য কেবল পবিত্র বস্তুই পছন্দ করেন

  • নবী (সা) এর হেদায়াত সম্পর্কে জানা আবশ্যক

  • অযুর ক্ষেত্রে রাসূল (সা)-এর হেদায়াত

  • মোজার উপর মাসেহ করা ও তার সময়সীমা তায়াম্মুম করার বিধান ও পদ্ধতি নবী (স.)-এর নামাযের পদ্ধতি নামাযে নবী (সা.)-এর কিরাআত

  • ফজরের কিরাআত

  • যোহরের কিরাআত

  • আসরের কিরাআত

  • মাগরিবের কিরাআত

  • ইশার কিরাআত

  • জুমআর নামাযের কিরাআত

  • দুই ঈদের নামাযের কিরাআত

  • একই নামাযের দু রাকআতে একই সূরা পাঠ করা এবং দ্বিতীয় রাকআতের কিরাতের চেয়ে প্রথম রাকআতের কিরাআত লম্বা করা। 

  • নামাযে নবী (স)-এর রুকূর পদ্ধতি

  • নামাযে নবী (স)-এর সিজদা এবং দু সিজদার মাঝখানে বসার পদ্ধতি কেমন ছিল?

  • তিন বা চার রাকআতবিশিষ্ট নামাযের প্রথম তাশাহহুদে বসার ক্ষেত্রে নবী (স)-এর সুন্নাত

  • নামাযের মধ্যে দু’আ করা

  • নামাযীর দৃষ্টি কোন দিকে থাকবে?

  • দীর্ঘ করে নামায পড়ার জন্য দাঁড়ানোর পরও কোন কারণে নামায সংক্ষিপ্ত করা
  • নামাযে সামান্য কাজ করা

  • জুতা পরিহিত অবস্থায় নামায পড়া 

  • ফরয নামাযে কুনুত পড়া সাহু সিজদার বিবরণ

  • নামাযে চোখ বন্ধ রাখা

  • সালাতের পর যিক্র-আযকার

  • দেয়ালের কাছাকাছি দাঁড়ানো এবং সামনে সুতরাহ স্থাপন করে নামাযে দাঁড়ানো
  • নবী (সা.)-এর সুন্নাত নামাযগুলো কেমন ছিল?

  • মাগরিবের পূর্বেও সুন্নাত রয়েছে

  • নফল ও সুন্নাত নামায বাড়ীতে পড়া। 

  • বিতর ও ফজরের দু রাকআত সুন্নাতের গুরুত্ব এবং তাতে সূরা কাফেরুন ও সূরা ইখলাস পড়ার হিকমত

  • ফজরের সুন্নাত নামাযের পর ডান কাতে শয়ন করা

  • নবী (সা)-এর রাতের বা তাহাজ্জুদ নামায

  • নবী (সা) কয়েক পদ্ধতিতে বিতর নামায পড়তেন বিতর নামাযের সময়

  • বিতর নামাযে দু’আ কুনুত পড়া

  • তারতীলের সাথে কুরআন পাঠ করা

  • নবী (সা)-এর চাশতের নামায

  • সিজদায়ে শোকর আদায়ের ক্ষেত্রে তাঁর সুন্নাত

  • কুরআন তিলাওয়াতের সিজদাহ

  • জুমআর নামাযে রাসূল (সা)-এর হেদায়াত কেমন ছিল?

  • কোন সাহাবী মদীনায় সর্বপ্রথম জুমআর নামায চালু করেন?

  • নবী (সা)-এর জুমআর খুতবা

  • দ্বিতীয় খুতবা

  • জুমআর দিনের ফযীলত ও বৈশিষ্ট্য 

  • রাসূল (স) খুতবায় যেসব বিষয়ের প্রতি গুরুত্ব দিতেন

  • সালাতুল ঈদাইন তথা দু ঈদের নামাযে নবী (স)’র হেদায়াত ঈদের নামাযে কে সর্বপ্রথম মিম্বার স্থাপন করেন?

  • জুমআর দিন ঈদ হলে

  • সূর্য গ্রহণের সময় নবী (স)-এর অবস্থা কেমন ছিল? সালাতুল ইস্তেসকা তথা বৃষ্টি প্রার্থনার নামায

  • বৃষ্টি বন্ধ হওয়ার দু’আ করা

  • আকাশে মেঘ দেখে ভীত-সন্ত্রস্ত হওয়া

  • সফর অবস্থায় নবী (.)-এর আদর্শ এবং তাতে তাঁর ইবাদতের পদ্ধতি সফর অবস্থায় নবী ()-এর নামায

  • কুরআন তেলাওয়াতের ক্ষেত্রে নবী (স)-এর হেদায়াত

  • কুরআন তিলাওয়াতে আওয়াজ উঁচু ও সুন্দর করা দু’ভাবে হতে পারে। রোগী দেখতে যাওয়া ও রোগীর সেবায় নবী (সা.)-এর সুন্নাত
  • মৃত ব্যক্তির জানাযা ও কাফন-দাফনের ক্ষেত্রে রাসূলের সুন্নাত জানাযার নামাযের পদ্ধতি

  • জানাযার নামাযের তাকবীর সংখ্যা 

  • জানাযার নামাযে তাকবীর বলার সময় রাফউল ইয়াদাইন করা কারো জানাযার নামায ছুটে গেলে কবরের উপর পড়তে পারে

  • যার উপর শরীয়তের নির্ধারিত শাস্তি কায়েম করা হয়েছে, তার জানাযা জানাযার (লাশের) আগে ও পিছনে গমণ করা

  • গায়েবানা জানাযা

  • জানাযা দেখে দাঁড়ানো

  • কবরের উপর কুরআন পড়া ও কবর পাকা করা নিষেধ

  • কবর যিয়ারত ও তার পদ্ধতি

  • ভয়কালীন নামাযে নবী(স)-এর আদর্শ

  • যাকাতের ক্ষেত্রে নবী (সা)-এর আদর্শ যে সমস্ত মালের যাকাত দিতে হয়

  • বিভিন্ন প্রকার সম্পদে যাকাতের বিভিন্ন নিসাব

  • নবী (স)-এর যাকাত বন্টন করার পদ্ধতি

  • নবী (স)-এর নফল সাদকার ক্ষেত্রে নবী (সা)-এর সুন্নাত

  • তাওহীদ বান্দার অন্তর প্রশস্ত করার অন্যতম মাধ্যম 

  • সিয়াম তথা রোযা রাখার ক্ষেত্রে নবী (স)-এর হেদায়াত রামাযান মাসের আগমণ ও রোযার বিভিন্ন আহকাম

  • সফর অবস্থায় রোযা রাখা

  • স্ত্রী সহবাসের পর গোসল করার পূর্বেই ফজরের সময় হয়ে গেলে রোযা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা

  • যে সমস্ত কারণে রোযা ভেঙে যায়

  • নফল রোযা রাখার ক্ষেত্রে নবী (স)-এর সুন্নাত

  • ইতেকাফের ক্ষেত্রে নবী (স)-এর সুন্নাত

  • হজ্জ ও উমরার ক্ষেত্রে নবী (স)-এর পবিত্র সুন্নাত

  • একই সফরে একাধিক উমরাহ করা এবং তানঈম থেকে ইহরাম বাধা রামাযান মাসে উমরাহ করা

  • কাবা ঘরের তাওয়াফের ক্ষেত্রে রাসূল (স.)-এর হেদায়াত আরাফার দিনে নবী (স)-এর পবিত্র হেদায়াত

  • ইহরাম অবস্থায় কেউ মারা গেলে

  • মুযদালিফায় নবী (সা.)-এর পবিত্র সুন্নাত

  • আযাবের স্থান দিয়ে চলার সময় দ্রুত চলা

  • ভাগে কুরবানী করা 

  • তাওয়াফে ইফাযাহ (হজ্জের তাওয়াফ)

  • ১১, ১২ এবং ১৩ তারিখে জামারায় পাথর নিক্ষেপের ক্ষেত্রে নবী (স) এর পবিত্র সুন্নাত

  • বিদায় হজ্জের বছর দু’আ করার জন্য নবী (স) কোথায় কোথায় অবস্থান করেছেন?

  • হাজীদের সেবায় নিয়োজিত থাকার কারণে কিংবা অন্য কোন শরঈ উযর থাকলে মিনায় রাত্রি যাপন করা জরুরী নয়

  • তানঈম থেকে আয়েশা আ এর উমরাহ

  • কাবা ঘরে প্রবেশ করা কি হজ্জের সুন্নাত

  • কোরবানী ও আকীকার ক্ষেত্রে নবী (স)-এর আদর্শ

  • হজ্জের কুরবানী (হাদী) যবেহ করার ক্ষেত্রে নবী (স)-এর আদর্শ

  • ঈদের কুরবানীর ক্ষেত্রে নবী (সা.)-এর সুন্নাত

  • আকীকার ক্ষেত্রে নবী (সা.)-এর সুন্নাত

  • নাম ও কুনীয়ত (উপনাম) রাখা সম্পর্কে নবী (স)-এর সুন্নাত

  • কারও নাম বা উপনাম আবুল কাসেম রাখা

  • কথা-বার্তায় সংযত হওয়া এবং শব্দ নির্বাচন ও তা প্রয়োগে নবী এর সতর্কতা। 

  • যদি এমন করতাম, তাহলে এমন হত, যদি এমন না করতাম, তাহলে এমন হতনা- এ ধরণের কথা বলা নিষেধ

  • যিকির তথা আল্লাহর স্মরণের ক্ষেত্রে নবী (স)-এর সুন্নাত

  • সফর থেকে ফেরত এসে গৃহে প্রবেশের পূর্বে যা করণীয়

  • সকাল-সন্ধ্যায় পাঠ করার কতিপয় যিকির

  • আযান ও একামতের ক্ষেত্রে রাসূল (স)-এর সুন্নাত

  • পানাহার গ্রহণের ক্ষেত্রে নবী (সা) থেকে বর্ণিত কতিপয় আদব সালাম ও হাঁচির জবাব দেয়া

  • তিন নিশ্বাসে পান করা

  • পানাহার গ্রহণের সময় প্রয়োজনীয় কথা বলা

  • কারও বাড়ীতে দাওয়াত খেলে বাড়িওয়ালার জন্য দু’আ করা | সালাম ও সালামের উত্তর প্রদানে নবী (স)-এর হেদায়াত | ইহুদী-খৃষ্টানদেরকে সালাম দেয়ার ব্যাপারে নবী (স)-এর সুন্নাত

  • কারও কাছে প্রবেশের পূর্বে অনুমতি প্রার্থনার ক্ষেত্রে রাসূল (স)-এর সুন্নাত 

  • কারও কাছে প্রবেশের পূর্বে অনুমতি প্রার্থনার ক্ষেত্রে রাসূল (স)-এর সুন্নাত

  • হাঁচি বের হওয়ার সময় নবী (স)-এর সুন্নাত

  • হাঁচির উপকারিতা

  • নবী (স) থেকে বর্ণিত সফরের আদবসমূহ

  • নবী (সা) থেকে বর্ণিত খুতবাতুল হাজাতের পদ্ধতি

  • স্বপ্নের বিষয়ে নবী (স)-এর সুন্নাত

  • ওয়াসওয়াসা তথা শয়তানের কুমন্ত্রণার কবলে পতিত ব্যক্তি কিভাবে রেহাই পাবে?

  • ক্রোধান্বিত হওয়ার সময় যা করণীয়

  • মোরগের ডাক শুণে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া

  • নবী (স) যে সমস্ত কথা অপছন্দ করতেনঃ

  • জিহাদ ও গাযওয়ার ক্ষেত্রে নবী (স)-এর হেদায়াত

  • জিহাদের প্রকার ও স্তরসমূহ

  • নফসের সাথে জিহাদ 

  • শয়তানের সাথে জিহাদ

  • কাফের ও মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ

  • যালেম, পাপী ও বিদআতীদের সাথে জিহাদ

  • আল্লাহর যেই বান্দা সর্বোত্তম জিহাদ করেছেন

  • নবী (স)-এর দাওয়াত এবং ইসলাম গ্রহণে যারা অগ্রগামী ছিলেন দীনের পথে সাহাবীদের জুলুম-নির্যাতন সহ্যের কিছু দৃষ্টান্ত

  • কুরাইশদের নির্যাতন কঠোর হলে আবিসিনিয়ায় মুসলমানদের হিজরত | নাজ্জাশীর রাজ্যে মুসলিমদের নিরাপদ বসবাস এবং কুরাইশদের ষড়যন্ত্র নবী (স) ও বনী হাশেমকে কুরাইশদের বয়কট

  • নবী (স) এর তায়েফ গমণ

  • নবী (স)-এর মি’রাজ

  • মি’রাজের রাত্রে নবী (সা) কি আল্লাহকে দেখেছেন?

  • নবী (স)-এর মদীনায় হিজরতের পটভূমি ও প্রেক্ষাপট আকাবার প্রথম বায়আত

  • আকাবার দ্বিতীয় বায়আত

  • শয়তান তথ্য ফাঁস করে দিল 

  • নবী (সা.) এবং মুসলিমদের মদীনায় হিজরত

  • মদীনায় মুহাম্মাদ (স)

  • মসজিদে নববীর নির্মাণ

  • আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রচনা

  • মদীনার ইহুদীদের সাথে চুক্তি

  • কিবলা পরিবর্তনের ঘটনা

  • মদীনায় রাসূল (সা)-এর হিজরত এবং জিহাদের সূচনা জিহাদের ময়দানে অবতরণের পূর্বে নবী (সা.)-এর হেদায়াত গণীমতের মাল বন্টন

  • যুদ্ধবন্দীদের ব্যাপারে নবী (সা)-এর হেদায়াত

  • গণীমত হিসাবে প্রাপ্ত যমীনে রাসূল (স)-এর হেদায়াত

  • নবী (সা)-এর নিরাপত্তা চুক্তি, সন্ধি, অমুসলিমদের দূত, জিযইয়া গ্রহণ, আহলে কিতাব এবং মুনাফিকদের সাথে তাঁর আচরণ ও ওয়াদা-অঙ্গিকার পূরণ সম্পর্কে

  • অমুসলিমদের সাথে চুক্তি করা এবং কর আদায় সম্পর্কে রাসূল (স)-এর হেদায়াত 

  • নবী (সা)-এর নিরাপত্তা চুক্তি, সন্ধি, অমুসলিমদের দূত, জিযইয়া গ্রহণ, আহলে কিতাব এবং মুনাফিকদের সাথে তাঁর আচরণ ও ওয়াদা-অঙ্গিকার পূরণ সম্পর্কে

  • অমুসলিমদের সাথে চুক্তি করা এবং কর আদায় সম্পর্কে রাসূল (স)-এর হেদায়াত

  • নবুওয়াত প্রাপ্তির পর হতে মৃত্যু পর্যন্ত কাফের এবং মুনাফেকদের সাথে নবী (সা.)-এর মুআমালাত (আচার-ব্যবহার)

  • সাহাবী এবং বন্ধুদের সাথে নবী (স) এর আচরণ

  • নবী (সা) এর যুদ্ধসমূহের বর্ণনা

  • বদরের যুদ্ধ

  • উহুদের যুদ্ধ

  • উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছেন

  • উহুদ যুদ্ধে যে সমস্ত হুকুম-আহকাম ও শিক্ষণীয় বিষয় রয়েছে
  • উহুদ যুদ্ধের শিক্ষা

  • গাযওয়ায়ে হামরাউল আসাদ 


প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs) 

১. যাদুল মাআদ গ্রন্থটি কোন বিষয়ে লেখা?

উঃ নবীয়ে রহমত গ্রন্থটি সীরাত অর্থাৎ রাসূলুল্লাহ স. এর জীবনী এবং সীরাত, সুরত, খাসায়েল ও শামায়েল, মাদাত-আখলাক, সিফাত বিষয়ক নিয়ে লেখা। 

২. যাদুল মাআদ গ্রন্থটি কাদের জন্য?

উঃ যারা হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী এবং মানব জীবনের সকল ক্ষেত্রে তার নীতি নির্দেশনা জানতে চাচ্ছেন তাদের জন্য এই যাদুল মাআদ গ্রন্থ।

৩. যাদুল মাআদ গ্রন্থটির মূল ভাষা কি?

উঃ যাদুল মাআদ গ্রন্থের মূল ভাষা হচ্ছে আরবি। লেখক আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ (রহঃ) এই বইটি আরবি ভাষায় লিখেন। 

৪. যাদুল মাআদ গ্রন্থটি বাংলা ভাষায় কে অনুবাদ করেন?

উঃ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী - যাদুল মাআদ গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করেন। 

৫. যাদুল মাআদ গ্রন্থটি কোন কোন ভাষায় অনুবাদ করা হয়?

উঃ যাদুল মাআদ গ্রন্থের মূল ভাষা আরবি হলেও পরবর্তীতে এই বইয়ের জনপ্রিয়তা বেশি হওয়ায় বাংলা, ইংরেজি, উর্দু সহ আরো অনেক ভাষায় অনুবাদ করা হয়। 


শেষ কথাঃ 

রাসুল (সাঃ) এর জীবনী ও তার সুন্দর আদর্শবান চরিত্র সম্পর্কে জানতে এখানে দেয়া যাদুল মাআদ pdf বইটি আপনাদের অনেক উপকারে আসবে। আশা করছি আপনি যাদুল মাআদ বইটির পিডিএফ ডাউনলোড করে পড়তে পেরেছেন। যদি উক্ত বইটি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুকেও শেয়ার করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক নিত্যনতুন তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url