কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমানোর উপায় ও সুবিধা

আপনারা জেনে অবাক হবেন যে, কোয়ালিটি ঠিক রেখে যেকোনো ছবির সাইজ কমানো যায়। অর্থাৎ আপনার ছবি দেখতে আগের মতই থাকবে কিন্তু সাইজ অনেক কমে যাবে। আপনি যদি কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমানোর উপায় জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন।


কেননা এই আর্টিকেলে আমি আপনাদেরকে যেকোনো ইমেজের কোয়ালিটি ঠিক রেখে ইমেজ সাইজ কমানোর নিয়ম জানাবো। আপনারা ছবির সাইজ কমানোর সুবিধা এবং কিভাবে কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমাতে হয় সেটি বিস্তারিত তথ্য সহ এই পোস্ট থেকে জানতে পারবেন-


ইমেজ কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমানো


ইমেজ কম্প্রেস কি?

কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমানোকে ইমেজ কম্প্রেস বলা হয়। যদি কোনো ইমেজ কম্প্রেস করা হয় তাহলে সেই ইমেজের কোয়ালিটি ঠিক থাকবে এবং সাইজ কমে যাবে। যেমন, মনে করুন আপনার কাছে একটি ছবি রয়েছে যার সাইজ ৫ এমবি। 


এখন আপনি যদি সেই ছবি কম্প্রেস করেন তাহলে ছবিটি ৫ এমবি থেকে কমে ১০০kb এর কাছাকাছি আসবে। এতে সেই ছবি দেখতে সম্পূর্ণ আগের মতই হবে। ছবির সাইজ কমানোর ফলে খারাপ অথবা ঘোলা দেখা যাবে না।  

আরও জানুনঃ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ ও পরিবর্তন করার উপায়

কোয়ালিটি ঠিক রেখে ইমেজ সাইজ কমানোর সুবিধাঃ

কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমানোর অনেক সুবিধা রয়েছে। বিশেষ করে ওয়েবসাইটের পারফরমেন্স এবং এসইও ভালো করার জন্য এটি অনেক কার্যকরী। এছাড়াও কোয়ালিটি ঠিক রেখে ইমেজ সাইজ কমানোর সুবিধাগুলো হচ্ছে- 


  • ডিভাইস স্টোরেজ বৃদ্ধিঃ সাধারণত ক্যামেরা দিয়ে তোলা ছবির সাইজ অনেক বেশি হয়। এই ছবিগুলো মোবাইল অথবা অন্য ডিভাইসে রাখলে অনেক স্টোরেজ ধরে রাখে। এক্ষেত্রে ছবিগুলোর কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমিয়ে ডিভাইসের স্টোরেজ বাড়ানো যায়। 

  • এসইও বৃদ্ধিঃ গুগল সহ সকল সার্চ ইঞ্জিন দ্রুত লোড হওয়া ওয়েবসাইটকে বেশি প্রধান্য দিয়ে থাকে। কম সাইজের ছবি ওয়েবসাইটে ব্যবহার করলে সেই ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয় এবং সার্চ ইঞ্জিনে ভালো র‍্যাঙ্কিং করে। 

  • ওয়েবসাইটের স্পিড বৃদ্ধিঃ কম সাইজের ছবি ওয়েবসাইটে ব্যবহার করলে সেই ওয়েবসাইটের স্পিড বৃদ্ধি হয়। এতে ভিজিটরদের সুবিধা হয় এবং বাউন্স রেট অনেক কমে যায়। 

  • ছবি সহজেই শেয়ার করাঃ ছবির সাইজ কমিয়ে যদি সেটি কম করেন তাহলে সেই ছবি সহজেই যেকোনো জায়গায় শেয়ার করতে পারবেন। যেহেতু ছবির সাইজ কম হবে তাই শেয়ার দ্রুত হবে। 

  • ব্যান্ডউইথ খরচ কমায়ঃ কোন সাইজের ছবি ব্যবহার করলে ব্যান্ডউইথ খরচ কম হয়। বিশেষ করে ওয়েবসাইটে ব্যবহারের ক্ষেত্রে ছবির সাইজ কম হলে হোস্টিং খরচ কম হয়। 

  • অনলাইনে ফরম পুরনঃ বিভিন্ন সরকারি ও বেসরকারি ওয়েবসাইটে দেখবেন সেখানে কত সাইজের ছবি আপলোড করতে হবে তা নির্দিষ্ট করে দেয়া থাকে। সেখানে দেয়া সাইজের থেকে যদি আপনার ছবির সাইজ বেশি হয় তাহলে উক্ত ছবির সাইজ কমাতে হবে। 


কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমানোর নিয়মঃ 

আপনারা খুব সহজেই যেকোনো ছবির কোয়ালিটি ঠিক রেখে সেই ছবির সাইজ কমাতে পারবেন। সাধারণত দুইটি মাধ্যমে ইমেজ কোয়ালিটি ঠিক রেখে সেই ইমেজের সাইজ কমানো যায়। পদ্ধতি দুইটি হচ্ছে- 


  • মোবাইলে অ্যাপের মাধ্যমে। 

  • অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। 


অর্থাৎ আপনারা মোবাইল অ্যাপ এবং অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো ছবির কোয়ালিটি ঠিক রেখে সেই ছবির সাইজ কমাতে পারবেন। তাহলে চলুন কিভাবে মোবাইলে অ্যাপ ও অনলাইনে কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমাতে হয় সেটি জানা যাক-  

আরও জানুনঃ কিউআর কোড তৈরি করার উপায়

QReduce Lite অ্যাপের মাধ্যমে কোয়ালিটি ঠিক রেখে ছবির কমানোর উপায়ঃ 

মোবাইলে QReduce Lite অ্যাপের মাধ্যমে খুব সহজেই কোয়ালিটি ঠিক রেখে সাইজ সাইজ কমানো যায়। এই অ্যাপের বিশেষ সুবিধা হচ্ছে আপনারা নির্দিষ্ট সাইজে ইমেজ কনভার্ট করতে পারবেন। অর্থাৎ আপনি ছবি যত সাইজের করতে যাচ্ছেন সেটি লিখে দিলেই উক্ত ছবির সাইজ তত হবে। এই অ্যাপের মাধ্যমে কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে- 


ধাপ ১: প্রথমে প্লে স্টোরে গিয়ে নিচের স্ক্রিনশট দেখানো QReduce Lite অ্যাপ মোবাইলে ইন্সটল করবেন- 


image compressor


ধাপ ২: এবার অ্যাপটি ওপেন করলে Choose File নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি যে ইমেজের সাইজ ছোট করতে যাচ্ছেন এখানে Choose File অপশনে ক্লিক করে সেই ইমেজটি আপলোড করতে হবে- 


ইমেজ কম্প্রেস করার নিয়ম


ধাপ ৩: আমি আপনাদেরকে দেখানো জন্য একটি 530 কেবি সাইজের ছবি আপলোড করেছি। এখন এই ছবির সাইজ কমানোর জন্য আপনারা দুইটি অপশন দেখতে পারবেন। এখানে Quality অপশন সিলেক্ট করা এবং কোয়ালিটি 20% করে দেয়া। অর্থাৎ আপনি এখানে কোয়ালিটি যত পার্সেন্ট দিবেন আপনার ছবির সাইজ তত কম-বেশি হবে। 


কোয়ালিটি যত কামাবেন ছবির সাইজ তত কমবে এবং কোয়ালিটি যত বাড়াবেন ছবির সাইজ ততো বেশি হবে। তবে আমি বলবো 20% রাখাই ভালো। বেশি কম রাখলে ছবির সাইজ বেশি কমবে ঠিকই কিন্তু কোয়ালিটি খারাপ হতে পারে। অতঃপর আপনারা COMPRESS অপশনে ক্লিক করবেন- 


ইমেজ কম্প্রেস করার নিয়ম


ধাপ ৪: এবার নিচের স্ক্রীনশটের মতো দেখতে পারবেন যে আপনি সঠিকভাবে image compress করতে পেরেছেন। নিচের স্ক্রীনশট দেখলেই বুঝতে পারবেন আমার ছবির সাইজ 530 কেবি থেকে কমে মাত্র 126 কেবি হয়েছে। অর্থাৎ কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ 530 কেবি থেকে কমিয়ে 126kb করতে পারছি-   


image compressor


ধাপ ৫: এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে আপনার ইচ্ছামত সাইজ অনুযায়ী ইমেজ কনভার্ট করতে পারবেন। ইমেজ কোয়ালিটি ঠিক রেখে ইমেজের নির্দিষ্ট সাইজ দিতে চাইলে Quality অপশন বন্ধ করে দিতে হবে- 


ইমেজ কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমানো


ধাপ ৬: অতঃপর আপনারা নিচের স্ক্রীনশটের মতো আপনার ছবির সাইজ কত কেবি করতে চাচ্ছেন তার পরিমাণ লিখবেন। আমি 531 kb সাইজের ইমেজ মাত্র 50kb করার জন্য 50kb সিলেক্ট করলাম। অতঃপর Compress অপশনে ক্লিক করতে হবে-  


image compressor


ধাপ ৭: অতঃপর আপনারা দেখতে পারবেন যে আপনি সঠিকভাবে ইমেজ সাইজ কমাতে পেরেছেন। নিচের স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবেন আমি সঠিকভাবে 531 কেবি সাইজের ইমেজ কোয়ালিটি ঠিক রেখে মাত্র 50 কেবি করতে পেরেছি- 


image compressor


ধাপ ৮: আপনার কম্প্রেস করা ছবিগুলো গ্যালারিতে দেখতে পারবেন। যখন আপনি আপনার মোবাইলের গ্যালারিতে প্রবেশ করবেন তখন নিচের স্ক্রীনশটের মতো QReduceLite নামে একটি ফোল্ডার দেখতে পারবেন। এই ফোল্ডারে কমপ্রেস করা সকল ছবি থাকবে- 



ইমেজ কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমানো


দেখুন আমি কমপ্রেস করা আমার ছবি ওপেন করলাম। যদিও আমি এই ইমেজের সাইজ 531 কেবি থেকে কমিয়ে মাত্র 50kb করেছি তারপরেও এই ছবির কোয়ালিটি ঠিক রয়েছে। অর্থাৎ ইমেজ সঠিকভাবে পরিষ্কার দেখা যাচ্ছে- 


image compressor


উপরে দেখানো ইমেজের সাইজ মাত্র 36 কেবি হয়েছে। ইমেজের সাইজ মাত্র 36 কেবি হলেও রেজুলেশন ঠিকই রয়েছে- 


image compressor


এই ছিলো মোবাইল অ্যাপের মাধ্যমে ইমেজ কোয়ালিটি ঠিক রেখে ইমেজ সাইজ কমানোর নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই আপনাদের মোবাইলে ইমেজ কম্প্রেস করে ছবির সাইজ কমাতে পারবেন। 

আরও জানুনঃ জিপ ফাইল আনজিপ করার নিয়ম

অনলাইনে কোয়ালিটি ঠিক রেখে ইমেজ সাইজ কমানোর উপায়ঃ

অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে যেসকল ওয়েবসাইটের মাধ্যমে কোয়ালিটি ঠিক রেখে ইমেজ সাইজ কমানো যায়। তবে একেক ওয়েবসাইট একেক রকম ভাবে কাজ করে থাকে। কিছু ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে সঠিকভাবে ইমেজ কম্প্রেস করা গেলেও কাজ করা অনেক কঠিন। তার মধ্যে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে - https://imagecompressor.com এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমানোর জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন- 


ধাপ ১: প্রথমে image compressor এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন। এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো Upload Files অপশনে ক্লিক করে যে ইমেজের সাইজ কমাতে চাচ্ছেন সেই ইমেজ আপলোড করবেন- 


ইমেজ কম্প্রেস করার ওয়েবসাইট


ধাপ ২: ছবি আপলোড করা হলে নিচের স্ক্রীনশটের মতো এই পেজের একবারে নিচে চলে যাবেন-  


ইমেজ কম্প্রেস করার ওয়েবসাইট


ধাপ ৩: পেজের নিচে গেলে নিচের স্ক্রীনশটের মতো অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে কোয়ালিটি আগে থেকেই 90 পারসেন্ট দেয়া রয়েছে। যদি কোয়ালিটি 90 পার্সেন্ট থাকে তাহলে ছবি কম্প্রেস করার পর সেই ছবির সাইজ কত হবে সেটাও দেখাবে- 


অনলাইনে ইমেজ কম্প্রেস করার নিয়ম


ধাপ ৪: অতঃপর আপনারা কোয়ালিটি 20 পার্সেন্ট করে দেবেন। এতে ছবির কোয়ালিটি ঠিক থাকবে এবং সাইজ অনেক কমে যাবে। 20% এর বেশি বাড়ানোর এবং কমানোর প্রয়োজন নেই। আপনারা নিচের স্ক্রীনশটের মতো দেখতে পারবেন যে ছবির কোয়ালিটি কমানোর পর সেই ছবি কিরকম দেখাবে। অতঃপর আপনারা Apply অপশনে ক্লিক করবেন- 


অনলাইনে ইমেজ কম্প্রেস করার নিয়ম


ধাপ ৫: Apply করার পর দেখতে পারছেন আমার ছবির সাইজ 519 থেকে কমে মাত্র 86 কেবি হয়েছে। এখন আপনারা কম্প্রেস করা ছবিটি ডাউনলোড করার জন্য আবার এই পেজের উপরে যাবেন- 


অনলাইনে ইমেজ কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমানো


ধাপ ৬: কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমানো ছবিটি ডাউনলোড করার জন্য Download অপশনে ক্লিক করতে হবে- 


অনলাইনে ইমেজ কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমানো


ধাপ ৭: এবার আপনার যে ফোল্ডারে ছবিটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফোল্ডার সিলেক্ট করে ছবিটি ডাউনলোড করবেন- 


অনলাইনে ইমেজ কম্প্রেস করার নিয়ম


ধাপ ৮: দেখুন অনলাইনে কমপ্রেস করে কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমানো ছবিটি কিরকম দেখা যাচ্ছে- 


ইমেজ কম্প্রেস করার নিয়ম


এই ছিলো অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কোয়ালিটি ঠিক রেখে যেকোনো ছবির সাইজ কমানোর নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে সহজেই অনলাইনে সকল ছবির কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমাতে পারবেন। 

আরও জানুনঃ ব্লগার ওয়েবসাইটে লেজি লোড ইমেজ ব্যবহার করার নিয়ম

শেষ কথাঃ 

কোয়ালিটি ঠিক রেখে ইমেজ সাইজ করা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। যেহেতু বিভিন্ন সময় কম সাইজের ছবি প্রয়োজন হয় তাই কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমাতে হয়। ইতিমধ্যে আপনারা কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমানোর নিয়ম ও সুবিধা সম্পর্কে জানতে পেরেছেন। যদি আপনারা এই বিষয়ে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে এরকম সকল টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url