গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সম্পূর্ণ PDF (বর্তমান সময়ের)

সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার নিয়মাবলী যার মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালিত হয়। আমাদেরকে অবশ্যই বাংলাদেশের সংবিধান জানতে হবে এবং মানতে হবে। আপনারা চাইলে বাংলাদেশের সংবিধান pdf ফাইল পড়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানতে পারবেন। 


এই আর্টিকেলে আপনাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান পিডিএফ ফাইল দেয়া হবে যেটা আপনি সহজেই ডাউনলোড করে মোবাইল, কম্পিউটার সহো অন্যান্য ডিভাইসে পড়তে পারবেন। নিম্নে বাংলাদেশের সংবিধান pdf download লিংক ও বিস্তারিত তথ্য দেয়া হলো- 


বাংলাদেশের সংবিধান pdf


বাংলাদেশের সংবিধান নিয়ে কিছু কথাঃ

একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য অনেক নিয়ম কানুন থাকার প্রয়োজন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য এই নিয়মকানুন করা হয় সেই রাষ্ট্রের জনগণের জন্য। রাষ্ট্র পরিচালনার জন্য এই সকল নিয়মকানুনের সমষ্টিকে সংবিধান বলা হয়। 


সংবিধান হচ্ছে অনেকগুলো লিখিত বা অলিখিত নিয়মনীতির সমষ্টি যেগুলোর মাধ্যমে রাষ্ট্রের শাসন ব্যবস্থা নির্ধারণ করে। সংবিধানকে রাষ্ট্রের পরিচালিকা শক্তিও বলা হয়। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিই হচ্ছে সংবিধান। সংবিধানে দেশের শাসন কাঠামোর সকল নিয়মকানুন লিখিত বা অলিখিত থাকে। সংবিধান সাধারণত রাষ্ট্রের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। 


রাষ্ট্র কিভাবে চলবে, কোন জায়গা কি নীতি গ্রহণ করবে, তা সংবিধানে নির্ধারণ করা থাকে। সংবিধানের নিয়ম নীতিগুলো আপনা আপনি গড়ে উঠে না। রাষ্ট্র তার নিজ প্রয়োজনে এগুলো গ্রহণ করে থাকে। বিভিন্ন দেশে বিভিন্ন উৎস থেকে সংবিধান তার নীতি গ্রহণ করে। তাই সংবিধান রাষ্ট্রের জন্য অপরিহার্য, এ জন্যেই সংবিধানকে রাষ্ট্রের দর্পণ স্বরূপ বলা হয়। 

আরও পড়ুনঃ বাংলাদেশের জাতীয় সংগীত সম্পূর্ণ PDF সহো

Constitution of Bangladesh PDF File Details 

আপনারা এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পিডিএফ ফাইল পাবেন সেই পিডিএফ ফাইল সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নে দেয়া হলো- 


  • PDF নামঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। 

  • লেখকঃ বাংলাদেশ সরকার। 
  • সাইজঃ ১ এমবি। 

  • ভাষাঃ বাংলা (Bangla/Bengali) 

  • বইয়ের ধরণঃ উপন্যাস। 

  • পাতার সংখ্যাঃ ৮২ টি। 

  • ফরম্যাটঃ পিডিএফ (PDF) 


বাংলাদেশের সংবিধান pdf ডাউনলোডঃ 

আপনারা নিচের লিংকে ক্লিক করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান পিডিএফ বই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবেন- 




বিঃদ্রঃ যদি উপরে দেয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান pdf download করতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। 

আরও জানুনঃ সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন শপথ বাক্য

শেষ কথাঃ 

সংবিধানে একটি দেশের সকল নিয়ম কানুন সুন্দরভাবে উল্লেখ করা থাকে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য সংবিধান জানা এবং সংবিধান অনুযায়ী দেশের আইন মানা। ইতিমধ্যে আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান পিডিএফ ফাইল ডাউনলোড করতে পেরেছেন। আশা করছি উক্ত পিডিএফ থেকে বাংলাদেশের সংবিধান জানতে পারবেন। তবে এই আর্টিকেল সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url