ব্রিলিয়ান্ট অ্যাপে জাতীয় পরিচয়পত্র (NID) ভেরিফিকেশন করার উপায়

ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে একাউন্ট খোলার পর আমাদেরকে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করতে হয়। এনআইডি ভেরিফিকেশন করার মাধ্যমে ব্রিলিয়ান্ট অ্যাপের সকল সেবা চালু হয়। যদি আপনি ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে এনআইডি ভেরিফিকেশন করার নিয়ম না জানেন তাহলে সঠিক জায়গায় এসেছেন।


কেননা, এই আর্টিকেলে আমি আপনাদেরকে কিভাবে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করতে হয় সেটি জানাবো। ব্রিলিয়ান্ট কানেক্ট জাতীয় পরিচয় পত্র ভেরিফিকেশন করার উপায় জেনে খুব সহজেই আপনার ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে সকল ফিচার চালু করতে পারবেন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন


ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করার কারনঃ 

ব্রিলিয়ান্ট অ্যাপ ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই ব্রিলিয়ান্ট কানেক্ট একাউন্টে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করতে হবে। কারণ যদি আপনি ব্রিলিয়ান্ট একাউন্টে আপনার জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন না করেন তাহলে ব্রিলিয়ান্ট অ্যাপের সেবা চালু করতে পারবেন না। অর্থাৎ ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের সেবা যেমন, কল, মেসেজ ইত্যাদি ব্যবহার করার জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করতে হবে। 


এই কারণে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে একাউন্ট খোলার পর আমাদেরকে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করতে হয়। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে পরিচিত কারো nid কার্ড ব্যবহার করে ব্রিলিয়ান্ট অ্যাপে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করতে পারবেন। বিটিআরসি ব্রিলিয়ান্ট সহো সকল আইপি কলিং অ্যাপে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন বাধ্যতামূলক করে দেয়ার পর থেকে এই সকল অ্যাপ ব্যবহার করার জন্য এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করতে হয়। 

আরও জানুনঃ ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে রেজিস্ট্রেশন করার নিয়ম

ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করার নিয়মঃ

আপনারা খুব সহজেই আপনার ব্রিলিয়ান্ট কানেক্ট একাউন্টে এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করতে পারবেন। এর জন্য আপনাকে এনআইডি কার্ডের প্রয়োজন হবে। যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে তো ভালই আর যদি না থাকে তাহলে পরিচিত কারো এনআইডি কার্ড ব্যবহার করে ভেরিফিকেশন করতে পারবেন। ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে এনআইডি ভেরিফিকেশন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


ধাপ ১: প্রথমে আপনারা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ ওপেন করবেন। এরপর নিচের স্ক্রিনশট দেখানো সেটিং আইকনে ক্লিক করবেন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন


ধাপ ২: এবার আপনারা সেটিং অপশন থেকে নিচের স্ক্রিনশট দেখানো NID অপশনে প্রবেশ করবেন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন


ধাপ ৩: অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটএর মতো একটি পেজ দেখতে পারবেন যেখানে আপনার এনআইডি কার্ডের সকল তথ্য দিতে হবে। প্রথমে আপনারা এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ দিবেন। অতঃপর আপনার এনআইডি কার্ডের অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিবেন। 


এরপর আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের সামনের এবং পিছনের ছবি তুলে আপলোড করবেন। জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জাতীয় পরিচয় পত্রের সামনে এবং পেছনের ছবি আপলোড করার পর "সাবমিট করুন" অপশনে ক্লিক করবেন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন


ধাপ ৪: এনআইডি কার্ডের সকল তথ্য সাবমিট করার পর নিচের স্ক্রিনশটের মতো "ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে" নামে একটি পেজ দেখতে পারবেন। এখানে বলা হয়েছে আপনার কল সার্ভিস চালু হয়েছে। এখন আপনি ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের মাধ্যমে কল করতে পারবেন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন


ধাপ ৫: অতঃপর আপনারা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের হোম পেজে চলে যাবেন। হোম পেজে নিচের স্ক্রিনশটের মতো ব্রিলিয়ান্ট থেকে একটি এসএমএস দেখতে পারবেন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন


ধাপ ৬: এসএমএস টি ওপেন করলে দেখতে পারবেন সেখানে বলা হয়েছে আপনি সঠিকভাবে ব্রিলিয়ান্ট অ্যাপে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করতে পেরেছেন এবং ব্রিলিয়ান্ট অ্যাপের সকল সার্ভিস চালু হয়েছে- 


ব্রিলিয়ান্ট অ্যাপে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করার নিয়ম


অতঃপর ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করার কাজ শেষ। এখন আপনারা ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টের সকল সেবা যেমন কল এবং মেসেজ করতে পারবেন। এই ছিলো ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে এনআইডি ভেরিফিকেশন করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে সহজেই ব্রিলিয়ান্টে জাতীয় পরিচয় পত্র ভেরিফিকেশন করে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের সকল সেবা চালু করতে পারবেন। 

আরও জানুনঃ ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম

শেষ কথাঃ 

অল্প খরচে কথা বলার অন্যতম মাধ্যম হচ্ছে ব্রিলিয়ান্ট কলিং অ্যাপ। তবে এই অ্যাপ ব্যবহারের জন্য জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করতে হবে। ইতিমধ্যে আপনারা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে এনআইডি ভেরিফিকেশন করার পদ্ধতি জানতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ ভেরিফিকেশন সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url