বিপিএল ২০২৫ সব দলের স্কোয়াড (দেশি-বিদেশি খেলোয়াড় তালিকা)
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর অংশগ্রহণ করা সকল দলের স্কোয়াড ঘোষণা করেছে। এবারের বিপিএলে দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের একত্রিত করে ৭টি দল অংশগ্রহণ করছে। যদি আপনি বিপিএল সব দলের স্কোয়াড জানতে চান তাহলে এই পোস্ট আপনার জন্য।
কেননা এই পোস্টে আমি ২০২৫ বিপিএলে অংশগ্রহণ করা সকল খেলোয়াড়দের নাম ও তালিকা দিবো। আপনারা বিপিএল ২০২৫ সব দলের স্কোয়াড, দেশি ও বিদেশী প্লেয়ার তালিকা, ব্যাটসম্যান, বলার, অলরাউন্ডার, কোচ, মালিকের নাম সহো বিস্তারিত তথ্য জানতে পারবেন-
২০২৫ বিপিএলে কোন কোন দল অংশগ্রহণ করেছে?
২০২৫ বিপিএলে ৭টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হচ্ছে-
- রংপুর রাইডার্স।
- ঢাকা ক্যাপিটালস।
- সিলেট স্ট্রাইকার্স।
- খুলনা টাইগার্স।
- চিটাগাং কিংস।
- ফরচুন বরিশাল।
- দুর্বার রাজশাহী।
বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স স্কোয়াডঃ
বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স স্কোয়াড নিম্নে দেয়া হলো। ২০২৫ বিপিএলে রংপুর রাইডার্স দলের দেশি ও বিদেশী খেলোয়াড় তালিকা হচ্ছে-
দেশি খেলোয়াড়ঃ
- নুরুল হাসান সোহান, (অধিনায়ক)
- শেখ মেহেদী হাসান,
- সৌম্য সরকার,
- সাইফ হাসান,
- রাকিবুল হাসান,
- মোহাম্মদ সাইফউদ্দিন,
- কামরুল ইসলাম রাব্বি,
- রেজাউর রহমান রাজা,
- নাহিদ রানা,
- ইরফান শুক্কুর,
- তৌফিক খান তুষার,
- আজিজুল হাকিম তামিম,
বিদেশি খেলোয়াড়ঃ
- অ্যালেক্স হেলস (ইংল্যান্ড),
- ইফতিখার আহমেদ (পাকিস্তান),
- সেদিকউল্লাহ অটল (আফগানিস্তান),
- খুশদিল শাহ (পাকিস্তান),
- কার্টিস ক্যাম্পার (আয়ারল্যান্ড),
- স্টিভেন টেইলর (যুক্তরাষ্ট্র)
- আকিফ জাভেদ (পাকিস্তান)
রংপুর রাইডার্স দলের কোচ কে?
বিপিএলে রংপুর রাইডার্স দলের কোচ হচ্ছে মিকি আর্থার। তার অধীনে ২০২৫ বিপিএলে রংপুর দল খেলছে।
রংপুর রাইডার্স দলের মালিক কে?
রংপুর রাইডার্স দলের মালিক হচ্ছে বসুন্ধরা গ্রুপ। ২০২১ সালের সেপ্টেম্বরে বসুন্ধরা গ্রুপ রংপুর দলের মালিকানা অধিগ্রহণ করে পূর্বের "রংপুর রেঞ্জার্স" নাম পরিবর্তন করে রংপুর রাইডার্স নাম রাখে।
রংপুর রাইডার্স দলের অধিনায়ক কে?
২০২৫ বিপিএলের রংপুর রাইডার্স দলের অধিনায়ক হচ্ছেন নুরুল হাসান সোহান। তিনি মূলত কিপার ও ব্যাটসম্যান হিসেবে খেলে রংপুর রাইডার্স দলকে নেতৃত্ব দিবেন।
আরও জানুনঃ বিপিএল খেলার সময়সূচী ও দল.
বিপিএল ২০২৫ ঢাকা ক্যাপিটালস দলের স্কোয়াডঃ
নিম্নে বিপিএল ২০২৫ ঢাকা ক্যাপিটালস দলের খেলোয়াড় তালিকা দেয়া হলো। ২০২৫ বিপিএলে ঢাকা ক্যাপিটালস দলের দেশী-বিদেশী খেলোয়াড় তালিকা হচ্ছে-
দেশি খেলোয়াড়ঃ
- মোস্তাফিজুর রহমান,
- লিটন দাস,
- তানজিদ হাসান তামিম,
- মুনিম শাহরিয়ার,
- সাব্বির রহমান,
- শাহাদাত হোসেন দিপু,
- মুকিদুল ইসলাম মুগ্ধ,
- নাজমুল ইসলাম অপু,
- আবু জায়েদ রাহী,
- রহমতুল্লাহ আলী,
- মেহেদী হাসান রানা,
- আসিফ হাসান,
- আলাউদ্দিন বাবু,
- হাবিবুর রহমান সোহান।
বিদেশি খেলোয়াড়ঃ
- থিসারা পেরেরা (অধিনায়ক, শ্রীলঙ্কা),
- জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ),
- স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড),
- চতুরঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা),
- জহুর খান (সংযুক্ত আরব আমিরাত),
- শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান),
- রিয়াজ হাসান (আফগানিস্তান),
- আমির হামজা (আফগানিস্তান),
- ফারমানউল্লাহ শাফি (আফগানিস্তান),
- জ্যাঁ-পিয়েরে কোটজে (নামিবিয়া),
- শুভম সুভাস রঞ্জনে (যুক্তরাষ্ট্র)
- জেসন রয় (ইংল্যান্ড)।
ঢাকা ক্যাপিটালস দলের কোচ কে?
বিপিএলে ঢাকা ক্যাপিটালস দলের বর্তমান কোচ হচ্ছে আপনাদের পরিচিত বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও কোচ খালেদ মাহমুদ সুজন।
ঢাকা ক্যাপিটালস দলের মালিক কে?
বিপিএলে ঢাকা দলের মালিক ও নাম পরিবর্তন হয়ে বর্তমানে ঢাকা দলের মালিক হচ্ছে শাকিব খান। তিনি মালিক হওয়ার পর ঢাকা দলের নাম দিয়েছে ঢাকা ক্যাপিটালস।
ঢাকা ক্যাপিটালস দলের অধিনায়ক কে?
২০২৫ বিপিএলে ঢাকা ক্যাপিটালস দলের অধিনায়ক হচ্ছে থিসারা পেরেরা। শ্রীলঙ্কার এই খেলোয়াড় বিপিএলে ঢাকা ক্যাপিটালস দলের অধিনায়ক হয়ে দলকে নেতৃত্ব দিবেন।
আরও জানুনঃ মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখার উপায়.
বিপিএল ২০২৫ সিলেট স্ট্রাইকার্স দলের স্কোয়াডঃ
নিম্নে বিপিএল ২০২৫ সিলেট স্ট্রাইকার্স দলের খেলোয়াড় তালিকা দেয়া হলো। ২০২৫ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলের দেশী ও বিদেশী খেলোয়াড় তালিকা হচ্ছে-
দেশি খেলোয়াড়ঃ
- আরিফুল হক (অধিনায়ক),
- মাশরাফি বিন মর্তুজা,
- জাকির হাসান,
- তানজিম হাসান সাকিব,
- জাকের আলী অনিক,
- রনি তালুকদার,
- আল-আমিন হোসেন,
- রুয়েল মিয়া, নিহাদুজ্জামান,
- নাহিদুল ইসলাম,
- মেহেদী হাসান সোহাগ,
- টিপু সুলতান,
- জাওয়াদ আবরার।
বিদেশি খেলোয়াড়ঃ
- পল স্টার্লিং (আয়ারল্যান্ড),
- জর্জ মানজি (স্কটল্যান্ড),
- রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ),
- সামিউল্লাহ শিনওয়ারি (আফগানিস্তান),
- রিস টপলি (ইংল্যান্ড),
- অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র),
- জন-রাস জাগেসার (ওয়েস্ট ইন্ডিজ)।
সিলেট স্ট্রাইকার্স দলের কোচ কে?
সিলেট স্ট্রাইকার্স দলের কোচ হচ্ছে রাজিন সালেহ। তিনি ২০২৫ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলকে পরিচালনা করবেন।
সিলেট স্ট্রাইকার্স দলের মালিক কে?
বিপিএলে সিলেট স্ট্রাইকার্ডস দলটির মালিক হচ্ছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ। এই খেলাধুলা ভিত্তিক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করে যাচ্ছে।
সিলেট স্ট্রাইকার্স দলের অধিনায়ক কে?
২০২৫ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলের অধিনায়ক হচ্ছে আরিফুল হক। তিনি বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলকে নেতৃত্ব দিবেন।
আরও জানুনঃ বিপিএল পয়েন্ট টেবিল (জয়, পরাজয়, পয়েন্ট ও নেট রান রেট)
বিপিএল ২০২৫ খুলনা টাইগার্স দলের স্কোয়াডঃ
নিম্নে বিপিএল ২০২৫ খুলনা টাইগার্স দলের খেলোয়াড় তালিকা দেয়া হলো। ২০২৫ বিপিএলে খুলনা টাইগার্স দলের দেশী ও বিদেশী খেলোয়াড় তালিকা হচ্ছে-
দেশি খেলোয়াড়ঃ
- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক),
- আফিফ হোসেন,
- নাসুম আহমেদ,
- হাসান মাহমুদ,
- নাঈম শেখ,
- ইমরুল কায়েস,
- মাহিদুল ইসলাম অঙ্কন,
- আবু হায়দার রনি,
- জিয়াউর রহমান,
- মাহফুজুর রহমান রাব্বি,
- মাহমুদুল হাসান জয়,
- রুবেল হোসেন।
বিদেশি খেলোয়াড়ঃ
- ওশান থমাস (ওয়েস্ট ইন্ডিজ),
- লুইস গ্রেগরি (ইংল্যান্ড),
- মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান),
- মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান),
- ইব্রাহিম জাদরান (আফগানিস্তান),
- দারভিশ রাসুলি (আফগানিস্তান)
- সালমান ইরশাদ (পাকিস্তান)।
খুলনা টাইগার্স দলের কোচ কে?
খুলনা টাইগার্স দলের কোচ হচ্ছে তালহা জুবায়ের। তিনি ২০২৫ বিপিএলে খুলনা টাইগার্স দলকে পরিচালনা করবেন।
খুলনা টাইগার্স দলের মালিক কে?
বিপিএলে খুলনা টাইগার্স দলের মালিক হচ্ছে মাইন্ডট্রি লিমিটেড। এই কোম্পানি খুলনা টাইগার্স দলের বর্তমান মালিক।
খুলনা টাইগার্স দলের অধিনায়ক কে?
২০২৫ সালের বিপিএলে খুলনা টাইগার্স দলের অধিনায়ক হচ্ছে মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের জাতীয় দলের সেরা এই অলরাউন্ডার ২০২৫ বিপিএলে খুলনা টাইগার্স দলকে নেতৃত্ব দিবে।
বিপিএল ২০২৫ চিটাগাং কিংস দলের স্কোয়াডঃ
নিম্নে বিপিএল ২০২৫ চিটাগাং কিংস দলের খেলোয়াড় তালিকা দেয়া হলো। ২০২৫ বিপিএলে চিটাগাং কিংস দলের দেশী ও বিদেশী খেলোয়াড় তালিকা হচ্ছে-
দেশি খেলোয়াড়ঃ
- মোহাম্মদ মিঠুন (অধিনায়ক),
- সাকিব আল হাসান,
- শামিম হোসেন পাটোয়ারী,
- পারভেজ হোসেন ইমন,
- সৈয়দ খালেদ আহমেদ,
- আলিস আল ইসলাম,
- নাঈম ইসলাম,
- মারুফ মৃধা,
- রাহাতুল ফেরদৌস জাভেদ,
- শেখ পারভেজ জীবন,
- মার্শাল আইয়ুব,
- নাবিল সামাদ,
- আরাফাত সানি,
- ইরফান হোসেন।
বিদেশি খেলোয়াড়ঃ
- মঈন আলী (ইংল্যান্ড),
- উসমান খান (পাকিস্তান),
- হায়দার আলী (পাকিস্তান),
- অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা),
- মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান),
- বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা),
- গ্রাহাম ক্লার্ক (ইংল্যান্ড),
- থমাস ও'কনেল (অস্ট্রেলিয়া),
- খাওয়াজা নাফে (পাকিস্তান),
- লাহিরু মিলান্থা (যুক্তরাষ্ট্র),
- জুবাইরউল্লাহ আকবারি (আফগানিস্তান),
- হুসাইন তালাত (পাকিস্তান)
- আলী রাজা (পাকিস্তান)।
চিটাগাং কিংস দলের কোচ কে?
চিটাগাং কিংস দলের কোচ হচ্ছেন শন টেইট। তিনি চিটাগাং কিংস দল পরিচালনা করবেন।
চিটাগাং কিংস দলের মালিক কে?
চিটাগাং কিংস দলের মালিক হচ্ছে এসকিউ স্পোর্টস। এই প্রতিষ্ঠানটি এবারের চিটাগাং কিংস দলের মালিক।
চিটাগাং কিংস দলের অধিনায়ক কে?
২০২৫ সালের বিপিএলের জন্য চিটাগাং কিংস দলের অধিনায়ক হচ্ছেন মোহাম্মদ মিঠুন। এবারের বিপিএলে চিটাগাং কিংস দলকে মোহাম্মদ মিঠুন নেতৃত্ব দিবেন।
বিপিএল ২০২৫ ফরচুন বরিশাল দলের স্কোয়াডঃ
নিম্নে বিপিএল ২০২৫ ফরচুন বরিশাল দলের খেলোয়াড় তালিকা দেয়া হলো। ২০২৫ বিপিএলে ফরচুন বরিশাল দলের দেশী ও বিদেশী খেলোয়াড় তালিকা হচ্ছে-
দেশি খেলোয়াড়ঃ
- তামিম ইকবাল (অধিনায়ক),
- মুশফিকুর রহিম,
- মাহমুদউল্লাহ রিয়াদ,
- নাজমুল হোসেন শান্ত,
- তাওহিদ হৃদয়,
- রিপন মণ্ডল,
- ইবাদত হোসেন,
- নাঈম হাসান,
- তানভির ইসলাম,
- রিশাদ হোসেন,
- তাইজুল ইসলাম,
- শহিদুল ইসলাম,
- আরিফুল ইসলাম,
- প্রিতম কুমার,
- ইকবাল হাসান ইমন।
বিদেশি খেলোয়াড়ঃ
- ডাভিড মালান (ইংল্যান্ড),
- মোহাম্মদ নবি (আফগানিস্তান),
- কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ),
- ফাহিম আশরাফ (পাকিস্তান),
- জাহান্দাদ খান (পাকিস্তান),
- মোহাম্মদ আলী (পাকিস্তান),
- জেমস ফুলার (ইংল্যান্ড),
- পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা),
- মোহাম্মদ ইমরান (পাকিস্তান)
- শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।
ফরচুন বরিশাল দলের কোচ কে?
২০২৫ বিপিএলের জন্য ফরচুন বরিশাল দলের কোচ হচ্ছে মিজানুর রহমান বাবুল। তিনি এবারের বিপিএলে ফরচুন বরিশাল দলকে পরিচালনা করবেন।
ফরচুন বরিশাল দলের মালিক কে?
বিপিএলের ফরচুন বরিশাল দলের অফিশিয়ালি মালিকানা হচ্ছে ফরচুন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
ফরচুন বরিশাল দলের অধিনায়ক কে?
বিপিএল ২০২৫ এর জন্য ফরচুন বরিশাল দলের অধিনায়ক হচ্ছেন তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় দলের সেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল বিপিএলে ফরচুন বরিশাল দলকে নেতৃত্ব দিবেন।
বিপিএল ২০২৫ দুর্বার রাজশাহী দলের স্কোয়াডঃ
নিম্নে বিপিএল ২০২৫ দুর্বার রাজশাহী দলের খেলোয়াড় তালিকা দেয়া হলো। ২০২৫ বিপিএলে দুর্বার রাজশাহী দলের দেশী ও বিদেশী প্লেয়ার তালিকা হচ্ছে-
দেশি খেলোয়াড়ঃ
- এনামুল হক বিজয় (অধিনায়ক),
- তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক),
- জিশান আলম,
- আকবর আলী,
- ইয়াসির আলী চৌধুরী,
- সাব্বির হোসেন,
- হাসান মুরাদ,
- শফিউল ইসলাম,
- মোহর শেখ অন্তর,
- এসএম মেহেরব হাসান,
- মৃত্যুঞ্জয় চৌধুরী,
- মিজানুর রহমান।
বিদেশি খেলোয়াড়ঃ
- মোহাম্মদ হারিস (পাকিস্তান),
- আরাফাত মিনহাজ (পাকিস্তান),
- রায়ান বার্ল (জিম্বাবুয়ে),
- সাদ নাসিম (পাকিস্তান),
- লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা)
- সালমান মির্জা (পাকিস্তান)।
দুর্বার রাজশাহী দলের কোচ কে?
বিপিএলে দুর্বার রাজশাহী দলের কোচ হচ্ছে মেহরাব হোসেন।
দুর্বার রাজশাহী দলের মালিক কে?
দুর্বার রাজশাহী দলের মালিক হচ্ছে ভ্যালেন্টাইন গ্রুপ। এই গ্রুপটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুর্বার রাজশাহী দলের মালিক।
দুর্বার রাজশাহী দলের অধিনায়ক কে?
২০২৫ বিপিএলের জন্য দুর্বার রাজশাহী দলের অধিনায়ক হচ্ছেন এনামুল হক বিজয়। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে এনামুল হক বিজয় দুর্বার রাজশাহী দলকে নেতৃত্ব দিবেন।
আরও জানুনঃ বিপিএল চ্যাম্পিয়ন তালিকা.
শেষ কথাঃ
২০২৫ বিপিএলের সকল দলের স্কোয়াড বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি দলই অনেক শক্তিশালী। দেশি ও বিদেশী সেরা খেলোয়াড়দের নিয়ে দলগুলো তাদের স্কোয়াড তৈরি করেছে। তাই এই টুর্নামেন্ট হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি সফলতার মাইলফলক। বিপিএলের সবগুলো দলের দেশি ও বিদেশী খেলোয়াড়দের তালিকা নিয়ে এই পোস্ট আপনার বন্ধুদের শেয়ার করে তাদেরকেও জানাতে পারেন। এছাড়াও যদি এই পোস্ট সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।