বাংলালিংক সিমের বয়স কত? বাংলালিংক সিম অ্যাক্টিভেশন ডেট জানুন

প্রতিটি বাংলালিংক সিমের একটি নিজস্ব অ্যাক্টিভেশন ডেট রয়েছে। অর্থাৎ আপনার বাংলালিংক সিম কেনার সময়কাল এবং বয়স উক্ত তথ্য রয়েছে। আপনি চাইলে আপনার বাংলালিংক সিমের বয়স জানতে পারবেন। 


আপনি যদি বাংলালিংক সিমের বয়স কিভাবে চেক করে সেটি না জানেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। কারণ, এই আর্টিকেলে আমি আপনাদেরকে বাংলালিংক সিম অ্যাক্টিভেশন ডেট জানার উপায় দেখাবো। আপনাদের বাংলালিংক সিম কবে কিনেছিলেন এবং বয়স কত সহজেই সেটি জানতে পারবেন-


বাংলালিংক সিমের বয়স জানার উপায়


বাংলালিংক সিমের বয়স জানার গুরুত্বঃ 

সাধারণত আমরা বাংলালিংক সিম কিনে সেটি নিয়মিত ব্যবহার করি। সেই সিম কবে কিনেছিলাম এবং বয়স কত সেটি কখনো লক্ষ্য করি না। তবে কিছু ক্ষেত্রে আমাদের বাংলালিংক সিমের বয়স জানতে হবে। এর কারণগুলো হচ্ছে- 


  • রেজিস্ট্রেশন তথ্য যাচাইঃ আপনার বাংলালিংক সিমের যদি বয়স জানেন তাহলে উক্ত সিমে রেজিস্ট্রেশন তথ্য খুব সহজেই যাচাই-বাছাই করতে পারবেন। 

  • বাংলালিংকের লয়্যালিটি প্রোগ্রামঃ পুরনো বাংলালিংক গ্রাহকদের জন্য অনেক সময় বিভিন্ন অফার ও পুরস্কার থাকে। আপনার বাংলালিংক সিমের বয়স জেনে এইসব অফার ও পুরস্কার পাবেন কিনা জানতে পারবেন। 

  • বাংলালিংকের অফারঃ অনেক সময় বাংলালিংক কোম্পানি তাদের পুরনো গ্রাহকের বিশেষ অফার দেয়। আপনার বাংলালিংক সিমের বয়স কত সেটি জেনে উক্ত অফারগুলো নিতে পারবেন।

আরও জানুনঃ গ্রামীণফোন (জিপি) সিমের বয়স দেখার উপায়

বাংলালিংক সিমের অ্যাক্টিভেশন ডেট জানার উপায়ঃ 

মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে খুব সহজে  আপনার বাংলালিংক সিমের বয়স বের করতে পারবেন। মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে আপনার বাংলালিংক সিমের অ্যাক্টিভেশন ডেট জানার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


ধাপ ১: প্রথমে আপনারা প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো My Banglalink App লিখে সার্চ করে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। অথবা My Banglalink App এই লিংকে প্রবেশ করে সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করবেন। অতঃপর এই মাই বাংলালিংক অ্যাপ ওপেন করবেন-


বাংলালিংক সিম অ্যাক্টিভেশন ডেট জানবো কিভাবে


ধাপ ২: এবার আপনি যে বাংলালিংক সিমের বয়স জানতে চাচ্ছেন সেই বাংলালিংক সিমের নাম্বার দিয়ে মাই বাংলালিংক অ্যাপে লগইন করবেন-


বাংলালিংক সিমের বয়স জানার উপায়


ধাপ ৩: মাই বাংলালিংক অ্যাপে নাম্বার দিয়ে লগইন করার পর উক্ত অ্যাপের হোম পেজে নিচের স্ক্রিনশট দেখানো থ্রি ডট আইকনে ক্লিক করবেন-


বাংলালিংক সিমের বয়স জানার উপায়


ধাপ ৪: এবার আপনারা Sim PIN/PUK নামে একটি অপশন দেখতে পারবেন। বাংলালিংক সিমের অ্যাক্টিভেশন ডেট জানার জন্য এই Sim PIN/PUK অপশনে প্রবেশ করতে হবে-


বাংলালিংক সিমের বয়স জানার উপায়


ধাপ ৫: অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার বাংলালিংক সিমের অ্যাক্টিভেশন ডেট দেখতে পারবেন-


বাংলালিংক সিমের বয়স জানার উপায়


এই ছিলো বাংলালিংক সিমের রেজিস্ট্রেশন করার তারিখ জানার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে যেকোনো বাংলালিংক সিমের বয়স জানতে পারবেন। 


কাস্টমার কেয়ারে বাংলালিংক সিমের বয়স জানার উপায়ঃ

মাই বাংলালিংক অ্যাপ ছাড়াও বাংলালিংকের কাস্টমার কেয়ার থেকে নিজের বাংলালিংক সিমের বয়সে জানা যায়। এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে- 


  • নিজের বাংলালিংক নাম্বার দিয়ে বাংলালিংক কাস্টমার কেয়ারে কল করুন। 

  • তাদেরকে বলুন আপনি আপনার বাংলালিংক সিমের অ্যাক্টিভেশন ডেট জানতে চাচ্ছেন। 

  • তারা আপনার কাছে আপনার বাংলালিংক সিমের তথ্য চাইতে পারে। যেমন আপনার এনআইডি কার্ডের নাম্বার ইত্যাদি। আপনি তথ্যগুলো দিয়ে এটি যে আপনার বাংলালিংক সিম সেটি প্রমাণ করুন। 

  • অতঃপর বাংলালিংক কাস্টমার কেয়ার থেকে আপনাকে আপনার বাংলালিংক সিমের অ্যাক্টিভেশন ডেট জানিয়ে দিবে। 


এভাবে আপনারা উপরে দেখানো পদ্ধতিতে বাংলালিংক কাস্টমার কেয়ারে কথা বলে আপনার যেকোনো বাংলালিংক সিমের অ্যাক্টিভেশন ডেট জানতে পারবেন। অতঃপর আপনার বাংলালিংক সিমের বয়স কত সেটি বুঝতে পারবেন। 

আরও জানুনঃ বাংলালিংক সিমের পিন কোড ও পাক কোড জানার উপায়

শেষ কথাঃ 

পুরনো বাংলালিংক সিমের অফার গ্রহণ এবং নিজের বাংলালিংক সিমের বয়স কতো সেটি জানার জন্য অ্যাক্টিভেশন ডেট চেক করা অনেক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা বাংলালিংক সিমের অ্যাক্টিভেশন ডেট চেক করে বয়স জানার উপায় জানতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা বাংলালিংক সিমের বয়স বের করা সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও মোবাইল অপারেটর সম্পর্কিত সকল টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url