ইউটিউব সার্চ ও ওয়াচ হিস্ট্রি ডিলিট করার উপায়
ইউটিউব ব্যবহার করতে গিয়ে আমরা বিভিন্ন ভিডিও দেখার জন্য সার্চ করে থাকি। পরবর্তীতে বিভিন্ন কারণে ইউটিউবে সার্চ করা এবং দেখা ভিডিওর হিস্ট্রি ডিলিট করার প্রয়োজন হয়। যদি আপনি ইউটিউব সার্চ ও ওয়াচ হিস্ট্রি ডিলিট করার নিয়ম জানতে চান তাহলে এই পোস্ট আপনার জন্য।
কারণ এই পোস্টে আমি "কিভাবে ইউটিউব সার্চ ও ওয়াচ হিস্ট্রি ডিলিট করতে হয়" সেটি জানাবো। আপনারা ইউটিউবে যেসব সার্চ করেছিলেন এবং যেসব ভিডিও দেখেছিলেন সবগুলোর ইতিহাস খুব সহজেই মুছে ফেলতে পারবেন-
ইউটিউব সার্চ ও ওয়াচ হিস্ট্রি কি?
ইউটিউবে আপনি যেসব লিখে অথবা বলে সার্চ করেছিলেন সেগুলোকে বলা হয় ইউটিউব সার্চ হিস্ট্রি। এছাড়াও ইউটিউবে যে সব ভিডিও দেখেছিলেন সেগুলোকে বলা হয় ইউটিউব ওয়াচ হিস্ট্রি।
ইউটিউব সার্চ ও ওয়াচ হিস্ট্রি ডিলিট করতে হয় কেন?
ইউটিউব সার্চ ও ওয়াচ ইতিহাস ডিলিট করার অনেক কারণ রয়েছে। কারণগুলো হচ্ছে-
- নিরাপত্তাঃ আপনি ইউটিউবে যেসব সার্চ করেছেন এবং যেসব ভিডিও দেখেছেন সবগুলো আপনার একাউন্টে জমা থাকে। যদি কেউ আপনার ডিভাইস দিয়ে ইউটিউবে প্রবেশ করে তাহলে আপনি ইউটিউবে কি ভিডিও দেখেছেন এবং কি কি সার্চ করেছেন সব জানতে পারবে। আপনি যদি আপনার ইউটিউবের সার্চ ও ওয়াচ হিস্ট্রি কাউকে দেখাতে না চান তাহলে এগুলো ডিলিট করতে হবে।
- ইউটিউব ভিডিও রিকমেন্ডেশনঃ আপনি ইউটিউবে যেসব ভিডিও দেখেন এবং সার্চ করেন সেই তথ্যের উপর নির্ভর করে ইউটিউবের অ্যালগরিদম আপনাকে ভিডিও সাজেস্ট করে। আপনার পছন্দের ভিডিও যদি ইউটিউব সাজেস্ট না করে তাহলে আগের সব হিস্ট্রি ডিলিট করে নতুন করে ভিডিও দেখবেন। তাহলে আপনার পছন্দের ভিডিও সামনে আসবে।
- অ্যাকাউন্ট ফ্রেশ রাখাঃ আপনার ইউটিউবের যদি সার্চ ও ওয়াচ ইতিহাস ডিলিট করেন তাহলে আপনার ইউটিউব একাউন্ট ফ্রেস থাকবে।
- ডিভাইস ফাস্ট রাখাঃ ইউটিউবে বেশি বেশি সার্চ ও ভিডিও দেখলে সেগুলো জমা হয়ে আপনার ইউটিউব অ্যাপের সাইজ বাড়াতে পারে। তখন আপনার ডিভাইস স্লো হতে পারে। তাই ডিভাইসের গতি বাড়ানোর জন্য নিয়মিত ইউটিউবে সার্চ করা ও দেখার ভিডিওর ইতিহাস ডিলিট করা উচিত।
ইউটিউব সার্চ হিস্ট্রি ডিলিট করার নিয়মঃ
আপনি ইউটিউবে কি কি লিখে সার্চ করেছিলেন সেগুলো খুব সহজেই ডিলিট করতে পারবেন। সাধারণত মোবাইল ও কম্পিউটারে খুব সহজেই এই কাজটি করা যায়। এই কাজের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে ইউটিউব অ্যাপে প্রবেশ করুন। এরপর নিচের স্ক্রিনশটের মতো আপনার প্রোফাইলের আইকন অর্থাৎ You লেখায় ক্লিক করবেন-
ধাপ ২: এবার সেটিং অপশনে প্রবেশ করবেন-
ধাপ ৩: এবার সেটিং অপশনে আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে Manage All History অপশনে প্রবেশ করতে হবে-
ধাপ ৪: এবার আপনি ইউটিউবে যেসব লিখে সার্চ করেছিলেন সেগুলো দেখতে পারবেন। আপনি চাইলে একটি একটি করে ক্রস আইকনে ক্লিক করে ইউটিউব সার্চ হিস্টোরি ডিলিট করতে পারবেন-
ধাপ ৫: তবে আপনি যদি একসাথে ইউটিউবের সকল সার্চ হিস্ট্রি ডিলিট করতে চান তাহলে নিচের স্ক্রিনশট দেখানো ডিলিট অপশনে ক্লিক করবেন-
ধাপ ৫: এবার আপনি কিছু অপশন দেখতে পারবেন। এগুলোর কাজ হচ্ছে-
- Delete Today - যদি আপনি আজকের দিনের ইউটিউব সার্চ ডিলিট করতে চান তাহলে Delete Today অপশনে প্রবেশ করবেন।
- Delete custom range - যদি আপনি নির্দিষ্ট দিনের ইউটিউব সার্চ ইতিহাস ডিলিট করতে চান তাহলে এই অপশনে প্রবেশ করবেন।
- Delete all time - যদি আপনি ইউটিউবের সকল সার্চ ইতিহাস মুছে ফেলতে চান তাহলে এই অপশনে প্রবেশ করবেন।
যেহেতু আমি ইউটিউবের সকল সার্চ হিস্ট্রি ডিলিট করব তাই Delete all time অপশনে ক্লিক করব-
অতঃপর ইউটিউব এর সকল সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। এই ছিলো ইউটিউবের সার্চ হিস্ট্রি ডিলিট করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো নিয়মে খুব সহজেই ইউটিউবের সার্চ হিস্ট্রি আপনার ইচ্ছা অনুযায়ী ডিলিট করতে পারবেন।
ইউটিউব ওয়াচ হিস্ট্রি ডিলিট করার উপায়ঃ
আপনি ইউটিউবে যেসব ভিডিও দেখেছিলেন সেইসব ভিডিওর ইতিহাস খুব সহজেই ডিলিট করতে পারবে। আপনার দেখা ইউটিউব ভিডিওগুলোর হিস্টোরি ডিলিট করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে ইউটিউব অ্যাপে প্রবেশ করুন। এরপর নিচের স্ক্রিনশটের মতো আপনার প্রোফাইলের আইকন অর্থাৎ You লেখায় ক্লিক করবেন-
ধাপ ২: এবার সেটিং অপশনে ক্লিক করবেন-
ধাপ ৩: এবার সেটিং অপশন থেকে Manage All History অপশনে প্রবেশ করবেন-
ধাপ ৪: অতঃপর আপনার ইউটিউবে দেখা সকল ভিডিওর ইতিহাস এখানে দেখতে পারবেন। ভিডিওগুলোর হিস্ট্রি ডিলিট করার জন্য Delete অপশনে ক্লিক করবেন-
ধাপ ৫: এবার আপনি যে সময়ের ইউটিউব ভিডিও হিস্ট্রি ডিলিট করতে চাচ্ছেন সেই সময় সিলেক্ট করবেন। যেহেতু আমি ইউটিউবে দেখা সকল ভিডিওর ইতিহাস ডিলিট করব তাই Delete all time অপশনে ক্লিক করব-
ধাপ ৬: এবার আপনি কনফার্মেশন পেজ দেখতে পারবেন। অর্থাৎ আপনার ইউটিউবে দেখা যেসব ভিডিওর ইতিহাস ডিলিট হবে সেগুলোর তালিকা এখানে দেখাবে। আপনি যদি রাজি থাকেন তাহলে Delete অপশনে ক্লিক করবেন-
ধাপ ৭: অতঃপর আপনার ইউটিউবে দেখার সকল ভিডিওর ইতিহাস ডিলিট হয়ে যাবে। আপনি Got it অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন-
এই ছিলো ইউটিউব সার্চ হিস্ট্রি ডিলিট করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো নিয়মে খুব সহজেই আপনার ইউটিউবে দেখা সকল ভিডিওর ইতিহাস মুছে ফেলতে পারবেন।
শেষ কথাঃ
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার জন্য ইউটিউব ভিডিওর সার্চ ও ওয়াচ হিস্ট্রি ডিলিট করা জরুরী। ইতিমধ্যে আপনারা "কিভাবে ইউটিউবে দেখা ভিডিওর ইতিহাস ও সার্চ করা ইতিহাস ডিলিট করতে হয়" সেটি জানতে পেরেছেন। এরপরেও যদি এই আর্টিকেল সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর ইউটিউব টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।