টফি ইন্টারনেট প্যাক ও অফার যেভাবে নিতে পারবেন
বাংলালিংকের টফি অ্যাপ ব্যবহার করার জন্য টফি ইন্টারনেট প্যাক ও অফার ব্যবহার করা অনেক সাশ্রয়ী। আপনি কি টফি ইন্টারনেট প্যাক ও অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান? তাহলে এই আর্টিকেল আপনার জন্য।
কারণ এই আর্টিকেলে আমি টফি ইন্টারনেটের সকল প্যাক ও অফার সম্পর্কে জানাবো। এছাড়াও আপনারা টফি অফার ও প্যাকেজগুলো কিভাবে ব্যবহার করবেন সেটি জানার পাশাপাশি টফি ইন্টারনেট প্যাকেজ ব্যবহারের সুবিধা ও বিস্তারিত তথ্য জানতে পারবেন-
টফি ইন্টারনেট প্যাক কি?
যে ইন্টারনেট প্যাক দিয়ে বাংলালিংকের টফি অ্যাপ ব্যবহার করা হয় সেটাকেই টফি ইন্টারনেট প্যাক বলা হয়। টফি অ্যাপ হচ্ছে বাংলালিংক কোম্পানির একটি জনপ্রিয় অ্যাপ যার মাধ্যমে ব্যবহারকারীরা লাইভ খেলাধুলা, মুভি, নাটক, গান ও বিভিন্ন টিভি চ্যানেল দেখতে পারে। এই অ্যাপ ব্যবহার করার জন্যই মূলত বাংলালিংক থেকে টফি ইন্টারনেট প্যাকেজ চালু করেছে।
টফি ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করার সুবিধাঃ
সাধারণত বাংলালিংকের রেগুলার ইন্টারনেট প্যাকেজ দিয়েই টফি অ্যাপ ব্যবহার করা যায়। তাহলে এখন কথা হচ্ছে টফি অ্যাপ ব্যবহার করার জন্য কেন আলাদা প্যাকেজ কিনে মানুষ ব্যবহার করবে? রেগুলার ইন্টারনেট প্যাকেজ না কিনে টফি ইন্টারনেট প্যাক ব্যবহার করার কারণগুলো হচ্ছে-
- সাশ্রয়ী মূল্যঃ বাংলালিংকের রেগুলার ইন্টারনেট প্যাক থেকে টফি ইন্টারনেট প্যাকেজের মূল্য অনেক কম হয়ে থাকে। তাই কম খরচে টফি অ্যাপ ব্যবহার করার জন্য টফি ইন্টারনেট প্যাকেজ নেয়া উচিত।
- টফি অ্যাপ ব্যাবহারঃ আপনি যদি শুধুমাত্র টফি অ্যাপ ব্যবহার করতে চান তাহলে আপনার জন্য শুধুমাত্র টফি ইন্টারনেট প্যাকেজ কেনাই ভালো হবে। কেননা আপনি শুধু টফি অ্যাপ ব্যবহার করবেন এর জন্য টফি ইন্টারনেট প্যাকেজ ই যথেষ্ট। যদি আলাদা করে রেগুলার ইন্টারনেট প্যাকেজ কিনেন তাহলে খরচ বেশি হবে।
- টফি ইন্টারনেট থাকাঃ অনেক সময় আমাদের বাংলালিংক সিমে টফি ইন্টারনেট থাকে। নতুন সিম কিনলে অথবা বিভিন্ন অফার নিলে সাথে টফি ইন্টারনেট দিয়ে থাকে। এই ইন্টারনেট শেষ করার জন্য টফি অ্যাপ ব্যবহার করতে হয়।
- উচ্চ গতির ইন্টারনেটঃ টফি ইন্টারনেট প্যাকেজ গুলোর গতি অনেক বেশি হয়ে থাকে। এই কারণে শুধুমাত্র টফি অ্যাপ ব্যবহার করার জন্য রেগুলার ইন্টারনেট প্যাকেজের থেকে টফি ইন্টারনেট নেয়া উচিত।
- সহজ ব্যবহারঃ আপনি মাত্র কয়েকটি ক্লিকে টফি ইন্টারনেট প্যাক নিতে পারবেন। অতঃপর বাংলালিংকের টফি অ্যাপ দিয়ে সেই ইন্টারনেট প্যাক সহজেই ব্যবহার করতে পারবেন।
টফি ইন্টারনেট প্যাকেজ ও অফার নেয়ার উপায়ঃ
আপনি চাইলে তিনটি মাধ্যমে টফি ইন্টারনেটের প্যাকেজ ও অফারগুলো নিতে পারবেন। মাধ্যমগুলো হচ্ছে-
- কোড ডায়াল করে।
- মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে।
- নতুন সিম কেনার মাধ্যমে।
চলুন তাহলে এবার টফি ইন্টারনেটের সকল প্যাকেজ ও অফার সম্পর্কে জানা যাক-
টফি ইন্টারনেট অফার ও প্যাকেজঃ
টফি ইন্টারনেট প্যাকেজ ও অফারগুলো হচ্ছে-
- আপনি ১০৬ টাকায় পাচ্ছেন ৫ জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদ। অফারটি নিতে ডায়াল করুনঃ *১২১*১০৬#।
- ২৬ টাকায় ১দিন মেয়াদের ২ জিবি টফি ইন্টারনেট নিতে পারবেন। এই প্যাকেজটি মাই বাংলালিংক অ্যাপ থেকে নিতে হবে।
- ৫৬ টাকায় ৭ দিন মেয়াদের ৩ জিবি টফি ইন্টারনেট নিতে পারবেন। এই প্যাকেজটি মাই বাংলালিংক অ্যাপ থেকে নিতে হবে।
- ৩৬ টাকায় ৩ দিন মেয়াদের ৩ জিবি ইন্টারনেট পাবেন যার মধ্যে টফি ইন্টারনেট থাকবে ২ জিবি। এই প্যাকেজটি মাই বাংলালিংক অ্যাপ থেকে নিতে হবে।
- ১৯৬ টাকায় ৩০ দিন মেয়াদের ১৫ জিবি ইন্টারনেট পাবেন যার মধ্যে টফি ইন্টারনেট থাকবে ১৩ জিবি। এই প্যাকেজটি মাই বাংলালিংক অ্যাপ থেকে নিতে হবে।
বর্তমানে উক্ত টফি ইন্টারনেট প্যাকেজগুলো চালু রয়েছে। তবে এই প্যাকেজগুলো নিয়মিত পরিবর্তন হয়ে থাকে। তাই আপনার উচিত হবে টফি ইন্টারনেট প্যাক নেয়ার পূর্বে মাই বাংলালিংক অ্যাপে আপডেট তথ্য দেখে নেয়া।
মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে টফি ইন্টারনেট প্যাক ও অফার নেয়ার নিয়মঃ
টফি ইন্টারনেট অফার ও প্যাকেজ নেয়ার সবথেকে সহজ মাধ্যম হচ্ছে মাই বাংলালিংক অ্যাপ। আপনি মাই বাংলালিংক অ্যাপ দিয়ে খুব সহজেই টফি ইন্টারনেটের সকল প্যাকেজ নিতে পারবেন। এর জন্য নিজের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে মাই বাংলালিংক অ্যাপে প্রবেশ করুন। আপনি যে সিমে টফি ইন্টারনেট নিতে চাচ্ছেন সেই সিম মাই বাংলালিংক অ্যাপে লগইন করে নিবেন। এরপর মাই বাংলালিংক অ্যাপের হোম পেজে থাকা Internet অপশনে প্রবেশ করবেন-
ধাপ ২: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো Social & Streaming নামে একটি অপশন দেখতে পারবেন। যদি এই অপশনটি দেখতে না পারেন তাহলে ডানদিকে স্ক্রল করবেন। অতঃপর Social & Streaming অপশনে ক্লিক করবেন-
ধাপ ৩: এবার আপনারা টফি ইন্টারনেটের সকল প্যাকেজ দেখতে পারবেন। এখানে সকল টফি ইন্টারনেট প্যাক ও অফার রয়েছে। আপনি যে প্যাকেজটি নিতে চাচ্ছেন সেই প্যাকেজের সাথে লেখা Buy Now অপশনে ক্লিক করবেন-
ধাপ ৪: এবার আপনি যে টফি ইন্টারনেট প্যাকেজ সিলেক্ট করেছিলেন সেই প্যাকেজের সকল তথ্য দেখতে পারবেন। কত জিবি পাবেন, কতদিন মেয়াদ থাকবে এবং কত টাকা কাটবে সবকিছু দেখে নিশ্চিত হওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক কলেই উক্ত টফি ইন্টারনেট প্যাকেজ চালু হবে-
এই ছিলো মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে টফি ইন্টারনেট অফার ও প্যাকেজ নেয়ার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে টফি ইন্টারনেটের সকল প্যাকেজ ও অফার নিতে পারবেন।
নতুন সিমের টফি ইন্টারনেট অফারঃ
বাংলালিংক নতুন সিম কিনে প্রথমবার ১০৪ টাকা রিচার্জ করলে ৫০ জিবি ইন্টারনেট পাবেন। এর মধ্যে ৩৫জিবি হচ্ছে রেগুলার ইন্টারনেট প্যাকেজ এবং ১০জিবি হচ্ছে টফি ইন্টারনেট প্যাকেজ। বাকি ৫জিবি BiP অ্যাপ ব্যবহারের জন্য। এই ইন্টারনেটের মেয়াদ থাকবে ৩০ দিন।
শেষ কথাঃ
ইতিমধ্যে আপনারা টফি ইন্টারনেটের সকল প্যাকেজ ও অফার সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়াও টফি প্যাকেজগুলো কিভাবে চালু করবেন এবং কত টাকা কাটবে ও মেয়াদ কতদিন থাকবে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। মনে রাখবেন সময়ের সাথে সাথে টফি ইন্টারনেট প্যাকেজের দাম ও মেয়াদ পরিবর্তন হওয়ায় আপডেট তথ্য জানার জন্য মাই বাংলালিংক অ্যাপ অনুসরণ করা উচিত। যদি টফি ইন্টারনেট সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই পোস্ট আপনার উপকারে আসলে বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও জানাতে পারেন।