রেড্ডিট একাউন্টের ইউজারনেম সেট ও পরিবর্তন করার উপায়
রেড্ডিট (Reddit) হচ্ছে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে। তবে রেড্ডিট একাউন্ট তৈরি করার পর আমাদেরকে সেই একাউন্টের ইউজারনেম সেট করতে হয়। রেড্ডিট একাউন্টে সঠিক ইউজারনেম সেট করা অনেক গুরুত্বপূর্ণ।
এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে রেড্ডিট একাউন্টের ইউজারনেম সেট করার উপায় দেখাবো। "কিভাবে রেড্ডিট একাউন্টের ইউজারনেম সেট করতে হয়" সেটি জেনে আপনারা খুব সহজেই আপনার রেড্ডিট একাউন্টের ইউজারনেম সেট করতে পারবেন। তাহলে চলুন রেড্ডিট একাউন্টের ইউজারনেম সেট করার নিয়ম কানুন এবং কিছু কার্যকরী টিপস জেনে নেয়া যাক -
রেড্ডিট ইউজারনেম কি?
রেড্ডিট ইউজারনেম হচ্ছে এমন একটি নাম যেটি রেড্ডিট অ্যাকাউন্ট ব্যবহারকারীদের নির্দিষ্ট পরিচয় বহন করে। এই ইউজার নেম রেড্ডিট একাউন্টের প্রোফাইলের লিংকে থাকে এবং পোস্ট ও কমেন্ট করার সময় উক্ত ইউজারনেম প্রদর্শিত হয়। প্রত্যেক রেড্ডিট অ্যাকাউন্টে ব্যবহারকারীর ইউজারনেম ইউনিক এবং আলাদা হওয়ায় ইউজার নেম দেখে নির্বাচন করা হয় সেটি কার রেড্ডিট অ্যাকাউন্ট।
আরো পড়ুনঃ ফেসবুকে একাউন্টের ইউজারনেম পরিবর্তন করার নিয়ম.
রেড্ডিট একাউন্টের ইউজার নেম সেট করা কেন গুরুত্বপূর্ণ?
রেড্ডিট আইডির ইউজারনেম আপনার পরিচয় এবং ব্যক্তিত্ব প্রকাশ করে। তাই এটি সঠিকভাবে সেট করা অনেক গুরুত্বপূর্ণ। নিম্নে কিছু কারণ উল্লেখ করা হলো-
- প্রোফাইল লিংকঃ রেড্ডিট একাউন্টে সুন্দর একটি ইউজারনেম সেট করলে সেটি প্রোফাইল লিংক হিসেবে ভালো হয়। আপনার রেড্ডিট একাউন্টের লিংক সকলেই খুব সহজেই মনে রাখতে পারবে।
- অনলাইন পরিচয়ঃ আপনার রেড্ডিট একাউন্টের ইউজারনেম ডিজিটাল পরিচয় হিসেবে কাজ করবে। ইউজারনেম দেখে মানুষ আপনাকে চিনতে পারবে।
- বিশ্বাসযোগ্যতাঃ আপনার রেড্ডিট আইডির ইউজারনেম যদি ভালো হয় তাহলে অনেকের কাছে বিশ্বাসযোগ্যতা পাবে। মানুষ আপনার রেড্ডিট অ্যাকাউন্ট নিয়ে ভালো ধারণা করবে।
- আলাদা পরিচয়ঃ সাধারণত লক্ষ লক্ষ মানুষ রেড্ডিট একাউন্ট ব্যবহার করে। আপনি যদি আপনার রেড্ডিট একাউন্টের ইউজারনেম সেট করেন তাহলে সেই লক্ষ্য মানুষ থেকে আপনাকে আলাদা করে খুব সহজেই চেনা যাবে।
- ব্যক্তিত্ব প্রকাশঃ আপনি আপনার পছন্দমত রেড ইউজার নেম দেয়ার মাধ্যমে আপনার ব্যক্তিত্বের প্রকাশ করতে পারেন। মানুষ আপনার সম্পর্কে তখন সঠিক ধারণা পাবে।
রেড্ডিট একাউন্টের ইউজারনেম সেট ও পরিবর্তন করার নিয়মঃ
রেড্ডিট একাউন্টের ইউজারনেম সেট করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই রেড্ডিট একাউন্ট তৈরি করার পর সেই একাউন্টের ইউজারনেম পরিবর্তন করতে পারবেন। এই কাজের জন্য আপনি যে রেড্ডিট একাউন্টের ইউজারনেম পরিবর্তন করতে চাচ্ছেন প্রথমে সেই একাউন্টে লগইন করবেন। অতঃপর নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: রেড্ডিট একাউন্টে লগইন করার পর নিচের স্ক্রিনশটের মতো আপনার রেড্ডিট একাউন্টের মেনু আইকনে ক্লিক করবেন-
ধাপ ২: অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার রেড্ডিট একাউন্টের ইউজারনেম দেখতে পারবেন। সাধারণত এখানে দেখানো ইউজারনেম আপনার রেড্ডিট একাউন্টের প্রোফাইল লিংকের শেষে থাকে। তাছাড়া এটি দেখতেও অনেক খারাপ লাগছে। তাই এই ইউজারনেম পরিবর্তন করে নিজের মনের মতো রেড্ডিট একাউন্টের ইউজারনেম সেট করতে চাইলে এই ইউজারনেম লেখার উপর ক্লিক করতে হবে-
ধাপ ৩: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো Change Username নামে একটি অপশন দেখতে পারবেন। রেড্ডিট একাউন্টের ইউজারনেম পরিবর্তন করার জন্য আমাদেরকে এই Change Username অপশনে ক্লিক করতে হবে-
ধাপ ৪: এবার আপনারা রেড্ডিট একাউন্টের ইউজারনেম সেট করার বক্স দেখতে পারবেন। এখানে আপনি আপনার রেড্ডিট একাউন্টের জন্য যে ইউজার নেম দিতে চাচ্ছেন সেই ইউজারনেম দিবেন। অতঃপর সবকিছু ঠিকঠাক থাকলে Next অপশনে ক্লিক করবেন-
ধাপ ৫: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার রেড্ডিট একাউন্টের ইউজারনেম কিরকম হবে সেটি দেখাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে Save Username অপশনে ক্লিক করবেন-
ধাপ ৬: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার রেড্ডিট একাউন্টের ইউজারনেম দেখতে পারবেন। রেড্ডিট একাউন্টের প্রোফাইল পিকচারের নিচেই ইউজারনেম দেখাবে-
এই ছিলো রেড্ডিট একাউন্টের ইউজারনেম সেট করার পদ্ধতি। রেড্ডিট আইডির ইউজারনেম পরিবর্তন অথবা সেট করার এটাই ছিলো সঠিক নিয়ম। আপনারা উপরে দেখানো নিয়মে খুব সহজেই আপনাদের রেড্ডিট একাউন্টের ইউজারনেম সেট অথবা পরিবর্তন করতে পারবেন।
শেষ কথাঃ
রেড্ডিটে জনপ্রিয় হওয়ার জন্য ইউজারনেম একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এটি সাবধানে বাছাই করতে হবে। রেড্ডিটে যদি আপনি সহজ, ইউনিক এবং ব্যক্তিত্ব প্রকাশকারী ইউজারনেম ব্যবহার করেন তাহলে আপনি রেড্ডিটের কমিউনিটিতে জনপ্রিয় হওয়ার পাশাপাশি আপনার কাজ ঠিকভাবে করতে পারবেন। আশা করছি এখন থেকে খুব সহজেই রেড্ডিট একাউন্টের ইউজার নেম সেট অথবা পরিবর্তন করতে পারবেন। এরপরেও যদি রেড্ডিট ইউজারনেম সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।