কিউআর কোড তৈরি করার ২টি উপায় (সম্পূর্ণ ফ্রিতে)
বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে কিউআর কোড অনেক জনপ্রিয় একটি মাধ্যম। এটি তথ্য দ্রুত শেয়ার এবং অ্যাক্সেস করার জন্য ব্যবহার হয়ে থাকে। পেমেন্ট, প্রোডাক্ট লিংক, ওয়াইফাই শেয়ার সহো বিভিন্ন কাজে কিউআর কোড ব্যবহার হয়ে থাকে। আপনি যদি কিউআর কোড তৈরি করতে চান তাহলে এই আর্টিকেল আপনার জন্য অনেক উপকারী হবে।
এই পোস্টে আমি কিউআর কোড তৈরি করার নিয়ম দেখাবো। আপনারা কিউআর কোড কিভাবে তৈরি করে সেটা জেনে খুব সহজেই মোবাইল অথবা কম্পিউটারে ফ্রিতেই কিউআর কোড তৈরি করতে পারবেন। চলুন তাহলে কিউআর কোড তৈরি করার পদ্ধতি এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক-
কিউআর কোড কী?
কিউআর কোড (Quick Response Code) হচ্ছে একটি টু-ডাইমেনশনাল (2D) কোড যা তথ্য স্ক্যান করার মাধ্যমে দ্রুত প্রদর্শন করে। এটি সাধারণত সাদা-কালো স্কয়ার আকারে থাকে এবং স্মার্টফোন বা কোড স্ক্যানার দিয়ে সহজেই পড়া যায়।
কিউআর কোড তৈরি করার কারন ও ব্যবহারঃ
বিভিন্ন কাজে কিউআর কোড তৈরি করতে হয়। এছাড়াও কিউআর কোড ব্যবহার করার অনেক সুবিধা থাকায় এটি অনেক জনপ্রিয়। কিউআর কোড এর ব্যবহার এবং সুবিধা হচ্ছে-
- পন্যের তথ্যঃ সাধারণত সকল পণ্যের গায়ে কিউআর কোড দেখা যায়। এই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে সেই পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়। আপনিও আপনার পণ্যের বিবরণ মানুষকে জানানোর জন্য সেই পন্যের গায়ে কিউআর কোড তৈরি করে দিতে পারেন।
- কন্টাক্ট ডিটেইলসঃ আপনার কন্টাক্ট নাম্বার, ইমেইল, ঠিকানা ইত্যাদি একত্রিত করে একটি কিউআর কোড তৈরি করতে পারেন। এতে আপনার কন্টাক্ট ডিটেইলস যার প্রয়োজন হবে সে কিউআর কোড স্ক্যান করলেই সকল তথ্য পেয়ে যাবেন। আপনাকে বারবার ম্যানুয়ালি কাউকে কন্টাক্ট ডিটেইলস দিতে হবেনা।
- ডিজিটাল পেমেন্টঃ বর্তমানে বিভিন্ন দোকানে পেমেন্ট নেওয়ার জন্য কিউআর কোড ব্যবহার করা হয়। কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে ক্রেতা ডিজিটাল পেমেন্ট করতে পারে।
- ওয়েবসাইটের লিংকঃ ওয়েবসাইটের লিংক শেয়ার করার জন্য কিউআর কোড তৈরি করতে পারেন। যে ব্যক্তি ওয়েবসাইটে প্রবেশ করতে চাচ্ছে অথবা ওয়েবসাইট সম্পর্কে জানতে চাচ্ছে সে কিউআর কোড স্ক্যান করলেই সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে।
- ব্যাংকিং ক্যাশ আউটঃ সাধারণত আমরা ক্যাশ আউট করার জন্য দোকানে গিয়ে এজেন্ট নাম্বার নিয়ে সেই নাম্বারে ক্যাশ আউট করে থাকি। কিন্তু যদি এজেন্ট নাম্বার কিউআর কোড এর মধ্যে দেয়া থাকে তাহলে সেই কিউআর কোড স্ক্যান করলেই সরাসরি ক্যাশ আউট করা যায়। এতে আলাদা করে নাম্বার মোবাইলে লিখতে হবে না এবং নাম্বার চেয়েও নিতে হবে না।
কিউআর কোড তৈরি করার মাধ্যম গুলো কি কি?
সাধারণত দুইটি মাধ্যমে খুব সহজেই কিউআর কোড তৈরি করা যায়। সেগুলো হচ্ছে-
- মোবাইল অ্যাপের মাধ্যমে।
- অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে।
আপনার মোবাইল অ্যাপ এবং অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে মোবাইলে অথবা কম্পিউটারে খুব সহজেই কিউআর কোড তৈরি করতে পারবেন। তাহলে দেখুন কিভাবে মোবাইলে অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে কিউআর কোড তৈরি করতে হয়-
অ্যাপ দিয়ে মোবাইলে কিউআর কোড তৈরি করার উপায়ঃ
যদি আপনার কাছে এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আপনি অ্যাপসের মাধ্যমে খুব সহজেই কিউআর কোড তৈরি করতে পারবেন। কিউআর কোড তৈরি করার অনেকগুলোই অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা মোবাইলে কিউআর কোড তৈরি করতে পারি।
আমি আপনাদেরকে কিউআর কোড তৈরি করার একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশনের কথা বলব আপনারা সেই অ্যাপের মাধ্যমে খুব সহজেই কিউআর কোড তৈরি করতে পারবেন। কিউআর কোড তৈরি করার যে জনপ্রিয় অ্যাপ্লিকেশন রয়েছে তার নাম Qr & Barcode Scanner.. আপনারা প্লে স্টোরে গিয়ে Qr & Barcode Scanner লিখে সার্চ করে নিচের স্ক্রিনশট দেয়া এপ্লিকেশন ইন্সটল করে নিবেন।
এখন আপনাদেরকে মোবাইলে কিউআর কোড তৈরি করার জন্য প্রথমে আপনারা অ্যাপ্লিকেশন ওপেন করবেন। Qr & Barcode Scanner অ্যাপ ওপেন করার পর নিচের স্ক্রীনশটের মতো মেনু আইকনে ক্লিক করতে হবে-
এবার আপনাদেরকে নিচের স্ক্রিনশট দেখানো Create Qr অপশনে ক্লিক করতে হবে-
Create Qr অপশনে ক্লিক করার পর নিচের স্ক্রীনশটের মত একটি পেজ দেখতে পারবেন যেখানে কিউআর কোড তৈরি করার অনেকগুলো অপশন রয়েছে। আপনারা বিভিন্ন টেক্সট, লিংক কন্টাক্ট, এসএমএস, ইমেইল, ফোন নাম্বার, ক্যালেন্ডার ইত্যাদি কিউআর কোড হিসেবে বানাতে পারবেন।
তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি লিংক কিউআর কোডের মাধ্যমে তৈরি করে দেখাচ্ছি। আমি আমার ওয়েবসাইটের লিংক কিউআর কোডের মাধ্যমে তৈরি করব যেটি স্ক্যান করার মাধ্যমে আমার ওয়েবসাইটে প্রবেশ করবে। ইউআরএল কিউআর কোডের মাধ্যমে তৈরি করার জন্য নিচের স্ক্রিনশট দেখানো URL অপশনে প্রবেশ করতে হবে-
এখন আপনারা যে লিংক বা ইউআরএল এর কিউআর কোড তৈরি করতে চাচ্ছেন সেই লিংক বা ইউআরএল নিচের স্ক্রিনশট দেখানো বক্সে দিয়ে টিক চিহ্ন অপশনে ক্লিক করতে হবে-
এখন আপনারা আপনার তৈরি করা কিউআর কোড দেখতে পারবেন। এখন এই কিউআর কোড মোবাইলে সেভ করার জন্য Save অপশনে ক্লিক করে গ্যালারিতে সেভ করতে হবে-
এখন যদি আপনি আপনার তৈরি করা Qr Code Scan করেন তাহলে নিচের স্ক্রীনশটের মতো দেখতে পারবেন। দেখুন আমি এখন যে আমার ওয়েবসাইটের লিংক দিয়ে কিউআর কোড তৈরি করলাম সেই কিউআর কোড স্ক্যান করলে আমার ওয়েবসাইটের লিংক দেখাচ্ছে। অর্থাৎ যদি আমার এই কিউআর কোড কেউ স্ক্যান করে তাহলে আমার ওয়েবসাইটের লিংক সরাসরি দেখতে এবং প্রবেশ করতে পারবে-
এই ছিলো মোবাইলে অ্যাপের মাধ্যমে কিউআর কোড তৈরি করার নিয়ম। আপনারা উপরের দেখানো নিয়ম অনুযায়ী খুব সহজেই মোবাইলে অ্যাপের মাধ্যমে ফ্রিতেই কিউআর কোড তৈরি করতে পারবেন।
অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কিউআর কোড তৈরি করার নিয়মঃ
অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেসকল ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আমরা কিউআর কোড তৈরি করতে পারি। যদি আপনার মোবাইলে কিউআর কোড তৈরি করার অ্যাপ না থাকে অথবা আপনি কম্পিউটার ব্যবহারকারী হন তাহলে অনলাইনে কিউআর কোড জেনারেট করতে পারেন। এই কাজের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে আপনারা qr code generator ওয়েবসাইটে প্রবেশ করবেন। www.qr-code-generator.com ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের স্ক্রীনশটের মতো আপনারা কিউআর কোড তৈরি করার অনেকগুলো অপশন দেখতে পারবেন।
এখান থেকে আপনারা যেটি কিউআর কোড তৈরি করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি টেক্সট কিউআর কোড বানাবো। টেক্সট কিউআর কোড বানানোর জন্য নিচের টেক্সট অপশনে ক্লিক করতে হবে-
ধাপ ২: এখন আপনারা নিচের স্ক্রীনশটের মতো একটি বক্স দেখতে পারবেন। আপনারা যে টেক্সটকে কিউআর কোডের মাধ্যমে তৈরি করতে চাচ্ছেন সেই টেক্সটকে বক্সে লিখে Generate QR Code অপশনে ক্লিক করবেন-
ধাপ ৩: অতঃপর আপনারা নিচের স্ক্রীনশটের মতো আপনার তৈরি করা কিউআর কোড দেখতে পারবেন। এখন আপনারা নিচের স্ক্রিনশট দেখানো অপশনে ক্লিক করে আপনার তৈরি করা কিউআর কোড মোবাইলে সেভ করে নিবেন-
ধাপ ৪: যখন আপনি অনলাইনে তৈরি করা কিউআর কোড মোবাইলে সেভ করবেন তখন নিচের স্ক্রীনশটের মতো দেখতে পারবেন। এই কিউআর কোড স্ক্যান করলে আপনার লেখা টেক্সট দেখা যাবে-
এই ছিলো অনলাইনে কিউআর কোড জেনারেট করার নিয়ম। আপনারা উপরের দেখানো পদ্ধতিতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কিউআর কোড তৈরি করতে পারবেন।
আরও পড়ুনঃ অনলাইনে কিউআর কোড স্ক্যান করার নিয়ম.
শেষ কথাঃ
ব্যক্তিগত এবং ব্যবসায়ী কাজের জন্য কিউআর কোড একটি অপরিহার্য টুল। কাজকে সহজ করার জন্য কিউআর কোড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিমধ্যে আপনারা মোবাইলে অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে কিউআর কোড তৈরি করার নিয়ম জানতে পেরেছেন। যদি কিউ আর কোড তৈরি করতে গিয়ে কোন ঝামেলা হয় তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই পোস্ট আপনার ভালো লাগলে এবং উপকার হলে বন্ধুদেরকে শেয়ার করে জানাতে পারেন।