মোবাইলে পিস টিভি বাংলা চ্যানেল লাইভ দেখার উপায় (সম্পূর্ণ ফ্রি)

দীর্ঘদিন বন্ধ থাকার পর পিস টিভি চ্যানেল আবার চালু হয়েছে। যারা ইসলামিক জ্ঞান এবং ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চান তারা মোবাইলে সহজেই পিস টিভি বাংলা চ্যানেল লাইভ দেখার মাধ্যমে জানতে পারবেন।  


এই আর্টিকেলে আমি আপনাদেরকে মোবাইলে পিস টিভি বাংলা চ্যানেল লাইভ দেখার উপায় জানাবো। মোবাইলে কিভাবে পিস টিভি বাংলা চ্যানেল লাইভ দেখতে হয় সেটি জেনে ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান মোবাইলে সরাসরি দেখতে পারবেন- 


মোবাইলে পিস টিভি বাংলা চ্যানেল লাইভ দেখার উপায়


পিস টিভি চ্যানেল সম্পর্কিত তথ্যঃ 

পিস টিভি একটি স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল যেটি দুবাই সংযুক্ত আরব আমিরাত থেকে বিশ্বব্যাপি পরিবেশন করা হয়ে থাকে। পিস টিভির অনুষ্ঠানমালা সম্পূর্ণ বিনামূল্য ইংরেজি, বাংলা, উর্দু এবং চীনা ভাষায় প্রচারিত হয়ে থাকে। ভারতীয় ইসলামিক ধর্মপ্রচারক ডা. জাকির নায়েক হচ্ছেন এই পিস টিভির প্রতিষ্ঠাতা এবং সভাপতি। তিনি একজন ইসলামিক প্রচারক হিসেবে মুম্বাই ভারত থেকে দ্বীনি ভূমিকা রেখেছেন। 


২০০৬ সালের ২১ জানুয়ারি থেকে যাত্রা শুরু করা এই পিস টিভি চ্যানেল বিশ্বের ২০০টি দেশেরও বেশি দেশে সম্প্রচারিত হয়ে আসছে। এছাড়াও চ্যানেলটি বিশ্বব্যাপি অন্তর্ভুক্ত করা হয়, যেমন: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকা। ২০০৯ সালে সহোদর চ্যানেল পিস টিভি উর্দু চালু করা হয় যেটি মূলত উৎসর্গ করা হয় বিশেষ করে বিশ্বের উর্দু ভাষায় কথা বলা দর্শকদের জন্য এবং ২২শে এপ্রিল ২০১১ সালে পিস টিভি বাংলা চ্যানেলটির জন্ম হয়। 


বিশ্বের সকল বাংলাভাষী মানুষের জন্য পিস টিভি বাংলা চ্যানেলটির জন্ম দেওয়া হয়। পিস টিভি নেটওয়ার্ক সরাসরি অনুষ্ঠান পরিচালনা করে থাকে। বক্তৃতার অনুষ্ঠানমালাসমূহ বয়স্ক এবং যুবকদের জন্য এবং শিক্ষামুলক অনুষ্ঠানমালা শিশুদের জন্য প্রচারিত হয়। এটির সভাপতি জাকির নায়েক প্রায়ই বলে থাকেন পিস টিভি একটি শিক্ষামূলক চ্যানেল।


আরব স্যাটেলাইট কমিউনিকেশন অর্গানাইজেশন (আরবস্যাট) স্যাটেলাইট বিএডিআর-৩ এর মাধ্যমে পিস টিভি ২০০৬ সালের অক্টোবের উদ্বোধন করা হয়। সেপ্টেম্বরে ২০১২ তারিখে পিস টিভি সহজলভ্যভাবে পাওয়া যায়; স্যাটেলাইট গ্যালাক্ষী ১৯, ২৪/৭, ইংরেজি, উর্দু এবং বাংলা ভাষায়। সেপ্টেম্বর ২০০৭ পিস টিভি পাওয়া যায় যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্য তে বিস্তাইবি ফরমেটে। 


এটি আরও পাওয়া যায় অভার দ্যা এয়ার (ওটিএ) নিউইয়র্ক, লস এঞ্জেলস, শিকাগো, ফিলেডেদফিয়া, হস্টন, দালাস, মিয়ামি, আটলান্টা এবং সিটেল। এছাড়াও বিনামূল্য সরাসরি স্টেশন স্যাটেলাইট টেলিভিশনটি কম্পিউটারে এপ্লিকেশনে দেখা যায়।[৭] ২০০৯ সালে চ্যানেলটি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন থেকে £১.২৫ মিলিয়ন গ্রহণ করে; যেটি আন্তর্জাতিক অনুমোদিত দানভিত্তিক একটি প্রতিষ্ঠান, যার মালিক হলেন জাকির নায়েক। 

সূত্রঃ উইকিপিডিয়া। 


পিস টিভি চ্যানেল বন্ধ হওয়ার কারন ও বর্তমান অবস্থাঃ 

পিস টিভি চ্যানেল সম্পর্কে আমরা অনেকেই কমবেশি জানি। মুসলমানদের জনপ্রিয় এক ব্যক্তির নাম হচ্ছে ডাক্তার জাকির নায়েক। সেই ডক্টর জাকির নায়েকের ইসলামিক চ্যানেলের নাম হচ্ছে পিস টিভি। পিস টিভি চ্যানেলের অনেক দর্শক এবং জনপ্রিয়তা ছিলো। ডক্টর জাকির নায়েক মানুষদেরকে ধর্ম বিষয়ে সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে মানুষকে সঠিক তথ্য দিতো। 


এতে অনেক বিধর্মীরা ইসলাম সম্পর্কে সঠিকভাবে জেনে এবং তাদের ভুল বুঝতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। এভাবে যখন ডাক্তার জাকির নায়েক ভারতে পিস টিভি চ্যানেলের মাধ্যমে ধর্ম প্রচার করা শুরু করেন তখন ইসলাম বিদ্বেষীরা চিন্তিত হয়ে পড়ে। তারা মানুষদেরকে মুসলমান হাওয়া থেকে থামাতে পিস টিভি চ্যানেল বন্ধ করার কার্যক্রম শুরু করে দেয়। 


অতঃপর বিধর্মীরা বিভিন্ন ভুলভাল কারণ দেখিয়ে ২০১৬ সালে ভারত থেকে পিস টিভি চ্যানেল সম্প্রচার করা বন্ধ করে দেয়। এমনকি যে সকল অপারেটর পিস টিভি চ্যানেল টিভিতে দেখাতো পুলিশ তাদের বিরুদ্ধেও মামলা সহো বিভিন্নভাবে নির্যাতন করে। এভাবে তারা পিস টিভি চ্যানেল বন্ধ করার পাশাপাশি ডাক্তার জাকির নায়েককেও ভারত থেকে তাড়িয়ে দেয়। 


তারা এসব করেছিল শুধুমাত্র ডাক্তার জাকির নায়েকের ইসলাম প্রচার করার কারণে। যখন ডাক্তার জাকির নায়েক ইসলাম প্রচার করে মানুষকে সঠিক শিক্ষা দিয়ে সঠিক ধর্মের দিকে ডেকে নিয়ে আসে তখন একদল বিধর্মীরা সেটা সহ্য করতে না পেরে এসব কর্মকাণ্ড করে। সেই সকল ইসলাম বিদ্বেষীদের কারণেই সকলের জনপ্রিয় পিস টিভি চ্যানেল বন্ধ হয়ে যায়। 


মোবাইলে পিস টিভি চ্যানেল কেন দেখবেন? 

পিস টিভি চ্যানেল মোবাইলে দেখার অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনারা যেসব কারণে মোবাইলে পিস টিভি চ্যানেল দেখতে পারেন তা হচ্ছে- 


  • সম্পূর্ণ ফ্রিঃ মোবাইলে সম্পূর্ণ ফ্রিতে পিস টিভি চ্যানেল লাইভ দেখা যায়। অর্থাৎ আপনি কোন টাকা পয়সা খরচ না করেই শুধুমাত্র ইন্টারনেট সংযোগ চালু করে পিস টিভি চ্যানেল মোবাইলে লাইভ দেখতে পারবেন। 

  • যেকোন স্থান থেকে দেখাঃ আপনি যেকোন সময় যেকোন জায়গা থেকে মোবাইলে পিস টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন। ঘরে, অফিসে, রাস্তায় ইত্যাদি জায়গায় থেকে পিস টিভি চ্যানেলে ইসলামিক প্রোগ্রাম দেখা সম্ভব। 

  • মোবাইল ডিভাইসের সুবিধাঃ যেহেতু মোবাইল সবসময় আমাদের সাথে থাকে এবং যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যায় তাই মোবাইলে পিস টিভি চ্যানেল লাইভ দেখা অনেক সহজ। আপনি যেকোনো সময় যেকোন স্থান থেকে পিস টিভিতে চলা আপনার পছন্দের প্রোগ্রাম লাইভ দেখতে পারবেন। 

মোবাইলে পিস টিভি বাংলা চ্যানেল লাইভ দেখার উপায়ঃ 

পিস টিভি চ্যানেল ভারতের ইসলাম বিদ্বেষীরা বন্ধ করলেও বর্তমানে পিস টিভি চ্যানেল চালু রয়েছে। ডাক্তার জাকির নায়েক জানিয়ে দিয়েছে এখন মোবাইল ব্যবহারকারীরা তাদের মোবাইলে পিস টিভি চ্যানেল দেখতে পারবে। মোবাইলে পিস টিভি বাংলা চ্যানেল লাইভ দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


ধাপ ১: প্রথমে আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন। অতঃপর Peace Tv লিখে সার্চ করে নিচের স্ক্রিনশট দেখানো অ্যাপ ইন্সটল করবেন। অথবা সরাসরি Peace Tv এই লিংকে প্রবেশ করে পিস টিভি অ্যাপ ইন্সটল করবেন। পিস টিভি অ্যাপ ইন্সটল করা হলে সেই অ্যাপ ওপেন করবেন-  


মোবাইলে পিস টিভি বাংলা চ্যানেল লাইভ দেখার উপায়


ধাপ ২: পিস টিভি অ্যাপ ওপেন করার পর দুইটি অপশন দেখতে পারবেন। এখানে দুইটি অপশনের কাজ হচ্ছে- 


  • Join to watch now - পিস টিভি চ্যানেল দেখার জন্য এই অ্যাপে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আগে থেকেই একাউন্ট খোলা না থাকে তাহলে এখানে ক্লিক করে একাউন্ট খুলে নিবেন। 

  • Login Here - যদি পিস টিভি অ্যাপে আগে থেকেই আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে ক্লিক করে সেই অ্যাকাউন্ট লগইন করবেন। 


যেহেতু আমরা মোবাইলে প্রথমবার পিস টিভি অ্যাপ ইন্সটল করেছি তাই আমাদেরকে প্রথমে একাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা Join to watch now অপশনে ক্লিক করবেন- 


মোবাইলে পিস টিভি বাংলা চ্যানেল লাইভ দেখার উপায়


ধাপ ৩: এবার আপনারা অ্যাকাউন্ট খোলার অপশন দেখতে পারবেন। এখানে আপনার নাম, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট খুলতে পারবেন। তবে আপনারা চাইলে সরাসরি আপনার জিমেইল একাউন্ট কানেক্ট করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনার মোবাইলে জিমেইল এড করা থাকে তাহলে নিচের স্ক্রিনশটে দেখানো গুগল আইকনে ক্লিক করবেন- 


মোবাইলে পিস টিভি বাংলা চ্যানেল লাইভ দেখার উপায়


ধাপ ৪: এবার আপনার মোবাইলে যতগুলো জিমেইল একাউন্ট লগইন করা হয়েছে সবগুলো নিচের স্ক্রিনশট এর মতো দেখাবে। আপনারা যে জিমেইল একাউন্টের মাধ্যমে পিস টিভি অ্যাপে একাউন্ট খুলতে চাচ্ছেন সেই gmail অ্যাকাউন্টের নামের উপর ক্লিক করবেন- 


মোবাইলে পিস টিভি বাংলা চ্যানেল লাইভ দেখার উপায়


ধাপ ৫: এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো Continue অপশনে ক্লিক করবেন- 


মোবাইলে পিস টিভি বাংলা চ্যানেল লাইভ দেখার উপায়


ধাপ ৬: Continue অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার জিমেইল একাউন্ট পিস টিভি চ্যানেলের সাথে কানেক্ট হয়ে যাবে। অতঃপর আপনারা পিস টিভি অ্যাপের হোম পেজ দেখতে পারবেন। এখানে পিস টিভির ইংলিশ, উর্দু, বাংলা এবং চীনা ভাষার চ্যানেল রয়েছে। আপনি যে ভাষায় পিস টিভি চ্যানেল দেখতে চাচ্ছেন সেই ভাষা সিলেক্ট করবেন- 


মোবাইলে পিস টিভি বাংলা চ্যানেল লাইভ দেখার উপায়


ধাপ ৭: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো মোবাইলে পিস টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন। এখানে পিস টিভি চ্যানেলের ভিডিও কোয়ালিটি একদম ফ্রেশ। অর্থাৎ HD কোয়ালিটির ভিডিও দেখতে পাবেন- 


মোবাইলে পিস টিভি বাংলা চ্যানেল লাইভ দেখার উপায়


এই ছিলো মোবাইলের পিস টিভি চ্যানেল লাইভ দেখার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে মোবাইলে পিস টিভি চ্যানেল বাংলা, ইংরেজি, উর্দু এবং চীনা ভাষার মধ্যে আপনার যে ভাষা ভালো লাগে সেই ভাষায় দেখতে পারবেন। 


মোবাইলে কোন কোন ভাষায় পিস টিভি চ্যানেল লাইভ দেখা যায়? 

মোবাইলে পিস টিভি অ্যাপের মাধ্যমে চারটি ভাষায় পিস টিভি চ্যানেল লাইভ দেখা যায়। ভাষাগুলো হচ্ছে- 


  • ইংরেজি, 

  • বাংলা, 

  • উর্দু, 

  • চীনা, 


অর্থাৎ আপনারা মোবাইলে পিস টিভি অ্যাপের মাধ্যমে ইংরেজি, বাংলা, উর্দু এবং চীনা ভাষায় পিস টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন। 

শেষ কথাঃ 

সকল মানুষের ইসলামিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরী। ইতিমধ্যে আপনারা মোবাইলে পিস টিভি চ্যানেল বাংলা ভাষায় লাইভ দেখার পদ্ধতি জানতে পেরেছেন। আশা করছি এখন থেকে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়েই Peace tv bangla channel live দেখতে পারবেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা পিস টিভি চ্যানেল সরাসরি দেখতে গিয়ে কোন সমস্যা হয় তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই পোস্ট আপনাদের উপকারে আসলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে জানাতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url