নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার ইসলামিক স্ট্যাটাস, শুভেচ্ছা ও ক্যাপশন
একটি বছর শেষ হওয়ার পর শুরু হয় আরেকটি নতুন বছর। বছরের শেষে আমরা সকল দুঃখ কষ্ট ভুলে নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে থাকি। নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য আমরা অনেকেই নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকি।
যদি আপনি নতুন বছরের শুভেচ্ছা ইসলামিক স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। কারণ এই পোস্টে বাছাইকৃত সেরা নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস দেয়া হয়েছে। আপনারা নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য ইসলামিক ক্যাপশন এখানেই পাবেন।
নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস নিয়ে কিছু কথাঃ
সময় কখনো কারো জন্য থেমে থাকেনা। দিনের পর দিন, মাসের পর মাস, অতঃপর বছরের পর বছর চলেই যাচ্ছে। একটি বছর শেষ হলে শুরু হয় আরেকটি নতুন বছর। নতুন বছরে আমরা ছেড়ে আসা পুরনো বছরের সকল দুঃখ কষ্ট ভুলে যাওয়ার চেষ্টা করি। আমরা সকলেই চাই নতুন বছরে আমাদের জীবন সুখে কাটুক। আল্লাহ যেনো আমাদের নতুন বছর ভালো রাখে এটাই আমাদের প্রত্যাশা থাকে।
এই প্রত্যাশা থেকেই আমরা নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস করে থাকি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাউন্টে যেমন facebook, twitter, instagram সহ সকল সোশ্যাল মিডিয়া একাউন্টে নতুন বছরের শুভেচ্ছা ইসলামিক স্টাটাস করে থাকি। এইসব স্ট্যাটাসে আমরা আল্লাহর কাছে নতুন বছরে আমাদের মঙ্গলের জন্য দোয়া চাই। অতঃপর শুরু হয় একটি নতুন বছর।
নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা, ইসলামিক স্ট্যাটাস এর গুরুত্বঃ
একটি বছর শেষ হওয়ার পর যখন আরেকটি নতুন বছর শুরু হয় তখন আমরা শুরুতেই যেটি করি সেটি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া একাউন্টে নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাস দিয়ে থাকি। আমরা নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাসে নতুন বছর কেমন কাটবে এবং পুরনো বছর সম্পর্কে লিখে থাকি। তবে অনেকেই নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাস দিতে গিয়ে অহেতুক মূল্যহীন স্ট্যাটাস দিয়ে থাকে।
কিন্তু আমরা চাইলে নতুন বছরের জন্য ইসলামিক স্ট্যাটাস দিতে পারি। নতুন বছরের শুভেচ্ছা ইসলামিক স্ট্যাটাস এর গুরুত্ব হচ্ছে আমরা নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস এর মাধ্যমে আল্লাহর কাছে পরবর্তী বছরে আমাদের মঙ্গলের জন্য দোয়া কামনা করতে পারি। এছাড়াও অনেকেই নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য অহেতুক বাড়াবাড়ি করে থাকে।
তারা রাতে বিভিন্ন আতশবাজি ও বোমা ফাটিয়ে, ফানুস উড়িয়ে মানুষকে কষ্ট দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। আমরা নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস দেয়ার মাধ্যমে মানুষকে এইসব থেকে সাবধান থাকার নির্দেশনা দিতে পারি। মানুষ আমাদের হ্যাপি নিউ ইয়ার ইসলামিক স্ট্যাটাস দেখে নতুন বছরের শুভেচ্ছার জন্য অহেতুক বাড়াবাড়ি থেকে দূরে থাকবে।
নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ইসলামিক স্ট্যাটাসঃ
নিম্নে আপনাদের জন্য সকল নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস দেয়া হলো। আপনারা নিম্নে যেসব হ্যাপি নিউ ইয়ার ইসলামিক স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদের জন্য বাছাইকৃত সেরা নতুন বছরের শুভেচ্ছা ইসলামিক স্ট্যাটাস।
আপনারা এইসব নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ যে কোন সোশ্যাল মিডিয়ার একাউন্টে পোস্ট করতে পারবেন। এছাড়াও আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন। সকল বাছাইকৃত সেরা নতুন বছরের শুভেচ্ছা স্টাটাস হচ্ছে-
✓ একটি বছর চলে যাওয়া মানে আমাদের জীবন থেকে একটি বছরের হায়াত কমে যাওয়া।
- হে আল্লাহ, ২০২২ সালে যেসব আমল করেছি তা কবুল করে নাও। আর ২০২৩ সালে আরও বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। 🥰🥰
- আমিন 🤲🤲
✓ অতঃপর ব্যস্ত কোলাহল শহরে কেঁপে উঠলাম অসুস্থ মস্তিষ্কের মানুষদের বোমাবাজির শব্দে!! 😭😭
- আল্লাহ হেদায়ত দান করুন। 💓💓
✓ অল্প কিছুক্ষণ পর ফজরের
নামাজের আজান দিবে। 💓💓
- সবাই ফজরের নামাজ দিয়ে 2023 সাল শুরু করব ইনশাআল্লাহ 🥰🥰
✓ 𝟐𝟎𝟐𝟑 সাল শুরু হোক
আলহামদুলিল্লাহ দিয়ে। 🥰🥰
✓ 💞১.১.২০২৩ সাল💞
নতুন বছরের জন্য সবাই পড়তে পারেন-
اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلا مَةِ – وَالإِسْلامِ ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ
ﻳَﺎ ﻣُﻘَﻠِّﺐَ ﺍﻟْﻘُﻠُﻮْﺏِ ﻭَ ﺍْﻻَﺑْﺼَﺎﺭِ ﻳَﺎ ﻣُﺪَﺑِّﺮَ ﺍﻟَّﻴْﻞِ ﻭَ ﺍﻟﻨَّﻬَﺎﺭ — ﻳَﺎ ﻣُﺤَﻮِّﻝَ ﺍﻟْﺤَﻮْﻝِ ﻭَ ﺍْﻻَﺣْﻮَﺍﻝ ﺣَﻮِّﻝْ ﺣَﺎ ﻟَﻨَﺎ ﺍِﻟﻰ ﺍَﺣْﺴَﻦَ ﺍﻟْﺤَﺎﻝِ
- বাংলা উচ্চারন :
আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি,ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রহমানি, ওয়া ঝওয়ারিম মিনাশ শায়তানি,ইয়া মুকাল্লিবাল কুলুবি ওআল আবছারি ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান্নাহার;ইয়া মুহাওয়্যিলাল হাওলি ওয়াল আহ্ওয়ালি হাওয়্যিল হালানা ইলা আহসানাল হালি;
- বাংলা অর্থ :
হে আল্লাহ! আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় আল্লাহ্র কল্যাণ দান করুন। শয়তানের কুমন্ত্রণা মোকাবেলায় আমাদের সাহায্য করুন।হে অন্তর ও দৃষ্টিসমূহের পরিবর্তনকারী! হে রাত ও দিনের আবর্তনকারী! হে সময় ও অবস্থা পরিবর্তনকারী আল্লাহ্! সব সময় আমাদের অবস্থা ও অবস্থান ভালো বা কল্যাণের দিকে উন্নীত করুন!
✓ 2022 সালের সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।
- 2023 সাল ভালো কাটবে ইনশাআল্লাহ 🥰🥰
✓ Dear...Allah 💕💕
2023 সালে
আমার মন ভেঙ্গে দিও না....!💔
মনের ইচ্ছেগূলো পূরণ করে দিও....!🙂
সবচেয়ে প্রিয় একটা বছর দিও...!🥰
লাইফে খুব বেশি কিছু চাইনা....!❤️☺️
নতুন বছরে একটু মানসিক শান্তি দিও🤍🖤
আমিন 🤲🤲
✓ আলহামদুলিল্লাহ ❤️
এশার নামাজ দিয়ে বছর শেষ হয়েছে!
ফজর নামাজ দিয়ে নতুন বছর শুরু হল। 🥰🥰
✓ 31 first night নিয়ে যাদের
কোনো মাথা ব্যাথা নেই,
তারা বলি আলহামদুলিল্লাহ। 🥰🥰
✓ 𝘿𝙚𝙖𝙧 2023 💓💓
প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের ❤🖤 💫
ছেলে মেয়েদের স্বপ্ন পূরণের বছর হয়ে এসো 😌🍁
____ আমিন___🤲🤲
✓ আবারো একটা নতুন বছর পেয়েছি
তাই সবাই মন থেকে একবার বলি!
❣️ আলহামদুলিল্লাহ 🥰
✓ আজ বছরের শেষ দিন। আমাকে একটি ছোট্ট মেসেজ কিংবা উপদেশ দিন। আমি মেনে চলার চেষ্টা করবো!' 🥰🥰
✓ আরেকটা বছর জীবন থেকে চলে গেল। সবাই আরো একটু মৃত্যুর কাছাকাছি হলাম। বিদায়ের ঘন্টা আরো কাছে এলো। অথচ আমরা করছি উৎসব। 💔💔
এইযে উৎসবের রং ফুর্তি, মজা, বিনোদন এটাই দুনিয়া। আর সময় ঘনিয়ে আসছে, মৃত্যুর কাছাকাছি হচ্ছি, এই বোধটুকুই বাস্তবতা। দুনিয়া জীবনের এই বাস্তবতাটুকু ভুলিয়ে রাখতে চায়। 😭😭
✓ নতুন বছরের আগমন মানে কি.... ?
📒 হায়াত কমে যাওয়া।
📒 তওবার সুযোগ কমে যাওয়া ।
📒 মৃত্যুর দিকে আরো একধাপ এগিয়ে যাওয়া।
আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুন। আমীন, 💓💓
✓ নতুন বছর নিয়ে উল্লাস করার কিছু নেই!
আপনার হায়াত ১ বছর কমেছে, বাড়েনি!! 💔💔
✓ এই নতুন বছরে দ্বীনের পথে ফিরে আসার জন্য তরুণ্যোর বিশেষ একটি সুযোগ৷
দৃঢ়ভাবে নিয়্যাত করি৷ আজ থেকে আর কখনো নামায কাযা করব না৷ 🥰🥰
ইন'শা আল্লাহ৷ 🤲🥀
✓ নতুন বছরের নতুন দিন ফজরের নামাজটা পড়তে ভুলেননিতো??
যারা পড়েছি তারা বলি আলহামদুলিল্লাহ 🥰
✓ আল্লাহ নতুন বছরে আমার একটা চাওয়া...
আল্লাহ আমার সব নেক আশা পূরণ করে দিও 🥰
✓ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 💞💞
🌅 সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি নতুন বছরের আবারও একটি সুন্দর সকাল দেখার তৌফিক দান করলেন। 🥰🥰
- আলহামদুলিল্লাহ্। 💓💓
✓ নতুন বছরের নতুন দিন আমার সিদ্ধান্ত ..
- সকল প্রকার হারাম বয়কট করলাম। 🤩🤩
- সকল প্রকার হারাম থেকে যেন বিরত থাকতে পারি ইনশাআল্লাহ। 🥰🥰
সবার দোয়া চাই আল্লাহ যেন কবুল করেন আমিন 🤲
✓ i wish
- নতুন বছরে আমার মা বাবা সহ পৃথিবীর সকল মা বাবাকে আল্লাহ্ যেনো সুস্থ রাখেন। 🥰🥰
- আমিন। 🤲🤲
শেষ কথাঃ
এই ছিল সকল নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস। উপরে বাছাইকৃত সেরা সকল নতুন বছরের শুভেচ্ছা ইসলামিক স্ট্যাটাস দেয়া হয়েছে। আপনারা উপরে দেয়া নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস, নতুন বছরের শুভেচ্ছা ইসলামিক স্ট্যাটাস, হ্যাপি নিউ ইয়ার ইসলামিক স্ট্যাটাস ফেসবুক সহ যেকোনো সোশ্যাল মিডিয়ার একাউন্টে পোস্ট ও শেয়ার করতে পারবেন। এছাড়া আপনার চাইলে আপনাদের বন্ধুদের মাঝে এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। যদি আরো নতুন বছরের শুভেচ্ছা ইসলামিক স্ট্যাটাস চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের জন্য নিত্য নতুন হ্যাপি নিউ ইয়ার ইসলামিক স্ট্যাটাস নিয়ে আসবো।