মোবাইল চার্জ দেয়ার সঠিক নিয়ম (ব্যাটারি হবে দীর্ঘস্থায়ী)

মোবাইলের ব্যাটারি ঠিক রাখার জন্য আমাদেরকে মোবাইল সঠিকভাবে চার্জ দিতে হয়। তাছাড়া মোবাইলে সঠিকভাবে চার্জ দিলে মোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী হয় এবং আমরা সেই মোবাইল দীর্ঘদিন ব্যবহার করতে পারি। তাই মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়মগুলো জানা অনেক গুরুত্বপূর্ণ 


যদি আপনি মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য। কারণ এই পোস্টে আমি "কিভাবে মোবাইল চার্জ করতে হবে এবং কী কী বিষয় এড়িয়ে চলা উচিত" সেটি জানাবো। মোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে কিভাবে মোবাইল চার্জ দিতে হয় সেটি আপনারা জানতে পারবেন- 

 

মোবাইল চার্জ দেওয়ার নিয়ম


মোবাইলে সঠিকভাবে চার্জ না দিলে কি হয়?

আমরা অনেকেই মোবাইল সঠিকভাবে চার্জ দেইনা। যদি আপনি আপনার মোবাইল সঠিক নিয়মে চার্জ না দেন তাহলে যেসব সমস্যার সম্মুখীন হবেন তা হচ্ছে- 


  • ব্যাটারির পারফরমেন্স কমে যাওয়াঃ ঠিকভাবে মোবাইল চার্জ না দেওয়ার কারণে আমাদের মোবাইলের ব্যাটারী ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়ে থাকে। আপনার নতুন মোবাইল কেনার সময়ে দেখবেন সেই মোবাইলের চার্জ অনেক বেশি থাকে। 

  • মোবাইলের ক্ষতিঃ সঠিক চার্জার এবং বিদ্যুৎ লাইনের মাধ্যমে মোবাইল চার্জ না দিলে মোবাইলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। 

  • মোবাইল গরম হওয়াঃ অনেক সময় দেখবেন মোবাইল চার্জ দেয়ার সময় মোবাইলে অনেক গরম হয়। মূলত সঠিক পদ্ধতিতে মোবাইল চার্জ না দিলে এই সমস্যা হয়ে থাকে। 

  • ব্যাটারির স্থায়িত্ব কমে যাওয়াঃ ভুল পদ্ধতিতে মোবাইল চার্জ দিলে মোবাইলের চার্জ দ্রুত শেষ হয় এবং ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়। 


মোবাইল চার্জ দেয়ার সঠিক নিয়মঃ

আপনি নিশ্চয়ই আপনার মোবাইলের ব্যাটারির সুরক্ষার জন্য সঠিকভাবে মোবাইল চার্জ দিতে চাইবেন। যদি আপনি সঠিকভাবে মোবাইল চার্জ দিতে চান তাহলে যেসব কাজ করতে হবে তা হচ্ছে- 


  • চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার না করা।

  • মোবাইলের চার্জ ২০% থেকে ৮০% এর মধ্যে রাখা।

  • আসল চার্জার ব্যবহার করা। 

  • সারা রাত চার্জে লাগিয়ে না রাখা। 

  • ফাস্ট চার্জিং বেশি ব্যবহার না করা। 

  • খারাপ পাওয়ার ব্যাংক ব্যবহার না করা। 

  • অতিরিক্ত গরম ও ঠান্ডায় মোবাইল চার্জ না দেওয়া। 


মোবাইল সঠিক ভাবে চার্জ দেয়ার জন্য উপরোক্ত কাজগুলো করতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক উপরোক্ত কাজগুলো যেভাবে করবেন- 


১. চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করবেন নাঃ 

চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করবেন না


অনেকেই রয়েছেন যারা চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করে থাকেন। চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করো একদম ঠিক নয়। কারণ আপনি যদি চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করেন তাহলে আপনার মোবাইলের বিভিন্ন ধরনের ক্ষতি হবে। বিশেষ করে চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক কমে যায়। আপনি চার্জে লাগিয়ে কিছুদিন মোবাইল ব্যবহার করার পরে দেখবেন আপনার মোবাইলের ব্যাটারির চার্জ অনেক কম থাকছে। 


আপনি চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করার আগে যেরকম ব্যাটারি ব্যাকআপ পেতেন পরবর্তীতে যদি চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করলে আগের মতন ব্যাটারি ব্যাকআপ পারবেন না। এছাড়াও চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করলে মোবাইল গরম হয়ে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইদানিং চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করার কারণে অনেক জায়গায় দুর্ঘটনা হয়েছে। তাই মোবাইলের ব্যাটারি এবং নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মোবাইল চার্জে লাগিয়ে ব্যবহার করবেন না।


২. মোবাইলের চার্জ ২০% থেকে ৮০% এর মধ্যে রাখুনঃ 

মোবাইল ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে মোবাইলের চার্জ কখনোই ০%-এ আনবেন না এবং ১০০% চার্জ করবেন না। কারন লিথিয়াম-আয়ন ব্যাটারি ২০% থেকে ৮০% চার্জের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে।


৩. মোবাইলের আসল চার্জার ব্যবহার করুনঃ 

আপনি যখন নতুন মোবাইল কিনবেন তখন সেই মোবাইলের বক্সেই একটি চার্জার দেখতে পারবেন। সেই চার্জারটি মূলত উক্ত মোবাইলের ভোল্টেজ এবং এম্পিয়ার অনুসারে তৈরি করা হয়েছে। যার কারণে মোবাইলে সঠিকভাবে চার্জ দেয়ার জন্য শুধুমাত্র মোবাইলের সাথে দেয়া চার্জারটি ব্যবহার করতে হবে। আপনি যদি অন্য কোনো চার্জার ব্যবহার করেন তাহলে আপনার মোবাইলের এম্পিয়ার এবং ভোল্টেজ এর সাথে না মিললে মোবাইলের ব্যাটারির ক্ষতি হবে। 


৪. সারারাত মোবাইল চার্জে লাগিয়ে রাখবেন নাঃ 

অনেকের অভ্যাস রয়েছে তারা রাতে মোবাইল চার্জে লাগিয়ে ঘুমায় এবং সকালে ঘুম থেকে উঠে মোবাইল চার্জ থেকে খুলে। এই কাজটি করা ঠিক নয়। এতে মোবাইলের ব্যাটারির উপর অনেক চাপ পড়ে এবং ব্যাটারীতে অতিরিক্ত চার্জ হয়ে মোবাইল গরম হয় দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে। তবে বর্তমান অধিকাংশ মোবাইল গুলোতে অতিরিক্ত চার্জ প্রোটেকশন দেয়া থাকে। যার ফলে মোবাইলে ফুল চার্জ হলে অটোমেটিক চার্জ হওয়া বন্ধ হয়ে যায়। তারপরেও মোবাইল ফুল চার্জ হওয়ার সাথে সাথেই চার্জার থেকে খোলা উচিত। 


৫. ফাস্ট চার্জিং বেশি ব্যবহার করবেন নাঃ 

ফার্স্ট চার্জার দিয়ে মোবাইল দ্রুত চার্জ করা গেলেও এটি মোবাইলের ব্যাটারির উপর অনেক চাপ ফেলে। এর ফলে মোবাইলের ব্যাটারির পারফরম্যান্স ধীরে ধীরে কমে যায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন ফার্স্ট চার্জিং বেশি ব্যবহার করলে উক্ত মোবাইলের চার্জ অনেক কম থাকে। 


৬. খারাপ পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন নাঃ 

আপনি যদি খারাপ অর্থাৎ নিম্নমানের পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইল চার্জ করেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারির ক্ষতি হবে। কেননা নিম্নমানের পাওয়ার ব্যাংকে সঠিক এম্পিয়ার এবং ভোল্টেজ আউটপুট না হওয়ায় অনেক সময় মোবাইলের ব্যাটারির ক্ষতি করে থাকে। তাই যদি পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইল চার্জ দিতেই হয় তাহলে উচ্চমানের ভালো পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইল চার্জ দিবেন। 


৭. অতিরিক্ত গরম অথবা ঠান্ডায় মোবাইল চার্জ দিবেন নাঃ 

সাধারণত গ্রীষ্মকালে অনেক গরম থাকে। যদি গরম আবহাওয়ার মধ্যে আপনি মোবাইল চার্জ দেন তাহলে আপনার মোবাইলে অনেক গরম হয়ে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকবে। এছাড়াও যদি আপনি অতিরিক্ত ঠান্ডা জায়গায় মোবাইল চার্জ দেন তাহলেও আপনার মোবাইলের ব্যাটারির ক্ষতি হতে পারে। কেননা মোবাইলগুলো অতিরিক্ত ঠান্ডায় ব্যবহার করার উপযোগী করে তৈরি করা হয় না। এই কারণে অতিরিক্ত গরম এবং ঠান্ডায় মোবাইল চার্জ দেয়া উচিত নয়। 

আরো পড়ুনঃ মোবাইল চার্জ হতে অনেক সময় লাগলে করনীয়

শেষ কথাঃ

ইতিমধ্যে আপনারা মোবাইল চার্জ দেওয়ার যে সঠিক পদ্ধতিগুলো জানতে পারলেন সেগুলো অনুসরণ করলে আপনার মোবাইল সঠিকভাবে চার্জ দিতে পারবেন। এতে আপনার মোবাইলের ব্যাটারি থাকবে ভালো এবং মোবাইলের পারফর্মেন্স এর ঘাটতি হবে না। এই পোস্ট আপনার ভাল লাগলে বন্ধুদের শেয়ার করে তাদেরকেও জানাতে পারেন। এছাড়াও মোবাইল চার্জ দেওয়া সম্পর্কে যদি আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকম টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url