গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করার নিয়ম (মোবাইল ও কম্পিউটারে)
বর্তমান ডিজিটাল যুগে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুগল আমাদের যেসব তথ্য সংরক্ষণ করে রাখে তার মধ্যে গুগল সার্চ হিস্ট্রি অন্যতম। ব্যক্তিগত গোপনীয়তার কারণে অনেক সময় আমাদের গুগল সার্চ হিস্ট্রি মুছে ফেলতে হয়।
এই আর্টিকেলে আমি আপনাদেরকে গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করার উপায় দেখাবো। গুগল সার্চ হিস্টোরি কিভাবে ডিলেট করে সেটি জেনে আপনারা খুব সহজেই গুগলে যেসব সার্চ করেছিলেন সেটি ডিলিট করতে পারবেন-
গুগল সার্চ হিস্ট্রি কি?
সাধারণত আমরা যখন গুগলে কোন কিছু সার্চ করি তখন সেই তথ্যটি গুগল সংরক্ষণ করে রাখে। এই সংরক্ষিত তথ্যকে গুগল সার্চ হিস্ট্রি বলা হয়। গুগল সার্চ ইতিহাসের মাধ্যমে আপনি গুগলে কি কি লিখে বা বলে সার্চ করেছিলেন সেটির তালিকা জানতে পারবেন।
গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করার প্রয়োজনীয়তাঃ
গুগলে সংরক্ষিত থাকা সার্চ হিস্ট্রি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা সহো বিভিন্ন কারণে ডিলিট করতে হয়। কারণগুলো হচ্ছে-
- গোপনীয়তা রক্ষাঃ অন্য কেউ যেনো আপনি গুগলে কি সার্চ করেছিলেন সেটি দেখতে না পারে তার জন্য গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করতে হবে।
- সঠিক সার্চ রেজাল্টঃ সাধারণত গুগলে যেসব বিষয়ে সার্চ করা হয় সেই সার্চ ইতিহাস অনুযায়ী সার্চ রেজাল্ট প্রদর্শিত হয়। পুরনো সার্চ রেজাল্ট সরিয়ে সঠিক সার্চ রেজাল্টের জন্য গুগল সার্চ তালিকার ডিলিট করতে পারেন।
- অন্যের ব্যবহার বন্ধ করাঃ যদি আপনার ডিভাইস অন্য কেউ ব্যবহার করে তাহলে আপনার গুগল সার্চ তালিকা দেখতে পারবে। এটি বন্ধ করার জন্য গুগল সার্চ তালিকা ডিলিট করতে হবে।
গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করার নিয়মঃ
গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করার পদ্ধতি অনেক সহজ। আপনারা খুব সহজেই মোবাইল অথবা কম্পিউটারে গুগল সার্চ ইতিহাস ডিলিট করতে পারবেন। এই কাজের জন্য নিজের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে https://myactivity.google.com/myactivity এই লিংকে প্রবেশ করুন। মনে রাখবেন, অবশ্যই আপনার ব্রাউজারে জিমেইল লগইন থাকতে হবে। এরপর নিচের স্ক্রিনশটের মতো Delete অপশনে ক্লিক করবেন-
ধাপ ২: এবার আপনি নির্দিষ্ট সময় অনুযায়ী গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবেন।
- আপনি যদি সর্বশেষ এক ঘন্টার হিস্ট্রি ডিলিট করতে চান তাহলে Last hour অপশনে প্রবেশ করবেন।
- যদি শেষ দিনের হিস্ট্রি ডিলিট করতে চান তাহলে Last day অপশন সিলেক্ট করবেন।
- যদি সবসময়ের অর্থাৎ সকল হিস্ট্রি ডিলিট করতে চান তাহলে All time অপশনে প্রবেশ করবেন।
- আর যদি নির্দিষ্ট দিনের সার্চ হিস্ট্রি ডিলিট করতে চান তাহলে Custom range অপশনে প্রবেশ করে তারিখ সিলেক্ট করবেন।
আমি আপনাদেরকে দেখানোর জন্য All time অপশনে প্রবেশ করলাম। এতে আমার গুগলে সার্চ করা সকল হিস্ট্রি ডিলিট হবে-
ধাপ ৩: এবার আপনি গুগলের সকল প্রোডাক্ট দেখতে পারবেন। আপনি গুগলের প্রোডাক্টগুলো থেকে যেসব জিনিসের সার্চ হিস্ট্রি ডিলিট করতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করবেন। এখান থেকে আপনি যদি গুগলের কোন প্রোডাক্টের আপনার এক্টিভিটি ডিলিট করতে না চান তাহলে সেটির টিক চিহ্ন তুলে দিবেন। এরপর Next অপশনে ক্লিক করবেন-
ধাপ ৪: এবার আপনি কনফার্মেশন পেজ দেখতে পারবেন। আপনি যদি সার্চ হিস্ট্রি ডিলিট করেন তাহলে কি কি ডিলিট হবে সবগুলো এখানে দেখাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আপনি ডিলিট করতে চান তাহলে Delete অপশনে ক্লিক করবেন-
ধাপ ৫: অতঃপর আপনার গুগল সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। আপনি Got it অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন-
ধাপ ৬: দেখুন আমার গুগলের কোনো এক্টিভিটি নেই। আপনারও এরকম গুগলের সকল এক্টিভিটি ডিলিট হয়ে যাবে-
এই ছিলো গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো নিয়মে মোবাইল ও কম্পিউটারে গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবেন।
শেষ কথাঃ
গুগলে সার্চ করা সকল তথ্য গোপন রাখার জন্য এটি ডিলিট করা উচিত। ইতিমধ্যে আপনারা গুগল সার্চ হিস্ট্রি কিভাবে ডিলিট করে এবং ডিলিট করার কারণ জানতে পেরেছেন। যদি গুগল সার্চ ইতিহাস ডিলিট করতে গিয়ে কোনো সমস্যা হয় অথবা এই পোস্ট সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই পোস্ট আপনার উপকারে আসলে বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও জানাতে পারেন। এরকম টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।