গুগল সার্চ কনসোল থেকে ওয়েবসাইটের ইউজার যুক্ত ও রিমুভ করার নিয়ম

গুগলের সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের পারফরম্যান্স পর্যবেক্ষণ করার জন্য গুগল সার্চ কনসোল ব্যবহার করা হয়। যদি একটি এই ওয়েবসাইটের মালিক অনেক হয় অথবা একটি ওয়েবসাইট এজেন্সি এর মাধ্যমে পরিচালিত হয় তাহলে সেই ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলে একাধিক ব্যক্তি থাকতে পারে। 


এর জন্য গুগল সার্চ কনসোলে একাধিক ব্যক্তি যুক্ত করতে হয়। এই আর্টিকেলে আমি আপনাদেরকে গুগল সার্চ কনসোলে ইউজার যোগ ও রিমুভ করার নিয়ম দেখাবো। আপনারা আপনাদের গুগল সার্চ কনসোলে নতুন ইউজার যুক্ত অথবা আগের ইউজার রিমুভ করতে পারবেন। তাহলে চলুন বিস্তারিত জেনে নেয়া যাক-  


Google search console user add


গুগল সার্চ কনসোলে ইউজার যুক্ত ও রিমুভ করতে হয় কেন? 

গুগল সার্চ কনসোল একাউন্টে ইউজার যুক্ত ও রিমুভ বিভিন্ন কারণে করতে হয়। কারণগুলো হচ্ছে- 


  • দায়িত্ব বন্টন করাঃ যদি আপনার ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলে একাধিক ব্যক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন কাজে নিয়োগ দিতে চান সে ক্ষেত্রে নতুন ইউজার গুগল সার্চ কনসোলে যুক্ত করতে হবে। 

  • অনেক মালিকানা থাকাঃ একটি ওয়েবসাইটে যদি অনেক মালিক থাকে তাহলে সেই ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলে একাধিক ব্যক্তি ইউজার হিসেবে যুক্ত করতে হয়। 

  • এজেন্সি ওয়েবসাইটঃ সাধারণত একটি এজেন্সির ওয়েব সাইটের অনেক মালিকানা হয়। উক্ত ওয়েবসাইটের কার্যক্রম অনেক বেশি হওয়ায় তাদের গুগল সার্চ কনসোলে একাধিক ইউজার রাখতে হয়। 

  • সহযোগিতাঃ একাধিক ব্যক্তি একসাথে ওয়েবসাইটের গুগল সার্চ কনসোল পরিচালনা করতে পারে। এতে উক্ত ওয়েবসাইটের সকল কাজ দ্রুত করা যায়। 

  • সুরক্ষাঃ আপনার ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলের ইউজার যদি এমন কোন ব্যক্তি হয় যার মাধ্যমে আপনার ওয়েবসাইটের ক্ষতি হতে পারে তাহলে তাকে গুগল সার্চ কনসোল থেকে রিমুভ করতে হবে। 

  • অতিরিক্ত ইউজার কমানোঃ যদি আপনার গুগল সার্চ কনসোলে অতিরিক্ত ইউজার থাকে এবং সেগুলো কাজের না হয় তাহলে রিমুভ করতে পারেন। 

  • ওয়েবসাইটের মালিকানা পরিবর্তনঃ যদি আপনি কোন ব্যক্তির কাছ থেকে ওয়েবসাইট ক্রয় করেন তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই গুগল সার্চ কনসোল থেকে রিমুভ করে দিবেন। নইলে উক্ত ব্যক্তি আপনার ওয়েবসাইটের সকল ডাটা দেখতে পারবে। 


গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটের ইউজার যুক্ত করার নিয়মঃ

আপনারা খুব সহজেই গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট নিয়ন্ত্রণের জন্য ইউজার যুক্ত করতে পারবেন। গুগল সার্চ কনসোলে ইউজার যুক্ত করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


ধাপ ১: প্রথমে আপনারা আপনাদের ওয়েবসাইটের গুগল সার্চ কনসোল অ্যাকাউন্টে প্রবেশ করবেন। অতঃপর আপনারা নিচের স্ক্রীনশট দেখানো মেনু আইকনে ক্লিক করবেন।


Google search console user add


ধাপ ২: এখন আপনাদেরকে সেটিং অপশনে প্রবেশ করতে হবে- 


Google search console user add


ধাপ ৩: এবার আপনারা User and permission নামে একটি অপশন দেখতে পাবেন। গুগল সার্চ কনসোল একাউন্টের ইউজার যুক্ত করার জন্য আমাদেরকে এই User and permission অপশনে প্রবেশ করতে হবে- 


Google search console user add


ধাপ ৪: এখন আপনারা Add user অপশনে ক্লিক করবেন- 


Google search console user add


ধাপ ৫: এবার আপনি যাকে আপনার গুগল সার্চ কনসোল অ্যাকাউন্টের ইউজার হিসেবে যুক্ত করতে যাচ্ছেন তার ইমেইল একাউন্ট দিবেন। আমি এখানে একটি ইমেইল দিচ্ছি। অতঃপর Add অপশনে ক্লিক করবেন। তবে এখানে আপনি যার ই-মেইল এড্রেস দিবেন তার ইমেইল এড্রেসে একটি মেইল যাবে সেখান থেকে তাকে কনফার্মেশন করার মাধ্যমে আপনার গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে- 


Google search console user add


ধাপ ৬: এবার আপনি যাকে ইউজার হিসেবে এড করলেন তার একাউন্ট দেখতে পারবেন- 


Google search console user add


ধাপ ৭: আপনি যাকে এড করলেন তার পারমিশন ফুল অবস্থায় রয়েছে। তবে আপনি চাইলে তাকে Owner বানাতে পারবেন। গুগল সার্চ একাউন্টের ইউজারকে Owner বানানোর জন্য Full অপশনে ক্লিক করবেন- 


Google search console user add


ধাপ ৮: এখন আপনারা নিচের স্ক্রীনশটের মতো তিনটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে পারমিশন যে কোনো একটি দিতে পারেন- 


Google search console user add


ধাপ ৯: অতঃপর আপনার ইমেইলে নিচের স্ক্রীনশটের মতো একটি মেসেজ দেখতে পারবেন। এখানে জানিয়ে দেয়া হবে আপনি আপনার ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলে ইউজার যুক্ত করেছেন- 


গুগল সার্চ কনসোল থেকে ওয়েবসাইটের ইউজার যুক্ত ও রিমুভ করার নিয়ম


এই ছিলো গুগল সার্চ কনসোলে ইউজার যুক্ত করার উপায়। আপনারা উপরের দেখানো পদ্ধতিতে আপনার গুগল সার্চ কনসোল একাউন্টে ইউজার যুক্ত করতে পারবেন। 


গুগল সার্চ কনসোল থেকে ইউজার রিমুভ করার নিয়মঃ

আপনারা চাইলে গুগল সার্চ কনসোল থেকে ইউজার রিমুভ করতে পারবেন। গুগল সার্চ কনসোল থেকে ইউজার রিমুভ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


ধাপ ১: প্রথমে আপনার গুগল সার্চ কনসোল একাউন্টের ড্যাশবোর্ড থেকে সেটিং অপশনে প্রবেশ করবেন। এরপর Users and permission অপশনে প্রবেশ করবেন। এবার আপনার গুগল সার্চ কনসোল একাউন্টের সকল ইউজারকে দেখতে পারবেন। আপনি যে ইউজারকে রিমুভ করতে চাচ্ছেন সেই ইউজারের ইমেইলের পাশের থ্রী ডট আইকনে ক্লিক করবেন- 


গুগল সার্চ কনসোল থেকে ইউজার রিমুভ করার নিয়ম


ধাপ ২: অতঃপর আপনারা Remove  access নামে একটি অপশন দেখতে পারবেন। এই অপশনে ক্লিক করলে আপনার গুগল সার্চ কনসোল একাউন্টের ইউজার রিমুভ হয়ে যাবে- 


Google search console user remove


এই ছিলো গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট থেকে ইউজার রিমুভ করার নিয়ম। আপনারা উপরে দেখানো নিয়মে গুগল সার্চ কনসোল থেকে ইউজার রিমুভ করতে পারবেন। 


শেষ কথাঃ 

ইতিমধ্যে আপনারা গুগল সার্চ কনসোলে কিভাবে নতুন ইউজার যুক্ত করতে হয় এবং পুরাতন ইউজার রিমুভ করতে হয় সেটি জানতে পেরেছেন। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে আপনার ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস অন্যদের সাথে শেয়ার করার পাশাপাশি রিমুভ করতে পারবেন। যদি গুগল সার্চ কনসোলে ইউজার যুক্ত রিমুভ সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এরকম এসইও সম্পর্কিত সকল টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url