গুগল অ্যাডসেন্স পেমেন্ট মেথডে ব্যাংক একাউন্ট যোগ করার নিয়ম
অ্যাডসেন্স থেকে টাকা উঠানোর জন্য আমাদেরকে অ্যাডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট যুক্ত করতে হয়। অ্যাডসেন্স একাউন্টে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার মাধ্যমে অ্যাডসেন্সে থাকা ডলার আমরা টাকায় পেয়ে থাকি। যদি আপনি গুগল অ্যাডসেন্স পেমেন্ট মেথডে ব্যাংক একাউন্ট যোগ করার নিয়ম জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন।
এই আর্টিকেলে আমি আপনাদেরকে গুগল অ্যাডসেন্সে ব্যাংক একাউন্টে যুক্ত করার উপায় দেখাবো। "কিভাবে গুগল অ্যাডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট যুক্ত করতে হয়" সেটি জেনে আপনাদের অ্যাডসেন্স একাউন্টের পেমেন্ট মেথডে ব্যাংক একাউন্ট যুক্ত করে অ্যাডসেন্স থেকে টাকা তুলতে পারবেন-
গুগল অ্যাডসেন্স পেমেন্ট মেথডে ব্যাংক একাউন্ট এড করার কারনঃ
ব্লগ ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল এই দুইটি মাধ্যম থেকে উপার্জন করার জন্য আমাদেরকে গুগল অ্যাডসেন্স পেতে হয়। গুগল অ্যাডসেন্স এর জন্য আবেদন করার পর যদি আমাদের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল গুগল অ্যাডসেন্স এর সকল নিয়ম নীতি মানে তাহলে গুগল আমাদেরকে অ্যাডসেন্স দিয়ে থাকে। অতঃপর গুগল অ্যাডসেন্স থেকে দেখানো অ্যাড আমাদের ওয়েবসাইটে অথবা ইউটিউব চ্যানেলে দেখানোর ফলে আমরা উপার্জন করে থাকি।
এই উপার্জন করা ডলার আমাদেরকে ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকায় কনভার্ট করে নিতে হয়। আমরা আমাদের গুগল অ্যাডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট যুক্ত করার মাধ্যমে উক্ত ব্যাংক একাউন্টে উপার্জিত টাকা তুলতে পারি। যখন আমাদের অ্যাডসেন্স একাউন্টের মেইন ব্যালেন্সে ১০০ ডলার সম্পূর্ণ হয় তখন মাসের ২১ তারিখে আমাদের যুক্ত করা ব্যাংক একাউন্টে গুগল থেকে টাকা পাঠিয়ে দিয়ে থাকে। আমরা যে ব্যাংক একাউন্ট এড করি সেই ব্যাংক একাউন্টে 21 তারিখে গুগল টাকা পাঠিয়ে দেয়।
অর্থাৎ আমাদের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে যে উপার্জন হয় সেটি গুগল অ্যাডসেন্স একাউন্টে জমা হয়ে থাকে। উপার্জন করা ডলার হাতে পাওয়ার জন্য আমাদেরকে ব্যাংক একাউন্ট এড করতে হয়। আপনার অ্যাডসেন্স একাউন্টের পেমেন্ট মেথডে যদি আপনি ব্যাংক একাউন্ট এড না করেন তাহলে হাজার ডলার থাকলেও এক টাকাও হাতে পাবেন না। এই কারণে অ্যাডসেন্স একাউন্টে জমা হওয়া ডলার তোলার জন্য আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে।
আরো পড়ুনঃ অ্যাডসেন্স পিন লেটার ছাড়াই এড্রেস ভেরিফিকেশন করার নিয়ম.
গুগল অ্যাডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট যুক্ত করার শর্তঃ
অ্যাডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট যুক্ত করার কিছু শর্ত রয়েছে। প্রথম ও প্রধান শর্ত হচ্ছে-
- পিন ভেরিফিকেশনঃ আপনার অ্যাডসেন্স একাউন্ট অবশ্যই পিন ভেরিফাই করা থাকতে হবে। অর্থাৎ অ্যাডসেন্স একাউন্টে দশ ডলার জমা হওয়ার পর আমাদের দেওয়া ঠিকানায় যে পিন লেটার আসে এবং সেই পিন লিটারে থাকা পিন দিয়ে একাউন্ট ভেরিফাই করাকে অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন বলা হয়ে থাকে।
যতক্ষণ আমরা অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন করবোনা ততক্ষণ আমরা অ্যাডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট যোগ করতে পারবো না। এই কারণে ব্যাংক একাউন্ট যুক্ত করার পূর্বে অবশ্যই পিন ভেরিফিকেশন করে নিবেন। মনে রাখবেন অ্যাডসেন্স একাউন্টে পিন ভেরিফিকেশন না করা পর্যন্ত ব্যাংক একাউন্ট এড করার অপশন চালু হয়না।
অ্যাডসেন্স থেকে কোন ব্যাংক একাউন্টে টাকা তোলা যায়?
আপনারা প্রায় সকল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডসেন্স থেকে টাকা তুলতে পারবেন। তবে যেসকল ব্যাংক অ্যাকাউন্ট রেমিটেন্স পেমেন্ট সাপোর্ট করে সেই সকল ব্যাংক একাউন্ট থেকে আপনার অ্যাডসেন্স একাউন্টে থাকা টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক একাউন্ট।
কারণ ইসলামী ব্যাংক একাউন্টে দ্রুত টাকা পাওয়া যায়। এছাড়াও ইসলামী ব্যাংক একাউন্টে ডলার রেট অনেক বেশি দেয় যার কারণে অন্যান্য ব্যাংক থেকে একটু বেশি টাকা পাওয়া যায়। তবে আপনারা চাইলে ডান্স বাংলা একাউন্ট, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক সহ অন্যান্য ব্যাংক একাউন্টে অ্যাডসেন্স থেকে টাকা আনতে পারবেন।
আরো পড়ুনঃ ইউটিউব থেকে টাকা তোলার উপায়.
গুগল অ্যাডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট যুক্ত করার নিয়মঃ
যখন আপনার অ্যাডসেন্স একাউন্টের মেইন ব্যালেন্সে ১০০ ডলার পূর্ণ হবে তখন নিচের স্ক্রিনশটের মতো একটি নোটিফিকেশন দেখতে পারবেন। এখানে ব্যাংক একাউন্ট যুক্ত করার জন্য বলা হয়েছে। তবে আপনাদের যদি ১০০ ডলার পূর্ণ না হয় এবং এরকম নোটিফিকেশন না আসে তারপরেও আপনারা অ্যাডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্টে যুক্ত করতে পারবেন। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে আপনার অ্যাডসেন্স একাউন্টে প্রবেশ করবেন। অতঃপর নিচের স্ক্রিনশট দেখানো মেনু আইকনে ক্লিক করবেন-
ধাপ ২: এবার আপনারা Payment নামে একটি অপশন দেখতে পারবেন। ব্যাংক একাউন্ট যুক্ত করার জন্য আমাদেরকে এই পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে-
ধাপ ৩: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আরো দুইটি অপশন দেখতে পারবেন। এখানে দুইটি অপশনের মধ্যে আমাদেরকে Payment Info অপশনে প্রবেশ করতে হবে-
ধাপ ৪: এবার আপনারা Add Payment Method অপশনে ক্লিক করবেন-
ধাপ ৫: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আরো দুটি অপশন দিতে পারবেন। এখানে দুইটি অপশন এর মধ্যে Ad new wire transfer details অপশন সিলেক্ট করবেন-
ধাপ ৬: এবার আপনার নিচের স্ক্রিনশটের মতো অনেকগুলো তথ্য দেখতে পারবেন যেটা আপনাকে পূরণ করতে হবে। এখানে যে অপশনগুলো পূরণ করতে হবে এবং অপশন গুলোর কাজ হচ্ছে-
- Beneficiary Id - আপনারা এই অপশন ফাঁকা রাখবেন। কারণ এটি অপশনাল হওয়ায় এই অপশনে কিছু না দিলেও সমস্যা নেই।
- Bank Name - এই অপশনে আপনার ব্যাংক একাউন্টের নাম দিতে হবে। অর্থাৎ আপনি যে ব্যাংক একাউন্ট এড করবেন সেই ব্যাংক একাউন্টের পুরো নাম এখানে ইংরেজি অক্ষরে লিখে দিবেন।
- SWIFT BIC - এখানে আপনার ব্যাংক একাউন্টের সুইফট কোড দিতে হবে। আপনার ব্যাংক একাউন্ট যে শাখায় খুলেছেন সেই শাখার সুইফট কোড এখানে বসিয়ে দিবেন।
- Account number - এখানে আপনার ব্যাংক একাউন্টের নাম্বার দিতে হবে।
- Re-type Account number - এখানে আপনার ব্যাংক একাউন্টের নাম্বার পুনরায় দিতে হবে।
তবে মনে রাখবেন আপনার ব্যাংক একাউন্টের নাম্বার দেয়ার ক্ষেত্রে ভুল করবেন না। এছাড়াও আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে ব্রাঞ্চ অর্থাৎ শাখায় খুলেছিলেন সেই শাখার নির্দিষ্ট সুইফট কোড এখানে ব্যবহার করবেন-
ধাপ ৭: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আরো অনেক অপশন দেখতে পারবেন যেগুলো অপশনাল। এই অপশন গুলো ফাঁকা রাখবেন। কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। অতঃপর Set as primary payment method অপশনে টিক চিহ্ন দিয়ে Submit অপশনে ক্লিক করবেন-
ধাপ ৮: Submit অপশনে ক্লিক করার সাথে সাথেই নিচের স্ক্রিনশটের মতো আপনার অ্যাড করা ব্যাংক একাউন্ট দেখতে পারবেন। অর্থাৎ নিচের স্ক্রিনশটের মতো দেখলে বুঝতে পারবেন আপনি সঠিকভাবে আপনার অ্যাডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্টে যুক্ত করতে পেরেছেন-
এই ছিলো গুগল অ্যাডসেন্স একাউন্টের পেমেন্ট মেথডে ব্যাংক একাউন্টে যুক্ত করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই আপনাদের অ্যাডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট যোগ করতে পারবেন।
ব্যাংকের পুরো নাম বের করার উপায়ঃ
আপনি যে ব্যাংকের পুরো নাম জানতে চাচ্ছেন সেই ব্যাংকের নাম লিখে গুগলে সার্চ করবেন। অর্থাৎ আপনি যদি কোনো ব্যাংকের অর্ধেক নাম লিখে গুগলে সার্চ করেন তারপরেও পুরো নাম জানতে পারবেন।
যেহেতু আমি ইসলামিক ব্যাংক একাউন্টের পুরো নাম জানতে চাচ্ছি তাই গুগলে Islamic Bank লিখে সার্চ করলাম। অতঃপর নিচের স্ক্রিনশটের মতো গুগলে ইসলামিক ব্যাংকের পুরো নাম সঠিকভাবে জানতে পারলাম।
এভাবে আপনারা গুগলে সার্চ করে যে ব্যাংকের সঠিক নাম জানতে চাচ্ছেন সেই ব্যাংকের পুরো সঠিক নাম জানতে পারবেন। অতঃপর এই নাম google অ্যাডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট এড করার সময় দিতে পারবেন।
ব্যাংক একাউন্টের সুইফট কোড জানার উপায়ঃ
যখন আপনি ব্যাংক একাউন্ট খোলেন তখন নির্দিষ্ট একটি ব্রাঞ্চ অথবা শাখায় সেই ব্যাংক একাউন্ট খুলতে হয়। আপনি যে শাখায় ব্যাংক একাউন্ট খুলবেন সেই শাখার একটি নির্দিষ্ট সুইফট কোড থাকে। অ্যাডসেন্স পেমেন্ট পেতে ব্যাংক একাউন্টে যুক্ত করার জন্য আমাদেরকে সেই সুইফট কোড ব্যবহার করতে হয়।
আপনি যে শাখায় ব্যাংক একাউন্ট খুলেছেন সেই শাখার সুইফট কোড জানার জন্য গুগলে আপনার ব্যাংক একাউন্টের নাম এবং শাখার নাম লিখে সার্চ করবেন। যেহেতু আমি ইসলামিক ব্যাংক একাউন্টের কুড়িগ্রাম শাখায় একাউন্ট খুলেছি তাই গুগলে Kurigram br. Kurigram islami bank swift code লিখে সার্চ করলাম। অতঃপর নিচের স্ক্রিনশটের মতো Swift Code জানতে পারলাম-
এভাবে আপনারা আপনাদের ব্যাংকের নাম এবং শাখার নাম লিখে গুগলে সার্চ করে সেই ব্যাংকের শাখার সুইফট কোড জানতে পারবেন। এছাড়াও আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারে অথবা যে শাখায় ব্যাংক একাউন্ট খুলেছেন সেই শাখায় কথা বলে সুইফট কোড জেনে নিতে পারবেন। অতঃপর সেই সুইফট কোড অ্যাডসেন্স একাউন্টের ব্যাংক একাউন্টে যুক্ত করার কাজে ব্যবহার করতে পারবেন।
আরো দেখুনঃ অ্যাডসেন্স অ্যাডের মধ্যে নির্দিষ্ট যেকোনো অ্যাড ব্লক করার নিয়ম.
শেষ কথাঃ
যেহেতু এডসেন্সের পেমেন্ট ব্যাংক একাউন্টের মাধ্যমে পাওয়া যাবে তাই খুব সাবধানতার সাথে এডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্টে যুক্ত করতে হবে। ইতিমধ্যে আপনারা এডসেন্স একাউন্টে পেমেন্ট পাওয়ার জন্য ব্যাংক একাউন্টে যুক্ত করার পদ্ধতি জানতে পেরেছেন। যদি এই সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও অনলাইন আর্নিং সম্পর্কে সকল তথ্য জানতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।