জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করার উপায় জানুন

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইমেইল সেবা হচ্ছে জিমেইল। আপনি কি আপনার জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করতে চাচ্ছেন? তবে আপনি চাইলে খুব সহজেই আপনার জিমেইল আইডির নাম পরিবর্তন করতে পারবেন।


এই পোস্টে আমি আপনাদেরকে জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করার উপায় দেখাবো। কিভাবে জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করতে হয় সেটি জেনে খুব সহজেই আপনার জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন-


জিমেইল আইডির নাম পরিবর্তন করার নিয়ম


জিমেইল আইডির নাম কি পরিবর্তন করা যায়?

জিমেইল আইডির নাম চাইলে যেকোনো সময় পরিবর্তন করে যেকোনো নাম দেয়া যায়। তবে সাধারণত একটি জিমেইলের দুইটি অংশ থাকে। সেটি হচ্ছে- 


  • জিমেইল এড্রেস। 

  • জিমেইল নাম।


যেমন মনে করুন, জিমেইল এড্রেস হচ্ছে mahadihasan@gmail.com. আপনি চাইলে এই জিমেইল এড্রেস পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এই জিমেইল একাউন্টের নাম যদি Mahadi Hasan হয় তাহলে এই নাম পরিবর্তন করে যেকোনো নাম দিতে পারবেন। অর্থাৎ জিমেইল এড্রেস পরিবর্তন করা যায়না কিন্তু জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করা যায়। 


জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করার নিয়মঃ

আপনি যে জিমেইল একাউন্টের নাম চেঞ্জ করতে চাচ্ছেন সেই জিমেইল আইডি যেকোনো ব্রাউজারে লগইন করে রাখতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য  আমার জিমেইল আইডি অপেরা ব্রাউজারে লগইন করে রেখেছি। এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


ধাপ ১ঃ জিমেইল আইডি ব্রাউজারে লগইন করার পর প্রথমে গুগলে (google.com) প্রবেশ করবেন। অথবা accounts.google.com এই লিংকে প্রবেশ করবেন। যখন গুগলে প্রবেশ করবেন তখন নিচের স্ক্রীনশটের মতো উপরের ডান দিকের কর্ণারে আপনার জিমেইল আইডির প্রোফাইল পিকচার দেখতে পারবেন। জিমেইল আইডির নাম পরিবর্তন করার জন্য আপনাকে উপরের ওই আইকনে ক্লিক করতে হবে- 


জিমেইল আইডির নাম পরিবর্তন


ধাপ ২ঃ এবার আপনারা নিচের স্ক্রীনশটের মতো আপনার মোবাইলের ব্রাউজারে লগইন করা সকল জিমেইল একাউন্টের লিস্ট দেখতে পারবেন। আপনি যে জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করতে চাচ্ছেন সেই জিমেইল একাউন্ট সিলেক্ট করতে হবে- 


জিমেইল নাম পরিবর্তন


ধাপ ৩ঃ এবার আপনারা Personal Info নামে একটা অপশন দিতে পারবেন। আপনাকে এই Personal Info অপশনে প্রবেশ করতে হবে। উক্ত অপশনে প্রবেশ করার জন্য নিচের স্ক্রিনশট দেখানো আইকনে ক্লিক করুন- 


gmail এর নাম পরিবর্তন


ধাপ ৪ঃ Personal Info পেজে প্রবেশ করার পর আপনার জিমেইল একাউন্টের সকল তথ্য দেখতে পারবেন। আপনারা নিচের স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন যে, আমার জিমেইল একাউন্টের সকল তথ্য দেখা যাচ্ছে। এইখানে যেসকল তথ্য দেখা যাচ্ছে সেগুলো আমি চাইলে খুব সহজে পরিবর্তন করতে পারব। যেহেতু আমরা শুধুমাত্র gmail নাম পরিবর্তন করব তাই Name অপশনে ক্লিক করতে হবে-  


জিমেইল নাম চেঞ্জ


ধাপ ৫ঃ Name অপশনে প্রবেশ করার পর নিচের স্ক্রীনশটের মতো দুইটা বক্স দেখতে পারবেন। এই দুইটা বক্সে আপনার জিমেইল আইডির ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে- 


জিমেইল নাম পরিবর্তন করার নিয়ম


ধাপ ৬ঃ জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করার জন্য এই বক্সে থাকা নাম আপনাকে পরিবর্তন করতে হবে। এই দুইটা বক্সে যে নাম রয়েছে সেই নাম পরিবর্তন করে আপনি যে নাম রাখতে চাচ্ছেন সেটি রেখে দিবেন। যেমন, নিচের স্ক্রীনশটে লক্ষ্য করলে দেখতে পারবেন যে, আমার জিমেইলে আগে নাম ছিল Md Babu Mondoll.. তবে এই নাম পরিবর্তন করে আমি Md Rony Mondoll রেখেছি। আপনি যে নাম রাখতে চাচ্ছেন সেই নাম রেখে নিচের Save অপশনে ক্লিক করবেন- 


জিমেইল নাম পরিবর্তন করার নিয়ম


ধাপ ৭ঃ সেভ অপশনে ক্লিক করার পর আপনাদের জিমেইল আইডির নাম পরিবর্তন হয়ে যাবে। আপনারা আপনাদের জিমেইল আইডির নাম চেক করে দেখতে পারবেন যে পূর্বের নাম পরিবর্তন হয়ে নতুন নাম বসেছে কিনা। নিচের স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন যে আমি আমার জিমেইল আইডির নাম পরিবর্তন করে নতুন নাম রাখতে পেরেছি- 


জিমেইল নাম পরিবর্তন করার উপায়


এই ছিলো জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করার পদ্ধতি। আপনারা উপরে দেখান পদ্ধতিতে মোবাইল সহো যেকোন ডিভাইস দিয়ে খুব সহজেই আপনার জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন।


উপসংহারঃ 

একটি জিমেইল একাউন্ট অনেক গুরুত্বপূর্ণ হওয়ায় সেই জিমেইল একাউন্টের ভালো নাম রাখতে হয়। আপনার জিমেইল একাউন্টের নাম যদি ভালো না হয় তাহলে আশা করছি এখন থেকে জিমেইল একাউন্টের নাম চেঞ্জ করতে পারবেন। যদি এই পোস্টের কথাও বুঝতে আপনার অসুবিধা হয় অথবা জিমেইল একাউন্টের নাম পরিবর্তন সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে এই পোস্ট আপনার ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও জানাতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url