জিমেইল একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু ও বন্ধ করার উপায়
অনলাইনে সকল একাউন্টের নিরাপত্তার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকা অনেক গুরুত্বপূর্ণ। আপনার জিমেইল একাউন্টের টু-স্টেপ ভেরিফিকেশন চালু করার মাধ্যমে জিমেইল একাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন।
এই আর্টিকেলে আমি আপনাদেরকে "কিভাবে জিমেইলে টু-স্টেপ ভেরিফিকেশন চালু ও বন্ধ করতে হয়" সেটি দেখাবো। জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন চালু ও বন্ধ করার নিয়ম জেনে আপনার জিমেইল একাউন্টের নিরাপত্তা বাড়াতে পারবেন।
জিমেইল টু-স্টেপ ভেরিফিকেশন কি?
জিমেইল একাউন্টের টু-স্টেপ ভেরিফিকেশন হচ্ছে এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যেখানে জিমেইল একাউন্টে প্রবেশের জন্য পাসওয়ার্ড ছাড়াও আরো একটি নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করতে হয়। অর্থাৎ জিমেইল একাউন্টে প্রবেশের জন্য পাসওয়ার্ড দেয়ার পর মোবাইল নাম্বার একটি ওটিপি কোড যাবে। তারপর উক্ত কোড দিয়ে জিমেইল একাউন্টে প্রবেশ করতে হবে।
জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন চালু করার সুবিধাঃ
জিমেইল একাউন্টের নিরাপত্তা বাড়ানোর জন্য সব থেকে সহজ এবং গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা। আপনি যদি আপনার জিমেইল একাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করেন তাহলে যেসব সুবিধা পাবেন তা হচ্ছে-
- অতিরিক্ত সুরক্ষাঃ জিমেইলে লগইন করার জন্য পাসওয়ার্ড দেয়ার পর মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। উক্ত পাসওয়ার্ড দিয়ে জিমেইলে লগইন করতে হয়।
- নিরাপত্তাঃ জিমেইলে টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে নিরাপত্তা বেড়ে যায়। কেননা কেউ পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করলেও ওটিপি কোড তার কাছে না থাকায় আপনার জিমেইল একাউন্টে প্রবেশ করতে পারবেনা।
- হ্যাকিং রোধঃ হ্যাকাররা সাধারণত টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকা জিমেইল একাউন্ট হ্যাক করতে পারে না। এই কারণে গুগল সব সময় তাদের ব্যবহারকারীদের টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখার পরামর্শ দেয়।
- বিভিন্ন ভেরিফিকেশন অপশনঃ আপনার পছন্দ অনুযায়ী মেসেজ, কল, গুগল অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে ওটিপি কোড নিতে পারবেন।
- ফিশিং আক্রমণ থেকে রক্ষাঃ হ্যাকাররা জিমেইল হ্যাক করার জন্য ফিশিং আক্রমণ করে। এই আক্রমণ থেকে সুরক্ষার জন্য জিমেইলে টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা জরুরী।
আরো পড়ুনঃ জিমেইলের মাধ্যমে মোবাইল থেকে ইমেইল পাঠানোর নিয়ম.
জিমেইল একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার নিয়মঃ
জিমেইল একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য প্রথমে Chrome অথবা যেকোন ব্রাউজারে আপনার জিমেইল অ্যাকাউন্ট লগইন করে রাখবেন। এবার আপনারা গুগলে অর্থাৎ google.com এই লিংকে প্রবেশ করবেন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: গুগলে প্রবেশ করার পর নিচের স্ক্রীনশটের মতো আপনার জিমেইল একাউন্টের প্রোফাইল পিকচার দেখতে পারবেন। এখন জিমেইল একাউন্টের প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে-
ধাপ ২: এবার আপনারা Manage Gmail অপশনে ক্লিক করবেন-
ধাপ ৪: সিকিউরিটি অপশনে এবার 2 Step Verification অপশন দেখতে পারবেন। এই এই 2 step verification অপসনে প্রবেশ করতে হবে-
ধাপ ৮: এখন আপনারা মোবাইল নাম্বার দেয়ার বক্স দেখতে পারবেন। প্রথমে দেশ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার দিয়ে Text Message অপশন সিলেক্ট করে Continue অপশনে ক্লিক করবেন। তবে আপনারা যদি ফোন কল অপশন সিলেক্ট করেন তাহলে আপনার মোবাইলে একটি কল আসবে যেই কলের মাধ্যমে আপনাদেরকে জিমেইল একাউন্টের কোড বলা হবে।
তবে আপনারা Text Message অপশন সিলেক্ট করে দিবেন। কারণ এতে ঝামেলা কম। তবে মনে রাখবেন এইখানে যে নাম্বার দেবেন সেই নাম্বারে জিমেইল অ্যাকাউন্ট লগইন করার সময় ভেরিফিকেশন কোড যাবে। তাই এইখানে এমন নাম্বার দিবেন যে নাম্বার আপনি সবসময় ব্যবহার করেন-
ধাপ ৯: আপনার মোবাইল নাম্বারে যে ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোড দিয়ে Next অপশনে ক্লিক করবেন-
ধাপ ১১: Turn On অপশনে ক্লিক করার পর নিচের স্ক্রীনশটের মতো আপনার জিমেইল একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু হবে-
ধাপ ১২: অতঃপর আপনার জিমেইলে একটি মেইল আসবে সেখানে জানিয়ে দেয়া হবে আপনি সঠিকভাবে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে পেরেছেন-
এই ছিলো জিমেইল একাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন' চালু করার উপায়। আপনারা উপরের দেখানো পদ্ধতিতে খুব সহজেই জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে পারবেন।
আরো পড়ুনঃ জিমেইল একাউন্ট সুরক্ষিত রাখার উপায়.
জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করার নিয়মঃ
অনেকেই জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন চালু করার পর বিভিন্ন কারণে সেটি বন্ধ করতে চায়। যদি আপনি জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করতে চান তাহলে নিচের কাজগুলো করতে হবে-
ধাপ ১: জিমেইলে টু-স্টেপ ভেরিফিকেশন' বন্ধ করার জন্য আপনারা উপরের নিয়ম অনুযায়ী প্রথমে আপনাদের জিমেইল একাউন্টের সিকিউরিটি পেজে প্রবেশ করবেন। তারপর নিচের স্ক্রীনশটের মতো আপনার জিমেইল একাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন অন করা দেখতে পারবেন। এই টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করার জন্য প্রথমে 2 Step Verification অপশনে প্রবেশ করতে হবে-
ধাপ ৪: এবার আপনি কনফার্মেশন পেজ দেখতে পারবেন। আপনি যদি সত্যি সত্যি আপনার জিমেইল একাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করতে চান তাহলে TURN OFF অপশনে ক্লিক করবেন-
এই ছিল জিমেইল আইডির টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করার উপায়। আপনারা উপরে দেখানো নিয়মে খুব সহজেই আপনাদের Gmail 2 Step Verification বন্ধ করতে পারবেন।
আরো পড়ুনঃ ভুলে পাঠানো মেইল বাতিল করার নিয়ম.
শেষ কথাঃ
সাধারণত জিমেইল একাউন্টে অনেক পার্সোনাল তথ্য থাকে। এছাড়াও বিভিন্ন অ্যাকাউন্ট জিমেইল দিয়ে লগইন করা হয়। তাই জিমেইল একাউন্ট সুরক্ষিত রাখা যেমন জরুরী ঠিক তেমনি টু স্টেপ ভেরিফিকেশন চালু করাও জরুরী। আশা করছি এই আর্টিকেলে দেয়া জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন চালু ও বন্ধ করার উপায় আপনাদের উপকারে আসবে। বিস্তারিত আরো কিছু জানতে চাইলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকম জিমেইল সম্পর্কিত সকল টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।