ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম ও সুবিধা (রানিং ভেরিফিকেশন)

আপনি কি আপনার ফেসবুক আইডি নিরাপদ ও শক্তিশালী রাখতে চাচ্ছেন? তাহলে ফেসবুক আইডি ভেরিফাই করা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ব্লগ পোস্টে আমরা ফেসবুক আইডি ভেরিফাই করার সহজ পদ্ধতি, এর পেছনের কারণ এবং এর ফলে আপনি কী কী সুবিধা পাবেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।


আপনি আপনার ফেসবুক একাউন্ট রানিং ভেরিফিকেশন করার মাধ্যমে আপনার ফেসবুক একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। এছাড়াও ফেসবুকের বিভিন্ন সমস্যা থেকে আপনার ফেসবুক একাউন্ট নিরাপদ রাখতে পারবেন। তাহলে চলুন ফেসবুক আইডি রানিং ভেরিফাই করার নিয়ম এবং এর সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।  


ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন কি? 

ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন হচ্ছে ফেসবুক আইডি ঠিক থাকা অবস্থায় ভেরিফাই করা। অর্থাৎ ফেসবুক আইডি চালু থাকা অবস্থায় জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে ফেসবুক একাউন্ট ভেরিফিকেশন করাকে ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন বলা হয়। 


ফেসবুক আইডি ভেরিফাই করার সুবিধাঃ 

ফেসবুক আইডি ভেরিফিকেশন করলে আপনি অনেক সুবিধা পাবেন। সেগুলো হচ্ছে- 


  • পরিচয় নিশ্চিত করাঃ ফেসবুক আইডি ভেরিফাই করলে ফেসবুক বুঝতে পারবে আপনার উক্ত ফেসবুক একাউন্ট আসল। এতে ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুক আইডির আলাদা গুরুত্ব দিবে। 

  • নিরাপত্তা নিশ্চিত করাঃ ভেরিফাই করা ফেসবুক আইডি অনেক শক্তিশালী হয়ে থাকে। ফলে হ্যাকারেরা উক্ত ফেসবুক আইডি হ্যাক করতে পারে না। এতে ফেসবুক আইডির ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে। 

  • ফেসবুক আইডি নষ্ট না হওয়াঃ ফেসবুক আইডি ভেরিফাই করা থাকলে উক্ত ফেসবুক আইডি সহজে নষ্ট হয় না। কেউ দুষ্টুমি করে সহজে আপনার ফেসবুক আইডি নষ্ট করতে পারবেনা। 

  • ডিজেবল আইডি ফিরিয়ে আনাঃ যদি ভেরিফাই করা ফেসবুক আইডি নষ্ট হয় তাহলে খুব সহজেই সেই আইডি ফিরিয়ে আনা যায়। যে তথ্য দিয়ে ফেসবুক আইডি ভেরিফাই করা হয়েছিল একই তথ্য দিলে সহজেই ভেরিফাই করা ডিজেবল ফেসবুক আইডি ঠিক হয়। 

  • ফেক প্রোফাইল থেকে রক্ষাঃ ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকলে আপনার নাম এবং ছবি ব্যবহার করে অন্য কেউ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেনা।


ফেসবুক আইডি ভেরিফিকেশন করার শর্তাবলীঃ 

ফেসবুক আইডি ভেরিফাই করার কিছু শর্তাবলী রয়েছে। আমাদেরকে সেই শর্তাবলী মেনে ফেসবুক আইডি ভেরিফাই করতে হবে। শর্তগুলো হচ্ছে- 


  • ফেসবুক একাউন্টে নিজের নাম থাকতে হবে। 

  • ফেসবুকের প্রোফাইল পিকচারে নিজের ছবি ব্যবহার করতে হবে। 

  • ফেসবুক আইডিতে নিজের জন্ম সাল এবং জন্ম তারিখ দিতে হবে। 

  • ফেসবুক একাউন্ট দেখে যেনো মনে হয় আসল ফেসবুক অ্যাকাউন্ট। 

  • ফেসবুক আইডি ২ স্টেপ ভেরিফিকেশন চালু থাকতে হবে। 


অর্থাৎ আপনারা যে ফেসবুক আইডি ভেরিফাই করবেন সেই ফেসবুক আইডিতে নিজের নাম, ছবি, জন্ম তারিখ সহো সকল তথ্য নিজের দিবেন। এই তথ্যগুলো আপনারা যে জাতীয় পরিচয়পত্র অথবা অন্যান্য যে তথ্য দিয়ে ফেসবুক একাউন্ট ভেরিফাই করবেন সেই তথ্যের সাথে মিল রেখে দিবেন। 


ফেসবুক একাউন্ট ভেরিফাই করার প্রয়োজনীয় কাগজপত্রঃ 

ফেসবুক আইডি ভেরিফাই করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। তবে ভয় পাবেন না। আপনারা যে সকল পরিচয়পত্র দিয়ে ফেসবুক আইডি ভেরিফাই করতে পারবেন সেগুলো হচ্ছে- 


  • পাসপোর্ট 

  • ড্রাইভিং লাইসেন্স 

  • ন্যাশনাল আইডি কার্ড (NID) 


আপনারা উক্ত তিনটি পরিচয় পত্রের মাধ্যমে আপনাদের ফেসবুক আইডি ভেরিফাই করতে পারবেন। আমাদের যাদের ১৮ বছর বয়স হয়ে গেছে তাদের সকলের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড রয়েছে। আমরা সেই এনআইডি কার্ড ব্যবহার করে আমাদের ফেসবুক আইডি ভেরিফাই করতে পারবো। 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়মঃ 

ফেসবুক আইডি ভেরিফাই করার জন্য ফেসবুক অ্যাপ লাগবে। আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ থাকলে তো ভালোই আর যদি না থাকে তাহলে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ইন্সটল করে নিবেন। অতঃপর আপনি যে ফেসবুক আইডি ভেরিফাই করতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিতে প্রবেশ করবেন। এবার আপনারা নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


ধাপ ১: ফেসবুক অ্যাপে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মতো মেনু আইকন দেখতে পারবেন। আমাদেরকে এই মেনু অপশনে প্রবেশ করতে হবে- 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়ম


ধাপ ২: এবার আপনারা সেটিং অপশন দেখতে পারবেন। আমাদেরকে এই সেটিং অপশনে প্রবেশ করতে হবে- 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়ম


ধাপ ৩: সেটিং অপশনে প্রবেশ করার পর Personal and account information নামে একটি অপশন দেখতে পারবেন। আমাদেরকে এই Personal and account information পেজে প্রবেশ করতে হবে- 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়ম


ধাপ ৪: এবার আপনারা Identity confirmation নামে একটি অপশন দেখতে পারবেন। ফেসবুক আইডি ভেরিফাই করার জন্য আমাদেরকে এই Identity confirmation পেজে প্রবেশ করতে হবে- 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়ম


ধাপ ৫: এবার আপনারা Confirm your identity অপশনে ক্লিক করবেন- 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়ম


ধাপ ৬: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো দুইটি অপশন দেখতে পারবেন। এখানে দুইটি অপশনের মধ্যে Running ads about social issues, elections or politics অপশনে প্রবেশ করতে হবে- 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়ম


ধাপ ৭: এবার আপনাকে দেশ সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যে দেশ থেকে ফেসবুক আইডি ভেরিফাই করবেন এখানে সেই দেশ সিলেক্ট করবেন। দেশ সিলেক্ট করার জন্য Select অপশনে ক্লিক করবেন- 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়ম


ধাপ ৮: দেখুন আমি দেশ হিসেবে বাংলাদেশ সিলেক্ট করেছি। আপনি যে দেশ থেকে ফেসবুক আইডি ভেরিফিকেশন করবেন সেই দেশ সিলেক্ট করবেন। দেশ সিলেক্ট করা হয়ে গেলে Next অপশনে ক্লিক করবেন- 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়ম


ধাপ ৯: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো দুটি অপশন দেখতে পারবেন। যদি আপনার ফেসবুক আইডি আগে থেকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা থাকে তাহলে Personal ID or notarized document অপশনে ক্লিক করবেন। 


আর যদি আপনার ফেসবুক আইডি টু স্টেপ ভেরিফিকেশন চালু করা না থাকে তাহলে এখানেই ফেসবুক আইডি টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন অথবা আগেই টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখবেন- 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়ম


ধাপ ১০: Personal ID or notarized document অপশনে প্রবেশ করার পর Upload Your ID অপশন সিলেক্ট করেন Next অপশনে ক্লিক করবেন- 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়ম


ধাপ ১১: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো ভেরিফিকেশন করার অনেকগুলো ডকুমেন্ট পাবেন। আপনারা যে মাধ্যমে আপনাদের ফেসবুক আইডি ভেরিফাই করতে চাচ্ছেন এখানে সেই মাধ্যম সিলেক্ট করবেন। যেহেতু আমাদের সকলের এনআইডি কার্ড রয়েছে তাই National ID card সিলেক্ট করে Next অপশনে ক্লিক করলাম- 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়ম


ধাপ ১২: এখন আপনাকে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। এনআইডি কার্ডের ছবি তোলার জন্য  Get Started অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ছবি তুলে আপলোড করবেন- 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়ম


ধাপ ১৩: এনআইডি কার্ডের ছবি তুলে আপলোড করার পর নিচের স্ক্রিনশটএর মতো Thank you for submitting your information নামে একটি পেজ দেখতে পারবেন। এখানে বলা হয়েছে আপনি সঠিকভাবে আইডি কার্ড আপলোড করতে পেরেছেন এবং আপনার ফেসবুক আইডি ৪৮ ঘন্টার মধ্যে ভেরিফিকেশন হবে কিনা জানিয়ে দিবে- 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়ম


ধাপ ১৪: উক্ত কাজগুলো করার পর যদি আপনারা আবার আপনার ফেসবুক আইডির সেটিং অপশন থেকে Identity confirmation অপশনে প্রবেশ করেন তাহলে নিচের স্ক্রিনশট এর মত in progress লেখা দেখতে পারবেন। অর্থাৎ আপনার ফেসবুক আইডি ভেরিফিকেশন অবস্থায় রয়েছে। যখন ভেরিফাই হবে তখন এখানে জানিয়ে দিবে- 


ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন করার নিয়ম


এই ছিলো ফেসবুক আইডি রানিং ভেরিফাই করার উপায়। এভাবে আপনারা উপরে দেখানোর পদ্ধতিতে ফেসবুক অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনার ফেসবুক আইডি রানিং ভেরিফাই করতে পারবেন। 


উপসংহারঃ 

অনলাইনে নিজেকে নিরাপদ রাখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক আইডির নিরাপত্তা বাড়ানো জরুরী। ফেসবুক একাউন্ট রানিং ভেরিফিকেশন করার মাধ্যমে ফেসবুকের সকল সমস্যা থেকে ফেসবুক আইডি নিরাপদ রাখা যায়। ইতিমধ্যে আপনারা এই পোস্ট থেকে ফেসবুক আইডি কিভাবে রানিং ভেরিফিকেশন করে ও এর সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url