কিভাবে ব্লগ আর্টিকেল দ্রুত গুগলে ইনডেক্স করাবেন? সেরা ১০ টি উপায়
ব্লগে আর্টিকেল পাবলিশ করার পর সেটাই গুগল ইনডেক্স হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। অনেক সময় ব্লক পোস্ট গুগল ইনডেক্স হতে অনেক দেরি হয়। তবে আপনি চাইলে কিছু কৌশল অবলম্বন করার মাধ্যমে আপনার ব্লগ আর্টিকেল দ্রুত গুগলে ইনডেক্স করাতে পারবেন।
এই পোস্টে আমি আপনাদেরকে ব্লগ আর্টিকেল দ্রুত গুগলে ইনডেক্স করার উপায় দেখাবো। আপনি যদি আপনার ব্লগের পোস্ট যত তাড়াতাড়ি সম্ভব গুগলের সার্চ রেজাল্টে দেখাতে চান তাহলে এই আর্টিকেল আপনার জন্য অনেক উপকারী হবে-
গুগল ইনডেক্সিং কি?
গুগল ইনডেক্সিং এর মাধ্যমে গুগল একটি ওয়েবসাইটের আর্টিকেল তাদের ডাটাবেজে যোগ করে। যখন গুগল কোনো আর্টিকেল ইনডেক্স করে তখন তারা কিছু সিদ্ধান্ত নিয়ে সেই আর্টিকেল সার্চ রেজাল্টে দেখায়। যদি গুগল কোনো আর্টিকেল ইনডেক্স না করে তাহলে সেই আর্টিকেল গুগলের সার্চ রেজাল্টে দেখাবেনা।
ব্লগ আর্টিকেল গুগলে ইনডেক্স করা কেন গুরুত্বপূর্ণ?
একটি ওয়েবসাইটের আর্টিকেল সবার সামনে পৌঁছানোর জন্য এবং সেই ওয়েবসাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য গুগল ইনডেক্স করা গুরুত্বপূর্ণ। এছাড়াও ব্লগ আর্টিকেল গুগলে ইনডেক্স করার সুবিধাগুলো হচ্ছে-
- দৃশ্যমানঃ যদি আপনার ব্লগ আর্টিকেল ইনডেক্স হয় তাহলে সকলের সামনে সেটি প্রদর্শিত হবে। অনেক বেশি মানুষের কাছে সেই আর্টিকেল পৌঁছাবে।
- ট্রাফিক বৃদ্ধিঃ ব্লগ আর্টিকেল গুগলে ইনডেক্স হওয়ার পর গুগলে দেখায়। তাই যারা গুগলে সার্চ করবে তারা আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। এভাবে আপনার ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি হবে।
- অধিক উপার্জনঃ আপনার ইনডেক্স হওয়া আর্টিকেলে ভিজিটর যত বেশি আসবে ততই এফিলিয়েট মার্কেটিং, বিজ্ঞাপন বা স্পন্সরশিপের মাধ্যমে অধিক উপার্জন হবে।
- সার্চ ইঞ্জিন রেংকিংঃ আপনার নতুন ব্লগ পোস্টগুলো গুগলে ইনডেক্স হলে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে রেংকিং পাবে। কেননা গুগল আপনার ওয়েবসাইট ভালো চোখে দেখবে।
- ডোমেইন অথরিটি বৃদ্ধিঃ গুগলে আপনার ব্লগ পোস্ট ইনডেক্স হলে আপনার ওয়েবসাইটের ডোমেইন অথোরিটি বৃদ্ধি পাবে। এতে আপনার ওয়েবসাইটের সকল পোস্ট গুগলে রেংকিংয়ে ভালো অবস্থানে থাকবে।
ব্লগ আর্টিকেল দ্রুত গুগলে ইনডেক্স করার উপায়ঃ
ব্লগ আর্টিকেল দ্রুত গুগলে ইন্ডেক্স করার জন্য বিভিন্ন কাজ করতে হয়। কাজগুলো হচ্ছে-
- গুগল সার্চ কনসোল ব্যবহার,
- XML সাইটম্যাপ আপডেট,
- গুণগত মানসম্পন্ন কনটেন্ট,
- সঠিক কীওয়ার্ড ব্যবহার,
- ইন্টারনাল লিংকিং,
- সোশ্যাল মিডিয়ায় শেয়ার,
- গেস্ট পোস্টিং বা ব্যাকলিঙ্ক তৈরি,
- কাস্টম রোবট.টেক্সট ফাইল চেক,
- মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন,
- সাইটের লোডিং স্পিড,
চলো তাহলে উক্ত কাজগুলো কিভাবে করে আপনার ব্লগ পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করবেন সেটি জেনে নেয়া যাক-
গুগল সার্চ কনসোল ব্যবহার করে ব্লগ পোস্ট দ্রুত গুগলে ইনডেক্সঃ
ব্লগ পোস্ট দ্রুত ইনডেক্স করার জন্য গুগল সার্চ কনসোল সবথেকে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। গুগল সার্চ কনসোল এর মাধ্যমে ব্লগ আর্টিকেল গুগলে ইনডেক্স করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে আপনার গুগল সার্চ কনসোল ড্যাশবোর্ডে প্রবেশ করুন। এরপর নিচের স্ক্রিনশটের মতো মেনু আইকনে ক্লিক করুন-
ধাপ ২: এবার URL Inspection অপশনে ক্লিক করবেন-
ধাপ ৩: এবার আপনি লিংক দেয়ার একটি বক্স দেখতে পারবেন। আপনার যে ব্লগ পোস্ট গুগলে ইনডেক্স করাতে চাচ্ছেন এখানে সেই ব্লগ পোষ্টের লিংক দিতে হবে। লিংক দেয়ার পর কিবোর্ড থেকে ইন্টার করবেন-
ধাপ ৪: আপনার দেয়া লিংক যদি গুগলে ইনডেক্স না থাকে তাহলে URL is not on google লেখা দেখতে পারবেন। এবার উক্ত আর্টিকেল ইনডেক্স করানোর জন্য Request indexing অপশনে ক্লিক করতে হবে-
ধাপ ৫: এবার আপনি নিচের স্ক্রিনশটের মতো দেখলে বুঝতে পারবেন ব্লগ আর্টিকেল গুগলে ইনডেক্সিং করার রিকোয়েস্ট সফল হয়েছে। আপনি এখান থেকে বের হয়ে যাবেন-
এই ছিলো গুগল সার্চ কনসোল ব্যবহার করে ব্লগ আর্টিকেল দ্রুত গুগলে ইনডেক্স করার নিয়ম। আপনারা উপরে দেখানো নিয়মে কাজ করলে আপনার কোন ব্লগ পোস্ট ইনডেক্স করতে হবে সেটি গুগল সহজেই বুঝতে পারবে। এতে উক্ত আর্টিকেল খুব তাড়াতাড়ি গুগল সার্চ রেজাল্টে দেখাবে।
XML সাইটম্যাপ আপডেট করে ব্লগ আর্টিকেল গুগলে ইনডেক্সঃ
একটি ওয়েবসাইটের সাইটম্যাপ সেই ওয়েবসাইটকে গুগলে ইনডেক্স করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা সাইড ম্যাপের মাধ্যমে গুগল উক্ত ওয়েবসাইটের সকল কাঠামো বুঝতে পারে। অর্থাৎ কোথায় কোন পোস্ট আছে এবং একটার পর আরেকটা পেজ সহজেই সাইটম্যাপের মাধ্যমে গুগল ক্রোলিং করতে পারে। তাই আপনার ওয়েবসাইটের পোস্টগুলো গুগলে ইনডেক্স করানোর জন্য অবশ্যই সাইটম্যাপ তৈরি করবেন। এছাড়াও আপনার ওয়েবসাইটে সাইটম্যাপ থাকলে সেটাই নিয়মিত আপডেট করবেন।
গুণগত মানসম্পন্ন কনটেন্ট লিখে গুগল ইনডেক্সঃ
গুগল সব সময় চায় ওয়েবসাইটের কনটেন্ট এর মান যেন অনেক ভালো হয়। অর্থাৎ গুগল মানসম্মত কনটেন্ট তাদের সার্চ ইঞ্জিনে দেখায়। তাই আপনার ওয়েবসাইটের আর্টিকেল গুগলে ইনডেক্স করানোর জন্য অবশ্যই মানসম্পন্ন আর্টিকেল লিখতে হবে। আপনার ওয়েবসাইটের কনটেন্ট যেন ইউনিক, ইনফরমেটিভ এবং পাঠকের জন্য প্রাসঙ্গিক হয়।
সঠিক কিওয়ার্ড ব্যবহার করে গুগল ইনডেক্স করার পদ্ধতিঃ
ওয়েবসাইটের আর্টিকেল এসইও করার জন্য অবশ্যই সঠিক কিওয়ার্ড ব্যবহার করতে হবে। টাইটেল, কনটেন্ট ও ডেসক্রিপশনে সঠিক কিওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে একটি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে পারবেন। মনে রাখবেন, যদি আপনারা আর্টিকেল এসইও ফ্রেন্ডলি না হয় তাহলে সেটি গুগলে ইনডেক্স হবেনা।
ব্লগ আর্টিকেলের মধ্যে ইন্টারনাল লিংকিং করাঃ
ইন্টার্নাল লিংকিং ব্লগ পোস্ট গুগলে ইনডেক্স করার জন্য সাহায্য করে। আপনার ওয়েবসাইটের প্রতিটি আর্টিকেলের মধ্যে নির্দিষ্ট পরিমাণে ইন্টার্নাল লিংকিং করবেন। এতে গুগল একটা আর্টিকেল ক্রল করতে এসে আরো আর্টিকেল ক্রল করবে। এতে সকল আর্টিকেল গুগলে ইনডেক্স হবে।
ব্লগ আর্টিকেল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গুগলে ইনডেক্সঃ
আপনার আর্টিকেল যদি সোশ্যাল মিডিয়া শেয়ার করেন এবং সেখান থেকে ভিজিটর আসে তাহলে গুগল সেই আর্টিকেলকে অনেক গুরুত্ব দিয়ে থাকে। তখন গুগল আপনার উক্ত আর্টিকেল ইনডেক্স করে। তাই ব্লক পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করার জন্য সোশ্যাল মিডিয়া যেমন Facebook, Twitter, Instagram, LinkedIn, Pinterest, Medium, ইত্যাদি সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন।
গেস্ট পোস্টিং বা ব্যাকলিঙ্ক তৈরি করে গুগল ইনডেক্সঃ
সাধারণত যেসব আর্টিকেলের ব্যাকলিংক অনেক থাকে সেইসব আর্টিকেল গুগলে ইন্ডেক্স হওয়ার পাশাপাশি ভালো র্যাংকিং এ থাকে। এই কারনে আপনার ব্লগ আর্টিকেলের জন্য ভালো ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিবেন।
কাস্টম রোবট.টেক্সট ফাইল চেক করে ব্লগ পোস্ট গুগল ইনডেক্সঃ
যদি আপনার ওয়েবসাইটের ব্লগ পোষ্টগুলো গুগলে ইনডেক্স না হয় তাহলে অবশ্যই রোবট.টেক্সট ফাইল চেক করে দেখবেন। কেননা অনেক সময় রোবট.টেক্সট ফাইল আর্টিকেল ব্লগ করে রাখলে সেটি গুগলে ইনডেক্স হয় না। তাই ব্লগ পোস্ট গুগলে ইনডেক্স করার জন্য আপনার রোবট.টেক্সট ফাইল চেক করে দেখবেন সেটি আপনার আর্টিকেল ব্লক করেছে কিনা।
ওয়েবসাইটের মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন তৈরি করে ইনডেক্সঃ
মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটকে গুগল এখন বেশি গুরুত্ব দেয়। আপনার ওয়েবসাইট রেসপন্সিভ কিনা সেটি নিশ্চিত করুন। ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি এবং রেসপন্সিভ হলে সেই ওয়েবসাইটের আর্টিকেল দ্রুত গুগলে ইনডেক্স হবে।
ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়িয়ে ব্লগ পোস্ট ইনডেক্সঃ
আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড যদি কম হয় তাহলে গুগল আপনার ব্লগ পোস্ট ইনডেক্স করবে না। এই কারণে নিশ্চিত করবেন যে আপনার ওয়েবসাইটে কেউ প্রবেশ করলে যেন খুব দ্রুত প্রবেশ করতে পারে। এছাড়াও আপনার পোস্ট গুলো যেন মানুষের সামনে দ্রুত দেখায়।
শেষ কথাঃ
ব্লগ আর্টিকেল দ্রুত গুগলে ইনডেক্স করার জন্য নিয়মিত মানসম্মত কন্টেন্ট তৈরি করার পাশাপাশি এখানে দেয়া কৌশলগুলো আপনাকে অনুসরণ করতে হবে। সাধারণত ব্লগ পোস্ট গুগলে ইনডেক্স হতে অনেক সময় লাগলেও সঠিক পদ্ধতি অনুসরণ করলে খুব দ্রুত এটি গুগলে ইনডেক্স করানো সম্ভব। যদি আপনারা ব্লগ আর্টিকেল গুগলে ইনডেক্স করা সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এসইও সম্পর্কে সকল টিপস পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।