বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট, চেক ও রিমুভ করার নিয়ম
যখন আমরা বিকাশ থেকে ক্যাশ আউট করি তখন কিছু চার্জ কেটে থাকে। আপনারা নিশ্চয়ই চাইবেন যে বিকাশ ক্যাশ আউট করার সময় চার্জ কমানোর জন্য। গ্রাহকের ক্যাশ আউট খরচের কথা ভেবে বিকাশ নিয়ে এসেছে প্রিয় এজেন্ট নামে নতুন একটি সুবিধা।
এর মাধ্যমে গ্রাহকদের প্রতি হাজারে ক্যাশ আউট করতে মাত্র ১৪.৯০ টাকা খরচ হবে। এই পোস্টে আমি বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম, সুবিধা ও শর্তাবলী সম্পর্কে জানাবো। এছাড়াও আপনারা বিকাশ প্রিয় নাম্বার সেট করার পর সেটি রিমুভ ও পরিবর্তন করার উপায় জানতে পারবেন-
বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম |
বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার কি??
বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে স্বল্প খরচে বিকাশ এজেন্ট থেকে টাকা তোলা যায়। আপনি যদি কোনো বিকাশ এজেন্টের নাম্বার আপনার বিকাশ একাউন্টে প্রিয় এজেন্ট নাম্বারের তালিকায় রাখেন তাহলে উক্ত এজেন্টের নাম্বারে খুব কম খরচে ক্যাশ আউট করতে পারবেন। সেই বিকাশ এজেন্ট ছাড়া অন্য এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করলে তখন বিকাশের ক্যাশ আউট সাধারণ যেরকম চার্জ সেই রেট অনুযায়ী চার্জ কাটবে।
বিকাশ প্রিয় এজেন্ট নাম্বারের সুবিধাঃ
আমরা সাধারণত আমাদের বিকাশের টাকা বিকাশ এজেন্টের মাধ্যমে এবং বিকাশ সাপোর্টেড এটিএম বুথের সাহায্যে তুলতে পারি। তবে আমরা বেশিরভাগ সময় বিকাশ এজেন্ট থেকে আমাদের বিকাশে থাকা টাকা তুলে থাকি। যখন আমরা বিকাশ এজেন্টের মাধ্যমে আমাদের বিকাশে টাকা ক্যাশ আউট করি তখন প্রতি হাজারে ১.৮৫% চার্জ কাটে।
যদি আপনি বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করেন তাহলে এই ক্যাশ আউট চার্জ কমাতে পারবেন। অর্থাৎ আপনি যে বিকাশ এজেন্ট থেকে আপনার বিকাশে টাকা ক্যাশ আউট করেন সেই বিকাশ এজেন্টের নাম্বার যদি প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে যোগ করেন তাহলে শুধুমাত্র সেই বিকাশ এজেন্টের মাধ্যমে ১.৪৯% চার্জ কেটে ক্যাশ আউট করতে পারবেন।
যখন আমরা সাধারণভাবে বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা ক্যাশ আউট করি তখন প্রতি হাজারে ১.৮৫% চার্জ অর্থাৎ ১৯ টাকা কাটে। কিন্তু যদি আমরা বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করি তাহলে শুধুমাত্র সেই এজেন্ট নাম্বার থেকে বিকাশের টাকা তুললে প্রতি হাজারে মাত্র ১.৪৯% চার্জ অর্থাৎ ১৪.৫০ টাকা কাটবে। এই হচ্ছে bkash priyo agent নাম্বারের সুবিধা।
আরো পড়ুনঃ বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম.
বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত করার শর্তাবলীঃ
আপনি যখন আপনার বিকাশ একাউন্টে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করবেন তখন আপনাকে কিছু শর্ত মানতে হবে। শর্তগুলো হচ্ছে-
- আপনি প্রতি মাসে ২টি বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে পারবেন। শুধুমাত্র আপনার সেট করা বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার থেকে অল্প খরচে টাকা ক্যাশ আউট করতে পারবেন। আপনি যদি অন্য কোনো বিকাশ এজেন্ট নাম্বার থেকে টাকা তোলেন তাহলে খরচ বেশি কাটবে।
- তবে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার পর সেই নাম্বার এক মাসের মধ্যে পরিবর্তন করতে পারবেন না। এক মাস পর আবার আপনারা আপনাদের বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন করে অন্য কোন বিকাশ এজেন্টের নাম্বার যুক্ত করতে পারবেন।
- যখন আপনি বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার থেকে টাকা তুলবেন তখন প্রতি হাজারে ১৪.৫০ টাকা কাটবে। আমরা যখন সাধারণভাবে টাকা তুলি তখন প্রতি হাজার টাকা ক্যাশ আউটে ১৮ টাকা কেটে থাকে। বিকাশ এজেন্ট নাম্বার থেকে ক্যাশ আউট করার সময় ১.৪৯% চার্জ কাটবে। কিন্তু আপনি যদি প্রিয় এজেন্ট নাম্বার থেকে টাকা না ধরেন তাহলে ১.৮৫% চার্জ কাটবে।
- বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার থেকে আপনারা প্রতি মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত ১.৪৯% চার্জে ক্যাশ আউট করতে পারবেন। যখন আপনি এক মাসে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার থেকে ৫০ হাজার টাকার বেশি তুলবেন তখন ১.৮৫% চার্জ কাটবে।
- আপনারা কোড ডায়াল করে অথবা বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজেই বিকাশ এজেন্ট নাম্বার সেট এবং রিমুভ করতে পারবেন।
আরো পড়ুনঃ বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম ও সুবিধা.
বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়মঃ
সাধারণত দুইটি মাধ্যমে বিকাশ একাউন্টে প্রিয় এজেন্ট নাম্বার সেট করা যায়। সেগুলো হচ্ছে-
- বিকাশ অ্যাপের মাধ্যমে।
- মেনু কোড ডায়াল করে।
আপনারা বিকাশ অ্যাপ এবং কোড ডায়াল করে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত করতে পারবেন। চলুন তাহলে বিকাশ অ্যাপ ও কোড ডায়াল করে কিভাবে বিকাশ প্রিয় নাম্বার সেট করে সেটি জেনে নেয়া যাক-
বিকাশ অ্যাপের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়মঃ
বিকাশ একাউন্টে প্রিয় নাম্বার সেট করার সবথেকে সহজ মাধ্যম হচ্ছে বিকাশ অ্যাপ ব্যবহার করা। কেননা বিকাশ অ্যাপের মাধ্যমে সহজেই প্রিয় নাম্বার যুক্ত করা যায়। এই কাজের জন্য আপনারা নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করুন। এরপর ক্যাশ আউট অপশনে ক্লিক করুন-
ধাপ ২: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো প্রিয় এজেন্ট এর একটি ব্যানার দেখতে পারবেন। আপনারা উক্ত ব্যানারে ক্লিক করবেন-
ধাপ ৩: এবার যোগ করুন অপশনে ক্লিক করুন-
ধাপ ৪: এবার আপনি নাম্বার দেয়ার বক্স দেখতে পারবেন। আপনি যে এজেন্ট নাম্বার প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে যুক্ত করতে চাচ্ছেন এখানে সেই নাম্বার দিতে হবে। তবে আপনি চাইলে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে এজেন্টের নাম্বার এখানে দিতে পারেন-
ধাপ ৫: এবার আপনার নাম দেয়ার বক্স দেখতে পারবেন। এখানে এজেন্টের নাম দিবেন। এরপর এগিয়ে যান অপশনে ক্লিক করবেন-
ধাপ ৬: এবার পাসওয়ার্ড দেয়ার বক্স দেখতে পারবেন। আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত হবে-
এই ছিলো বিকাশ অ্যাপের মাধ্যমে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বারে যুক্ত করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই যেকোনো দুইটি এজেন্ট নাম্বার প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে যোগ করতে পারবেন।
কোড ডায়াল করে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার উপায়ঃ
আপনার মোবাইলে যদি বিকাশ অ্যাপ্লিকেশন না থাকে তাহলে কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজেই বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে পারবেন। এছাড়াও যারা বাটন মোবাইল ব্যবহার করে থাকে তাদের জন্য এই পদ্ধতি কাজে আসবে। কোড ডায়াল করে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার যোগ করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *247# ডায়াল করুন-
ধাপ ২: এবার নিচের স্ক্রীনশটের মতো অনেকগুলো অপশন দেখতে পারবেন। আমাদেরকে My Bkash অপশনে প্রবেশ করতে হবে। My Bkash অপশন 8 নাম্বারে থাকায় 8 লিখে সেন্ড করতে হবে-
ধাপ ৩: এবার আপনারা Priyo Number নামে আরেকটি অপশন দেখতে পারবেন। আপনারা Priyo Number অপশনে প্রবেশ করবেন-
ধাপ ৪: এবার আপনি Send Money এবং Cash out নামে দুইটা অপশন দেখতে পারবেন। যেহেতু আমরা ক্যাশআউট করার জন্য প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত করতে চাচ্ছি তাই Cash out অপশনে প্রবেশ করব-
ধাপ ৫: এবার আপনারা নিচের স্ক্রীনশটের মতো অনেকগুলো অপশন দেখতে পারবেন। বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত করার জন্য Add Priyo Agent Number অপশন সিলেক্ট করে প্রবেশ করতে হবে-
ধাপ ৬: এবার আপনি নাম্বার দেয়ার বক্স দেখতে পারবেন। আপনি যে বিকাশ এজেন্ট এর নাম্বার প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে দিতে চাচ্ছেন সেই নাম্বার এখানে দিবেন। এজেন্টের নাম্বার দিয়ে সেন্ড অপশনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে আপনার প্রিয় বিকাশ এজেন্ট নাম্বার যুক্ত করা হয়ে যাবে-
এই ছিলো কোড ডায়াল করে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত করার নিয়ম। আপনার মোবাইলে যদি বিকাশ অ্যপ্লিকেশন না থাকে অথবা বাটন মোবাইল ব্যবহারকারী হন তাহলে কোড ডায়াল করে উপরের নিয়ম অনুযায়ী খুব সহজেই বিকাশ bkash priyo agent নাম্বার যুক্ত করতে পারবেন।
বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার চেক এবং রিমুভ করার নিয়মঃ
আপনি চাইলে আপনি কাকে কাকে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে যুক্ত করেছেন সেটি দেখতে পারবেন। এছাড়াও যুক্ত করা বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার রিমুভ করতে পারবেন। তার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
ধাপ ১: প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করুন। এরপর ক্যাশ আউট অপশনে ক্লিক করুন-
ধাপ ২: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো প্রিয় এজেন্ট এর একটি ব্যানার দেখতে পারবেন। আপনারা উক্ত ব্যানারে ক্লিক করবেন-
ধাপ ৩: এবার আপনি যেসব এজেন্ট নাম্বার প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে যুক্ত করেছিলেন সেইসব নাম্বার দেখতে পারবেন। আপনি যে নাম্বারটি প্রিয় এজেন্ট নাম্বার থেকে রিমুভ করতে চাচ্ছেন সেই নাম্বারের পাশে থাকা বাদ দিন অপশনে ক্লিক করবেন-
ধাপ ৪: এবার আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলেই প্রিয় এজেন্ট নাম্বার বাদ হয়ে যাবে-
এই ছিলো বিকাশের প্রিয় এজেন্ট নাম্বার বাদ দেয়ার পদ্ধতি। আপনারা উপরে দেখানো নিয়মে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার চেক করার পাশাপাশি প্রিয় এজেন্ট নাম্বার রিমুভ করতে পারবেন।
শেষ কথাঃ
ইতিমধ্যে আপনারা বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম, চেক করার উপায় ও রিমুভ করার পদ্ধতি জানতে পেরেছেন। আশা করছি এখন থেকে খুব সহজেই বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার যোগ করে কম খরচে ক্যাশ আউট করতে পারবেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ব্যাংকিং সম্পর্কিত সকল টিপস পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।