বাংলালিংক বন্ধ সিমের অফার (চেক করার ও নেয়ার উপায় সহো)
যারা আগে বাংলালিংক সিম ব্যবহার করতেন কিন্তু এখন দীর্ঘদিন থেকে সিম বন্ধ তাদের জন্য বাংলালিংক বন্ধ সিমের অফার দিয়ে থাকে। আপনার বাংলালিংক সিম যদি বন্ধ সিমের আওতায় থাকে তাহলে আপনিও বন্ধ সিমের অফার নিতে পারবেন।
এই আর্টিকেলে আমি আপনাদেরকে বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করার ও নেয়ার উপায় দেখাবো। এছাড়াও আপনার বাংলালিংক সিম বন্ধ সিমের আওতায় রয়েছে কিনা সেটিও জানতে পারবেন।
বাংলালিংক বন্ধ সিমের অফার কাকে বলে?
বাংলালিংক বন্ধ সিমের জন্য যেসব অফার থাকে তাকে বাংলালিংক বন্ধ সিমের অফার বলে। সাধারণত যেসব গ্রাহক তাদের বাংলালিংক সিম দীর্ঘদিন থেকে ব্যবহার করেনা তাদেরকে সিম ব্যবহারের উৎসাহ দেয়ার জন্য বন্ধ সিমের অফার দেয়া হয়। এই অফারগুলো সাধারণত ইন্টারনেট, মিনিট, এসএমএস ইত্যাদি হয়ে থাকে।
বাংলালিংক বন্ধ সিমের অফার কিভাবে চেক করতে ও নিতে হয়?
আপনার বাংলালিংক সিম বন্ধ সিমের আওতায় কিনা সেটি ৩ টি উপায়ে চেক করতে ও বন্ধ সিমের অফার পারবেন। বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করার ও নেয়ার মাধ্যমগুলো হচ্ছে -
- মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে।
- এসএমএসের মাধ্যমে
- কোড ডায়াল করার মাধ্যমে
আপনারা মাই বাংলালিংক অ্যাপ, এসএমএস এবং কোড ডায়াল করার মাধ্যমে বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করতে ও নিতে পারবেন।
মাই বাংলালিংকে অ্যাপের মাধ্যমে বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করার ও নেয়ার উপায়ঃ
মাই বাংলালিংক অ্যাপ দিয়ে বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করার পাশাপাশি বন্ধ সিমের অফার নেয়া যায়। এছাড়াও আপনি বাংলালিংকের বন্ধ সিমের অফার পাবেন কিনা সেটাও চেক করতে পারবেন। এই কাজের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে মাই বাংলালিংক অ্যাপে বন্ধ সিমের নাম্বার লগইন করে প্রবেশ করুন। এরপর অ্যাপের হোমপেজে নিচের স্ক্রিনশটের মতো থ্রি ডট মেনু আইকনে ক্লিক করুন-
ধাপ ২: এবার আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। তবে বন্ধ সিমের অফার চেক করার জন্য Bondho Sim Offer অপশনে প্রবেশ করবেন-
ধাপ ৩: এবার আপনি বাংলালিংক সিম বন্ধ সিমের আওতায় রয়েছে কিনা সেটি চেক করার অপশন দেখতে পারবেন। এখানে নাম্বার দেয়ার বক্সে আপনার বন্ধ থাকা বাংলালিংক সিমের নাম্বার দিয়ে Check অপশনে ক্লিক করবেন-
ধাপ ৪: অতঃপর আপনার বাংলালিংক সিম যদি বন্ধ সিমের আওতায় থাকে তাহলে Congratulations লেখা দেখতে পারবেন। সেইসাথে আপনি বন্ধ সিমের যেসব অফার পাবেন সবগুলোর তালিকা দেখতে পারবেন। আপনি এখান থেকে খুব সহজেই আপনার পছন্দের অফার নিতে পারবেন-
এই ছিলো মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে বন্ধ সিমের অফার নেয়ার ও চেক করার উপায়। আপনার উপরে দেখানো পদ্ধতিতে মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে আপনার বাংলালিংক সিম বন্ধ সিমের আওতায় রয়েছে কিনা সেটি জানতে পারবেন এবং বন্ধ সিমের অফার নিতে পারবেন।
বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করার কোডঃ
কোড ডায়াল করার মাধ্যমে আপনারা খুব সহজেই বাংলালিংক বন্ধ সিমের অফার সম্পর্কে জানতে পারবেন। এই কাজের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: কোড ডায়াল করার মাধ্যমে বাংলালিংক বন্ধ সিমের অফার দেখার জন্য আপনাকে *১২১*২০০# ডায়াল করতে হবে-
ধাপ ২: যদি আপনি বাংলালিংক বন্ধ সিমের অফার পান তাহলে বাংলালিংক বন্ধ সিমের অফার লিস্ট দেখতে পারবেন। তবে যদি আপনি বন্ধ সিমের অফার না পান তাহলে নিচের স্ক্রীনশটের মতো Sorry লেখা দেখতে পারবেন-
এই ছিলো কোড ডায়াল করে বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করার পদ্ধতি। এভাবে সহজেই কোড ডায়াল করার মাধ্যমে বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করা যায় এবং বন্ধ সিমের অফার নেওয়া যায়।
এসএমএসের মাধ্যমে বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করার পদ্ধতিঃ
এসএমএসের মাধ্যমে আপনার বাংলালিংক সিম বন্ধ সিমের আওতায় কিনা সেটা জানার জন্য 4343 নাম্বারে ফ্রি এসএমএস করুন। ফিরতি এসএমএসে আপনাকে জানিয়ে দেয়া হবে যে আপনার বাংলালিংক সিম বন্ধ সিমের আওতায় কিনা। সাথে এটাও জানিয়ে দেয়া হবে যে আপনি বাংলালিংক বন্ধ সিমের কি কি অফার পাবেন।
শেষ কথাঃ
বাংলালিংক বন্ধ সিম থাকলে সেই সিম চালু করে বন্ধ সিমের অফার ব্যবহার করা একটি চমৎকার সুযোগ। যদি আপনার বাংলালিংক বন্ধ সিম থাকে তাহলে সেটি চালু করে এই পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে বন্ধ সিমের অফার উপভোগ করুন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা বাংলালিংক বন্ধ সিমের অফার সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই পোস্ট আপনাদের উপকারে আসলে বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও জানাতে পারেন।