মোবাইলের হোম, মেনু, ব্যাক বাটন হাইড ও আন-হাইড করার উপায়
এন্ড্রয়েড মোবাইলে হোম, মেনু এবং ব্যাক বাটন রয়েছে। আমরা এন্ড্রয়েড মোবাইল এই বাটনগুলোর মাধ্যমে কন্ট্রোল করে থাকি। তবে অনেকের এন্ড্রয়েড মোবাইলে দেখবেন এই বাটনগুলো নেই। তখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এন্ড্রয়েড মোবাইলের হোম মেনু এবং ব্যাক বাটন হাইড করে কিভাবে?
তবে আপনারা চাইলে আপনাদের মোবাইলের হোম, মেনু এবং ব্যাক বাটন খুব সহজেই হাইড করতে পারবেন। এই পোস্টে আমি আপনাদেরকে এন্ড্রয়েড মোবাইলের হোম, মেনু, ব্যাক বাটন হাইড ও আন-হাইড করার উপায় দেখাবো। আপনারা খুব সহজেই আপনাদের এন্ড্রয়েড মোবাইলের বাটনগুলো দৃশ্য এবং অদৃশ্য করতে পারবেন-
এন্ড্রয়েড মোবাইলের বাটন হাইড করার সুবিধাঃ
যখন আপনাদের এন্ড্রয়েড মোবাইলের নিচে চোখ রাখেন তখন হোম, ব্যাক, মেনু বাটন দেখতে পারেন। এই বাটনগুলোর মাধ্যমে আমরা আমাদের মোবাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবেশ করতে পারি এবং বের হতে পারি। তবে আপনারা চাইলে এই বাটনগুলো হাইড করেও একই কাজ করতে পারেন।
অর্থাৎ মোবাইলের হোম, ব্যাক, এবং মেনু বাটন হাইড থাকবে কিন্তু কাজ একই করবে। হোম, মেনু, ব্যাক বাটন হাইড করার পর একই জায়গায় ক্লিক করার মাধ্যমে আপনারা সেই কাজ করতে পারবেন। এতে সুবিধা হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিন বড় এবং পরিষ্কার দেখাবে।
এন্ড্রয়েড মোবাইলের হোম, মেনু, ব্যাক বাটন হাইড করার নিয়মঃ
আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের স্ক্রিনে দেখানো হোম, ব্যাক ও মেনু বাটন হাইড করতে পারবে। এই কাজের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
নিচের স্ক্রীনশটে দেখানো অপশন গুলো হচ্ছে এন্ড্রয়েড মোবাইলের বাটন। এই বাটনগুলো হাইড করার জন্য প্রথমে আপনার মোবাইলের সেটিং অপশনে প্রবেশ করতে হবে-
এরপর আপনারা আপনাদের মোবাইলের সেটিং অপশন থেকে নিচের স্ক্রীনশটের মতো I-Smart নামে একটি অপশন দেখতে পারবেন। মোবাইলের বাটন হাইড করার জন্য আমাদেরকে এই I-Smart অপশনে প্রবেশ করতে হবে-
অতঃপর আপনারা Key Settings নামে একটি অপশন দেখতে পারবেন। আপনাদের মোবাইলের সেটিং অপশন থেকে Key Settings অপশনে প্রবেশ করবেন-
অতঃপর আপনারা নিচের স্ক্রীনশটের মতো Virtual Key অপশন চালু দেখতে পারবেন। এই অপশন চালু থাকার কারণে আমাদের এন্ড্রয়েড মোবাইলের বাটন শো করে। এন্ড্রয়েড মোবাইলের বাটন অদৃশ্য করার জন্য আমাদেরকে Virtual Key অপশন বন্ধ করতে হবে-
অতঃপর আপনারা যখন Virtual Key অপশন বন্ধ করে দিবেন তখন নিচের স্ক্রীনশটের মতো দেখতে পারবেন। এখানে আপনাদেরকে জানিয়ে দিবে বাটনের কাজ কিভাবে করতে হয়। আপনার মোবাইলের বাটন হাইড হয়ে যাওয়ার পর আপনারা নিচের দেখানো নিয়মে সেই বাটন গুলোর কাজ করতে পারবেন-
এই ছিলো অ্যান্ড্রয়েড মোবাইলের বাটন হাইড করার নিয়ম। এভাবে আপনারা খুব সহজেই এন্ড্রয়েড মোবাইলের হোম, ব্যাক ও মেনু বাটন হাইড করতে পারবেন।
আরো পড়ুনঃ প্লে স্টোর থেকে সকল অ্যাপ বা গেম সরাসরি মোবাইলে ডাউনলোড করার উপায়.
এন্ড্রয়েড মোবাইলের হাইড করা বাটন আন-হাইড করার নিয়মঃ
আপনারা চাইলে আবার এন্ড্রয়েড মোবাইলের হাইড করা বাটনগুলো আন-হাইড করতে পারবেন। অর্থাৎ আপনি যে, হোম, মেনু, ব্যাক বাটন অদৃশ্য করেছিলেন সেটা আবার দৃশ্যমান করতে পারবেন। এই কাজের জন্য উপরের দেখানো পদ্ধতিতে Virtual Key অপশনে প্রবেশ করে এটি চালু করে দেবেন।
যখন আপনারা Virtual Key অপশন চালু করে দিবেন তখন আপনাদের এন্ড্রয়েড মোবাইলে পূর্বের মতো হাইড করা হোম, ব্যাক ও মেনু বাটনগুলো আবার দেখতে পারবেন। এভাবে আপনারা খুব সহজেই এন্ড্রয়েড মোবাইলের হাইড করা বাটন শো করতে পারবেন।
আরো পড়ুনঃ এন্ড্রয়েড মোবাইলের অ্যাপস লক করার নিয়ম.
উপসংহারঃ
আপনার এন্ড্রয়েড মোবাইলের হোম, ব্যাক ও মেনু বাটনগুলো হাইড করার মাধ্যমে আপনার মোবাইলের স্ক্রিনের সৌন্দর্য বাড়াতে পারবেন। আশা করছি আপনারা মোবাইলের দৃশ্যমান বাটনগুলো অদৃশ্য করার পদ্ধতি জানতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা এন্ড্রয়েড মোবাইলের বাটন হাইড ও আন-হাইড করা সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।