নগদ একাউন্টের লেনদেন হিস্টরি দেখার উপায় । Nagad Mini Statement
নগদ একাউন্ট ব্যবহার করে আমরা বিভিন্ন লেনদেন করা থাকি। তবে অনেক সময় নগদ একাউন্টের লেনদেন হিসাব দেখার প্রয়োজন হয়। নগদ একাউন্ট দিয়ে কোথায় কত টাকা খরচ করলাম, কাকে কত টাকা দিলাম, কে কত টাকা দিল ইত্যাদি হিসাব জানার জন্য লেনদেন হিস্টোরি দেখতে হয়।
এই পোস্টে আমি আপনাদেরকে নগদ একাউন্টের লেনদেন হিস্টোরি দেখার নিয়ম জানাবো। কিভাবে নগদ একাউন্টের লেনদেন ইতিহাস দেখতে হয় সেটি জেনে আপনার নগদ একাউন্ট দিয়ে করা সকল লেনদেনের তথ্য জানতে পারবেন।
নগদ একাউন্টের লেনদেন হিস্টরি কেন জানতে হবে?
সাধারণত একটি নগদ একাউন্ট দিয়ে টাকা লেনদেন সহো অর্থনৈতিক বিভিন্ন কাজ করা হয়ে থাকে। যেহেতু বিষয়টি টাকার সাথে সম্পৃক্ত তাই এখানে লেনদেন হিস্টরি জানা অনেক গুরুত্বপূর্ণ। নগদ একাউন্টের লেনদেন তালিকা দেখার সুবিধা হচ্ছে-
- টাকা পাওয়ার হিসাবঃ আপনি যদি কারো কাছ থেকে নগদ একাউন্টে টাকা নেন অর্থাৎ কেউ যদি আপনার নগদ একাউন্টে টাকা পাঠায় সেটার হিসাব খুব সহজেই নগদ একাউন্টের লেনদেন হিস্টরি দেখার মাধ্যমে জানতে পারবেন।
- টাকা পাঠানোর হিসাবঃ আপনার নগদ একাউন্ট থেকে কাদেরকে টাকা পাঠিয়েছেন এবং কত টাকা পাঠিয়েছেন সেই তথ্য নগদ ট্রানজেকশন হিস্টরি দেখলে জানতে পারবেন।
- টাকা খরচের হিসাবঃ আপনার নগদ একাউন্ট থেকে কত টাকা খরচ করেছেন এবং কোথায় কোথায় টাকা খরচ করেছেন সেটি নগদ ট্রানজেকশন ইতিহাস দেখলে জানতে পারবেন।
- ক্যাশ আউট হিসাবঃ আপনি নগদ একাউন্ট থেকে কখন কত টাকা ক্যাশ আউট করেছেন সেই তথ্য নগদ লেনদেন তালিকা দেখার মাধ্যমে জানতে পারবেন।
- ব্যয় নিয়ন্ত্রণঃ আপনার নগদ একাউন্ট দিয়ে কোথায় কত টাকা খরচ করেছেন সেটি জেনে আপনি ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন।
- ভুল লেনদেন শনাক্ত করাঃ আপনি যদি আপনার নগদ একাউন্ট থেকে ভুল করে কাউকে টাকা পাঠিয়ে থাকেন তাহলে নগদ লেনদেন হিসাব চেক করার মাধ্যমে সেটি জানতে পারবেন।
- সুরক্ষার জন্যঃ আপনার নগদ একাউন্ট থেকে যদি কোনো প্রকারের প্রতারণা বা জালিয়াতি হয় তাহলে সেটি লেনদেন হিস্টরি চেক করার মাধ্যমে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
আরো পড়ুনঃ বিকাশ একাউন্টের লেনদেন দেখার নিয়ম.
নগদ একাউন্টের লেনদেন দেখার উপায়ঃ
সাধারণত নগদ একাউন্ট থেকে করা লেনদেন বিবরণী দেখার দুইটি পদ্ধতি রয়েছে। সেগুলো হচ্ছে-
- নগদে অ্যাপের মাধ্যমে
- নগদ মেনু কোড ডায়াল করার মাধ্যমে
আপনারা নগদ অ্যাপ এবং নগদের মেনু কোড ডায়াল করার মাধ্যমে নগদ একাউন্টের লেনদেন হিস্টোরি দেখতে পারবেন। চলুন তাহলে উক্ত দুইটি মাধ্যমে কিভাবে নগদের লেনদেন বিবরণী দেখে সেটি জেনে নেয়া যাক-
নগদ অ্যাপের মাধ্যমে নগদ লেনদেন লিস্ট দেখার নিয়মঃ
আপনারা নগদ অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনাদের নগদ একাউন্ট থেকে করা লেনদেন বিবরণী দেখতে পারবেন। যদি আপনার মোবাইলে নগদ অ্যাপ্লিকেশন না থাকে তাহলে প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো নগদ অ্যাপ্লিকেশন ইন্সটল করে নিবেন। অতঃপর নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন -
নগদ অ্যাপ ওপেন করার পর আপনার নগদ একাউন্টের নাম্বার দিয়ে নগদ অ্যাপের মধ্যে লগইন করতে হবে। আপনারা নিচের স্ক্রিনশট এর মতো করে আপনার নগদ একাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নগদ অ্যাপে প্রবেশ করবেন -
অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো Transection নামে একটি অপশন দেখতে পারবেন। নগদ একাউন্টে লেনদেন দেখার জন্য আমাদেরকে এই ট্রানজেকশন পেজে প্রবেশ করতে হবে-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার নগদ একাউন্টের ট্রানজেকশন হিস্টোরি দেখতে পারবেন। এখানে মাস সিলেক্ট করা রয়েছে এবং সেই মাসে নগদ একাউন্ট থেকে কি পরিমাণ লেনদেন করা হয়েছে সকল তালিকা দেখাচ্ছে। তবে আপনারা চাইলে মাস পরিবর্তন করে যেকোনো নির্দিষ্ট মাসের নগদ ট্রানজেকশন হিস্টরি দেখতে পারবেন -
আপনারা In অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিনশটের মতো আপনার নগদ একাউন্টের ডিপোজিট করা টাকার হিস্টরি দেখতে পারবেন-
আবার যদি আপনারা নিচের স্ক্রিনশটের মতো Out অপশনে ক্লিক করেন তাহলে আপনার নগদ একাউন্ট থেকে বের করা টাকার পরিমান দেখতে পারবেন-
এই ছিলো নগদ অ্যাপের মাধ্যমে নগদ ট্রানজেকশন হিস্টরি দেখার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী নগদ অ্যাপের মাধ্যমে আপনার নগদ একাউন্টের লেনদেন বিবরণী দেখতে পারবেন।
কোড ডায়াল করে নগদ একাউন্টের লেনদেন বিবরণী দেখার উপায়ঃ
যদি আপনার মোবাইলে নগদ অ্যাপ না থাকে অথবা আপনি বাটন মোবাইলের ব্যবহারকারি হন তাহলে নগদ মেনু কোড ডায়াল করে নগদ একাউন্টের লেনদেন বিবরণী জানতে পারবেন। নগদ মেনু কোড ডায়াল করে আপনার নগদ লেনদেন দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন -
প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *167# কোড ডায়াল করবেন।
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মত My Nagad নামে একটি অপশন দেখতে পারবেন। আমাদেরকে My Nagad অপশনে প্রবেশ করতে হবে। যেহেতু My Nagad অপশন 7 নম্বরে রয়েছে তাই 7 লিখে Send অপশনে ক্লিক করতে হবে -
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো Mini Statement নামে একটি অপশন দেখতে পারবেন। নগদ একাউন্টের লেনদেন লিস্ট দেখার জন্য আমাদেরকে এই Mini Statement পেজে প্রবেশ করতে হবে। Mini Statement অপশন দুই নাম্বারে থাকায় 2 লিখে Send করতে হবে -
এবার আপনারা নগদ একাউন্টের লেনদেন বিবরণী দেখতে পারবেন। নিচের স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবেন আমার নগদ একাউন্টের লেনদেন হিস্টরি দেখাচ্ছে -
কোড ডায়াল করে নগদ একাউন্টের লেনদেন দেখার এটাই ছিলো পদ্ধতি। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী সকল ডিভাইসে নগদ মেনু কোড ডায়াল করার মাধ্যমে আপনার নগদ একাউন্টের লেনদেন বিবরণী দেখতে পারবেন।
উপসংহারঃ
ইতিমধ্যে আপনারা দুইটি মাধ্যমে অর্থাৎ নগদ অ্যাপ এবং নগদ মেনু কোড ডায়াল করে নগদ একাউন্টের লেনদেন হিস্টরি তালিকা দেখার নিয়ম জানতে পেরেছেন। আশা করছি এখন থেকে খুব সহজেই আপনার নগদ একাউন্টের সকল লেনদেন বিবরণী খুব সহজেই দেখতে পারবেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা নগদের লেনদেন বিবরণী তালিকা বের করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকম ব্যাংকিং টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।