ফেসবুক প্রোফাইল লক ও আনলক করার নিয়ম (সুবিধা ও বিস্তারিত)

আমাদের ফেসবুক প্রোফাইলে ব্যক্তিগত ছবি, ভিডিও ইত্যাদি তথ্য পাবলিশ করি। অনেক সময় আমরা এই তথ্যগুলো অপরিচিত মানুষকে জানাতে চাই না। তবে এই কাজের জন্য ফেসবুক প্রোফাইল লক করতে হয়। এই ব্লগ পোস্টে আমি আপনাদেরকে "ফেসবুক প্রোফাইল লক ও আনলক করার নিয়ম" দেখাবো। 


আপনারা ফেসবুক প্রোফাইল লক করার উপায় জেনে আপনার ফেসবুক প্রোফাইল যেমন লক করতে পারবেন তেমনি ফেসবুক প্রোফাইল আনলক করার উপায় জেনে পরবর্তীতে লক করা ফেসবুক প্রোফাইল আনলক করতে পারবেন। এছাড়াও ফেসবুক প্রোফাইল লক করলে কি হয় এবং এর সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন- 


ফেসবুক প্রোফাইল লক ও আনলক করার নিয়ম


ফেসবুক প্রোফাইল লক করলে কি হয়? 

একটি ফেসবুক লক করা প্রোফাইল এবং আনলক করা প্রোফাইলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সাধারণত আপনার ফেসবুক প্রোফাইল লক করলে যেসব হবে তা হচ্ছে- 


  • আপনার ফেসবুক প্রোফাইলের টাইমলাইনে আপনার ফ্রেন্ড ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না।

  • আপনি ফেসবুকে যেগুলো ছবি বা পোস্ট করবেন সেগুলো Only Friend হয়ে থাকবে। অর্থাৎ আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের বাইরের কেউ চাইলেও আপনার ফেসবুক আইডিতে থাকা ছবি এবং পোস্ট দেখতে পারবেনা। 

  • যারা আপনার ফ্রেন্ডলিস্টে থাকবেনা তারা শুধুমাত্র আপনার ফেসবুক আইডির প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেখতে পারবে। তবে আপনার ফেসবুক আইডির প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেখতে পারলেও সেটি জুম করতে পারবেনা। এছাড়াও আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো ডাউনলোড করতে পারবে না।

  • আপনার ফ্রেন্ড ব্যতীত অন্য কেউ টাইমলাইনে পোষ্ট করতে পারবে না। এছাড়াও যদি আপনি ফেসবুক প্রোফাইল লক করেন তাহলে অটোমেটিক আপনার ফেসবুক আইডিতে Timeline review and Tag review অন হয়ে যাবে। 

  • আপনার ফেসবুক প্রোফাইলের কেউ স্ক্রিনশট নিতে পারবে না। অনেকে আপনার ফেসবুক প্রোফাইলের ছবি ডাউনলোড করতে না পেরে স্ক্রিনশট নিতে চাইবে। কিন্তু আপনার ফেসবুক আইডি লক থাকার কারণে কেউ স্ক্রিনশট নিতে পারবে না।

  • আপনার ফেসবুক আইডির লিংক শুধু মাত্র আপনার বন্ধুরা শেয়ার করতে পারবে। আপনার ফ্রেন্ডলিস্টের বাইরের কেউ আপনার ফেসবুক আইডির লিংক শেয়ার করতে পারবে না।
  • আপনার My Day আপনার বন্ধুরা ছাড়া কেউ দেখতে পারবে না। 


ফেসবুক প্রোফাইল লক করার সুবিধা ও কারনঃ 

ফেসবুক প্রোফাইল লক করার অনেক সুবিধা রয়েছে। আপনি নিম্ন দেয়া কারণগুলোর জন্য আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারেন- 


  • ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখাঃ আপনার ছবি অথবা ভিডিও যদি ফেসবুকে পোস্ট করে থাকেন এবং অপরিচিত কাউকে সেগুলো না দেখাতে চান তাহলে আপনার ফেসবুক প্রোফাইল লক করুন। এতে আপনার বন্ধুরা বাদে আপনার ব্যক্তিগত তথ্য কেউ দেখতে পারবেনা। 

  • ফেক প্রোফাইল খোলা বন্ধ করাঃ অনেকেই আপনার ফেসবুক প্রোফাইল থেকে ছবি সংগ্রহ করে আপনার নামে ফেক অ্যাকাউন্ট তৈরি করতে পারে। এই কারণে আপনার নামে ফেসবুক ফেক অ্যাকাউন্ট খোলা বন্ধ করার জন্য প্রোফাইল লক করতে পারেন। এতে আপনার ছবি কেউ ডাউনলোড করতে না পেরে আপনার নামে ফেসবুক ফেক অ্যাকাউন্ট খুলতে পারবেনা। 

  • অনাকাঙ্ক্ষিত মন্তব্য ও ট্যাগ বন্ধ করাঃ আপনার ফেসবুক প্রোফাইল লক থাকলে যে কেউ আপনার পোস্টে যেমন কমেন্ট করতে পারবে না ঠিক তেমনি ট্যাগও করতে পারবেনা। এতে আপনি নিশ্চিন্তে ফেসবুক চালাতে পারবেন। 


ফেসবুক প্রোফাইল লক করার নিয়মঃ 

মোবাইল অথবা কম্পিউটার, আপনি যেকোনো মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন। মোবাইলে ফেসবুক প্রোফাইল লক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


প্রথমে ফেসবুক মেইন অ্যাপ দিয়ে আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করুন। এরপর নিচের স্ক্রিনশট দেখানো ফেসবুক অ্যাপের মেনু আইকনে ক্লিক করুন- 


ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম


এবার আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন। প্রোফাইলে প্রবেশ করার জন্য আপনার ফেসবুক একাউন্টের নামের উপর ক্লিক করুন- 


ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো থ্রি ডট আইকনে ক্লিক করুন- 


ফেসবুক প্রোফাইল লক করার উপায়


এবার আপনারা Lock Profile নামে একটি অপশন দেখতে পারবেন। এই অপশনে প্রবেশ করুন- 


কিভাবে ফেসবুক প্রোফাইল আনলক করতে হয়


এবার Lock your profile নামে একটি অপশন দেখতে পারবেন। এছাড়াও এখানে আপনার ফেসবুক প্রোফাইল লক করলে কি কি হবে সবগুলো তথ্য জানতে পারবেন। ফেসবুক প্রোফাইল লক করার জন্য Lock your profile অপশনে ক্লিক করুন- 


ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো You locked your profile অপশন দেখলে বুঝতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল আপনি সঠিকভাবে লক করতে পেরেছেন। এবার Ok অপশনে ক্লিক করে এখান থেকে বের হবেন- 


ফেসবুক প্রোফাইল লক করার উপায়


এই ছিলো ফেসবুক প্রোফাইল লক করার উপায়। আপনারাও করে দেখানো পদ্ধতিতে খুব সহজেই আপনার যেকোনো ফেসবুক একাউন্টের প্রোফাইল লক করতে পারবেন। 


ফেসবুক প্রোফাইল আনলক করার নিয়মঃ 

ফেসবুক প্রোফাইল লক করার পর পরবর্তীতে বিভিন্ন কারনে আপনার ফেসবুক প্রোফাইল আনলক করার প্রয়োজন হতে পারে। তবে আপনি চাইলে যেকোনো সময় আপনার লক করা ফেসবুক প্রোফাইল আবার আনলক করতে পারবেন। এই কাজের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


প্রথমে ফেসবুক মেইন অ্যাপ দিয়ে আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করুন। এরপর নিচের স্ক্রিনশট দেখানো ফেসবুক অ্যাপের মেনু আইকনে ক্লিক করুন- 


ফেসবুক প্রোফাইল আনলক করার নিয়ম


এবার আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন- 


ফেসবুক প্রোফাইল আনলক করার উপায়


এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো থ্রি ডট আইকনে ক্লিক করুন- 


ফেসবুক প্রোফাইল কিভাবে আনলক করে


এবার আপনারা Unlock Profile নামে একটি অপশন দেখতে পারবেন। এই অপশনে প্রবেশ করুন- 


ফেসবুক প্রোফাইল কিভাবে আনলক করে


এবার আপনারা আবার Unlock নামে একটি অপশন দেখতে পারবেন। এই Unlock অপশনে ক্লিক করবেন- 


ফেসবুক প্রোফাইল আনলক করার উপায়


এবার Unlock your profile নামে একটি অপশন দেখতে পারবেন। এছাড়াও এখানে আপনার ফেসবুক প্রোফাইল আনলক করলে কি হবে সব তথ্য জানতে পারবেন। ফেসবুক প্রোফাইল আনলক করার জন্য Unlock your profile অপশনে ক্লিক করুন-  


ফেসবুক প্রোফাইল আনলক করার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো You Unlocked your profile অপশন দেখলে বুঝতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল আপনি সঠিকভাবে আনলক করতে পেরেছেন। এবার Ok অপশনে ক্লিক করে এখান থেকে বের হবেন- 


ফেসবুক প্রোফাইল আনলক করার উপায়


এই ছিলো লক করা ফেসবুক প্রোফাইল আনলক করার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই যেকোনো লক করা ফেসবুক প্রোফাইল আনলক করতে পারবেন। 


উপসংহারঃ 

আশা করছি আপনারা ফেসবুক প্রোফাইল লক ও আনলক করার নিয়ম, সুবিধা ও বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। আপনার ব্যক্তিগত তথ্য অপরিচিতদের কাছে না জানানো এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য ফেসবুক প্রোফাইল লক রাখা গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, আপনার ফেসবুক প্রোফাইল লক থাকলেও আপনার বন্ধুরা আপনার ফেসবুক প্রোফাইল দেখতে পারবে। এছাড়া অন্য কেউ আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করতে পারবেনা। এই পোস্ট সম্পর্কে আপনার কোন মন্তব্য থাকলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url