ফেসবুক ফেক আইডি চেনার উপায় (ফেক অ্যাকাউন্টের সকল লক্ষণ)

বর্তমানে আমরা ফেসবুক ব্যবহার করতে গিয়ে সবথেকে বড় যে সমস্যার সম্মুখীন হই সেটি হচ্ছে ফেসবুক ফেক অ্যাকাউন্ট। ফেসবুকে অনেকেই ফেক অ্যাকাউন্ট খুলে অন্যের ক্ষতি ও প্রতারণা করার সুযোগ খোঁজে। তাই আমাদেরকে নিরাপত্তার জন্য ফেসবুক ফেক আইডি চেনার উপায় জানতে হবে। 


এই পোস্টে আমি আপনাদেরকে "কিভাবে ফেসবুক ফেক আইডি ধরতে হয়" সেটি জানাবো। আপনারা ফেসবুক ফেক অ্যাকাউন্ট কেমন হয় সেটি জেনে যেকোনো ফেসবুক একাউন্ট ফেক নাকি আসল মুহূর্তেই বুঝতে পারবেন। এছাড়াও ফেসবুক ফেক অ্যাকাউন্ট থেকে সাবধানতা অবলম্বন করার কারণ ও বিস্তারিত তথ্য জানতে পারবেন-


ফেসবুক ফেক আইডি চেনার উপায়


ফেসবুক ফেক অ্যাকাউন্ট থেকে সাবধান থাকার কারনঃ 

ফেসবুকে থাকা ফেক অ্যাকাউন্টগুলো আমাদের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। সাধারণত যেসব কারণে ফেসবুক ফেক অ্যাকাউন্ট থেকে সাবধানতা অবলম্বন করতে হবে তা হচ্ছে- 


  • প্রতারণাঃ প্রতারকরা মূলত প্রতারণা করার জন্য ফেসবুক ফেক অ্যাকাউন্ট খোলে। তারা ফেসবুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করে। 

  • ব্যক্তিগত তথ্য চুরিঃ অনেকেই অন্যের ব্যক্তিগত তথ্য চুরি করার জন্য ফেসবুক ফেক অ্যাকাউন্ট খোলে। আপনার প্রোফাইল যদি পাবলিক থাকে অথবা এমন কাউকে ফ্রেন্ড বানান যার ফেসবুক প্রোফাইল ফেক তাহলে সে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। 

  • ভুল তথ্য ছাড়ানোঃ ফেসবুক ফেক অ্যাকাউন্টের মাধ্যমে অনেক সময় ভুল তথ্য ছড়ানো হয়। মানুষ এইসব তথ্য দেখে বিভ্রান্তিতে পড়ে। 

  • হুমকি ও হেনস্থাঃ ফেসবুক ফেক অ্যাকাউন্ট এর মাধ্যমে অনেকেই ফেসবুকে অন্যকে হুমকি দেয়। এছাড়াও অন্যকে অপদস্থ করার জন্য অনেকে ফেসবুক ফেক অ্যাকাউন্টের ব্যবহার করে থাকে। 

  • মানহানিঃ ফেসবুক ফেক আইডি থেকে আপনাকে মানহানি করা হতে পারে। তাই ফেসবুক ফেক আইডিকে কখনো ফ্রেন্ডলিস্টে রাখবে না। এছাড়াও এরকম অ্যাকাউন্ট থেকে কেউ মেসেজ করলেও সেটা এড়িয়ে যাবেন। 


ফেসবুক ফেক আইডি চেনার উপায়ঃ 

সাধারণত একটি আসল ফেসবুক একাউন্ট এবং ফেক ফেসবুক একাউন্টের মধ্যে অনেক পার্থক্য থাকে। ফেক অ্যাকাউন্ট গুলোর মধ্যে কিছু লক্ষণ থাকে যেগুলো দেখলে খুব সহজেই বোঝা যায় যে, সেগুলো ফেসবুক ফেক অ্যাকাউন্ট। ফেসবুক ফেক একাউন্ট চেনার উপায়গুলো হচ্ছে- 


  • ফেসবুক একাউন্টে আসল নাম ব্যবহার না করা।

  • ফেসবুক একাউন্টের ফ্রেন্ডলিস্টে অত্যাধিক ফ্রেন্ড রাখা।

  • যোগাযোগ করলে ভুল তথ্য দেয়া।

  • ফেসবুক আইডিতে বাজে পোষ্ট থাকা। 

  • প্রোফাইলে নিজের ছবি ব্যবহার না করা। 

  • ফেসবুক প্রোফাইলের বায়োতে নিজের সম্পর্কে তথ্য না থাকা। 


চলুন তাহলে ফেসবুক ফেক আইডি চেনার উপরোক্ত লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক- 


ফেসবুক একাউন্টে আসল নাম না থাকাঃ 

সাধারণত ফেসবুক ফেক আইডিতে নিজের নাম ব্যবহার করা হয় না। কেউ যদি ফেসবুক ফেক আইডি চালায় তাহলে সে কখনো নিজের নাম ফেসবুক আইডিতে দিবেনা। ফেসবুক ফেক আইডির নাম গুলো সাধারণত নীল পরী, লাল পরী, ইত্যাদি এরকম হয়ে থাকে। 


তাই কোন ফেসবুক আইডিতে যদি সঠিক নাম না দেখতে পারেন তাহলে বুঝে নিবেন সেটি ফেসবুক ফেক অ্যাকাউন্ট। নামহীন ফেসবুক আইডিতে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক থাকে। আপনি যেহেতু তার নাম জানেন না তাই তার বিরুদ্ধে কিছু করতেও পারবেন না। এজন্য যেসকল ফেসবুক আইডিতে নিজের নাম দেয়া নেই সেগুলো থেকে দূরে থাকবেন। 


ফ্রেন্ডলিস্টে অত্যাধিক ফ্রেন্ড থাকাঃ

ফেসবুক ফেক একাউন্টের ফ্রেন্ডলিস্টে বন্ধুর পরিমাণ অনেক থাকে। যদি আপনি এমন কোন ফেসবুক আইডি দেখেন যেখানে ফ্রেন্ডলিস্টে বন্ধুর পরিমাণ অনেক বেশি তাহলে সেটি ফেসবুক ফেক আইডি ধরে নিতে পারেন। 


কারণ, একজন মানুষ কখনো তার রিয়েল ফেসবুক আইডিতে অপরিচিত মানুষকে ফ্রেন্ড বানাবে না। কিন্তু ফেসবুক ফেক আইডির মালিকরা তাদের ফেসবুক আইডির ফ্রেন্ড লিস্টে হাজার হাজার বন্ধু অ্যাড করে রাখে। এইজন্য ফেসবুক আইডির নাম চেক করার পাশাপাশি ফ্রেন্ডলিস্টের সংখ্যাও চেক করে নিবেন। 


যোগাযোগ করলে ভুল তথ্য দেয়াঃ

যখন আপনি কোন ফেসবুক ফেক আইডিতে মেসেজ করবেন তখন তারা আপনার এসএমএস এর সঠিক রিপ্লাই দিবে না। ‌ ফেসবুক ফেক আইডির মালিকরা সবসময় নিজেদের পরিচয় গোপন রেখে ফেসবুকে প্রতারণা করে থাকে। 


এই কারণে যখন কেউ তাদের পরিচয় জানতে চায় তখন তারা এড়িয়ে যায়। কিন্তু ফেসবুক রিয়েল আইডিতে কখনো কেউ কারো পরিচয় গোপন রাখে না। কেউ যদি ইনবক্সে তার পরিচয় না দিতে চায় তাহলে ফেসবুক ফেক আইডি ধরে নিতে পারেন। 


ফেসবুক আইডিতে বাজে পোষ্ট থাকাঃ

যদি কোনো ফেসবুক একাউন্টে বাজে পোস্ট বা কমেন্ট দেখেন তাহলে সেই সকল ফেসবুক একাউন্ট থেকে দূরে থাকবেন। কারন ফেসবুক আসল একাউন্ট থেকে কখনো কেউ বাজে পোস্ট বা কমেন্ট করে না। 


ফেসবুক ফেক আইডির মালিকরা তাদের ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন রকমের বাজে পোস্ট বা কমেন্ট করে। এরকম কোনো ফেসবুক আইডি দেখলে সঙ্গে সঙ্গে বুঝে নেবেন সেটি ফেসবুক ফেক অ্যাকাউন্ট।


ফেসবুক প্রোফাইলে নিজের ছবি ব্যবহার না করাঃ

ফেসবুক ফেক অ্যাকাউন্টে সবথেকে বেশি যা লক্ষ করা যায় তা হচ্ছে প্রোফাইলে নিজের ছবি থাকেনা। মানুষ নিজের পরিচয় গোপন রেখে ফেসবুক চালানোর জন্য এই কাজ করে থাকে। 


যদি কেউ তার ফেসবুক আইডি নিজের নাম এবং ছবি গোপন রেখে চালায় তাহলে বুঝে নেবেন তার খারাপ উদ্দেশ্য থাকতে পারে। এজন্য কোনো ফেসবুক আইডিতে নিজের নাম এবং ছবি না দেখতে পারলে সেটি ফেসবুক ফেক অ্যাকাউন্ট ভেবে দূরে থাকবেন। 


ফেসবুক প্রোফাইলের বায়োতে নিজের সম্পর্কে তথ্য না থাকাঃ 

ফেসবুক প্রোফাইলের বায়ো অপশনে নিজের সম্পর্কে সঠিক তথ্য দিতে হয় যাতে মানুষ ওই ফেসবুক একাউন্টের মালিকের সম্পর্কে সঠিক ধারণা পেতে পারে। কিন্তু ফেসবুক ফেক অ্যাকাউন্টের বায়োতে সঠিক তথ্য থাকে না। যেসব ফেসবুক প্রোফাইলের বায়োতে ওই প্রোফাইলের মালিকের সম্পর্কে সঠিক তথ্য দেখবেন না অথবা ফাঁকা রয়েছে ধরে নিবেন সেগুলো ফেসবুক ফেক অ্যাকাউন্ট। 


উপসংহারঃ 

ফেসবুকে প্রতারণা থেকে বাঁচার জন্য এবং নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য অবশ্যই ফেক অ্যাকাউন্ট থেকে দূরে থাকতে হবে। আশা করছি আপনারা ফেসবুক ফেক আইডি চেনার সকল উপায় জানতে পেরেছেন। এখন থেকে খুব সহজেই যেকোনো ফেসবুক অ্যাকাউন্ট দেখলে বুঝতে পারবেন সেটি আসল নাকি নকল। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা এই পোস্ট সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এছাড়াও এরকম টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url