বিকাশ চার্জ হিসাব করার উপায় । Calculate bKash Charges

বিকাশের অধিকাংশ সার্ভিসগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে চার্জ প্রদান করতে হয়। বিকাশের কোন সার্ভিসের জন্য কত টাকা চার্জ দিতে হবে এটা আমরা অনেকেই জানিনা। তবে বিকাশ কর্তৃপক্ষ বিকাশ চার্জ হিসাব করার জন্য বিকাশ চার্জ ক্যালকুলেটর চালু করেছে। 


এই পোস্টে আমি আপনাদেরকে বিকাশ চার্জ হিসাব করার উপায় দেখাবো। আপনারা বিকাশ চার্জ ক্যালকুলেটর ব্যবহার করে বিকাশের যেকোনো সার্ভিসের জন্য কত টাকা চার্জ দিতে হবে সহজে বের করতে পারবেন- 


বিকাশ চার্জ হিসাব করার নিয়ম


বিকাশ চার্জ ক্যালকুলেটর কি? 

বিকাশ চার্জ ক্যালকুলেটর হচ্ছে এমন একটি সিস্টেম যার মাধ্যমে বিকাশের সকল সার্ভিসের চার্জ সহজেই বের করা যায়। আপনি বিকাশের যে সার্ভিস ব্যবহার করবেন তার জন্য যত টাকা খরচ হবে সেটি এই ক্যালকুলেটরের মাধ্যমে জানতে পারবেন। 


বিকাশ চার্জ ক্যালকুলেটর ব্যবহার করার সুবিধাঃ 

বিকাশের সার্ভিসগুলোর চার্জ ম্যানুয়ালি বের করা অনেক কঠিন। এছাড়াও বিকাশের চার্জ অনেক সময় আমাদের মনে থাকে না। এই সমস্যা দূর করার জন্য বিকাশ চার্জ ক্যালকুলেটর অনেক সুবিধা দিয়ে থাকে। আপনি বিকাশ চার্জ ক্যালকুলেটর ব্যবহার করলে যেসব সুবিধা পাবেন তা হচ্ছে- 


  • বিকাশের সকল চার্জ জানাঃ বিকাশ চার্জ ক্যালকুলেটর অপশনে বিকাশের সকল সার্ভিসের চার্জ উল্লেখ করা আছে। আপনি শুধু নির্দেশনা দিলেই চার্জ জানতে পারবেন। 

  • সঠিক তথ্যঃ আপনি বিকাশের সার্ভিস ব্যবহার করে কত টাকা চার্জ দিবেন সেটার সঠিক তথ্য বিকাশ চার্জ ক্যালকুলেটরের মাধ্যমে জানতে পারবেন। 

  • সময় বাঁচানোঃ হাত দিয়ে বিকাশের চার্জ হিসাব করলে আপনার যে সময় ব্যয় হতো সেটি বিকাশ চার্জ ক্যালকুলেটর ব্যবহার করলে হবেনা। 

  • সহজ ব্যবহারঃ বিকাশ চার্জ ক্যালকুলেটর টুল ব্যবহার করা অনেক সহজ। আপনি কয়েকটি ক্লিক করার মাধ্যমেই নির্দিষ্ট বিকাশ সার্ভিসের চার্জ বের করতে পারবেন। 

  • ব্যবহার করা ফ্রীঃ বিকাশ ছাড় ক্যালকুলেটর টুল ব্যবহার করার জন্য আপনাকে কোনো টাকা প্রদান করতে হবেনা। সম্পূর্ণ ফ্রিতেই এটি ব্যবহার করতে পারবেন। 


বিকাশ চার্জ হিসাব করার নিয়মঃ 

বিকাশ চার্জ ক্যালকুলেটর ব্যবহার করে বিকাশ চার্জ হিসাব করার জন্য প্রথমে Bkash charge calculator এই পেজে প্রবেশ করুন। অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো Select Service নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি বিকাশের যে সার্ভিসের চার্জ জানতে চাচ্ছেন সেই সার্ভিস সিলেক্ট করার জন্য Select Service অপশনে ক্লিক করবেন- 


বিকাশ চার্জ হিসাব করার নিয়ম


এবার আপনি বিকাশের সকল সার্ভিসের তালিকা দেখতে পারবেন। আপনি যে সার্ভিসের চার্জ বের করতে চাচ্ছেন এখানে সেই সার্ভিস সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি বিকাশ অ্যাপের মাধ্যমে সেন্ড মানি চার্জ বের করতে চান তাহলে Send Money (App) অপশনে ক্লিক করবেন- 


বিকাশ চার্জ হিসাব করার উপায়


এইবার Amount অপশনে আপনি যত টাকা সেন্ড মানি করতে চাচ্ছেন সেই টাকার পরিমাণ দিবেন। অতঃপর Calculate অপশনে ক্লিক করবেন- 


বিকাশ চার্জ হিসাব করার পদ্ধতি


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো উক্ত টাকা সেন্ড মানির ক্ষেত্রে কত টাকা চার্জ কাটবে তার হিসাব দেখতে পারবেন- 


বিকাশ চার্জ হিসাব করার নিয়ম


এই ছিলো বিকাশ ট্যারিফ ক্যালকুলেটর ব্যবহার করে বিকাশ চার্জ বের করার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে বিকাশ ক্যাশ আউট, পেমেন্ট সহো বিকাশের যেকোনো সার্ভিসের চার্জ হিসাব করতে পারবেন।


উপসংহারঃ 

বিকাশের সার্ভিসগুলো ব্যবহার করার পূর্বে আমাদেরকে উক্ত সার্ভিসে জন্য চার্জ জানা উচিত। এক্ষেত্রে এই পোস্ট আপনাকে অনেক সাহায্য করবে। আশা করছি আপনারা এখন থেকে বিকাশ চার্জ ক্যালকুলেটর ব্যবহার করে বিকাশের সকল সার্ভিস চার্জ জানতে পারবেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা Bkash tariff calculator সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url