অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের পরিসংখ্যান বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের পরিসংখ্যান বিভাগের সকল শিক্ষার্থীদের বইয়ের তালিকা জানা জরুরী। কেননা অনার্সে পরিসংখ্যান বিভাগের প্রতি বর্ষে বই পরিবর্তন হয়ে থাকে। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের পরিসংখ্যান বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের পরিসংখ্যান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স পরিসংখ্যান বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন।


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের পরিসংখ্যান বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের পরিসংখ্যান বিভাগের বইয়ের তালিকাঃ

অনার্স ১ম বর্ষের পরিসংখ্যান বিভাগের জন্য ৭টি বই পড়তে হয়। এই সাতটি বইয়ের মধ্যে "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরিসংখ্যান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  •  Introductory Statistics : প্রাথমিক পরিসংখ্যাগণিত। (২১৩৬০১)

  • Introductory Probability & Numerical Mathematics : প্রাথমিক সম্ভাব্যতা ও সংখ্যাসূচক গণিত। (২১৩৬০৩)

  • Fundamentals of Mathematics : গণিতের মূলনীতি। (২১৩৬০৯)

  • Calculus-1 : ক্যালকুলাস-১ (২১৩৭১১)

  • Principles of Economics : অর্থনীতির মূলনীতি। (২১২২০৯)

  • Bangladesh Agricultural Economics : বাংলাদেশের কৃষি অর্থনীতি। (২১২২১১)


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। (২১১৫০১)


এই NU honours 1st year statistics department book list. উপরে অনার্স প্রথম বর্ষের পরিসংখ্যান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


অনার্স ২য় বর্ষের পরিসংখ্যান বিভাগের বইয়ের তালিকা‌ঃ

বর্তমানে অনার্স ২য় বর্ষের পরিসংখ্যান বিভাগের জন্য কিছু বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরিসংখ্যান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  • Probability Distribution: সম্ভাবনা বন্টন।

  • Sampling Technique: নমুনা গ্রহণ পদ্ধতি।

  • Linear Algebra: রৈখিক বীজগণিত।

  • Lab-3: Probability Distribution and Sampling Technique: ল্যাব-৩: সম্ভাবনা বন্টন ও নমুনা গ্রহণ পদ্ধতি।

  • Lab-4: Linear algebra: ল্যাব-৪: রৈখিক বীজগণিত।

  • Calculus- II: ক্যালকুলাস-২

  • Math Lab (Practical): গণিত ল্যাব (ব্যবহারিক)

  • Money, Banking and Public finance: মুদ্রা, ব্যাংকিং ও সরকারি অর্থনীতি

  • Bangladesh Economy: বাংলাদেশের অর্থনীতি


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • English (Compulsory): ইংরেজি (বাধ্যতামূলক)


এই হচ্ছে NU honours 2nd year statistics department book list. উপরে অনার্স ২য় বর্ষের পরিসংখ্যান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের পরিসংখ্যান বিভাগের বই English (Compulsory) বাধ্যতামূলক থাকবে। তবে এই সাবজেক্ট নন ক্রেডিট হিসেবে থাকবে।


অনার্স ৩য় বর্ষের পরিসংখ্যান বিভাগের বইয়ের তালিকাঃ

বর্তমানে অনার্স ৩য় বর্ষের পরিসংখ্যান বিভাগের জন্য কিছু বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরিসংখ্যান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  •  Sampling Distribution : নমুনা বন্টন। (২৩৩৬০১)

  • Statistical Inference : পরিসংখ্যাগত অনুমান। (২৩৩৬০৩)

  • Regression Analysis : রিগ্রেশন বিশ্লেষণ। (২৩৩৬০৫)

  • Design of Experiments : পরীক্ষার নকশা। (২৩৩৬০৭)

  • Applied Statistics : প্রয়োগিক পরিসংখ্যাগণিত। (২৩৩৬০৯)

  • Introduction to computer and SPSS : কম্পিউটার ও SPSS-এর পরিচয়। (২৩৩৬১১)

  • Lab 5: Statistical Inference : ল্যাব ৫: পরিসংখ্যাগত অনুমান। (২৩৩৬১২)

  • Lab 6: Regression Analysis : ল্যাব ৬: রিগ্রেশন বিশ্লেষণ। (২৩৩৬১৪)

  • Lab 7: Design of Experiments : ল্যাব ৭: পরীক্ষার নকশা। (২৩৩৬১৬)

  • Lab 8: Applied Statistics : ল্যাব ৮: প্রয়োগিক পরিসংখ্যাগণিত। (২৩৩৬১৮)


এই হচ্ছে NU honours 3rd year statistics department book list. উপরে অনার্স ৩য় বর্ষের পরিসংখ্যান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট সাবজেক্টের কোড সহো দেয়া হয়েছে।


অনার্স ৪র্থ বর্ষের পরিসংখ্যান বিভাগের বইয়ের তালিকাঃ

অনার্স ৪র্থ বর্ষের পরিসংখ্যান বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরিসংখ্যান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Multivariate Analysis (243601)

  • Advance Sampling Technique (243603)

  • Demography (243605)

  • Computer Programming (FORTRAN & R) (243607)

  • Stochastic Process (243609) 

  • Viva-voce - মৌখিক পরীক্ষা (243626)


Optional (নিচের যেকোনো দুটি)

  • Econometrics (243611)

  • Operational Research and Research Methodology (243613)

  • Epidemiology & Biostatistics (243615)

  • Lab: 9 Multivariate Analysis (243606)

  • Lab: 10 Advance Sampling Technique (243618)


Optional Practical (নিচের যেকোনো দুটি)

  • Lab: 11 Econometrics (243620)


  • Lab: 12 Operational Research & Demography (243622)

  • Lab: 13 Epidemiology & Biostatistics (243624)


এই হচ্ছে NU honours 4th year statistics department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার পরিসংখ্যান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


উপসংহারঃ 

আশা করছি আপনারা এই পোস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের পরিসংখ্যান বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের পরিসংখ্যান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। তবে যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url