অনার্স সকল বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে চাচ্ছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও আপনার সিলেবাস অনুযায়ী অনার্স মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা এই পোস্ট থেকে জানতে পারবেন।


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

অনার্স ১ম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের জন্য ৫টি বই পড়তে হয়। এই পাঁচটি বইয়ের মধ্যে দুইটি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর দুইটি সাবজেক্ট রয়েছে। বাকি একটি বই "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


মেজর সাবজেক্টঃ

  • Introductory Soils-1 (213301)

  • Introductory Soils-2 (213303)


নন মেজর সাবজেক্টঃ

  • Chemistry-1 (212807)

  • Botany-1 (213007)


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ 

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (211501)


এই হচ্ছে NU honours 1st year soil science department book list. উপরে অনার্স প্রথম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


অনার্স ২য় বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

মৃত্তিকাবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষ থেকে যখন আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবেন তখন আপনাকে অনার্স ২য় বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের লিস্ট জানতে হবে। বর্তমানে অনার্স ২য় বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের জন্য কিছু বই পড়তে হয়। উক্ত বইগুলোর তালিকা হচ্ছে-


  • Soil Physics-I

  • General Microbiology

  • Soil Mineralogy and Colloids

  • Soil Science Practical

  • General Chemistry-II

  • Environmental Chemistry

  • Botany-II

  • Botany Practical-II


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ 

  • English (Compulsory)


এই হচ্ছে NU honours 2nd year soil science department book list. উপরে অনার্স ২য় বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বই English (Compulsory) বাধ্যতামূলক থাকবে। কিন্তু এই সাবজেক্ট নন ক্রেডিট হিসেবে থাকবে।


অনার্স ৩য় বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

বর্তমানে অনার্স ৩য় বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের জন্য ৭টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  • Pedology

  • Soil Physics-II

  • Soil Chemistry

  • Soil Microbiology

  • Soil Fertility and Plant Nutrition

  • Environmental Pollutions and Waste Management

  • Soil and Plant Biochemistry


এই হচ্ছে NU honours 3rd year soil science department book list. উপরে অনার্স ৩য় বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। 


অনার্স ৪র্থ বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

অনার্স ৪র্থ বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। এই আটটি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Soil Survey and Land Evaluation - মাটি জরিপ এবং জমি মূল্যায়ন (243301)

  • Soil Conservation and Soil Management - মৃত্তিকা সংরক্ষণ ও মৃত্তিকা ব্যবস্থাপনা (243303)

  • Soil classification and Soils of Bangladesh - বাংলাদেশের মাটির শ্রেণীবিভাগ ও মৃত্তিকা (243305)

  • Irrigation and Drainage - সেচ এবং নিষ্কাশন (243307)

  • Soil Ecology - মৃত্তিকা বাস্তুবিদ্যা (243309)

  • Principles of Agronomy - কৃষিবিদ্যার মূলনীতি (243311)

  • Fertilizers and Agricultural Statistics - সার এবং কৃষি পরিসংখ্যান (243313)

  • Crops of Bangladesh - বাংলাদেশের ফসল (243315)

  • Viva-Voce - মৌখিক পরীক্ষা (243318)


এই হচ্ছে NU honours 4th year soil science department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


উপসংহারঃ 

আপনারা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। তবে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা অনার্সের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url